জামাল মুসিয়ালা
ব্যক্তিগত তথ্য | |||
---|---|---|---|
পূর্ণ নাম | জামাল মুসিয়ালা[১] | ||
জন্ম | ২৬ ফেব্রুয়ারি ২০০৩ | ||
জন্ম স্থান | স্টুটগার্ট, জার্মানি | ||
উচ্চতা | ১.৮১ মিটার (৫ ফুট ১১+১⁄২ ইঞ্চি) | ||
মাঠে অবস্থান | মধ্যমাঠের খেলোয়াড় | ||
ক্লাবের তথ্য | |||
বর্তমান দল | বায়ার্ন মিউনিখ | ||
জার্সি নম্বর | ৪২ | ||
যুব পর্যায় | |||
–২০১০ | টিএসভি লেহরেনৎস | ||
২০১০–২০১১ | সাউদাম্পটন | ||
২০১১–২০১৯ | চেলসি | ||
২০১৯–২০২০ | বায়ার্ন মিউনিখ | ||
জ্যেষ্ঠ পর্যায়* | |||
বছর | দল | ম্যাচ | (গোল) |
২০২০– | বায়ার্ন মিউনিখ ২ | ১০ | (২) |
২০২০– | বায়ার্ন মিউনিখ | ৩০ | (৭) |
জাতীয় দল‡ | |||
২০১৬–২০১৭ | ইংল্যান্ড অনূর্ধ্ব-১৫ | ৩ | (৪) |
২০১৮–২০১৯ | ইংল্যান্ড অনূর্ধ্ব-১৬ | ৯ | (৩) |
২০১৮ | জার্মানি অনূর্ধ্ব-১৬ | ২ | (০) |
২০১৯– | ইংল্যান্ড অনূর্ধ্ব-১৭ | ৮ | (২) |
২০২০– | ইংল্যান্ড অনূর্ধ্ব-২১ | ২ | (১) |
২০২১– | জার্মানি | ৮ | (০) |
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে এবং ১২:৪৪, ১০ সেপ্টেম্বর ২০২১ (ইউটিসি) তারিখ অনুযায়ী সকল তথ্য সঠিক। ‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ১৩:১৬, ১০ সেপ্টেম্বর ২০২১ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক। |
জামাল মুসিয়ালা (ইংরেজি: Jamal Musiala; জন্ম: ২৬ ফেব্রুয়ারি ২০০৩) হলেন একজন জার্মান-ইংরেজ পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে জার্মানির পেশাদার ফুটবল লিগের শীর্ষ স্তর বুন্দেসলিগার ক্লাব বায়ার্ন মিউনিখ এবং জার্মানি জাতীয় দলের হয়ে একজন মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেলেন। তিনি মূলত একজন আক্রমণাত্মক মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেললেও মাঝেমধ্যে কেন্দ্রীয় মধ্যমাঠের খেলোয়াড় এবং বাম পার্শ্বীয় খেলোয়াড় হিসেবে খেলেন।
জার্মান ফুটবল ক্লাব টিএসভি লেহরেনৎসের যুব পর্যায়ের হয়ে খেলার মাধ্যমে মুসিয়ালা ফুটবল জগতে প্রবেশ করেন এবং পরবর্তীতে সাউদাম্পটন, চেলসি এবং বায়ার্ন মিউনিখের যুব দলের হয়ে খেলার মাধ্যমে তিনি ফুটবল খেলায় বিকশিত হয়েছেন। ২০১৯–২০ মৌসুমে, প্রথমে জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখ ২ এবং পরবর্তী মৌসুমে বায়ার্ন মিউনিখের হয়ে খেলার মাধ্যমে তিনি তার জ্যেষ্ঠ পর্যায়ের খেলোয়াড়ি জীবন শুরু করেছেন।
