স্কটল্যান্ড জাতীয় ফুটবল দল

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
স্কটল্যান্ড
দলের লোগো
ডাকনামদ্য টার্টান টেরিয়ার
দ্য টার্টান বিস্ট
অ্যাসোসিয়েশনস্কটিশ ফুটবল অ্যাসোসিয়েশন
কনফেডারেশনউয়েফা (ইউরোপ)
প্রধান কোচস্টিভ ক্লার্ক
অধিনায়কঅ্যান্ড্রু রবার্টসন
সর্বাধিক ম্যাচকেনি ড্যাগলিশ (১০২)
শীর্ষ গোলদাতাকেনি ড্যাগলিশ
ডেনিস ল (৩০)
মাঠহ্যাম্পডেন পার্ক
ফিফা কোডSCO
ওয়েবসাইটwww.scottishfa.co.uk
প্রথম জার্সি
দ্বিতীয় জার্সি
ফিফা র‌্যাঙ্কিং
বর্তমান ৩৯ বৃদ্ধি ১ (৩১ মার্চ ২০২২)[১]
সর্বোচ্চ১৩ (অক্টোবর ২০০৭[২])
সর্বনিম্ন৮৮ (মার্চ ২০০৫[৩])
এলো র‌্যাঙ্কিং
বর্তমান ৩৫ বৃদ্ধি ৮ (৩০ এপ্রিল ২০২২)[৪]
সর্বোচ্চ(১৮৭৬–৯২, ১৯০৪)
সর্বনিম্ন৬৪ (মে ২০০৫)
প্রথম আন্তর্জাতিক খেলা
 স্কটল্যান্ড ০–০ ইংল্যান্ড 
(পার্টিক, স্কটল্যান্ড; ৩০ নভেম্বর ১৮৭২)
বৃহত্তম জয়
 স্কটল্যান্ড ১১–০ আয়ারল্যান্ড 
(গ্লাসগো, স্কটল্যান্ড; ২৩ ফেব্রুয়ারি ১৯০১)
বৃহত্তম পরাজয়
 উরুগুয়ে ৭–০ স্কটল্যান্ড 
(বাজেল, সুইজারল্যান্ড; ১৯ জুন ১৯৫৪)
বিশ্বকাপ
অংশগ্রহণ৮ (১৯৫৪-এ প্রথম)
সেরা সাফল্যপ্রথম পর্ব (১৯৭৪)
উয়েফা ইউরোপীয় চ্যাম্পিয়নশিপ
অংশগ্রহণ৩ (১৯৯২-এ প্রথম)
সেরা সাফল্যগ্রুপ পর্ব (১৯৯২

স্কটল্যান্ড জাতীয় ফুটবল দল (ইংরেজি: Scotland national football team) হচ্ছে আন্তর্জাতিক ফুটবলে স্কটল্যান্ডের প্রতিনিধিত্বকারী পুরুষদের জাতীয় দল, যার সকল কার্যক্রম স্কটল্যান্ডের ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা স্কটিশ ফুটবল অ্যাসোসিয়েশন দ্বারা নিয়ন্ত্রিত হয়। এই দলটি ১৯১০ সাল হতে ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার এবং ১৯৫৪ সাল হতে তাদের আঞ্চলিক সংস্থা উয়েফার সদস্য হিসেবে রয়েছে। ১৮৭২ সালের ৩০শে নভেম্বর তারিখে, স্কটল্যান্ড প্রথমবারের মতো আন্তর্জাতিক খেলায় অংশগ্রহণ করেছে; স্কটল্যান্ডের পার্টিকে অনুষ্ঠিত স্কটল্যান্ড এবং ইংল্যান্ডের মধ্যকার উক্ত ম্যাচটি ০–০ গোলে ড্র হয়েছে।

৫১,৮৬৬ ধারণক্ষমতাবিশিষ্ট হ্যাম্পডেন পার্কে টার্টান টেরিয়ার নামে পরিচিত এই দলটি তাদের সকল হোম ম্যাচ আয়োজন করে থাকে। এই দলের প্রধান কার্যালয় স্কটল্যান্ডের রাজধানী গ্লাসগোতে অবস্থিত। বর্তমানে এই দলের ম্যানেজারের দায়িত্ব পালন করছেন স্টিভ ক্লার্ক এবং অধিনায়কের দায়িত্ব পালন করছেন লিভারপুলের রক্ষণভাগের খেলোয়াড় অ্যান্ড্রু রবার্টসন

স্কটল্যান্ড এপর্যন্ত ৮ বার ফিফা বিশ্বকাপে অংশগ্রহণ করেছে, যার মধ্যে সেরা সাফল্য হচ্ছে ১৯৭৪ ফিফা বিশ্বকাপের প্রথম পর্বে অংশগ্রহণ। অন্যদিকে, উয়েফা ইউরোপীয় চ্যাম্পিয়নশিপে স্কটল্যান্ড এপর্যন্ত ৩ বার অংশগ্রহণ করেছে, যার মধ্যে সেরা সাফল্য হচ্ছে উয়েফা ইউরো ১৯৯২-এর গ্রুপ পর্বে অংশগ্রহণ।

কেনি ড্যাগলিশ, জিম লেইটন, ড্যারেন ফ্লেচার, ডেনিস ল এবং কেনি মিলারের মতো খেলোয়াড়গণ স্কটল্যান্ডের জার্সি গায়ে মাঠ কাঁপিয়েছেন।

র‌্যাঙ্কিং[সম্পাদনা]

