উয়েফা ইউরো ২০২৪

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
উয়েফা ইউরো ২০২৪
জার্মান: Fußball-Europameisterschaft 2024

United by Football.


Vereint im Herzen Europas.

(United in the heart of Europe.)

বিবরণ
স্বাগতিক দেশ জার্মানি
তারিখ১৪ জুন – ১৪ জুলাই
দল২৪
মাঠ১০ (১০টি আয়োজক শহরে)

২০২৪ উয়েফা ইউরোপীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ (জার্মান: Fußball-Europameisterschaft 2024; যা সাধারণত ২০২৪ উয়েফা ইউরোপীয় চ্যাম্পিয়নশিপ, উয়েফা ইউরো ২০২৪ অথবা শুধুমাত্র ইউরো ২০২৪ নামে পরিচিত) হচ্ছে উয়েফা দ্বারা আয়োজিত চতুর্বার্ষিক আন্তর্জাতিক ফুটবল প্রতিযোগিতা উয়েফা ইউরোপীয় চ্যাম্পিয়নশিপের ১৭তম আসরের চূড়ান্ত পর্ব, যেখানে ইউরোপের ফুটবল সংস্থা উয়েফার অন্তর্ভুক্ত ২৪টি জাতীয় ফুটবল দল (পুরুষ) প্রতিযোগিতা করবে। এই আসরটি ২০২৪ সালের ১৪ই জুন হতে ১৪ই জুলাই পর্যন্ত জার্মানির ১১টি শহরে অনুষ্ঠিত হবে।[১]

এই আসরটির মাধ্যমে তৃতীয়বারের মতো উয়েফা ইউরোপীয় চ্যাম্পিয়নশিপ জার্মান ভূখণ্ডে এবং জার্মানি একীভূত হওয়ার পর দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হবে: প্রাক্তন পশ্চিম জার্মানি ১৯৮৮ সালের আসরটি আয়োজন করেছিল এবং ১১ দেশের আয়োজনে ইউরো ২০২০-এর চারটি ম্যাচ মিউনিখে অনুষ্ঠিত হয়েছে। তবে এই প্রথম পূর্ব জার্মানির লাইপ্‌ৎসিশ আয়োজক শহর হিসেবে উয়েফা ইউরোপীয় চ্যাম্পিয়নশিপের আসর আয়োজন করবে।[২]

স্বাগতিক দেশ নির্বাচন প্রক্রিয়া[সম্পাদনা]

২০১৭ সালের ৪ঠা মার্চ উয়েফা ঘোষণা করেছে যে, ২০১৭ সালের ৩রা মার্চ তারিখের পূর্বে কেবলমাত্র দুইটি দেশ (জার্মানি এবং তুরস্ক) এই আসরের আয়োজক হওয়ার ইচ্ছার কথা ঘোষণা করেছিল।[৩][৪] ২০১৮ সালের ২৭শে সেপ্টেম্বর তারিখে, সুইজারল্যান্ডের নিওঁতে আয়োজক দেশ নির্বাচন করা হয়েছে।[৫]

ভোটের ফলাফল
দেশ ভোট
 জার্মানি ১২
 তুরস্ক
অনুপস্থিত
মোট ১৭

উয়েফার কার্যনির্বাহী কমিটি আয়োজক দেশ নির্বাচনের জন্য গোপন ব্যালটে ভোটের আয়োজন করেছিল, যেখানে আয়োজক নির্ধারণের জন্য কেবল সংখ্যাগরিষ্ঠতাই যথেষ্ট। যদি সমতা হয়, তবে উয়েফার সভাপতি চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।[৬] কার্যনির্বাহী কমিটির ২০ সদস্যের মধ্যে দুইজন ভোট দেওয়ার অযোগ্য ছিলেন এবং একজন অনুপস্থিত ছিলেন, তাই মোট ১৭ জন সদস্য ভোট দিতে সক্ষম ছিলেন।[৭]

বাছাইপর্ব[সম্পাদনা]

স্বাগতিক হিসেবে জার্মানি স্বয়ংক্রিয়ভাবে এই আসরের অংশগ্রহণ করার জন্য উত্তীর্ণ হয়েছে। বাকি ২৩টি দল বাছাইপর্বের মাধ্যমে নির্ধারিত হবে, যার গ্রুপ পর্ব অনুষ্ঠিত হবে ২০২৩ সালের মার্চ মাস থেকে নভেম্বর মাসে এবং প্লে-অফ অনুষ্ঠিত হবে ২০২৪ সালের মার্চ মাসে, যা ২০২২–২৩ উয়েফা নেশনস লিগের সাথে সংযুক্ত।[৮] এই আসরের বাছাইপর্বে অংশগ্রহণকারী দলগুলোর গ্রুপ বিভক্তের ড্র ২০২২ সালের ডিসেম্বর মাসে হামবুর্গে অনুষ্ঠিত হবে বলে আশা করা হচ্ছে।

