ইউসুফ ফোফানা
ব্যক্তিগত তথ্য | |||
---|---|---|---|
পূর্ণ নাম | ইউসুফ ফোফানা | ||
জন্ম | ১০ জানুয়ারি ১৯৯৯ | ||
জন্ম স্থান | প্যারিস, ফ্রান্স | ||
উচ্চতা | ১.৭৬ মিটার (৫ ফুট ৯+১⁄২ ইঞ্চি) | ||
মাঠে অবস্থান | মধ্যমাঠের খেলোয়াড় | ||
ক্লাবের তথ্য | |||
বর্তমান দল | মোনাকো | ||
জার্সি নম্বর | ১৯ | ||
যুব পর্যায় | |||
২০০৫–২০১৩ | এস্পেরঁস পারি | ||
২০১৩–২০১৪ | রেড স্টার | ||
২০১৪–২০১৭ | দ্রঁসি | ||
২০১৭–২০১৮ | স্ত্রাসবুর আলজাস | ||
জ্যেষ্ঠ পর্যায়* | |||
বছর | দল | ম্যাচ | (গোল) |
২০১৭–২০১৮ | স্ত্রাসবুর আলজাস বি | ৩৪ | (৪) |
২০১৮–২০২০ | স্ত্রাসবুর আলজাস | ৩০ | (৩) |
২০২০– | মোনাকো | ৮৭ | (১) |
জাতীয় দল‡ | |||
২০১৮ | ফ্রান্স অনূর্ধ্ব-১৯ | ১ | (০) |
২০১৮–২০১৯ | ফ্রান্স অনূর্ধ্ব-২০ | ৯ | (১) |
২০১৯ | ফ্রান্স অনূর্ধ্ব-২১ | ১ | (০) |
২০২২– | ফ্রান্স | ২ | (০) |
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে এবং ১৪:০৭, ৩০ অক্টোবর ২০২২ (ইউটিসি) তারিখ অনুযায়ী সকল তথ্য সঠিক। ‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ১৪:০৭, ৩০ অক্টোবর ২০২২ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক। |
ইউসুফ ফোফানা (ফরাসি: Youssouf Fofana, ফরাসি উচ্চারণ: [jusˈuf fofanˈa ]; জন্ম: ১০ জানুয়ারি ১৯৯৯) হলেন একজন ফরাসি পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে ফরাসি ক্লাব মোনাকো এবং ফ্রান্স জাতীয় দলের হয়ে মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেলেন। তিনি মূলত রক্ষণাত্মক মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেললেও মাঝেমধ্যে কেন্দ্রীয় মধ্যমাঠের খেলোয়াড় অথবা ডান পার্শ্বীয় মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেলেন।
২০১৮ সালে, ফোফানা ফ্রান্স অনূর্ধ্ব-১৯ দলের হয়ে ফ্রান্সের বয়সভিত্তিক পর্যায়ে অভিষেক করেছিলেন। প্রায় ২ বছর যাবত ফ্রান্সের বয়সভিত্তিক দলের হয়ে খেলার পর, তিনি ২০২২ সালে ফ্রান্সের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন; ফ্রান্সের জার্সি গায়ে তিনি এপর্যন্ত ২ ম্যাচে অংশগ্রহণ করেছেন।
প্রারম্ভিক জীবন
[সম্পাদনা]ইউসুফ ফোফানা ১৯৯৯ সালের ১০ই জানুয়ারি তারিখে ফ্রান্সের প্যারিসে জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।
আন্তর্জাতিক ফুটবল
[সম্পাদনা]ফোফানা ফ্রান্স অনূর্ধ্ব-১৯, ফ্রান্স অনূর্ধ্ব-২০ এবং ফ্রান্স অনূর্ধ্ব-২১ দলের হয়ে খেলার মাধ্যমে ফ্রান্সের প্রতিনিধিত্ব করেছেন। ২০১৮ সালে তিনি ফ্রান্স অনূর্ধ্ব-১৯ দলের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন। ফ্রান্সের বয়সভিত্তিক দলের হয়ে তিনি প্রায় ২ বছরে ১১ ম্যাচে অংশগ্রহণ করে ১টি গোল করেছেন।
