বিষয়বস্তুতে চলুন

আর্জেন্টিনীয় ফুটবল অ্যাসোসিয়েশন

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
আর্জেন্টিনীয় ফুটবল অ্যাসোসিয়েশন
কনমেবল
প্রতিষ্ঠিত২১ ফেব্রুয়ারি ১৮৯৩; ১৩১ বছর আগে (1893-02-21)[][]
সদর দপ্তরবুয়েনোস আইরেস, আর্জেন্টিনা
ফিফা অধিভুক্তি১ জুলাই ১৯১২; ১১২ বছর আগে (1912-07-01)[]
কনমেবল অধিভুক্তি৯ জুলাই ১৯১৬; ১০৮ বছর আগে (1916-07-09)
সভাপতিআর্জেন্টিনা ক্লাউদিও তাপিয়া
সহ-সভাপতিআর্জেন্টিনা দানিয়েল আনহেলিচি
ওয়েবসাইটwww.afa.com.ar

আর্জেন্টিনীয় ফুটবল অ্যাসোসিয়েশন (স্থানীয়ভাবে: [asosjaˈsjon del ˈfutbol aɾxenˈtino], স্পেনীয়: Asociación del Fútbol Argentino, ইংরেজি: Argentine Football Association; এছাড়াও সংক্ষেপে এএফএ নামে পরিচিত) হচ্ছে আর্জেন্টিনার ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। এই সংস্থাটি ১৮৯৩ সালের ২১শে ফেব্রুয়ারি তারিখে প্রতিষ্ঠিত হয়েছে। এটি প্রতিষ্ঠার ১৯ বছর পর ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার সদস্যপদ লাভ করে, এর পাশাপাশি প্রতিষ্ঠার ২৩ বছর পর ১৯১৬ সালে সংস্থাটি তাদের আঞ্চলিক সংস্থা কনমেবলের সদস্যপদ লাভ করে। এই সংস্থার সদর দপ্তর আর্জেন্টিনার রাজধানী বুয়েনোস আইরেসে অবস্থিত।

এই সংস্থাটি আর্জেন্টিনার পুরুষ, নারী এবং অনূর্ধ্ব-২৩ দলের পাশাপাশি ঘরোয়া ফুটবলে আর্জেন্টিনীয় প্রিমেরা দিবিসিওন, কোপা আর্জেন্টিনা এবং সুপারকোপা আর্জেন্টিনার মতো প্রতিযোগিতার সকল কার্যক্রম পরিচালনা করে। বর্তমানে আর্জেন্টিনীয় ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতির দায়িত্ব পালন করছেন ক্লাউদিও তাপিয়া এবং সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন বিক্তোর ব্লাঙ্কো।

কর্মকর্তা

[সম্পাদনা]
১০ সেপ্টেম্বর ২০২০ পর্যন্ত হালনাগাদকৃত।[]
অবস্থান নাম
সভাপতি ক্লাউদিও তাপিয়া
সহ-সভাপতি দানিয়েল আনহেলিচি
সাধারণ সম্পাদক বিক্তোর ব্লাঙ্কো
কোষাধ্যক্ষ আলেহান্দ্রো নাদুর
গণমাধ্যম এবং যোগাযোগ পরিচালক হোসে লেমে
প্রযুক্তিগত পরিচালক লুইস কাস্ত্রো
ফুটসাল সমন্বয়কারী গুস্তাবো লরেঞ্জো
জাতীয় দলের কোচ (পুরুষ) লিওনেল স্কালোনি
জাতীয় দলের কোচ (নারী) কার্লোস বোরেয়ো
রেফারি সমন্বয়কারী সের্হিও গার্সিয়া

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "SITIO OFICIAL DE LA ASOCIACIÓN DEL FÚTBOL ARGENTINO"। সংগ্রহের তারিখ ৪ মার্চ ২০১৭ 
  2. "অ্যাসোসিয়েশনের তথ্য"fifa.com (ইংরেজি ভাষায়)। ফিফা। ৩ সেপ্টেম্বর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১০ সেপ্টেম্বর ২০২০ 

বহিঃসংযোগ

[সম্পাদনা]