উত্তীর্ণ দল[সম্পাদনা]

  দল গুলো উয়েফা ইউরো ২০২৪ এর জন্য যোগ্যতা অর্জন করেছিল
  দল গুলো যোগ্যতা অর্জনে ব্যর্থ হয়েছে
  প্রতিযোগিতায় নিষিদ্ধ দল
দল মাধ্যম তারিখ অংশগ্রহণ[ক]
 জার্মানি[খ] আয়োজক ২৭ সেপ্টেম্বর ২০১৮ ১৩ (১৯৭২, ১৯৭৬, ১৯৮০, ১৯৮৪, ১৯৮৮, ১৯৯২, ১৯৯৬, ২০০০, ২০০৪, ২০০৮, ২০১২, ২০১৬, ২০২০)
 বেলজিয়াম গ্রুপ এফ বিজয়ী ১৩ অক্টোবর ২০২৩ ৬ (১৯৭২, ১৯৮০, ১৯৮৪, ২০০০, ২০১৬, ২০২০)
 ফ্রান্স গ্রুপ বি বিজয়ী ১৩ অক্টোবর ২০২৩ ১০ (১৯৬০, ১৯৮৪, ১৯৯২, ১৯৯৬, ২০০০, ২০০৪, ২০০৮, ২০১২, ২০১৬., ২০২০)
 পর্তুগাল গ্রুপ জে বিজয়ী ১৩ অক্টোবর ২০২৩ ৮ (১৯৮৪, ১৯৯৬, ২০০০, ২০০৪, ২০০৮, ২০১২, ২০১৬, ২০২০)
 স্কটল্যান্ড গ্রুপ এ রানার্স-আপ ১৫ অক্টোবর ২০২৩ ৩ (১৯৯২, ১৯৯৬, ২০২০)
 স্পেন গ্রুপ এ বিজয়ী ১৫ অক্টোবর ২০২৩ ১১ (১৯৬৪, ১৯৮০, ১৯৮৪, ১৯৮৮, ২০০০, ২০০৪, ২০০৮, ২০১২, ২০১৬, ২০২০)
 তুরস্ক গ্রুপ ডি বিজয়ী ১৫ অক্টোবর ২০২৩ ৫ (১৯৯৬, ২০০০, ২০০৮, ২০১৬, ২০২০)
 অস্ট্রিয়া গ্রুপ এফ রানার্স-আপ ১৬ অক্টোবর ২০২৩ ৩ (২০০৮, ২০১৬, ২০২০)
 ইংল্যান্ড গ্রুপ সি বিজয়ী ১৭ অক্টোবর ২০২৩ ১০ (১৯৬৮, ১৯৮০, ১৯৮৮, ১৯৯২, ২০০০, ২০০৪, ২০১২, ২০১৬, ২০২০)
 হাঙ্গেরি গ্রুপ জি বিজয়ী ১৬ নভেম্বর ২০২৩ ৪ (১৯৬৪, ১৯৭২, ২০১৬, ২০২০)
 স্লোভাকিয়া[গ] গ্রুপ জে রানার্স–আপ ১৬ নভেম্বর ২০২৩ ৫ (১৯৬০, '১৯৭৬, ১৯৮০, ২০১৬, ২০২০)
 আলবেনিয়া গ্রুপ ই বিজয়ী ১৭ নভেম্বর ২০২৩ ১ (২০১৬)
 ডেনমার্ক গ্রুপ এইচ বিজয়ী ১৭ নভেম্বর ২০২৩ ৯ (১৯৬৪, ১৯৮৪, ১৯৮৮, ১৯৯২, ১৯৯৬, ২০০০, ২০০৪, ২০১২, ২০২০)
 নেদারল্যান্ডস গ্রুপ বি রানার্স-আপ ১৮ নভেম্বর ২০২৩ ১০ (১৯৭৬, ১৯৮০, ১৯৮৮', ১৯৯২, ২০০০, ২০০৪, ২০০৮, ২০১২, ২০২০)
 রোমানিয়া গ্রুপ আই বিজয়ী ১৮ নভেম্বর ২০২৩ ৫ (১৯৮৪, ১৯৯৬, ২০০০, ২০০৮, ২০১৬)
  সুইজারল্যান্ড গ্রুপ আই রানার্স-আপ ১৮ নভেম্বর ২০২৩ ৫ (১৯৯৬, ২০০৪, ২০০৮, ২০১৬, ২০২০)
 সার্বিয়া[ঘ] গ্রুপ জি রানার্স-আপ ১৯ নভেম্বর ২০২৩ ৫ (১৯৬০, ১৯৬৮, ১৯৭৬, ১৯৮৪, ২০০০)[ঙ]
 চেক প্রজাতন্ত্র[গ] গ্রুপ ই রানার্স-আপ ২০ নভেম্বর ২০২৩ ১০ (১৯৬০, ১৯৭৬, ১৯৮০, ১৯৯৬, ২০০০, ২০০৪, ২০০৮, ২০১২, ২০১৬, ২০২০)
 ইতালি গ্রুপ সি রানার্স-আপ ২০ নভেম্বর ২০২৩ ১০ (১৯৬৮, ১৯৮০, ১৯৮৮, ১৯৯৬, ২০০৪, ২০০৮, ২০১২, ২০১৬, ২০২০)
 স্লোভেনিয়া গ্রুপ এইচ রানার্স-আপ ২০ নভেম্বর ২০২৩ ১ (২০০০)
 ক্রোয়েশিয়া গ্রুপ ডি রানার্স-আপ ২১ নভেম্বর ২০২৩ ৬ (১৯৯৬, ২০০৪, ২০০৮, ২০১২, ২০২০)
 জর্জিয়া প্লে-অফ পাথ সি বিজয়ী ২৬ মার্চ ২০২৪ ০ (অভিষেক)
 ইউক্রেন প্লে-অফ পাথ বি বিজয়ী ২৬ মার্চ ২০২৪ ৩ (২০১২, ২০১৬, ২০২০)
 পোল্যান্ড প্লে-অফ পাথ এ বিজয়ী ২৬ মার্চ ২০২৪ ৪ (২০০৮, ২০১২, ২০১৬, ২০২০)
  1. গাঢ় দ্বারা উক্ত বছরের জন্য চ্যাম্পিয়নকে নির্দেশ এবং বাঁকা দ্বারা উক্ত বছরের আয়োজককে নির্দেশ করা হয়েছে।
  2. ১৯৭২ থেকে ১৯৮৮ পর্যন্ত জার্মানি পশ্চিম জার্মানি হিসাবে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে।
  3. ১৯৬০ থেকে ১৯৮০ সাল পর্যন্ত, স্লোভাকিয়া এবং চেক প্রজাতন্ত্র চেকোস্লোভাকিয়া হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে।। [৯][১০][১১][১২]
  4. ১৯৬০ থেকে ১৯৮৪ সাল পর্যন্ত, সার্বিয়া দল যুগোস্লাভিয়া হিসেবে এবং ২০০০ সালে এফআর যুগোস্লাভিয়া হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে।
  5. এফআর যুগোস্লাভিয়া প্রাথমিকভাবে উপস্থিত হয়েছিল ১৯৯২ (যুগোস্লাভিয়া হিসাবে যোগ্যতা অর্জনের পরে), তবে জাতিসংঘ কর্তৃক সমস্ত আন্তর্জাতিক খেলাধুলা থেকে নিষিদ্ধ হওয়ার পরে প্রতিস্থাপিত হয়েছিল।

