বিষয়বস্তুতে চলুন

ইতালীয় ফুটবল ফেডারেশন

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ইতালীয় ফুটবল ফেডারেশন
উয়েফা
প্রতিষ্ঠিত২৬ মার্চ ১৮৯৮; ১২৭ বছর আগে (1898-03-26)[]
সদর দপ্তররোম, ইতালি
ফিফা অধিভুক্তি১৯০৫[]
উয়েফা অধিভুক্তি১৯৫৪
সভাপতিইতালি গাব্রিয়েলে গ্রাভিনা
সহ-সভাপতিইতালি কোসিমো সিবিলিয়া
ওয়েবসাইটwww.figc.it/it/

ইতালীয় ফুটবল ফেডারেশন (ইতালীয়: Federazione Italiana Giuoco Calcio; ইংরেজি: Italian Football Federation; এছাড়াও সংক্ষেপে ফেডেরকালচো, আইএফএফ এবং এফআইজিসি নামে পরিচিত) হচ্ছে ইতালির ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। এই সংস্থাটি ১৮৯৮ সালের ২৬শে মার্চ তারিখে প্রতিষ্ঠিত হয়েছে। এটি প্রতিষ্ঠার ৭ বছর পর ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার সদস্যপদ লাভ করে, এর পাশাপাশি প্রতিষ্ঠার ৫৬ বছর পর ১৯৫৪ সালে সংস্থাটি তাদের আঞ্চলিক সংস্থা উয়েফার সদস্যপদ লাভ করে। এই সংস্থার সদর দপ্তর ইতালির রাজধানী রোমে এবং এর প্রযুক্তি বিভাগটি কভেরচানোয় অবস্থিত।[]

এই সংস্থাটি ইতালির পুরুষ, নারী, বয়সভিত্তিক জাতীয় দলের পাশাপাশি ঘরোয়া ফুটবলে সেরিয়ে আ, সেরিয়ে বি, কোপা ইতালিয়া এবং সুপারকোপা ইতালিয়ানার মতো প্রতিযোগিতার সকল কার্যক্রম পরিচালনা করে। বর্তমানে ইতালীয় ফুটবল ফেডারেশনের সভাপতির দায়িত্ব পালন করছেন গাব্রিয়েলে গ্রাভিনা এবং সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন কোসিমো সিবিলিয়া।

কর্মকর্তা

[সম্পাদনা]
৩ সেপ্টেম্বর ২০২০ পর্যন্ত হালনাগাদকৃত।[]
অবস্থাননাম
সভাপতিগাব্রিয়েলে গ্রাভিনা
সহ-সভাপতিকোসিমো সিবিলিয়া
সাধারণ সম্পাদকমার্কো ব্রুনেল্লি
কোষাধ্যক্ষ
গণমাধ্যম এবং যোগাযোগ পরিচালকপাওলো কোরবি
প্রযুক্তিগত পরিচালকদেমেত্রিও আলবেরতিনি
ফুটসাল সমন্বয়কারীআন্দ্রেয়া মোন্তেমুরো
জাতীয় দলের কোচ (পুরুষ)রবের্তো মানচিনি
জাতীয় দলের কোচ (নারী)মিলেনা বেরতোলিনি
রেফারি সমন্বয়কারীদাভিদে গারবিনি

সভাপতির তালিকা

[সম্পাদনা]
নংনামঅধিকার
মারিও ভিকার‍য়১৮৯৮–১৯০৫
জিওভানি সিলভেস্ত্রি১৯০৫–১৯০৭
এমিলিও বালবিয়ানো দি বেলগিওসো১৯০৭–১৯০৯
লুইগি বোসিসিও১৯০৯–১৯১০
ফেলিস রাদিস১৯১০–১৯১১
এমিলিও ভালভাসোরি১৯১১
আলফনসো ফেরেরো দে গুবারনাতিস ভেন্তিমিগলিয়া১৯১১–১৯১২
ভিত্তোরিও রিগনোন১৯১২–১৯১৩
লুইগি দে রসি১৯১৩–১৯১৪
১০কার্লো মন্তু১৯১৪–১৯১৫
১১ফ্রান্সেস্কো মৌরো১৯১৫–১৯১৯
১২কার্লো মন্তু১৯১৯–১৯২০
১৩ফ্রান্সেস্কো মৌরো১৯২০
১৪লুইগি বোজিনো১৯২০–১৯২১
১৫জিওভানি লমোবারদি১৯২২–১৯২৩
১৬লুইগি বোজিনো১৯২৩–১৯২৪
নির্দেশক১৯২৪
১৭লুইগি বোজিনো১৯২৪–১৯২৬
১৮লেওনার্দো আরপিনাতি১৯২৬–১৯৩৩
১৯জর্জিও ভাকারো১৯৩৩–১৯৪২
২০লুইগি রিডলফি ভায় দা ভেরাজানো১৯৪২–১৯৪৩
২০জিওভানি মৌরো১৯৪৩
নির্দেশক১৯৪৩–১৯৪৪
২১ফুলভিও বের্নার্দিনি১৯৪৪
২৩অত্তারিনো বারাসি১৯৪৪–১৯৫৮
২৪বুরনো জাউলি১৯৫৮–১৯৫৯
২৫আমবার্তো আগনেলি১৯৫৯–১৯৬১
২৬গিউসেপে পাসকালে১৯৬১–১৯৬৭
২৭আরতেমিও ফ্রাঞ্চি১৯৬৭–১৯৭৬
২৮ফ্রাঙ্কো কারারো১৯৭৬–১৯৭৮
২৯আরতেমিও ফ্রাঞ্চি১৯৭৮–১৯৮০
৩০ফেদেরিকো সরদিয়ো [it]১৯৮০–১৯৮৬
৩১ফ্রাঙ্কো কারারো১৯৮৬–১৯৮৭
৩২আন্তোনিও মাতারেসে১৯৮৭–১৯৯৬
৩৩রাফায়েলে পাগনোজ্জি [it]১৯৯৬–১৯৯৭
৩৪লুসিয়ানো নিজোলা [it]১৯৯৭–২০০০
৩৫জিয়ানি পেত্রুচ্চি২০০০–২০০১
৩৬ফ্রাঙ্কো কারারো২০০১–২০০৬
৩৭গিদো রসি২০০৬
৩৮লুকা পাঞ্চালি২০০৬–২০০৭
৩৯গিয়ানকার্লো আবেতে২০০৭–২০১৪
৪০কার্লো তাভেচিও২০১৪–২০১৮
৪১রবের্তো ফাব্রিচিনি [it]২০১৮
৪২গাব্রিয়েলে গ্রাভিনা [it]২০১৮–

উৎস:[][]

অর্জন

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. 1 2 3 "অ্যাসোসিয়েশনের তথ্য"fifa.com (ইংরেজি ভাষায়)। ফিফা। ১ মার্চ ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৩ সেপ্টেম্বর ২০২০
  2. "Settore Tecnico"। FIGC। ২৬ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৬ ডিসেম্বর ২০১৯
  3. "Tutti i presidenti federali dal 1898 ad oggi" (Italian ভাষায়)। FIGC.it। ২৪ ডিসেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৩ মার্চ ২০১৯{{ওয়েব উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: অচেনা ভাষা (লিঙ্ক)
  4. "Federazione Italiana Giuoco Calcio" (Italian ভাষায়)। CONI.it। ৬ মার্চ ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৩ মার্চ ২০১৯{{ওয়েব উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: অচেনা ভাষা (লিঙ্ক)

বহিঃসংযোগ

[সম্পাদনা]

টেমপ্লেট:ইতালীয় ফুটবল ফেডারেশন