উয়েফা ইউরো ২০২৪-এর দলীয় সদস্য

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

উয়েফা ইউরো ২০২৪ হচ্ছে জার্মানিতে ২০২৪ সালের ১৪ই জুন থেকে ১৪ই জুলাই পর্যন্ত অনুষ্ঠিত একটি আন্তর্জাতিক ফুটবল প্রতিযোগিতা। এই নিবন্ধে উয়েফা ইউরো ২০২৪-এ অংশগ্রহণকারী দলের সদস্যদের তালিকা উল্লেখ করা হয়েছে। এই আসরে অংশগ্রহণকারী ২৪টি জাতীয় দল সর্বোচ্চ ২৩ হতে ২৬ জন করে খেলোয়াড়ের সমন্বয়ে তাদের দলের নিবন্ধন করতে হয়েছে; যেখানে প্রত্যেক দলে অবশ্যই তিনজন গোলরক্ষক থাকা আবশ্যক;[১] তবে প্রতিটি ম্যাচের জন্য ম্যাচ শিটে প্রতিটি দল শুধুমাত্র ২৩ জন খেলোয়াড় অন্তর্ভুক্ত করতে পারবে। প্রতিটি খেলোয়াড়ের জন্য তালিকাভুক্ত অবস্থানটি উয়েফা দ্বারা আনুষ্ঠানিক ম্যাচ প্রতিবেদনের তালিকা অনুযায়ী উল্লেখ করা হয়েছে। প্রতিটি খেলোয়াড়ের উল্লিখিত বয়স ২০২৪ সালের ১৪ই জুন (এই আসর শুরুর উদ্বোধনী দিন) অনুযায়ী উল্লেখ করা হয়েছে। প্রতিটি খেলোয়াড়ের জন্য তালিকাভুক্ত ম্যাচ এবং গোলের সংখ্যা প্রতিযোগিতা শুরুর পূর্বে পর্যন্ত গণনা করা হয়েছে। তালিকাভুক্ত ক্লাবটি হচ্ছে সেই ক্লাব যার হয়ে খেলোয়াড় প্রতিযোগিতা পূর্বে সর্বশেষ প্রতিযোগিতামূলক ম্যাচে অংশগ্রহণ করেছে। খেলোয়াড়দের একাধিক জাতীয়তা থাকতে পারে যা ফিফা ভুক্ত নয়। কোচদের ক্ষেত্রে উল্লিখিত পতাকা তাদের নিজস্ব জাতীয় দলের চেয়ে আলাদা জাতীয়তার হতে পারে।[২]

প্রতিযোগিতা শুরুর এক সপ্তাহ পূর্বে অর্থাৎ ২০২৪ সালের ৬ই জুন তারিখে ২৩:৫৯ টার সিইএসটি (ইউটিসি+২) মধ্যে জাতীয় দলে সর্বমোট ২৩ অথবা ২৬ জন খেলোয়াড়ের চূড়ান্ত দলের তালিকা অবশ্যই কনমেবলে জমা দিতে হবে।[৩] চূড়ান্ত দলের সকল খেলোয়াড়কে সংশ্লিষ্ট প্রাথমিক দলের তালিকা (প্রবিধান অনুচ্ছেদ ৬০) থেকে বাছাই করতে হয়েছিল। যদি জমাকৃত দলের তালিকার কোন খেলোয়াড় প্রতিযোগিতায় তার দলের প্রথম ম্যাচের পূর্বে আঘাতপ্রাপ্ত অথবা অসুস্থ হন, তবে উক্ত খেলোয়াড়কে প্রতিস্থাপন করা যেতে পারে, তবে শর্ত হচ্ছে যে দলের ডাক্তার এবং উয়েফা মেডিকেল কমিটির একজন ডাক্তার উভয়ই নিশ্চিত করতে হবে যে আঘাতপ্রাপ্ত অথবা অসুস্থ খেলোয়াড়টি প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে না। প্রতিযোগিতার প্রথম ম্যাচের পর যদি কোন গোলরক্ষক চোট বা অসুস্থতায় ভোগে, তবুও দলের অন্যান্য গোলরক্ষকগণ উপলব্ধ থাকলেও তাকে প্রতিস্থাপন করা যেতে পারে। খেলোয়াড় তালিকায় প্রতিস্থাপিত খেলোয়াড়কে পুনরায় তালিকায় অন্তর্ভুক্ত করা যাবে না।

প্রাথমিকভাবে, নিয়মানুযায়ী প্রতিটি দলকে ২৩ হতে ২৬ জন খেলোয়াড় নিয়ে গঠিত হতে হতো, তবে ২০২৪ সালের ৩রা মে তারিখে উয়েফার নির্বাহী কমিটি এটি পরিমার্জন করেছে।[৪]