মাঠ[সম্পাদনা]

ইউরোপীয় চ্যাম্পিয়নশিপের ম্যাচ আয়োজন করার জন্য উয়েফা কর্তৃক নির্ধারিত ন্যূনতম ৩০,০০০ ধারণক্ষমতার স্টেডিয়ামের প্রয়োজনীয়তা রয়েছে, যা পূরণকারী জার্মানির বেশ কয়েকটি স্টেডিয়াম রয়েছে।

২০০৬ ফিফা বিশ্বকাপে ব্যবহৃত ৯টি মাঠ এই আসরের ম্যাচ আয়োজন করার জন্য বাছাই করা হয়েছে: বার্লিন, ডর্টমুন্ড, মিউনিখ, কোলন, স্টুটগার্ট, হামবুর্গ, লাইপ্‌ৎসিশ, ফ্রাঙ্কফুর্ট এবং গেলজেনকির্খেনডুসেলডর্ফ (যা ২০০৬ সালের বিশ্বকাপের ম্যাচ আয়োজন করেনি , তবে ইতিপূর্বে ১৯৭৪ ফিফা বিশ্বকাপ এবং উয়েফা ইউরো ১৯৮৮-এর ম্যাচ আয়োজন করেছিল) এই আসরের দশম মাঠ হিসেবে ম্যাচ আয়োজন করবে; বিপরীতভাবে, ২০০৬ সালে আয়োজক শহর হানোফার, নুরেমবার্গ এবং কাইজারস্লাউটার্ন এই আসরের ম্যাচ আয়োজন করবে না।

