ইউক্রেন জাতীয় ফুটবল দল
![]() | |||
ডাকনাম | Головна команда (মূল দল) Жовто-Сині (হলুদ-নীল) | ||
---|---|---|---|
অ্যাসোসিয়েশন | ইউক্রেনীয় ফুটবল অ্যাসোসিয়েশন | ||
কনফেডারেশন | উয়েফা (ইউরোপ) | ||
প্রধান কোচ | আন্দ্রেই শেভচেঙ্কো | ||
অধিনায়ক | আন্দ্রেই পিয়াতভ | ||
সর্বাধিক ম্যাচ | আনাতলি তিমাশ্চুক (১৪৪) | ||
শীর্ষ গোলদাতা | আন্দ্রেই শেভচেঙ্কো (৪৮) | ||
মাঠ | বিভিন্ন | ||
ফিফা কোড | UKR | ||
ওয়েবসাইট | uaf | ||
| |||
ফিফা র্যাঙ্কিং | |||
বর্তমান | ২৪ ![]() | ||
সর্বোচ্চ | ১১ (ফেব্রুয়ারি ২০০৭) | ||
সর্বনিম্ন | ১৩২ (সেপ্টেম্বর ১৯৯৩) | ||
এলো র্যাঙ্কিং | |||
বর্তমান | ২০ ![]() | ||
সর্বোচ্চ | ১৪ (নভেম্বর ২০১০) | ||
সর্বনিম্ন | ৬৯ (২৯ মার্চ ১৯৯৫) | ||
প্রথম আন্তর্জাতিক খেলা | |||
![]() ![]() (উজহরদ, ইউক্রেন; ২৯ এপ্রিল ১৯৯২) | |||
বৃহত্তম জয় | |||
![]() ![]() (লভিউ, ইউক্রেন; ৬ সেপ্টেম্বর ২০১৩) | |||
বৃহত্তম পরাজয় | |||
![]() ![]() (সাঁ-দ্যনি, ফ্রান্স; ৭ অক্টোবর ২০২০) | |||
বিশ্বকাপ | |||
অংশগ্রহণ | ১ (২০০৬-এ প্রথম) | ||
সেরা সাফল্য | কোয়ার্টার-ফাইনাল (২০০৬) | ||
উয়েফা ইউরোপীয় চ্যাম্পিয়নশিপ | |||
অংশগ্রহণ | ৩ (২০১২-এ প্রথম) | ||
সেরা সাফল্য | গ্রুপ পর্ব (২০১২, ২০১৬) |
ইউক্রেন জাতীয় ফুটবল দল (ইউক্রেনীয়: збірна України з футболу. ইংরেজি: Ukraine national football team) হচ্ছে আন্তর্জাতিক ফুটবলে ইউক্রেনের প্রতিনিধিত্বকারী পুরুষদের জাতীয় দল, যার সকল কার্যক্রম ইউক্রেনের ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ইউক্রেনীয় ফুটবল অ্যাসোসিয়েশন দ্বারা নিয়ন্ত্রিত হয়। এই দলটি ১৯৯২ সাল হতে ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার এবং একই বছর হতে তাদের আঞ্চলিক সংস্থা উয়েফার সদস্য হিসেবে রয়েছে। ১৯৯২ সালের ২৯শে এপ্রিল তারিখে, ইউক্রেন প্রথমবারের মতো আন্তর্জাতিক খেলায় অংশগ্রহণ করেছে; ইউক্রেনের উজহরদে অনুষ্ঠিত উক্ত ম্যাচে ইউক্রেন হাঙ্গেরির কাছে ১–৩ গোলের ব্যবধানে পরাজিত হয়েছিল।
হলুদ-নীল নামে পরিচিত এই দলটি বেশ কয়েকটি স্টেডিয়ামে তাদের হোম ম্যাচগুলো আয়োজন করে থাকে। এই দলের প্রধান কার্যালয় ইউক্রেনের রাজধানী কিয়েভের হাউস অফ ফুটবলের অলিম্পিস্কি জাতীয় ক্রীড়া কমপ্লেক্সের কাছে অবস্থিত। বর্তমানে এই দলের ম্যানেজারের দায়িত্ব পালন করছেন আন্দ্রেই শেভচেঙ্কো এবং অধিনায়কের দায়িত্ব পালন করছেন শাখতার দোনেৎস্কের গোলরক্ষক আন্দ্রেই পিয়াতভ।