২০১৬ সালে, মুসিয়ালা ইংল্যান্ড অনূর্ধ্ব-১৫ দলের হয়ে ইংল্যান্ডের বয়সভিত্তিক পর্যায়ে অভিষেক করেছিলেন। প্রায় ৫ বছর যাবত ইংল্যান্ড এবং জার্মানির বয়সভিত্তিক দলের হয়ে খেলার পর, তিনি ২০২১ সালে জার্মানির হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন; জার্মানির জার্সি গায়ে তিনি এপর্যন্ত ৮ ম্যাচে অংশগ্রহণ করেছেন। তিনি জার্মানির হয়ে উয়েফা ইউরো ২০২০-এ অংশগ্রহণ অংশগ্রহণ করেছেন। দলগতভাবে, মুসিয়ালা এপর্যন্ত ৭টি শিরোপা জয়লাভ করেছেন, যার মধ্যে ১টি বায়ার্ন মিউনিখ ২-এর হয়ে এবং ৬টি বায়ার্ন মিউনিখের হয়ে জয়লাভ করেছেন।
প্রারম্ভিক জীবন
[সম্পাদনা]মুসিয়ালা ২০০৩ সালের ২৬শে ফেব্রুয়ারি তারিখে জার্মানির স্টুটগার্টে জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।
পরিসংখ্যান
[সম্পাদনা]আন্তর্জাতিক
[সম্পাদনা]- ১০ সেপ্টেম্বর ২০২১ পর্যন্ত হালনাগাদকৃত।
দল | সাল | ম্যাচ | গোল |
---|---|---|---|
জার্মানি | ২০২১ | ৮ | ০ |
সর্বমোট | ৮ | ০ |
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "FIFA Club World Cup Qatar 2020: Squad list" (পিডিএফ)। FIFA। ১ ফেব্রুয়ারি ২০২১। সংগ্রহের তারিখ ১ ফেব্রুয়ারি ২০২১।
বহিঃসংযোগ
[সম্পাদনা]- জামাল মুসিয়ালা – ফিফা প্রতিযোগিতার রেকর্ড (ইংরেজি)
- জামাল মুসিয়ালা – উয়েফা প্রতিযোগিতার রেকর্ড (আর্কাইভ) (ইংরেজি)
- সকারওয়েতে জামাল মুসিয়ালা (ইংরেজি)
- সকারবেসে জামাল মুসিয়ালা (ইংরেজি)
- বিডিফুটবলে জামাল মুসিয়ালা (ইংরেজি)
- ট্রান্সফারমার্কেটে জামাল মুসিয়ালা (ইংরেজি)
- ওয়ার্ল্ডফুটবল.নেটে জামাল মুসিয়ালা (ইংরেজি)
- ইএসপিএন এফসিতে জামাল মুসিয়ালা (ইংরেজি)
- ন্যাশনাল-ফুটবল-টিমস.কমে জামাল মুসিয়ালা (ইংরেজি)
- ২০০৩-এ জন্ম
- জীবিত ব্যক্তি
- জার্মান ফুটবলার
- ইংরেজ ফুটবলার
- ফুটবল মধ্যমাঠের খেলোয়াড়
- ৩. লিগার খেলোয়াড়
- বুন্দেসলিগার খেলোয়াড়
- ফুটবল ক্লাব বায়ার্ন মিউনিখ ২-এর খেলোয়াড়
- ফুটবল ক্লাব বায়ার্ন মিউনিখের খেলোয়াড়
- ইংল্যান্ডের আন্তর্জাতিক যুব ফুটবলার
- জার্মানির আন্তর্জাতিক যুব ফুটবলার
- ইংল্যান্ডের অনূর্ধ্ব-২১ আন্তর্জাতিক ফুটবলার
- জার্মান বংশোদ্ভূত ইংরেজ ব্যক্তি
- উয়েফা ইউরো ২০২০-এর খেলোয়াড়
- জার্মানির আন্তর্জাতিক ফুটবলার
- বাডেন-ভুর্টেমবের্গের ফুটবলার
- ২০২২ ফিফা বিশ্বকাপের খেলোয়াড়
- পোলীয় বংশোদ্ভূত ইংরেজ ব্যক্তি
- পোলীয় বংশোদ্ভূত জার্মান ব্যক্তি
- ইংল্যান্ডে জার্মান অভিবাসী
- উয়েফা ইউরো ২০২৪-এর খেলোয়াড়