অন্যান্য স্টেডিয়াম, যেমন ব্রেমেন এবং মনশেডগ্লাডবাখ এই আসরের জন্য নির্বাচন করা হয়নি।[১৩] এই মাঠগুলো জার্মানির সকল প্রধান অঞ্চলকে অন্তর্ভুক্ত করে, তবে এই আসরে সর্বাধিক সংখ্যক মাঠসহ এলাকাটি হচ্ছে উত্তর রাইন-ওয়েস্টফালিয়া রাজ্যের রাইন-রুর মেট্রোপলিটন অঞ্চল, যেখানে ১০টি আয়োজক শহরের মধ্যে চারটি (ডর্টমুন্ড, ডুসেলডর্ফ, গেলজেনকির্খেন এবং কোলন)।[১৪]

বার্লিন মিউনিখ ডর্টমুন্ড গেলজেনকির্খেন
অলিম্পিয়াস্টাডিয়ন অ্যালিয়াঞ্জ এরিনা ওয়েস্টফালেনস্টাডিয়ন এরিনা আউফশালকে
ধারণক্ষমতা: ৭৪,৪৬১ ধারণক্ষমতা: ৭০,০৭৬ ধারণক্ষমতা: ৬৫,৮৪৯ ধারণক্ষমতা: ৫৪,৭৪০
স্টুটগার্ট হামবুর্গ
মার্সিডিজ-বেঞ্জ এরিনা ফোক্সপার্কস্টাডিয়ন
ধারণক্ষমতা: ৫৪,৬৯৭ ধারণক্ষমতা: ৫২,২৪৫
ডুসেলডর্ফ কোলন ফ্রাঙ্কফুর্ট লাইপ্‌ৎসিশ
মার্কুর স্পিল-এরিনা রাইনএনেরগিস্টাডিয়ন ভাল্ডস্টাডিয়ন রেড বুল এরিনা
ধারণক্ষমতা: ৫১,০৩১ ধারণক্ষমতা: ৪৯,৮২৭ ধারণক্ষমতা: ৪৮,৩৮৭ ধারণক্ষমতা: ৪২,৯৫৯

গ্রুপ পর্বের জন্য ড্র[সম্পাদনা]

২০২৩ সালের ডিসেম্বর মাসে, হামবুর্গের এলবফিহারমনিতে এই আসরের চূড়ান্ত পর্বের ড্র অনুষ্ঠিত হয়েছিল।[১৫] ২০১৬ এবং ২০২০ সালের আসরে ব্যবহৃত বিন্যাস এই আসরেও অনুসরণ করা হয়েছিল।[৮]

সিডিং[সম্পাদনা]

পাত্র ১
দল র‍্যাঙ্ক
 জার্মানি (আয়োজক)
 পর্তুগাল
 ফ্রান্স
 স্পেন
 বেলজিয়াম
 ইংল্যান্ড
পাত্র ২
দল র‍্যাঙ্ক
 হাঙ্গেরি
 তুরস্ক
 রোমানিয়া
 ডেনমার্ক
 আলবেনিয়া ১০
 অস্ট্রিয়া ১১
পাত্র ৩
দল র‍্যাঙ্ক
 নেদারল্যান্ডস ১২
 স্কটল্যান্ড ১৩
 ক্রোয়েশিয়া ১৪
 স্লোভেনিয়া ১৫
 স্লোভাকিয়া ১৬
 চেক প্রজাতন্ত্র ১৭
পাত্র ৪[ক]
দল র‍্যাঙ্ক
 ইতালি ১৮
 সার্বিয়া ১৯
  সুইজারল্যান্ড ২০
 পোল্যান্ড ২১
 ইউক্রেন ২২
 জর্জিয়া ২৩
  1. ড্র-এর সময় কোন দলগুলি প্লে-অফ থেকে উত্তীর্ণ হবে তা জানা ছিল না।

চূড়ান্ত গ্রুপ পর্বের জন্য ড্র[সম্পাদনা]

