বিষয়বস্তুতে চলুন

উয়েফা ইউরো ২০২৪ নকআউট পর্ব

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

উয়েফা ইউরো ২০২৪ নকআউট পর্বের সকল ম্যাচ ২০২৪ সালের ২৯শে জুন হতে ১৪ই জুলাই তারিখ পর্যন্ত বার্লিনের অলিম্পিক স্টেডিয়াম, ডর্টমুন্ডের বিভিবি স্টাডিয়ন ডর্টমুন্ড, গেলসেনকির্খেনের আরেনা আউফশালকে, কোলনের কোলন স্টেডিয়াম, ডুসেলডর্ফের ডুসেলডর্ফ এরিনা, ফ্রাঙ্কফুর্টের ফ্রাঙ্কফুর্ট এরিনা, মিউনিখের আলিয়ানৎস আরেনা, লাইপৎসিশের রেড বুল এরিনা, স্টুটগার্টের স্টুটগার্ট এরিনা এবং হামবুর্গের ফোক্সপার্কস্টাডিয়নে অনুষ্ঠিত হয়েছিল।[] এই পর্বে প্রথমত ৮ গ্রুপের প্রথম ও দ্বিতীয় স্থান অধিকারী এবং চার শীর্ষ তৃতীয় স্থান অধিকারী ১৬ দলের পর্বে মুখোমুখি হয়েছিল। অতঃপর ১৬ দলের পর্বের বিজয়ী ৮টি দল কোয়ার্টার-ফাইনালে এবং কোয়ার্টার-ফাইনালের বিজয়ী ৪টি দল দুই সেমি-ফাইনালে মুখোমুখি হয়েছিল। সবশেষে সেমি-ফাইনালের বিজয়ী দল ফাইনালে মুখোমুখি হয়েছিল।[]

নিম্নে তালিকাভুক্ত ম্যাচগুলোর সময় মধ্য ইউরোপীয় গ্রীষ্মকালীন সময় অনুযায়ী উল্লেখ করা হয়েছিল (ইউটিসি+২)। যদি স্থানটি একটি ভিন্ন সময় অঞ্চলে অবস্থিত হয় তবে স্থানীয় সময়ও উল্লেখ করা হয়েছিল।

বিন্যাস

[সম্পাদনা]

নকআউট পর্বে, যদি একটি খেলার ফলাফল ৯০ মিনিট পরেও সমতায় থাকে, অতিরিক্ত সময়ের খেলা অনুষ্ঠিত হয়েছিল (১৫ মিনিট করে দুই অর্ধে ৩০ মিনিট), যেখানে প্রতিটি দলের ষষ্ঠ খেলোয়াড় বদল করার অনুমতি দেওয়া হয়েছিল।[] যদি অতিরিক্ত সময়ের পরেও খেলার ফলাফল সমতায় থাকে, তবে খেলার ফলাফল পেনাল্টি শুট-আউটের মাধ্যমে নির্ধারণ করা ছিল।[]

উয়েফা ১৬ দলের পর্বের জন্য নিম্নলিখিত সময়সূচী নির্ধারণ করেছিল:[]

  • ম্যাচ ১: গ্রুপ বি-এ প্রথম স্থান অধিকারী বনাম গ্রুপ এ/ডি/ই/এফ-এ তৃতীয় স্থান অধিকারী
  • ম্যাচ ২: গ্রুপ এ-এ প্রথম স্থান অধিকারী বনাম গ্রুপ সি-এ দ্বিতীয় স্থান অধিকারী
  • ম্যাচ ৩: গ্রুপ এফ-এ প্রথম স্থান অধিকারী বনাম গ্রুপ এ/বি/সি-এ তৃতীয় স্থান অধিকারী
  • ম্যাচ ৪: গ্রুপ ডি-এ দ্বিতীয় স্থান অধিকারী বনাম গ্রুপ ই-এ দ্বিতীয় স্থান অধিকারী
  • ম্যাচ ৫: গ্রুপ ই-এ প্রথম স্থান অধিকারী বনাম গ্রুপ এ/বি/সি/ডি-এ তৃতীয় স্থান অধিকারী
  • ম্যাচ ৬: গ্রুপ ডি-এ প্রথম স্থান অধিকারী বনাম গ্রুপ এফ-এ দ্বিতীয় স্থান অধিকারী
  • ম্যাচ ৭: গ্রুপ সি-এ প্রথম স্থান অধিকারী বনাম গ্রুপ ডি/ই/এফ-এ তৃতীয় স্থান অধিকারী
  • ম্যাচ ৮: গ্রুপ এ-এ দ্বিতীয় স্থান অধিকারী বনাম গ্রুপ বি-এ দ্বিতীয় স্থান অধিকারী

