জুড বেলিংহাম

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
জুড বেলিংহাম
২০২২ ফিফা বিশ্বকাপে ইংল্যান্ডের হয়ে খেলছেন বেলিংহাম
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম জুড ভিক্টর উইলিয়াম বেলিংহাম
জন্ম (2003-06-29) ২৯ জুন ২০০৩ (বয়স ২০)
জন্ম স্থান স্টাওয়ারব্রিজ, ইংল্যান্ড
উচ্চতা ১.৮৬ মিটার (৬ ফুট ১ ইঞ্চি)
মাঠে অবস্থান মধ্যমাঠের খেলোয়াড়
ক্লাবের তথ্য
বর্তমান দল
রিয়াল মাদ্রিদ
জার্সি নম্বর
যুব পর্যায়
২০১০–২০১৯ বার্মিংহ্যাম সিটি
জ্যেষ্ঠ পর্যায়*
বছর দল ম্যাচ (গোল)
২০১৯–২০২০ বার্মিংহ্যাম সিটি ৪১ (৪)
২০২০–২০২৩ বরুসিয়া ডর্টমুন্ড ৯২ (১২)
২০২৩– রিয়াল মাদ্রিদ ২২ (১৬)
জাতীয় দল
২০১৬–২০১৮ ইংল্যান্ড অনূর্ধ্ব-১৫ (১)
২০১৮–২০১৯ ইংল্যান্ড অনূর্ধ্ব-১৬ ১১ (৪)
২০১৯ ইংল্যান্ড অনূর্ধ্ব-১৭ (২)
২০২০ ইংল্যান্ড অনূর্ধ্ব-২১ (১)
২০২০– ইংল্যান্ড ২৯ (৩)
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে এবং ১২:১২, ২৮ মার্চ ২০২৪ (ইউটিসি) তারিখ অনুযায়ী সকল তথ্য সঠিক।
‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ১২:১২, ২৮ মার্চ ২০২৪ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক।

জুড ভিক্টর উইলিয়াম বেলিংহাম (ইংরেজি: Jude Bellingham, ইংরেজি উচ্চারণ: /d͡ʒˈuːd bˈɛlɪŋəm/; জন্ম: ২৯ জুন ২০০৩; জুড বেলিংহাম নামে সুপরিচিত) হলেন একজন ইংরেজ পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে স্পেনীয় ক্লাব রিয়াল মাদ্রিদ এবং ইংল্যান্ড জাতীয় দলের হয়ে মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেলেন। তিনি মূলত কেন্দ্রীয় মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেললেও মাঝেমধ্যে ডান পার্শ্বীয় মধ্যমাঠের খেলোয়াড় অথবা বাম পার্শ্বীয় মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেলেন।

২০১৬ সালে, বেলিংহাম ইংল্যান্ড অনূর্ধ্ব-১৫ দলের হয়ে ইংল্যান্ডের বয়সভিত্তিক পর্যায়ে অভিষেক করেছিলেন। প্রায় ৪ বছর যাবত ইংল্যান্ডের বয়সভিত্তিক দলের হয়ে খেলার পর, তিনি ২০২০ সালে ইংল্যান্ডের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন; ইংল্যান্ডের জার্সি গায়ে তিনি এপর্যন্ত ২৭ ম্যাচে ২টি গোল করেছেন।

প্রারম্ভিক জীবন[সম্পাদনা]

জুড ভিক্টর উইলিয়াম বেলিংহাম ২০০৩ সালের ২৯শে জুন তারিখে ইংল্যান্ডের স্টাওয়ারব্রিজে জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।

আন্তর্জাতিক ফুটবল[সম্পাদনা]