গ্রুপ এ
অব. দল
এ১  জার্মানি
এ২  স্কটল্যান্ড
এ৩  হাঙ্গেরি
এ৪   সুইজারল্যান্ড
গ্রুপ বি
অব. দল
বি১  স্পেন
বি২  ক্রোয়েশিয়া
বি৩  ইতালি
বি৪  আলবেনিয়া
গ্রুপ সি
অব. দল
সি১  স্লোভেনিয়া
সি২  ডেনমার্ক
সি৩  সার্বিয়া
সি৪  ইংল্যান্ড
গ্রুপ ডি
অব. দল
ডি১  পোল্যান্ড প্লে-অফ এ বিজয়ী[ক]
ডি২  নেদারল্যান্ডস
ডি৩  অস্ট্রিয়া
ডি২  ফ্রান্স
গ্রুপ ই
অব. দল
ই১  বেলজিয়াম
ই২  স্লোভাকিয়া
ই৩  রোমানিয়া
ই৪  ইউক্রেন প্লে-অফ বি বিজয়ী[ক]
গ্রুপ এফ
অব. দল
এফ১  তুরস্ক
এফ২  জর্জিয়া প্লে-অফ সি বিজয়ী[ক]
এফ৩  পর্তুগাল
এফ৪  চেক প্রজাতন্ত্র
  1. ড্রয়ের সময় প্লে-অফ বিজয়ী তিনটি বিজয়ী দলের পরিচয় অজানা ছিল।

গ্রুপ পর্ব[সম্পাদনা]

টাইব্রেকার[সম্পাদনা]

প্রত্যেক দলের পয়েন্টের ওপর ভিত্তি করে দলের অবস্থান নির্ণয় করা হয় (জয়ের জন্য ৩ পয়েন্ট, ড্রয়ের জন্য ১ পয়েন্ট, হারের জন্য ০ পয়েন্ট), এবং যদি পয়েন্টের সমতা হয় তবে গ্রুপ পর্বের সবগুলো খেলা শেষে নিম্নে বর্ণিত মানদণ্ডের উপর ভিত্তি করে শীর্ষ দুই দল নির্ণয় করা হয়েছিল:[১৬]

  1. যেসকল দলের পয়েন্ট সমান, তাদের ম্যাচে পয়েন্ট;
  2. যেসকল দলের পয়েন্ট সমান, তাদের গোল পার্থক্য;
  3. যেসকল দলের পয়েন্ট সমান, তাদের গোল সংখ্যা;
  4. যদি মানদণ্ড ১ থেকে ৩ প্রয়োগ করার পরও দলগুলো সমতায় থাকে, তবে মানদণ্ড ১ থেকে ৩ শুধুমাত্র দলগুলোর মধ্যে ম্যাচগুলোর ক্ষেত্রে পুনরায় প্রয়োগ করা হয়।[ক] এই পদ্ধতিটি যদি কোন সিদ্ধান্তের দিকে পরিচালিত না করে তবে মানদণ্ড ৫ থেকে ১০ প্রযোজ্য;
  5. গ্রুপ পর্বের সকল ম্যাচে উক্ত দলসমূহের গোল পার্থক্য;
  6. গ্রুপ পর্বের সকল ম্যাচে উক্ত দলসমূহের গোল সংখ্যা;
  7. গ্রুপ পর্বের সকল ম্যাচে উক্ত দলসমূহের জয়ের সংখ্যা;[খ]
  8. যদি গ্রুপ পর্বের শেষ পর্বে, দুটি দল একে অপরের মুখোমুখি হয় এবং প্রত্যেকের একই সংখ্যক পয়েন্ট থাকে, এর পাশাপাশি একই সংখ্যক গোল করা এবং হজম করা হয় এবং তাদের ম্যাচ শেষে স্কোর সমতায় থেকে, তবে তাদের অবস্থান পেনাল্টি শুট-আউটের মাধ্যমে নির্ধারিত হয়। (এই মানদণ্ডটি ব্যবহার করা হয় না, যদি দুটির বেশি দলের একই সংখ্যক পয়েন্ট থাকে।);
  9. গ্রুপ পর্বের সকল ম্যাচে উক্ত দলসমূহের অ্যাওয়ে জয়ের সংখ্যা;
  10. গ্রুপ পর্বের সকল ম্যাচে সর্বনিম্ন শাস্তিমূলক পয়েন্ট (লাল কার্ড = ৩ পয়েন্ট, হলুদ কার্ড = ১ পয়েন্ট, এক ম্যাচে দুটি হলুদ কার্ডের জন্য বহিষ্কার = ৩ পয়েন্ট, হলুদ কার্ডের পর সরাসরি লাল কার্ড = ৪ পয়েন্ট);
  11. সামগ্রিক র‍্যাঙ্কিংয়ে উচ্চতর অবস্থান।

