বিষয়বস্তুতে চলুন

২২ ডিসেম্বর

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(ডিসেম্বর ২২ থেকে পুনর্নির্দেশিত)
১০ ১১ ১২ ১৩ ১৪
১৫ ১৬ ১৭ ১৮ ১৯ ২০ ২১
২২ ২৩ ২৪ ২৫ ২৬ ২৭ ২৮
২৯ ৩০ ৩১  

২২ ডিসেম্বর গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ৩৫৬তম (অধিবর্ষে ৩৫৭তম) দিন। বছর শেষ হতে আরো নয় দিন বাকি রয়েছে।

ঘটনাবলী

[সম্পাদনা]
  • ১৬৯৩ - ইতালির দক্ষিণে অবস্থিত সিসিলা দ্বীপে ভয়াবহ ভূমিকম্প হয়।
  • ১৭১৬ - ইংল্যান্ডে প্রথম মুকাভিনয় অনুষ্ঠিত।
  • ১৮১০ - ইংলিশ ফ্রিগেড মিনোটর ডুবে যায়।
  • ১৮৫১ - ভারতে প্রথম মালবাহী ট্রেন চালু হয়।
  • ১৮৬৯ - মহারানী ভিক্টোরিয়ার দ্বিতীয় পুত্র প্রিন্স আলফ্রেডের কলকাতায় আগমন।
  • ১৯৩৭ - চালু হয় লিংকন টানেল।
  • ১৯৩৯ - জার্মানিতে ট্রেন দুর্ঘটনায় ১২৫ জনের মৃত্যু হয়।
  • ১৯৪২ - কলকাতায় জার্মানিদের বিমান আক্রমণ।
  • ১৯৪৪ - ভিয়েতনাম পিপলস পার্টি প্রতিষ্ঠিত।
  • ১৯৫৬ - ফ্রান্স এবং বৃটেন, মিশরের পোর্ট সাঈদ বন্দর থেকে তাদের ৫০ দিনের দখলদারিত্বের পরিসমাপ্তি ঘটায় এবং তাদের সেনাদেরকে মিশর থেকে সরিয়ে নেয়।
  • ১৯৫৮ - দ্য গোল্লে ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচিত হন।
  • ১৯৬৫ - বেলজিয়াম সরকার ছয়টি কয়লাখনি বন্ধ করে দেয়।
  • ১৯৭১ - কুর্ট ওয়াল্ডহেইম জাতিসংঘের মহাসচিব নির্বাচিত।
  • ১৯৭১ - বাংলাদেশ গণপ্রজাতন্ত্র আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হয়।
  • ১৯৭১ - বাংলাদেশের মন্ত্রী পরিষদ মুজিবনগর থেকে ঢাকায় স্থানান্তরিত। প্রধানমন্ত্রী হন তাজউদ্দিন আহমদ।
  • ১৯৭২ - বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্তৃক শহীদ বুদ্ধিজীবী স্মৃতিস্তম্ভের ভিত্তিপ্রস্তর স্থাপন।
  • ১৯৮৬ - সিলেটের হরিপুরে তেল খনি আবিষ্কার।
  • ১৯৮৮ - স্কটল্যান্ডের লকারবিতে প্যান আমেরিকান জাম্বো জেট বিমান বিধ্বস্ত। ২৫৯ জন নিহত।
  • ১৯৮৯ - রুমানিয়ার রাষ্ট্রপতি চসেস্কু ক্ষমতাচ্যুত হন।
  • ১৯৯৩ - দক্ষিণ আফ্রিকায় বর্ণ বৈষম্য বিলোপ করে নতুন সংবিধান অনুমোদন।
  • ১৯৯৫ - ইসরাইলি বাহিনীর বেথলেহেম ত্যাগ। প্যালেস্টাইনি শাসন কায়েম।

মৃত্যু

[সম্পাদনা]

ছুটি ও অন্যান্য

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলিপ্রচার তরঙ্গ, প্রাত্যহিকী অনুষ্ঠান-তারিখ ০৫ মে,২০২১>

বহিঃসংযোগ

[সম্পাদনা]