রোমানীয় ফুটবল ফেডারেশন

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(রোমানিয়ান ফুটবল ফেডারেশন থেকে পুনর্নির্দেশিত)
রোমানীয় ফুটবল ফেডারেশন
উয়েফা
প্রতিষ্ঠিতঅক্টোবর ১৯০৯; ১১৪ বছর আগে (1909-10)[১]
সদর দপ্তরবুখারেস্ট, রোমানিয়া
ফিফা অধিভুক্তি১৯২৩[১]
উয়েফা অধিভুক্তি১৯৫৫
সভাপতিরোমানিয়া রাজভান বারলিনু
সহ-সভাপতিরোমানিয়া জিনো ইয়রগুলেস্কু
ওয়েবসাইটwww.frf.ro

রোমানীয় ফুটবল ফেডারেশন (রোমানীয়: Federația Română de Fotbal, ইংরেজি: Romanian Football Federation; এছাড়াও সংক্ষেপে আরএফএফ নামে পরিচিত) হচ্ছে রোমানিয়ার ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। এই সংস্থাটি ১৯০৯ সালের অক্টোবর মাসে প্রতিষ্ঠিত হয়েছে। এটি প্রতিষ্ঠার ১৪ বছর পর ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার সদস্যপদ লাভ করে, এর পাশাপাশি প্রতিষ্ঠার ৪৬ বছর পর ১৯৫৫ সালে সংস্থাটি তাদের আঞ্চলিক সংস্থা উয়েফার সদস্যপদ লাভ করে। এই সংস্থার সদর দপ্তর রোমানিয়ার রাজধানী বুখারেস্টে অবস্থিত।

এই সংস্থাটি রোমানিয়ার পুরুষ, নারী এবং অনূর্ধ্ব-২১ দলের পাশাপাশি ঘরোয়া ফুটবলে লিগা ১, লিগা ২ এবং কুপা রোমানিয়েইয়ের মতো প্রতিযোগিতার সকল কার্যক্রম পরিচালনা করে। বর্তমানে রোমানীয় ফুটবল ফেডারেশনের সভাপতির দায়িত্ব পালন করছেন রাজভান বারলিনু এবং সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন রাদু ভিসান।

সভাপতি[সম্পাদনা]