ইউক্রেন এপর্যন্ত ১ বার ফিফা বিশ্বকাপে অংশগ্রহণ করেছে, যেখানে ২০০৬ ফিফা বিশ্বকাপের কোয়ার্টার-ফাইনালে পৌঁছেছিল; উক্ত ম্যাচে তারা ইতালির কাছে ৩–০ গোলের ব্যবধানে পরাজিত হয়েছে। অন্যদিকে, উয়েফা ইউরোপীয় চ্যাম্পিয়নশিপে ইউক্রেন এপর্যন্ত ৩ বার অংশগ্রহণ করেছে, যার মধ্যে সেরা সাফল্য হচ্ছে উয়েফা ইউরো ২০১২ এবং উয়েফা ইউরো ২০১৬-এর গ্রুপ পর্বে পৌঁছানো।
আনাতলি তিমাশ্চুক, আন্দ্রেই শেভচেঙ্কো, আন্দ্রেই ইয়ার্মলেঙ্কো, ইয়েভহেন কনপ্লিয়াঙ্কা এবং রুসলান রতানের মতো খেলোয়াড়গণ ইউক্রেনের জার্সি গায়ে মাঠ কাঁপিয়েছেন।
র্যাঙ্কিং[সম্পাদনা]
ফিফা বিশ্ব র্যাঙ্কিংয়ে, ২০০৭ সালের ফেব্রুয়ারি মাসে প্রকাশিত র্যাঙ্কিংয়ে ইউক্রেন তাদের ইতিহাসে সর্বপ্রথম সর্বোচ্চ অবস্থান (১১তম) অর্জন করে এবং ১৯৯৩ সালের সেপ্টেম্বর মাসে প্রকাশিত র্যাঙ্কিংয়ে তারা ১৩২তম স্থান অধিকার করে, যা তাদের ইতিহাসে সর্বনিম্ন। অন্যদিকে, বিশ্ব ফুটবল এলো রেটিংয়ে ইউক্রেনের সর্বোচ্চ অবস্থান হচ্ছে ১৪তম (যা তারা ২০১০ সালের নভেম্বর মাসে অর্জন করেছিল) এবং সর্বনিম্ন অবস্থান হচ্ছে ৫৯। নিম্নে বর্তমানে ফিফা বিশ্ব র্যাঙ্কিং এবং বিশ্ব ফুটবল এলো রেটিংয়ে অবস্থান উল্লেখ করা হলো:
- ফিফা বিশ্ব র্যাঙ্কিং
অবস্থান | পরিবর্তন | দল | পয়েন্ট |
---|---|---|---|
২২ | ![]() |
![]() |
১৫৪৮ |
২৩ | ![]() |
![]() |
১৫৩১ |
২৪ | ![]() |
![]() |
১৫২১ |
২৫ | ![]() |
![]() |
১৫১২ |
২৬ | ![]() |
![]() |
১৫০৩ |
- বিশ্ব ফুটবল এলো রেটিং
অবস্থান | পরিবর্তন | দল | পয়েন্ট |
---|---|---|---|
১৮ | ![]() |
![]() |
১৮৩৫ |
১৯ | ![]() |
![]() |
১৮২৮ |
২০ | ![]() |
![]() |
১৮১৮ |
২১ | ![]() |
![]() |
১৮১৬ |
২২ | ![]() |
![]() |
১৮০৮ |
২২ | ![]() |
![]() |
১৮০৮ |
প্রতিযোগিতামূলক তথ্য[সম্পাদনা]
ফিফা বিশ্বকাপ[সম্পাদনা]
ফিফা বিশ্বকাপ | বাছাইপর্ব | ||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
সাল | পর্ব | অবস্থান | ম্যাচ | জয় | ড্র | হার | স্বগো | বিগো | ম্যাচ | জয় | ড্র | হার | স্বগো | বিগো | |
সোভিয়েত ইউনিয়নের অংশ হিসেবে | সোভিয়েত ইউনিয়নের অংশ হিসেবে | ||||||||||||||
![]() |
অংশগ্রহণ করেনি | অংশগ্রহণ করেনি | |||||||||||||
![]() | |||||||||||||||
![]() | |||||||||||||||
![]() | |||||||||||||||
![]() | |||||||||||||||
![]() |
কোয়ার্টার-ফাইনাল | ৬ষ্ঠ | ৫ | ২ | ১ | ২ | ৫ | ৬ | ৪ | ৩ | ০ | ১ | ১৬ | ৩ | |
![]() |
কোয়ার্টার-ফাইনাল | ৬ষ্ঠ | ৪ | ২ | ১ | ১ | ৯ | ৭ | ৪ | ৪ | ০ | ০ | ১১ | ৩ | |
![]() |
৩য় স্থান নির্ধারণী | ৪র্থ | ৬ | ৪ | ০ | ২ | ১০ | ৬ | ৬ | ৫ | ০ | ১ | ১৯ | ৬ | |