টীকা

  1. যদি পয়েন্টে ত্রিমুখী সমতা হয়, তবে প্রথম তিনটি মানদণ্ডের প্রয়োগ কেবলমাত্র একটি দলের জন্য সমতা দূর করতে পারে, বাকি দুটি দল তখনও সমতায় থাকে। এই ক্ষেত্রে, সমতায় থাকা দুটি দলের জন্য টাইব্রেকিং পদ্ধতি শুরু থেকে পুনরায় শুরু করা হয়।
  2. এই মানদণ্ডটি কেবলমাত্র একটি সমতা ভাঙতে পারে যদি একটি পয়েন্ট কর্তন করা হয়, অন্যথায় একই গ্রুপের একাধিক দল পয়েন্টে সমতায় থেকে যায়, তবে তাদের জয়ের একটি ভিন্ন সংখ্যা রয়েছে।

গ্রুপ এ[সম্পাদনা]

অব দল ম্যাচ জয় ড্র হার স্বগো বিগো গোপা পয়েন্ট যোগ্যতা অর্জন
 জার্মানি (H) নকআউট পর্বে উত্তীর্ণ
 স্কটল্যান্ড
  সুইজারল্যান্ড নকআউট পর্বে সম্ভাব্য উত্তীর্ণ
 হাঙ্গেরি
প্রথম খেলা ১৪ জুন ২০২৪ তারিখে অনুষ্ঠিত হবে। উৎস: [ উয়েফা]
(H) স্বাগতিক।

উয়েফা ইউরো ২০২৪ গ্রুপ এ উয়েফা ইউরো ২০২৪ গ্রুপ এ


উয়েফা ইউরো ২০২৪ গ্রুপ এ উয়েফা ইউরো ২০২৪ গ্রুপ এ


উয়েফা ইউরো ২০২৪ গ্রুপ এ উয়েফা ইউরো ২০২৪ গ্রুপ এ

গ্রুপ বি[সম্পাদনা]

অব দল ম্যাচ জয় ড্র হার স্বগো বিগো গোপা পয়েন্ট যোগ্যতা অর্জন
 স্পেন নকআউট পর্বে উত্তীর্ণ
 ক্রোয়েশিয়া
 ইতালি নকআউট পর্বে সম্ভাব্য উত্তীর্ণ
 আলবেনিয়া
প্রথম খেলা ১৫ জুন ২০২৪ তারিখে অনুষ্ঠিত হবে। উৎস: [ উয়েফা]

উয়েফা ইউরো ২০২৪ গ্রুপ বি উয়েফা ইউরো ২০২৪ গ্রুপ বি


উয়েফা ইউরো ২০২৪ গ্রুপ বি উয়েফা ইউরো ২০২৪ গ্রুপ বি


উয়েফা ইউরো ২০২৪ গ্রুপ বি উয়েফা ইউরো ২০২৪ গ্রুপ বি

গ্রুপ সি[সম্পাদনা]

অব দল ম্যাচ জয় ড্র হার স্বগো বিগো গোপা পয়েন্ট যোগ্যতা অর্জন
 স্লোভেনিয়া নকআউট পর্বে উত্তীর্ণ
 ডেনমার্ক
 ইংল্যান্ড নকআউট পর্বে সম্ভাব্য উত্তীর্ণ
 সার্বিয়া
প্রথম খেলা ১৬ জুন ২০২৪ তারিখে অনুষ্ঠিত হবে। উৎস: [ উয়েফা]

উয়েফা ইউরো ২০২৪ গ্রুপ সি উয়েফা ইউরো ২০২৪ গ্রুপ সি


উয়েফা ইউরো ২০২৪ গ্রুপ সি উয়েফা ইউরো ২০২৪ গ্রুপ সি


উয়েফা ইউরো ২০২৪ গ্রুপ সি উয়েফা ইউরো ২০২৪ গ্রুপ সি

গ্রুপ ডি[সম্পাদনা]

অব দল ম্যাচ জয় ড্র হার স্বগো বিগো গোপা পয়েন্ট যোগ্যতা অর্জন
 ফ্রান্স নকআউট পর্বে উত্তীর্ণ
 নেদারল্যান্ডস
 অস্ট্রিয়া নকআউট পর্বে সম্ভাব্য উত্তীর্ণ
 পোল্যান্ড
প্রথম খেলা ১৬ জুন ২০২৪ তারিখে অনুষ্ঠিত হবে। উৎস: [ উয়েফা]

