আম্বর শাহ মসজিদ

স্থানাঙ্ক: ২৩°২৭′ উত্তর ৯০°১৪′ পূর্ব / ২৩.৪৫° উত্তর ৯০.২৩° পূর্ব / 23.45; 90.23
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
আম্বর শাহ মসজিদ

আম্বর শাহ মসজিদ

স্থানাঙ্ক: ২৩°২৭′ উত্তর ৯০°১৪′ পূর্ব / ২৩.৪৫° উত্তর ৯০.২৩° পূর্ব / 23.45; 90.23
অবস্থান বাংলাদেশ কাওরান বাজার,ঢাকা, বাংলাদেশ
প্রতিষ্ঠিত ১৬৮০
স্থাপত্য তথ্য
ধরন মুঘল স্থাপত্য
উচ্চতা (সর্বোচ্চ) ৩.৬৬ মিটার

খাজা আম্বর মসজিদ ঢাকা শহরের কারওয়ান বাজার এলাকার মুঘল সুবাহদার শায়েস্তা খান এর প্রধান খোজা,খাজা আম্বর কর্তৃক ১৬৮০ খিষ্টাব্দে নির্মিত একটি মসজিদ।[১]

ইতিহাস[সম্পাদনা]

মসজিদটিতে দুটি শিলালিপি আছে। কেন্দ্রীয় মিহরাবের উপরে স্থাপিত প্রথম শিলালিপিতে রয়েছে কুরআনের একটি আয়াত। আর কেন্দ্রীয় প্রবেশপথের উপরে বাইরের দিকে স্থাপিত দ্বিতীয় শিলালিপিতে নির্মান সাল উল্লেখ আছে।[২]

স্থাপত্যশৈলী[সম্পাদনা]

মসজিদটির নির্মাণশৈলী অত্যন্ত আকর্ষণীয় কারুকাজময়। তিন গম্বুজের এ মসজিদ ভূমি থেকে প্রায় ১২ ফুট (৩.৬৬ মি) উঁচু একটি উত্তোলিত মঞ্চের পশ্চিম অর্ধাংশজুড়ে অবস্থিত। এ ভিত্তিমঞ্চের শীর্ষে রয়েছে বদ্ধ পদ্ম-পাপড়ি নকশার একটি সারি। এর চারকোণে রয়েছে চারটি বিশাল আকৃতির পার্শ্ববুরুজ। অষ্টভুজাকৃতির বুরুজগুলো ভিত্তিমঞ্চের চেয়ে সামান্য একটু উঁচু এবং এগুলোর শীর্ষে রয়েছে ছোটো ছোটো গম্বুজ। পূর্ব প্রান্তে একটি সিঁড়ি পেরিয়ে পাথরের তৈরি ফ্রেমবিশিষ্ট খিলানযুক্ত একটি তোরণ পর্যন্ত পৌঁছানো যায়। এ সিঁড়িপথের ডান দিকে খাজা আম্বরের খননকৃত কূপটি ছিল, তবে বর্তমানে এটিকে মাটি ফেলে ভরাট করে ফেলা হয়েছে। ভিত্তিমঞ্চের পূর্বদিকে রয়েছে খাজা আম্বরের সমাধি। আদিতে এখানে শুধু পাথরের তৈরি কবর ফলক দৃশ্যমান ছিল। তবে বর্তমানে এর উপরে ইট দিয়ে একটি ইমারত নির্মাণ করা হয়েছে।[২][৩]

আরো দেখুন[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. বারি, এম.এ। "খাজা আম্বর মসজিদ"বাংলাপিডিয়া 
  2. মামুন, মুনতাসীর (১৯৯৩)। ঢাকা স্মৃতি বিস্মৃতির নগরী (পরিবর্ধিত সংস্করণ সংস্করণ)। ঢাকা: অনন্যা প্রকাশনী। আইএসবিএন 9844121043ওসিএলসি 45260385 
  3. "খাজা আম্বর শাহ মসজিদ : সভ্যতার আড়ালে ঢেকে আছে ঐতিহ্য"প্রিয়.কম। সংগ্রহের তারিখ ২০১৯-১১-০৫ 

বহিঃসংযোগ[সম্পাদনা]