কোয়ার্টার-ফাইনাল ম্যাচের সময়সূচী হলো:[]

  • কোয়ার্টার-ফাইনাল ১: ম্যাচ ১-এর বিজয়ী বনাম ম্যাচ ২-এর বিজয়ী
  • কোয়ার্টার-ফাইনাল ২: ম্যাচ ৩-এর বিজয়ী বনাম ম্যাচ ৪-এর বিজয়ী
  • কোয়ার্টার-ফাইনাল ৩: ম্যাচ ৫-এর বিজয়ী বনাম ম্যাচ ৬-এর বিজয়ী
  • কোয়ার্টার-ফাইনাল ৪: ম্যাচ ৭-এর বিজয়ী বনাম ম্যাচ ৮-এর বিজয়ী

সেমি-ফাইনাল ম্যাচের সময়সূচী হলো:[]

  • সেমি-ফাইনাল ১: কোয়ার্টার-ফাইনাল ১-এর বিজয়ী বনাম কোয়ার্টার-ফাইনাল ২-এর বিজয়ী
  • সেমি-ফাইনাল ২: কোয়ার্টার-ফাইনাল ৩-এর বিজয়ী বনাম কোয়ার্টার-ফাইনাল ৪-এর বিজয়ী

ফাইনালের সময়সূচী হলো:[]

  • সেমি-ফাইনাল ১-এর বিজয়ী বনাম সেমি-ফাইনাল ২-এর বিজয়ী

উয়েফা ইউরো ১৯৮৪-এর পর থেকে এই আসরের মতো তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ নেই।

১৬ দলের পর্বের ম্যাচের বিন্যাস

[সম্পাদনা]

তৃতীয় স্থান অধিকারী দলগুলোর ম্যাচের সময়সূচী কোন চারটি তৃতীয় স্থান অধিকারী দল ১৬ দলের পর্বে উত্তীর্ণ হবে তার উপর নির্ভর করা হয়েছিল:[]

গ্রুপ হতে উত্তীর্ণ
তৃতীয় স্থান অধিকারী
১বি
বনাম
১সি
বনাম
১ই
বনাম
১এফ
বনাম
বি সি ডি ৩এ ৩ডি ৩বি ৩সি
বি সি ৩এ ৩ই ৩বি ৩সি
বি সি এফ ৩এ ৩এফ ৩বি ৩সি
বি ডি ৩ডি ৩ই ৩এ ৩বি
বি ডি এফ ৩ডি ৩এফ ৩এ ৩বি
বি এফ ৩ই ৩এফ ৩বি ৩এ
সি ডি ৩ই ৩ডি ৩সি ৩এ
সি ডি এফ ৩এফ ৩ডি ৩সি ৩এ
সি এফ ৩ই ৩এফ ৩সি ৩এ
ডি এফ ৩ই ৩এফ ৩ডি ৩এ
বি সি ডি ৩ই ৩ডি ৩বি ৩সি
বি সি ডি এফ ৩এফ ৩ডি ৩সি ৩বি
বি সি এফ ৩এফ ৩ই ৩সি ৩বি
বি ডি এফ ৩এফ ৩ই ৩ডি ৩বি
সি ডি এফ ৩এফ ৩ই ৩ডি ৩সি

উত্তীর্ণ দল

[সম্পাদনা]

৬টি গ্রুপের প্রতিটি গ্রুপ থেকে শীর্ষ দুই স্থান অধিকারী দল সেরা ৪টি তৃতীয় স্থান অধিকারী দল শেষ ১৬ দলের পর্বের উত্তীর্ণ হয়েছিল।[]

গ্রুপ প্রথম স্থান অধিকারী দ্বিতীয় স্থান অধিকারী তৃতীয় স্থান অধিকারী
(সেরা চার উত্তীর্ণ)
 জার্মানি   সুইজারল্যান্ড
বি  স্পেন  ইতালি
সি  ইংল্যান্ড  ডেনমার্ক  স্লোভেনিয়া
ডি  অস্ট্রিয়া  ফ্রান্স  নেদারল্যান্ডস
 রোমানিয়া  বেলজিয়াম  স্লোভাকিয়া
এফ  পর্তুগাল  তুরস্ক  জর্জিয়া

বন্ধনী

[সম্পাদনা]
 
১৬ দলের পর্বকোয়ার্টার-ফাইনালসেমি-ফাইনালফাইনাল
 
              
 
৩০ জুন – কোলন
 
 
 স্পেন
 
৫ জুলাই – স্টুটগার্ট
 
 জর্জিয়া
 
 স্পেন (অ.স.প.)
 