উয়েফা ইউরো ২০২৪ গ্রুপ ডি উয়েফা ইউরো ২০২৪ গ্রুপ ডি


উয়েফা ইউরো ২০২৪ গ্রুপ ডি উয়েফা ইউরো ২০২৪ গ্রুপ ডি


উয়েফা ইউরো ২০২৪ গ্রুপ ডি উয়েফা ইউরো ২০২৪ গ্রুপ ডি

গ্রুপ ই[সম্পাদনা]

অব দল ম্যাচ জয় ড্র হার স্বগো বিগো গোপা পয়েন্ট যোগ্যতা অর্জন
 বেলজিয়াম নকআউট পর্বে সম্ভাব্য উত্তীর্ণ
 ইউক্রেন ০=
 স্লোভাকিয়া নকআউট পর্বে উত্তীর্ণ
 রোমানিয়া
প্রথম খেলা ১৭ জুন ২০২৪ তারিখে অনুষ্ঠিত হবে। উৎস: [ উয়েফা]

উয়েফা ইউরো ২০২৪ গ্রুপ ই উয়েফা ইউরো ২০২৪ গ্রুপ ই


উয়েফা ইউরো ২০২৪ গ্রুপ ই উয়েফা ইউরো ২০২৪ গ্রুপ ই


উয়েফা ইউরো ২০২৪ গ্রুপ ই উয়েফা ইউরো ২০২৪ গ্রুপ ই

গ্রুপ এফ[সম্পাদনা]

অব দল ম্যাচ জয় ড্র হার স্বগো বিগো গোপা পয়েন্ট যোগ্যতা অর্জন
 পর্তুগাল নকআউট পর্বে উত্তীর্ণ
 চেক প্রজাতন্ত্র
 তুরস্ক নকআউট পর্বে সম্ভাব্য উত্তীর্ণ
 জর্জিয়া
প্রথম খেলা ১৮ জুন ২০২৪ তারিখে অনুষ্ঠিত হবে। উৎস: [ উয়েফা]

উয়েফা ইউরো ২০২৪ গ্রুপ এফ উয়েফা ইউরো ২০২৪ গ্রুপ এফ


উয়েফা ইউরো ২০২৪ গ্রুপ এফ উয়েফা ইউরো ২০২৪ গ্রুপ এফ


উয়েফা ইউরো ২০২৪ গ্রুপ এফ উয়েফা ইউরো ২০২৪ গ্রুপ এফ

৩য় স্থান অধিকারী দলের অবস্থান[সম্পাদনা]

অব গ্রুপ দল ম্যাচ জয় ড্র হার স্বগো বিগো গোপা পয়েন্ট যোগ্যতা অর্জন
এ ৩ নকআউট পর্বে উত্তীর্ণ
বি বি ৩
সি সি ৩
ডি ডি ৩
ই ৩
এফ এফ ৩
প্রথম খেলা ১৪ জুন ২০২৪ তারিখে অনুষ্ঠিত হবে। উৎস: [ উয়েফা]
শ্রেণীবিভাগের নিয়মাবলী: ১) পয়েন্ট; ২) গোল পার্থক্য; ৩) স্বপক্ষে গোল; ৪) জয়; ৫) নিম্ন শাস্তিমূলক পয়েন্ট; ৬) সামগ্রিক র‍্যাঙ্কিংয়ে অবস্থান।

ম্যাসকট ও ম্যাচ বল[সম্পাদনা]

আলবার্ট – অফিসিয়াল ম্যাসকট

টুর্নামেন্টের ম্যাসকট উন্মোচন করা হয়েছিল ২০ জুন ২০২৩-এ গেলসেনকিরচেনে জার্মানি বনাম কলম্বিয়া আন্তর্জাতিক প্রীতি ম্যাচে।[১৭] ম্যাসকটটি হল একটি টেডি বিয়ার যার গায়ে হাফপ্যান্ট রয়েছে।[১৮] মাসকটের নাম নির্বাচন করার জন্য একটি পাবলিক ভোট ব্যবহার করা হয়েছিল, যার বিকল্প ছিল "আলবার্ট" (Albärt), ​​"বার্নার্ডো" (Bärnardo), "বার্নহার্ট" (Bärnheart) এবং "হার্জি ভন বার" (Herzi von Bär)।[১৯] ৩২% ভোট পেয়ে ম্যাসকটের নাম "Albärt" হওয়ার ঘোষণা দিয়ে ৫ জুলাই ফলাফল প্রকাশ করা হয়েছিল।[২০]