সভাপতি[২] কাল[২]
সম্মিলিত ব্যবস্থাপনা অক্টোবর ১৯০৯–১ ডিসেম্বর ১৯১২
হান্স হারজোগ ১৯১২–১ ডিসেম্বর ১৯১২
চার্লস ভিরেক ১ ডিসেম্বর ১৯১২–১ ডিসেম্বর ১৯১৩
টিএ বল্টন ১ ডিসেম্বর ১৯১৩–১ ডিসেম্বর ১৯১৪
মারিও গেবুনার ১ ডিসেম্বর ১৯১৪–১৫ আগস্ট ১৯১৬
ড. সাবু ১ ডিসেম্বর ১৯১৯–৮ মে ১৯২২
মারিও গেবুনার ৭ মে ১৯২২–১২ ডিসেম্বর ১৯২৩
নিকোলায় কোভাচস (তত্ত্বাবধায়ক) ১২ ডিসেম্বর ১৯২৩–১৩ এপ্রিল ১৯২৪
এএসআর প্রিন্স ক্যারোল ১৩ এপ্রিল ১৯২৪–৭ এপ্রিল ১৯২৫
ক্যামিল ম্যানিলাই ৭ এপ্রিল ১৯২৫–মার্চ ১৯২৬
অরেল লিউকুটিয়া মার্চ ১৯২৬–৭ আগস্ট ১৯৩৩
ভিওরেল টিলেয়া ৭ আগস্ট ১৯৩৩–৬ জানুয়ারি ১৯৩৯
গ্যাব্রিয়েল মারিনেস্কু ১ ফেব্রুয়ারি ১৯৪০–৬ সেপ্টেম্বর ১৯৪০
কর্নেল ই লুপাস্কু (তত্ত্বাবধায়ক) ১২ সেপ্টেম্বর ১৯৪০–২৩ অক্টোবর ১৯৪০
কমরেড ভালেরিউ নেগুলেস্কু ৩০ অক্টোবর ১৯৪০–১৮ এপ্রিল ১৯৪১
ড. মিরসিয়া স্ট্রয়েস্কু [ক] ১৮ এপ্রিল ১৯৪১–১৮ নভেম্বর ১৯৪২
আলেক্সান্দ্রু কাপাতানা [ক] ১৮ নভেম্বর ১৯৪২–৩০ অক্টোবর ১৯৪৩
মেজর কোন্সতান্তিন দুদেস্কু কালারাসি ৩০ অক্টোবর ১৯৪৩–১৭ অক্টোবর ১৯৪৪
নিকুলায় লুকেস্কু (তত্ত্বাবধায়ক) ১৭ অক্টোবর ১৯৪৪–২ মার্চ ১৯৪৫
পল নেডেলকোভিচি ২ মার্চ ১৯৪৫–৪ মার্চ ১৯৪৫
কর্নেল সেভার স্লাতিনেনু ৪ মার্চ ১৯৪৫–২৯ মার্চ ১৯৪৫
কর্নেল ওরেস্তে আলেক্সান্দ্রু ২৯ মার্চ ১৯৪৫–১৪ মে ১৯৪৫
রেউস মে ১৪ মে ১৯৪৫–১০ এপ্রিল ১৯৪৬
ড. ভার্জিল একোনোমু ১০ এপ্রিল ১৯৪৬–২৭ মার্চ ১৯৪৭
এমিলিয়ান আঙ্গেলিউ ২ এপ্রিল ১৯৪৭–১৩ এপ্রিল ১৯৪৮
অ্যান্টন ইরিমেস্কু ১৩ এপ্রিল ১৯৪৮–১২ জুলাই ১৯৪৮
টুডোর ভাসিলে (সম্পাদক) [খ] ১২ জুলাই ১৯৪৮–৯ আগস্ট ১৯৪৯
দুমিত্রু পেত্রেস্কু ১ জুন ১৯৫০–মার্চ ১৯৫৭
ইওন মিনেই মার্চ ১৯৫৭–২৮ জানুয়ারি ১৯৫৮
কর্নেলিউ মানেস্কু ২৮ জানুয়ারি ১৯৫৮–অক্টোবর ১৯৬০
আলেক্সান্দ্রু বার্লাডিনু অক্টোবর ১৯৬০–মার্চ ১৯৬২
ইওন বালাস মার্চ ১৯৬২–জুন ১৯৬২
আলেক্সান্দ্রু পিন্টিয়া জুন ১৯৬২–সেপ্টেম্বর ১৯৬২
মিরোন ওল্টিনু সেপ্টেম্বর ১৯৬২–২৪ জানুয়ারি ১৯৬৩
ঘেরঘে পোপেস্কু ১ ২৪ জানুয়ারি ১৯৬৩–২৯ মে ১৯৬৭
ইওন দুমিত্রেস্কু (তত্ত্বাবধায়ক) ২৯ মে ১৯৬৭–২৯ জুলাই ১৯৬৭
আলেক্সান্দ্রু বার্লাডিনু ২৯ জুলাই ১৯৬৭–ডিসেম্বর ১৯৬৭
আদ্রিয়ান দিমিত্রিউ ১১ ফেব্রুয়ারি ১৯৬৮–১৯ মার্চ ১৯৬৯
মার্সিয়া আঙ্গেলেস্কু ১৯ মার্চ ১৯৬৯–১৪ ফেব্রুয়ারি ১৯৭৫
টুডোর ভাসিলে ১৪ ফেব্রুয়ারি ১৯৭৫–৮ জানুয়ারি ১৯৭৬
ট্রাইয়ান ডুডাস ৮ জানুয়ারি ১৯৭৬–২১ নভেম্বর ১৯৭৭
আঙ্ঘেল পারাসচিভ ২১ নভেম্বর ১৯৭৭–নভেম্বর ১৯৭৯
নিকোলায় ইরিমি (সহ-সভাপতি) নভেম্বর ১৯৭৯–১২ ফেব্রুয়ারি ১৯৮১
আন্দ্রি রাডুলেস্কু ১২ ফেব্রুয়ারি ১৯৮১–জুলাই ১৯৮৩
ইওন দুমিত্রেস্কু জুলাই ১৯৮৩–১৫ আগস্ট ১৯৮৬
মার্সিয়া আঙ্গেলেস্কু ১৫ আগস্ট ১৯৮৬–৪ জানুয়ারি ১৯৯০
আন্দ্রি রাডুলেস্কু(তত্ত্বাবধায়ক) ৪ জানুয়ারি ১৯৯০–২৩ ফেব্রুয়ারি ১৯৯০
মার্সিয়া পাস্কু ২৩ ফেব্রুয়ারি ১৯৯০–৯ আগস্ট ১৯৯০
মার্সিয়া সান্ডু ৯ আগস্ট ১৯৯০–৫ মার্চ ২০১৪
রাজভান বারলিনু ৫ মার্চ ২০১৪–বর্তমান

নোট[সম্পাদনা]

  1. রোমানিয়ান ফুটবল-হ্যান্ডবল ফেডারেশনের সভাপতি
  2. ওএসপি (পিপলস স্পোর্টস অর্গানাইজেশন) মডেল অনুসারে সেক্রেটারি পদে সর্বোচ্চ পদে এফআরএফ পুনর্গঠিত হয়েছে

কর্মকর্তা[সম্পাদনা]

৫ সেপ্টেম্বর ২০২০ পর্যন্ত হালনাগাদকৃত।[১]
অবস্থান নাম
সভাপতি রাজভান বারলিনু
সহ-সভাপতি জিনো ইয়রগুলেস্কু
সাধারণ সম্পাদক রাদু ভিসান
কোষাধ্যক্ষ অভিদিউ দিম্বেয়ান
গণমাধ্যম এবং যোগাযোগ পরিচালক গাব্রিয়েল বেরচেয়ানু
প্রযুক্তিগত পরিচালক মিহাই স্তোইচিতা
ফুটসাল সমন্বয়কারী ভালেরিউ ইওনিতা
জাতীয় দলের কোচ (পুরুষ) মিরেল রাদোই
জাতীয় দলের কোচ (নারী) মিরেল আলবোন
রেফারি সমন্বয়কারী কাইরোস ভাসারাস

প্রতিযোগিতা[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "অ্যাসোসিয়েশনের তথ্য"fifa.com (ইংরেজি ভাষায়)। ফিফা। সংগ্রহের তারিখ ৫ সেপ্টেম্বর ২০২০ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  2. "FRF Presidents"। frf.ro। ২০১৯-১১-১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। 

বহিঃসংযোগ[সম্পাদনা]