গ্রুপ এ[সম্পাদনা]

জার্মানি[সম্পাদনা]

প্রধান কোচ: জার্মানি ইয়ুলিয়ান নাগেলসমান

স্কটল্যান্ড[সম্পাদনা]

প্রধান কোচ: স্কটল্যান্ড স্টিভ ক্লার্ক

হাঙ্গেরি[সম্পাদনা]

প্রধান কোচ: ইতালি মার্কো রসসি

সুইজারল্যান্ড[সম্পাদনা]

প্রধান কোচ: সুইজারল্যান্ড মুরাত ইয়াকিন

গ্রুপ বি[সম্পাদনা]

স্পেন[সম্পাদনা]

প্রধান কোচ: স্পেন লুইস দে লা ফুয়েন্তে

ক্রোয়েশিয়া[সম্পাদনা]

প্রধান কোচ: ক্রোয়েশিয়া জ্লাৎকো দালিচ

ইতালি[সম্পাদনা]

প্রধান কোচ: ইতালি লুচানো স্পাল্লেত্তি

আলবেনিয়া[সম্পাদনা]

প্রধান কোচ: ব্রাজিল সিলভিনিয়ো

গ্রুপ সি[সম্পাদনা]

স্লোভেনিয়া[সম্পাদনা]

প্রধান কোচ: স্লোভেনিয়া মাতিয়াশ কেক

ডেনমার্ক[সম্পাদনা]

প্রধান কোচ: ডেনমার্ক ক্যাস্পার হিউলম্যান

সার্বিয়া[সম্পাদনা]

প্রধান কোচ: সার্বিয়া দ্রাগান স্তোয়কোভিচ

ইংল্যান্ড[সম্পাদনা]

প্রধান কোচ: ইংল্যান্ড গ্যারেথ সাউথগেট

গ্রুপ ডি[সম্পাদনা]

পোল্যান্ড[সম্পাদনা]

প্রধান কোচ: পোল্যান্ড মিখাউ প্রোবিয়েজ

নেদারল্যান্ডস[সম্পাদনা]

প্রধান কোচ: নেদারল্যান্ডস রোনাল্ট কুমান

অস্ট্রিয়া[সম্পাদনা]

প্রধান কোচ: জার্মানি রালফ রাংনিক

ফ্রান্স[সম্পাদনা]

প্রধান কোচ: ফ্রান্স দিদিয়ে দেশঁ

গ্রুপ ই[সম্পাদনা]

বেলজিয়াম[সম্পাদনা]

প্রধান কোচ: ইতালি দোমেনিকো তেদেস্কো

স্লোভাকিয়া[সম্পাদনা]

প্রধান কোচ: ইতালি ফ্রাঞ্চেস্কো কালৎসোনা

রোমানিয়া[সম্পাদনা]

প্রধান কোচ: রোমানিয়া এদওয়ার্দ ইয়োর্দানেস্কু

ইউক্রেন[সম্পাদনা]

প্রধান কোচ: ইউক্রেন সের্হি রেবরভ

গ্রুপ এফ[সম্পাদনা]

তুরস্ক[সম্পাদনা]

প্রধান কোচ: ইতালি ভিঞ্চেনৎসো মোন্তেল্লা

জর্জিয়া[সম্পাদনা]

প্রধান কোচ: ফ্রান্স উইলি সানিয়োল

পর্তুগাল[সম্পাদনা]

প্রধান কোচ: স্পেন রোবের্তো মার্তিনেস

চেক প্রজাতন্ত্র[সম্পাদনা]

প্রধান কোচ: চেক প্রজাতন্ত্র ইভান হাশেক

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "CONMEBOL Copa America 2024 Regulations" (পিডিএফ)। CONMEBOL। ২৯ নভেম্বর ২০২৩। ১ ডিসেম্বর ২০২৩ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ ডিসেম্বর ২০২৩ 
  2. "Regulations of the UEFA European Football Championship 2022-24 | Amendments" (পিডিএফ)UEFA.com। Union of European Football Associations। ৩ মে ২০২৪। সংগ্রহের তারিখ ৯ মে ২০২৪ 
  3. "UEFA Documents"UEFA.com। Union of European Football Associations। সংগ্রহের তারিখ ১২ মার্চ ২০২৪ 
  4. "Teams allowed to register up to 26 players for UEFA EURO 2024"UEFA.com। Union of European Football Associations। ৩ মে ২০২৪। সংগ্রহের তারিখ ৯ মে ২০২৪ 

বহিঃসংযোগ[সম্পাদনা]