সম্প্রচার[সম্পাদনা]

ইন্টারন্যাশনাল ব্রডকাস্ট সেন্টার (আইবিসি) জার্মানির লাইপ্‌ৎসিশের লাইপ্‌ৎসিশ ট্রেড ফেয়ারে অবস্থিত হবে।[২১]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Bericht über den Finanzplan zur Austragung der Fußball-Europameisterschaft 2024 in Berlin beschlossen" (জার্মান ভাষায়)। ১৩ জুন ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২২ জুন ২০২১ 
  2. "Euro 2024: Germany beats Turkey to host tournament"BBC News। ২৭ সেপ্টেম্বর ২০১৮। সংগ্রহের তারিখ ২৭ সেপ্টেম্বর ২০১৮ 
  3. "Germany or Turkey to host Euro 2024"BBC Sport (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২১-০৭-০৬ 
  4. UEFA.com (২০১৭-০৩-০৮)। "Germany and Turkey officially interested in hosting UEFA EURO 2024 | Inside UEFA"UEFA.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২১-০৭-০৬ 
  5. UEFA.com (২০১৮-০৯-২৭)। "Germany to host UEFA EURO 2024 | Inside UEFA"UEFA.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২১-০৭-০৬ 
  6. UEFA.com। "The official website for European football"UEFA.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২১-০৭-০৬ 
  7. "UEFA EURO 2024: tournament requirements" (পিডিএফ)। UEFA। ১৭ মার্চ ২০১৭। 
  8. "UEFA EURO 2024: all you need to know"UEFA.com। Union of European Football Associations। ২৭ নভেম্বর ২০১৯। সংগ্রহের তারিখ ২৮ নভেম্বর ২০১৯ 
  9. UEFA.com (২০১৫-১১-১৭)। "UEFA EURO 2016: How all the teams qualified"UEFA.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৪-০১-০২ 
  10. UEFA.com (২০২১-০২-২২)। "UEFA EURO 2020 contenders in focus: Czech Republic"UEFA.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৪-০১-০৬ 
  11. UEFA.com (২০২১-০৩-০৩)। "UEFA EURO 2020 contenders in focus: Slovakia"UEFA.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৪-০১-০৬ 
  12. UEFA.com (২৮ ডিসেম্বর ২০২৩)। "Who has qualified for UEFA EURO 2024?"UEFA। সংগ্রহের তারিখ ৫ জানুয়ারি ২০২৪ 
  13. "Evaluierungsbericht Stadien/Städte" [Evaluation report stadiums/cities] (পিডিএফ)DFB.de (German ভাষায়)। German Football Association। ২০১৭। ১৬ সেপ্টেম্বর ২০১৭ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৫ সেপ্টেম্বর ২০১৭ 
  14. "EURO 2024 an Rhein und Ruhr"nrw.de (German ভাষায়)। North Rhine-Westphalia State Government। ২৭ সেপ্টেম্বর ২০১৮। সংগ্রহের তারিখ ২৮ সেপ্টেম্বর ২০১৮ 
  15. "Hamburg to stage EURO 2024 finals draw"UEFA.com। Union of European Football Associations। ১১ সেপ্টেম্বর ২০২০। সংগ্রহের তারিখ ১১ সেপ্টেম্বর ২০২০ 
  16. উদ্ধৃতি ত্রুটি: <ref> ট্যাগ বৈধ নয়; regulations নামের সূত্রটির জন্য কোন লেখা প্রদান করা হয়নি
  17. "Countdown to Euro 2024 is on"। ১৪ জুন ২০২৩। 
  18. "Germany unveils a teddy bear as the mascot for Euro 2024 but this time wearing shorts"। ABC News। ২০ জুন ২০২৩। 
  19. "UEFA EURO 2024 mascot unveiled – now we need your helping naming it!"UEFA.com। Union of European Football Associations। ২০ জুন ২০২৩। সংগ্রহের তারিখ ২০ জুন ২০২৩ 
  20. "EURO 2024 mascot named: Meet Albärt!"UEFA.com। Union of European Football Associations। ৫ জুলাই ২০২৩। সংগ্রহের তারিখ ৫ জুলাই ২০২৩ 
  21. "Leipzig to host UEFA EURO 2024 international broadcast centre"UEFA। ৮ ডিসেম্বর ২০২০। সংগ্রহের তারিখ ৮ ডিসেম্বর ২০২০ 

বহিঃসংযোগ[সম্পাদনা]