২০২২ সালের ২২শে সেপ্টেম্বর তারিখে, ২৩ বছর, ৮ মাস ও ১২ দিন বয়সে, ডান পায়ে ফুটবল খেলায় পারদর্শী ফোফানা অস্ট্রিয়ার বিরুদ্ধে অনুষ্ঠিত ২০২২–২৩ উয়েফা নেশনস লিগের ম্যাচে অংশগ্রহণ করার মাধ্যমে আন্তর্জাতিক ফুটবলে ফ্রান্সের হয়ে অভিষেক করেছেন।[১] তিনি উক্ত ম্যাচের মূল একাদশে অন্তর্ভুক্ত ছিলেন;[২] ম্যাচে তিনি ১৯ নম্বর জার্সি পরিধান করে রক্ষণাত্মক মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেলেছিলেন।[৩] ম্যাচটি ফ্রান্স ২–০ গোলের ব্যবধানে জয়লাভ করেছিল।[৪] ফ্রান্সের হয়ে অভিষেকের বছরে ফোফানা সর্বমোট ২ ম্যাচে অংশগ্রহণ করেছেন।
পরিসংখ্যান
[সম্পাদনা]আন্তর্জাতিক
[সম্পাদনা]- ৩০ অক্টোবর ২০২২ পর্যন্ত হালনাগাদকৃত।
দল | সাল | ম্যাচ | গোল |
---|---|---|---|
ফ্রান্স | ২০২২ | ২ | ০ |
সর্বমোট | ২ | ০ |
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "France vs. Austria - 22 September 2022 - Soccerway"। int.soccerway.com। সংগ্রহের তারিখ ৩০ অক্টোবর ২০২২।
- ↑ "France - Austria 2:0 (Nations League A 2022/2023, Group 1)"। worldfootball.net। সংগ্রহের তারিখ ৩০ অক্টোবর ২০২২।
- ↑ "France - Austria, Sep 22, 2022 - UEFA Nations League A - Match sheet"। www.transfermarkt.com। সংগ্রহের তারিখ ৩০ অক্টোবর ২০২২।
- ↑ Strack-Zimmermann, Benjamin। "France vs. Austria"। www.national-football-teams.com। সংগ্রহের তারিখ ৩০ অক্টোবর ২০২২।
বহিঃসংযোগ
[সম্পাদনা]- সকারওয়েতে ইউসুফ ফোফানা (ইংরেজি)
- সকারবেসে ইউসুফ ফোফানা (ইংরেজি)
- বিডিফুটবলে ইউসুফ ফোফানা (ইংরেজি)
- ট্রান্সফারমার্কেটে ইউসুফ ফোফানা (ইংরেজি)
- ওয়ার্ল্ডফুটবল.নেটে ইউসুফ ফোফানা (ইংরেজি)
- ইএসপিএন এফসিতে ইউসুফ ফোফানা (ইংরেজি)
- ন্যাশনাল-ফুটবল-টিমস.কমে ইউসুফ ফোফানা (ইংরেজি)
- ১৯৯৯-এ জন্ম
- জীবিত ব্যক্তি
- ফরাসি ফুটবলার
- ফুটবল মধ্যমাঠের খেলোয়াড়
- ফ্রান্সের আন্তর্জাতিক ফুটবলার
- রেসিং ক্লাব স্ত্রাসবুর আলজাসের খেলোয়াড়
- মোনাকো ফুটবল ক্লাবের খেলোয়াড়
- লিগ ১-এর খেলোয়াড়
- ফ্রান্সের অনূর্ধ্ব-২১ আন্তর্জাতিক ফুটবলার
- রেড স্টার ফুটবল ক্লাবের খেলোয়াড়
- ফ্রান্সের আন্তর্জাতিক যুব ফুটবলার
- প্যারিসের ফুটবলার
- কৃষ্ণাঙ্গ ফরাসি ক্রীড়াবিদ
- ২০২২ ফিফা বিশ্বকাপের খেলোয়াড়
- ফরাসি জাতীয় চ্যাম্পিয়নশিপ ৩-এর খেলোয়াড়
- উয়েফা ইউরো ২০২৪-এর খেলোয়াড়