বেলিংহাম ইংল্যান্ড অনূর্ধ্ব-১৫, ইংল্যান্ড অনূর্ধ্ব-১৬, ইংল্যান্ড অনূর্ধ্ব-১৭ এবং ইংল্যান্ড অনূর্ধ্ব-২১ দলের হয়ে খেলার মাধ্যমে ইংল্যান্ডের প্রতিনিধিত্ব করেছেন। ২০১৬ সালে তিনি ইংল্যান্ড অনূর্ধ্ব-১৫ দলের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন। ইংল্যান্ডের বয়সভিত্তিক দলের হয়ে তিনি প্রায় ৪ বছরে ২৬ ম্যাচে অংশগ্রহণ করে ৮টি গোল এবং একটি শিরোপা জয়লাভ করেছেন।

২০২০ সালের ১২ই নভেম্বর তারিখে, ১৭ বছর, ৪ মাস ও ১৪ দিন বয়সে, ডান পায়ে ফুটবল খেলায় পারদর্শী বেলিংহাম প্রজাতন্ত্রী আয়ারল্যান্ডের বিরুদ্ধে অনুষ্ঠিত প্রীতি ম্যাচে অংশগ্রহণ করার মাধ্যমে আন্তর্জাতিক ফুটবলে ইংল্যান্ডের হয়ে অভিষেক করেছেন।[১] উক্ত ম্যাচের ৭৩তম মিনিটে মধ্যমাঠের খেলোয়াড় মেসন মাউন্টের বদলি খেলোয়াড় হিসেবে তিনি মাঠে প্রবেশ করেছিলেন;[২] ম্যাচে তিনি ১৭ নম্বর জার্সি পরিধান করে কেন্দ্রীয় মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেলেছিলেন।[৩] ম্যাচটি ইংল্যান্ড ৩–০ গোলের ব্যবধানে জয়লাভ করেছিল।[৪] ইংল্যান্ডের হয়ে অভিষেকের বছরে বেলিংহাম সর্বমোট ১ ম্যাচে অংশগ্রহণ করেছেন। জাতীয় দলের হয়ে অভিষেকের ১ বছর, ১১ মাস ও ১০ দিন পর, ইংল্যান্ডের জার্সি গায়ে প্রথম গোলটি করেছেন;[৫] ২০২২ সালের ২১শে নভেম্বর তারিখে, ইরানের বিরুদ্ধে ম্যাচের ৩৫তম মিনিটে লুক শ-এর অ্যাসিস্ট হতে ইংল্যান্ডের হয়ে ম্যাচের প্রথম গোলটি করার মাধ্যমে তিনি আন্তর্জাতিক ফুটবলে তার প্রথম গোলটি করেছেন।[৬][৭]

পরিসংখ্যান[সম্পাদনা]

আন্তর্জাতিক[সম্পাদনা]

১৭ অক্টোবর ২০২৩ পর্যন্ত হালনাগাদকৃত।
দল সাল ম্যাচ গোল
ইংল্যান্ড ২০২০
২০২১
২০২২ ১২
২০২৩
সর্বমোট ২৭

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "England vs. Republic of Ireland - 12 November 2020 - Soccerway"int.soccerway.com। সংগ্রহের তারিখ ২৭ অক্টোবর ২০২২ 
  2. "England - Ireland 3:0 (Friendlies 2020, November)"worldfootball.net। সংগ্রহের তারিখ ২৭ অক্টোবর ২০২২ 
  3. "England - Republic of Ireland, Nov 12, 2020 - International Friendlies - Match sheet"www.transfermarkt.com। সংগ্রহের তারিখ ২৭ অক্টোবর ২০২২ 
  4. Strack-Zimmermann, Benjamin। "England vs. Ireland"www.national-football-teams.com। সংগ্রহের তারিখ ২৭ অক্টোবর ২০২২ 
  5. "England vs. IR Iran - 21 November 2022 - Soccerway"uk.soccerway.com 
  6. "England - Iran, Nov 21, 2022 - 2022 World Cup - Match sheet"www.transfermarkt.com 
  7. "England - Iran 6:2 (World Cup 2022 Qatar, Group B)"worldfootball.net। ২৩ নভেম্বর ২০২২। 

বহিঃসংযোগ[সম্পাদনা]