ইউরি তিলেমান্স

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ইউরি তিলেমান্স
২০১৯ সালে বেলজিয়ামের হয়ে তিলেমান্স
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম ইউরি মারিওন আ. তিলেমান্স
জন্ম (1997-05-07) ৭ মে ১৯৯৭ (বয়স ২৬)
জন্ম স্থান সিন্ট-পিটার্স লেউ, বেলজিয়াম
উচ্চতা ১.৭৬ মিটার (৫ ফুট + ইঞ্চি)
মাঠে অবস্থান মধ্যমাঠের খেলোয়াড়
ক্লাবের তথ্য
বর্তমান দল
লেস্টার সিটি
জার্সি নম্বর
যুব পর্যায়
২০০২–২০১৩ আন্ডারলেখট
জ্যেষ্ঠ পর্যায়*
বছর দল ম্যাচ (গোল)
২০১৩–২০১৭ আন্ডারলেখট ১৩৯ (২৬)
২০১৭–২০১৯ মোনাকো ৪৭ (৫)
২০১৯লেস্টার সিটি (ধার) ১৩ (৩)
২০১৯– লেস্টার সিটি ১০৭ (১৫)
জাতীয় দল
২০১২–২০১৩ বেলজিয়াম অনূর্ধ্ব-১৫ (২)
২০১২–২০১৩ বেলজিয়াম অনূর্ধ্ব-১৬ ১০ (৮)
২০১৩–২০১৬ বেলজিয়াম অনূর্ধ্ব-২১ ১৪ (৬)
২০১৬– বেলজিয়াম ৫২ (৫)
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে এবং ১২:১৮, ৩০ আগস্ট ২০২২ (ইউটিসি) তারিখ অনুযায়ী সকল তথ্য সঠিক।
‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ১২:১৮, ৩০ আগস্ট ২০২২ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক।

ইউরি মারিওন আ. তিলেমান্স (ফরাসি: Youri Tielemans; জন্ম: ৭ মে ১৯৯৭; ইউরি তিলেমান্স নামে সুপরিচিত) হলেন একজন বেলজীয় পেশাদার ফুটবল খেলোয়াড়[১] তিনি বর্তমানে ইংরেজ ক্লাব লেস্টার সিটি এবং বেলজিয়াম জাতীয় দলের হয়ে মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেলেন। তিনি মূলত ডান পার্শ্বীয় মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেললেও মাঝেমধ্যে বাম পার্শ্বীয় মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেলেন।

২০১২ সালে, তিলেমান্স বেলজিয়াম অনূর্ধ্ব-১৫ দলের হয়ে বেলজিয়ামের বয়সভিত্তিক পর্যায়ে অভিষেক করেছিলেন। প্রায় ৫ বছর যাবত বেলজিয়ামের বয়সভিত্তিক দলের হয়ে খেলার পর, তিনি ২০১৬ সালে বেলজিয়ামের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন; বেলজিয়ামের জার্সি গায়ে তিনি এপর্যন্ত ৫২ ম্যাচে ৫টি গোল করেছেন।

প্রারম্ভিক জীবন[সম্পাদনা]

ইউরি মারিওন আ. তিলেমান্স ১৯৯৭ সালের ৭ই মে তারিখে বেলজিয়ামের সিন্ট-পিটার্স লেউতে জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।

আন্তর্জাতিক ফুটবল[সম্পাদনা]

তিলেমান্স বেলজিয়াম অনূর্ধ্ব-১৫, বেলজিয়াম অনূর্ধ্ব-১৬ এবং বেলজিয়াম অনূর্ধ্ব-২১ দলের হয়ে খেলার মাধ্যমে বেলজিয়ামের প্রতিনিধিত্ব করেছেন। ২০১২ সালে বেলজিয়াম অনূর্ধ্ব-১৫ দলের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন। বেলজিয়ামের বয়সভিত্তিক দলের হয়ে তিনি প্রায় ৫ বছরে ২৮ ম্যাচে অংশগ্রহণ করে ১৬টি গোল করেছেন।

২০১৬ সালের ৯ই নভেম্বর তারিখে, ১৯ বছর, ৬ মাস ও ২ দিন বয়সে, ডান পায়ে ফুটবল খেলায় পারদর্শী তিলেমান্স নেদারল্যান্ডসের বিরুদ্ধে অনুষ্ঠিত প্রীতি ম্যাচে অংশগ্রহণ করার মাধ্যমে আন্তর্জাতিক ফুটবলে বেলজিয়ামের হয়ে অভিষেক করেছেন।[২][৩] উক্ত ম্যাচের ৮৪তম মিনিটে মধ্যমাঠের খেলোয়াড় স্টেভেন ডেফুরের বদলি খেলোয়াড় হিসেবে তিনি মাঠে প্রবেশ করেছিলেন;[৪] ম্যাচে তিনি ৮ নম্বর জার্সি পরিধান করে কেন্দ্রীয় মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেলেছিলেন।[৫] ম্যাচটি ১–১ গোলে ড্র হয়েছিল।[৬] বেলজিয়ামের হয়ে অভিষেকের বছরে তিলেমান্স সর্বমোট ২ ম্যাচে অংশগ্রহণ করেছেন।

পরিসংখ্যান[সম্পাদনা]

আন্তর্জাতিক[সম্পাদনা]

৩০ আগস্ট ২০২২ পর্যন্ত হালনাগাদকৃত।
দল সাল ম্যাচ গোল
বেলজিয়াম ২০১৬
২০১৭
২০১৮ ১১
২০১৯
২০২০
২০২১ ১৩
২০২২
সর্বমোট ৫২

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Tighe, Sam (৩০ অক্টোবর ২০১৪)। "Top 100 European Football Prospects Aged Under 21"Bleacher Report। সংগ্রহের তারিখ ১১ ডিসেম্বর ২০১৫ 
  2. "Netherlands 1-1 Belgium"। BBC Sport। ১০ নভেম্বর ২০১৬। সংগ্রহের তারিখ ২৩ ডিসেম্বর ২০১৬ 
  3. https://int.soccerway.com/matches/2016/11/09/world/friendlies/netherlands/belgium/2238527/
  4. https://www.worldfootball.net/report/freundschaft-2016-november-niederlande-belgien/
  5. https://www.transfermarkt.com/spielbericht/index/spielbericht/2769751
  6. https://www.national-football-teams.com/matches/report/15976/Netherlands_Belgium.html

বহিঃসংযোগ[সম্পাদনা]