ফেরান তোরেস

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ফেরান তোরেস
২০১৯ সালে ভালেনসিয়ার হয়ে তোরেস
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম ফেরান তোরেস গার্সিয়া[১]
জন্ম (2000-02-29) ২৯ ফেব্রুয়ারি ২০০০ (বয়স ২৪)
জন্ম স্থান ভালেনসিয়া, স্পেন
উচ্চতা ১.৮৪ মিটার (৬ ফুট  ইঞ্চি)[২]
মাঠে অবস্থান আক্রমণভাগের খেলোয়াড়
ক্লাবের তথ্য
বর্তমান দল
বার্সেলোনা
জার্সি নম্বর ১১
যুব পর্যায়
২০০৬–২০১৭ ভালেনসিয়া
জ্যেষ্ঠ পর্যায়*
বছর দল ম্যাচ (গোল)
২০১৬–২০১৭ ভালেনসিয়া মেস্তায়া ১২ (১)
২০১৭–২০২০ ভালেনসিয়া ৭১ (৬)
২০২০– ম্যানচেস্টার সিটি ২৮ (৯)
২০২২– বার্সেলোনা ১৯ (৪)
জাতীয় দল
২০১৬–২০১৭ স্পেন অনূর্ধ্ব-১৭ ২৪ (২)
২০১৮–২০১৯ স্পেন অনূর্ধ্ব-১৯ ১৭ (৯)
২০১৯– স্পেন অনূর্ধ্ব-২১ (০)
২০২০– স্পেন ২৮ (১৩)
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে এবং ২৩:৫৩, ২১ আগস্ট ২০২২ (ইউটিসি) তারিখ অনুযায়ী সকল তথ্য সঠিক।
‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ২৩:৪০, ১২ জুন ২০২২ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক।

ফেরান তোরেস গার্সিয়া (স্পেনীয়: Ferran Torres; জন্ম: ২৯ ফেব্রুয়ারি ২০০০; ফেরান তোরেস নামে সুপরিচিত) হলেন একজন স্পেনীয় পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে স্পেনীয় পেশাদার ফুটবল লিগের শীর্ষ স্তর লা লিগার ক্লাব বার্সেলোনা এবং স্পেন জাতীয় দলের হয়ে আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন। তিনি মূলত ডান পার্শ্বীয় আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেললেও মাঝেমধ্যে কেন্দ্রীয় আক্রমণভাগের খেলোয়াড় এবং বাম পার্শ্বীয় আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেলে থাকেন।

২০০৬–০৭ মৌসুমে, স্পেনীয় ফুটবল ক্লাব ভালেনসিয়ার যুব পর্যায়ের হয়ে খেলার মাধ্যমে তোরেস ফুটবল জগতে প্রবেশ করেছেন এবং এই দলের হয়ে খেলার মাধ্যমেই তিনি ফুটবল খেলায় বিকশিত হয়েছেন। ২০১৬–১৭ মৌসুমে, স্পেনীয় ক্লাব ভালেনসিয়া মেস্তায়া এবং পরবর্তী মৌসুমে ভালেনসিয়ার মূল দলের হয়ে খেলার মাধ্যমে তিনি তার জ্যেষ্ঠ পর্যায়ের খেলোয়াড়ি জীবন শুরু করেছেন; ভালেনসিয়ার হয়ে তিন মৌসুমে ৭১ ম্যাচে ৬টি গোল করার পর ২০২০–২১ মৌসুমে তিনি প্রায় ২৩ মিলিয়ন ইউরোর বিনিময়ে ইংরেজ ক্লাব ম্যানচেস্টার সিটিতে যোগদান করেছেন।[৩] ম্যানচেস্টার সিটির হয়ে তার প্রথম মৌসুমেই তিনি পেপ গার্দিওলার অধীনে ২০২০–২১ প্রিমিয়ার লিগের শিরোপা জয়লাভ করেছেন। ম্যানচেস্টার সিটিতে দুই মৌসুম অতিবাহিত করার পর প্রায় ৫৫ মিলিয়ন ইউরোর বিনিময়ে স্পেনীয় ক্লাব বার্সেলোনার সাথে চুক্তি স্বাক্ষর করেছেন।[৪][৫]

২০১৬ সালে, তোরেস স্পেন অনূর্ধ্ব-১৭ দলের হয়ে স্পেনের বয়সভিত্তিক পর্যায়ে অভিষেক করেছিলেন। প্রায় ৪ বছর যাবত স্পেনের বয়সভিত্তিক দলের হয়ে খেলার পর, তিনি ২০২০ সালে স্পেনের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন; স্পেনের জার্সি গায়ে তিনি এপর্যন্ত ১০ ম্যাচে ৬টি গোল করেছেন।

দলগতভাবে, তোরেস এপর্যন্ত ৫টি শিরোপা জয়লাভ করেছেন, যার মধ্যে ১টি ভালেনসিয়ার হয়ে, ২টি ম্যানচেস্টার সিটির হয়ে এবং ২টি স্পেনের বয়সভিত্তিক দলের হয়ে জয়লাভ করেছেন।

প্রারম্ভিক জীবন[সম্পাদনা]

ফেরান তোরেস গার্সিয়া ২০০০ সালের ২৯শে ফেব্রুয়ারি তারিখে স্পেনের ভালেনসিয়ায় জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "2020/21 Premier League squads confirmed"। Premier League। ২০ অক্টোবর ২০২০। সংগ্রহের তারিখ ২৫ অক্টোবর ২০২০ 
  2. "Ferran Torres: Overview"। Premier League। সংগ্রহের তারিখ ২০ ফেব্রুয়ারি ২০২১ 
  3. "City complete deal for Ferran Torres"। Manchester City F.C.। ৪ আগস্ট ২০২০। সংগ্রহের তারিখ ৪ আগস্ট ২০২০ 
  4. "FC Barcelona signs Ferran Torres"FC Barcelona। ২৮ ডিসেম্বর ২০২১। সংগ্রহের তারিখ ৪ মে ২০২২ 
  5. "Ferran Torres joins Barcelona"Manchester City। ২৮ ডিসেম্বর ২০২১। সংগ্রহের তারিখ ৪ মে ২০২২ 

বহিঃসংযোগ[সম্পাদনা]