![]() |
কোয়ার্টার-ফাইনাল | ৫ম | ৪ | ২ | ১ | ১ | ৬ | ২ | ৪ | ৩ | ১ | ০ | ৮ | ১ | |
![]() |
প্রত্যাহার[৩] | ৪ | ৩ | ০ | ১ | ৫ | ২ | ||||||||
![]() |
উত্তীর্ণ হয়নি | ৪ | ২ | ০ | ২ | ৫ | ৩ | ||||||||
![]() |
দ্বিতীয় গ্রুপ পর্ব | ৭ম | ৫ | ২ | ২ | ১ | ৭ | ৪ | ৮ | ৬ | ২ | ০ | ২০ | ২ | |
![]() |
১৬ দলের পর্ব | ১০ম | ৪ | ২ | ১ | ১ | ১২ | ৫ | ৮ | ৪ | ২ | ২ | ১৩ | ৮ | |
![]() |
গ্রুপ পর্ব | ১৭তম | ৩ | ১ | ০ | ২ | ৪ | ৪ | ৮ | ৪ | ৩ | ১ | ১১ | ৪ | |
ইউক্রেন হিসেবে | ইউক্রেন হিসেবে | ||||||||||||||
![]() |
১৯৯২ সালে ফিফার সদস্যপদ লাভ করে, তাই এই আসরে অন্তর্ভুক্ত হয়নি[ক] | ১৯৯২ সালে ফিফার সদস্যপদ লাভ করে, তাই এই আসরে অন্তর্ভুক্ত হয়নি[ক] | |||||||||||||
![]() |
উত্তীর্ণ হয়নি | ১২ | ৬ | ৩ | ৩ | ১১ | ৯ | ||||||||
![]() ![]() |
১২ | ৪ | ৬ | ২ | ১৫ | ১৩ | |||||||||
![]() |
কোয়ার্টার-ফাইনাল | ৮ম | ৫ | ২ | ১ | ২ | ৫ | ৭ | ১২ | ৭ | ৪ | ১ | ১৮ | ৭ | |
![]() |
উত্তীর্ণ হয়নি | ১২ | ৬ | ৪ | ২ | ২১ | ৭ | ||||||||
![]() |
১২ | ৭ | ৩ | ২ | ৩০ | ৭ | |||||||||
![]() |
১০ | ৫ | ২ | ৩ | ১৩ | ৯ | |||||||||
![]() |
অনির্ধারিত | অনির্ধারিত | |||||||||||||
মোট | কোয়ার্টার-ফাইনাল | ১/৭ | ৫ | ২ | ১ | ২ | ৫ | ৭ | ৭০ | ৩৫ | ২২ | ১৩ | ১০৮ | ৫২ |
টীকা[সম্পাদনা]
- ↑ ক খ ১৯৯১ সালের ৮ই ডিসেম্বর তারিখে অনুষ্ঠিত বাছাইপর্বের ড্রয়ে প্রাক্তন সোভিয়েত ইউনিয়নের যে সকল জাতীয় দল অংশগ্রহণ করেনি, তাদের ফিফা ১৯৯৪ ফিফা বিশ্বকাপে অংশগ্রহণ করার অনুমতি প্রদান করেনি।[৪] ইউক্রেন সোভিয়েত ইউনিয়নের সকল উত্তরসূরির জন্য একটি আলাদা টুর্নামেন্ট আয়োজনের প্রস্তাব করেছিল; যা জর্জিয়া ও আর্মেনিয়া সমর্থন করেছিল, তবে রাশিয়া তা প্রত্যাখ্যান করা দিয়েছিল।[৫]
তথ্যসূত্র[সম্পাদনা]
- ↑ ক খ "ফিফা/কোকা-কোলা বিশ্ব র্যাঙ্কিং"। ফিফা। ১৮ ফেব্রুয়ারি ২০২১। সংগ্রহের তারিখ ১৮ ফেব্রুয়ারি ২০২১।
- ↑ ক খ গত এক বছরে এলো রেটিং পরিবর্তন "বিশ্ব ফুটবল এলো রেটিং"। eloratings.net। ১ এপ্রিল ২০২১। সংগ্রহের তারিখ ১ এপ্রিল ২০২১।
- ↑ ১৯৭৩ সালের সামরিক অভ্যুত্থানের পরে চিলিতে প্লে-অফের দ্বিতীয় লেগ খেলতে অস্বীকৃতি জানায়
- ↑ At the crossing (На переправе). Kopanyi myach.
- ↑ We hacked window to America (Прорубили окно в Америку). Komanda newspaper (by Fanat)
বহিঃসংযোগ[সম্পাদনা]
- ফিফা-এ ইউক্রেন জাতীয় ফুটবল দল (ইংরেজি)
- উয়েফা-এ ইউক্রেন জাতীয় ফুটবল দল (ইংরেজি)