ফিফা বিশ্ব র‌্যাঙ্কিংয়ে, ২০০৭ সালের অক্টোবর মাসে প্রকাশিত র‌্যাঙ্কিংয়ে স্কটল্যান্ড তাদের ইতিহাসে সর্বোচ্চ অবস্থান (১৩তম) অর্জন করে এবং ২০০৫ সালের মার্চ মাসে প্রকাশিত র‌্যাঙ্কিংয়ে তারা ৮৮তম স্থান অধিকার করে, যা তাদের ইতিহাসে সর্বনিম্ন। অন্যদিকে, বিশ্ব ফুটবল এলো রেটিংয়ে স্কটল্যান্ডের সর্বোচ্চ অবস্থান হচ্ছে ১ম (যা তারা সর্বপ্রথম ১৮৭৬ সালে অর্জন করেছিল) এবং সর্বনিম্ন অবস্থান হচ্ছে ৬৪। নিম্নে বর্তমানে ফিফা বিশ্ব র‌্যাঙ্কিং এবং বিশ্ব ফুটবল এলো রেটিংয়ে অবস্থান উল্লেখ করা হলো:

ফিফা বিশ্ব র‌্যাঙ্কিং
৩১ মার্চ ২০২২ অনুযায়ী ফিফা বিশ্ব র‌্যাঙ্কিং[১]
অবস্থান পরিবর্তন দল পয়েন্ট
৩৭ বৃদ্ধি  ক্যামেরুন ১৪৮০.৪৮
৩৮ হ্রাস  কানাডা ১৪৭৯
৩৯ বৃদ্ধি  স্কটল্যান্ড ১৪৭২.৬৬
৪০ বৃদ্ধি  হাঙ্গেরি ১৪৬৬.০৮
৪১ বৃদ্ধি  নরওয়ে ১৪৬৩.৫
বিশ্ব ফুটবল এলো রেটিং
৩০ এপ্রিল ২০২২ অনুযায়ী বিশ্ব ফুটবল এলো রেটিং[৪]
অবস্থান পরিবর্তন দল পয়েন্ট
৩৩ বৃদ্ধি ১৯  কোস্টা রিকা ১৭৪৩
৩৪ বৃদ্ধি  মরক্কো ১৭৩৮
৩৫ বৃদ্ধি  স্কটল্যান্ড ১৭৩০
৩৬ বৃদ্ধি  সেনেগাল ১৭২৯
৩৭ হ্রাস ১০  প্যারাগুয়ে ১৭২৭
৩৭ হ্রাস  হাঙ্গেরি ১৭২৭

প্রতিযোগিতামূলক তথ্য[সম্পাদনা]

ফিফা বিশ্বকাপ[সম্পাদনা]

ফিফা বিশ্বকাপ বাছাইপর্ব
সাল পর্ব অবস্থান ম্যাচ জয় ড্র হার স্বগো বিগো ম্যাচ জয় ড্র হার স্বগো বিগো
উরুগুয়ে ১৯৩০ অংশগ্রহণ করেনি অংশগ্রহণ করেনি
ইতালি ১৯৩৪
ফ্রান্স ১৯৩৮
ব্রাজিল ১৯৫০ উত্তীর্ণ তবে প্রত্যাহার করেছে ১০
সুইজারল্যান্ড ১৯৫৪ প্রথম পর্ব ১৫তম
সুইডেন ১৯৫৮ প্রথম পর্ব ১৪তম ১০
চিলি ১৯৬২ উত্তীর্ণ হয়নি ১২ ১১
ইংল্যান্ড ১৯৬৬
মেক্সিকো ১৯৭০ ১৮
পশ্চিম জার্মানি ১৯৭৪ প্রথম পর্ব ৯ম
আর্জেন্টিনা ১৯৭৮ প্রথম পর্ব ১১তম
স্পেন ১৯৮২ প্রথম পর্ব ১৫তম
মেক্সিকো ১৯৮৬ প্রথম পর্ব ১৯তম ১০
ইতালি ১৯৯০ প্রথম পর্ব ১৮তম ১২ ১২
মার্কিন যুক্তরাষ্ট্র ১৯৯৪ উত্তীর্ণ হয়নি ১০ ১৪ ১৩
ফ্রান্স ১৯৯৮ প্রথম পর্ব ২৭তম ১০ ১৫
দক্ষিণ কোরিয়া জাপান ২০০২ উত্তীর্ণ হয়নি ১২
জার্মানি ২০০৬ ১০
দক্ষিণ আফ্রিকা ২০১০ ১১
ব্রাজিল ২০১৪ ১০ ১২
রাশিয়া ২০১৮ ১০ ১৭ ১২
কাতার ২০২২ অনির্ধারিত অনির্ধারিত
মোট প্রথম পর্ব ৮/২১ ২৩ ১২ ২৫ ৪১ ১২৫ ৬২ ২৮ ৩৫ ১৯২ ১৩৬

অর্জন[সম্পাদনা]

শিরোপা[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "ফিফা/কোকা-কোলা বিশ্ব র‍্যাঙ্কিং"ফিফা। ৩১ মার্চ ২০২২। সংগ্রহের তারিখ ৩১ মার্চ ২০২২ 
  2. "Scots close in on England ranking"BBC Sport। BBC। ২৪ অক্টোবর ২০০৭। সংগ্রহের তারিখ ১৪ অক্টোবর ২০১৫ 
  3. "Wales fall in Fifa world rankings"BBC Sport। BBC। ২৪ মার্চ ২০০৫। সংগ্রহের তারিখ ১৩ মে ২০০৭ 
  4. গত এক বছরে এলো রেটিং পরিবর্তন "বিশ্ব ফুটবল এলো রেটিং"eloratings.net। ৩০ এপ্রিল ২০২২। সংগ্রহের তারিখ ৩০ এপ্রিল ২০২২ 
  5. "Qatar Airways Cup"। Scotland Football Stats। ১৮ জুন ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৮ জুন ২০১৯ 

বহিঃসংযোগ[সম্পাদনা]