মধ্য ইউরোপীয় সময়

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ইউরোপের সময় অঞ্চল:
হালকা নীল পশ্চিম ইউরোপীয় সময় / গ্রীনিচ মান সময় (ইউটিসি)
নীল পশ্চিম ইউরোপীয় সময় / গ্রীনিচ মান সময় (ইউটিসি)
পশ্চিম ইউরোপীয় গ্রীষ্মকালীন সময় / ব্রিটিশ গ্রীষ্মকালীন সময় / আইরিশ প্রমাণ সময় (ইউটিসি+১)
গোলাপী কেন্দ্রীয় ইউরোপীয় সময় (ইউটিসি+১)
কেন্দ্রীয় ইউরোপীয় গ্রীষ্মকালীন সময় (ইউটিসি+২)
হলুদ পূর্ব ইউরোপীয় সময় / কালিনিনগ্রাদ সময় (ইউটিসি+২)
গাঢ় হলুদ পূর্ব ইউরোপীয় সময় (ইউটিসি+২)
পূর্ব ইউরোপীয় গ্রীষ্মকালীন সময় (ইউটিসি+৩)
হালকা সবুজ অধিকতর-পূর্ব ইউরোপীয় সময় / মিন্‌স্ক সময় / ইউটিসি+৩ / তুরস্ক সময় (ইউটিসি+৩)
হালকা রঙ নির্দেশ করে যেখানে প্রমাণ সময় সমস্ত বছর পালন করা হয়; গাঢ় রং নির্দেশ করে যেখানে একটি গ্রীষ্মকালীন সময় পালন করা হয়।

কেন্দ্রীয় ইউরোপীয় সময় (সিইটি), ইউরোপের বেশির ভাগ অঞ্চল ব্যবহার করা হয়। এটি সময় অঞ্চল নামগুলোর একটি যা ১ ঘণ্টা আগে স্থানাংকিত আন্তর্জাতিক সময়ের (ইউটিসি), ইউটিসি+১ অফসেট সময় সাথে (শীতঋতুতে)।

বেশীরভাগ ইউরোপীয় দেশগুলো কেন্দ্রীয় ইউরোপীয় গ্রীষ্মকাল সময়ের (সিইএসটি) দিবালোক সংরক্ষণ সময় ইউটিসি+২ ব্যবহার অবলম্বন করেছে।

ব্যবহার[সম্পাদনা]

কেন্দ্রীয় ইউরোপীয় গ্রীষ্মকাল সময়[সম্পাদনা]

নিম্নলিখিত দেশগুলো এবং শহরগুলো কেন্দ্রীয় ইউরোপীয় গ্রীষ্মকাল সময় এর ব্যবহার প্রচলিত আছে। মার্চের শেষ রবিবারে ইউটিসি +১ যোগ করা হয় এবং অক্টোবরের শেষ রবিবারে ইউটিসি -১ বিযোগ করা হয়।

অন্য দেশসমূহ[সম্পাদনা]

অন্য দেশের জন্য ইউটিসি+১ দেখুন।

আরও দেখুন[সম্পাদনা]

বহিঃসংযোগ[সম্পাদনা]