২৯ জুন – ডর্টমুন্ড
 
 জার্মানি
 
 জার্মানি
 
৯ জুলাই – মিউনিখ
 
 ডেনমার্ক
 
 স্পেন
 
১ জুলাই – ফ্রাঙ্কফুর্ট
 
 ফ্রান্স
 
 পর্তুগাল (পে.) ০(৩)
 
৫ জুলাই – হামবুর্গ
 
 স্লোভেনিয়া০(০)
 
 পর্তুগাল ০(৩)
 
১ জুলাই – ডুসেলডর্ফ
 
 ফ্রান্স (পে.)০(৫)
 
 ফ্রান্স
 
১৪ জুলাই – বার্লিন
 
 বেলজিয়াম
 
 স্পেন
 
২ জুলাই – মিউনিখ
 
 ইংল্যান্ড
 
 রোমানিয়া
 
৬ জুলাই – বার্লিন
 
 নেদারল্যান্ডস
 
 নেদারল্যান্ডস
 
২ জুলাই – লাইপৎসিশ
 
 তুরস্ক
 
 অস্ট্রিয়া
 
১০ জুলাই – ডর্টমুন্ড
 
 তুরস্ক
 
 নেদারল্যান্ডস
 
৩০ জুন – গেলসেনকির্খেন
 
 ইংল্যান্ড
 
 ইংল্যান্ড (অ.স.প.)
 
৬ জুলাই – ডুসেলডর্ফ
 
 স্লোভাকিয়া
 
 ইংল্যান্ড (পে.)১(৫)
 
২৯ জুন – বার্লিন
 
  সুইজারল্যান্ড ১(৩)
 
  সুইজারল্যান্ড
 
 
 ইতালি
 

১৬ দলের পর্ব

[সম্পাদনা]

সুইজারল্যান্ড বনাম ইতালি

[সম্পাদনা]
সুইজারল্যান্ড[]
ইতালি[]
গো ইয়ান সোমার
সে.ব্যা. ২২ ফাবিয়ান শেয়ার
সে.ব্যা. মানুয়েল আকানজি
সে.ব্যা. ১৩ রিকার্দো রোদ্রিগ্রেস
রা.মি. ২০ মিখেল এবিশার ৯০+২তম মিনিটে মাঠ ত্যাগ করেছেন ৯০+২'
সে.মি. রেমো ফ্রয়লার
সে.মি. ১০ গ্রানিত জাকা (অধি:)
লে.মি. ২৬ ফাবিয়ান রিডার ৭১তম মিনিটে মাঠ ত্যাগ করেছেন ৭১'
রা.ফ. ১৭ রুবেন ভারগাস ৭১তম মিনিটে মাঠ ত্যাগ করেছেন ৭১'
সে.ফ. ব্রেল এমবোলো ৭৭তম মিনিটে মাঠ ত্যাগ করেছেন ৭৭'
লে.ফ. ১৯ দান এনদোয়ে ৭৭তম মিনিটে মাঠ ত্যাগ করেছেন ৭৭'
বদলি খেলোয়াড়:
১৪ স্টিভেন জুবার ৭১তম মিনিটে মাঠে প্রবেশ করেছেন ৭১'
লেওনিদাস স্তের্গিউ ৭১তম মিনিটে মাঠে প্রবেশ করেছেন ৭১'
১৬ ভিনসেন্ট সিয়েরো ৭৭তম মিনিটে মাঠে প্রবেশ করেছেন ৭৭'
১৮ কুয়াদো দুয়াহ ৭৭তম মিনিটে মাঠে প্রবেশ করেছেন ৭৭'
১১ রেনাতো স্তেফেন ৯০+২তম মিনিটে মাঠে প্রবেশ করেছেন ৯০+২'
প্রধান কোচ:
মুরাত ইয়াকিন
গো জানলুইজি দন্নারুম্মা (অধি:)
রা.ব্যা. জোভান্নি দি লোরেনৎসো
সে.ব্যা. ১৭ জানলুকা মানচিনি হলুদ কার্ড ৫৭'
সে.ব্যা. ২৩ আলেসসান্দ্রো বাস্তোনি
লে.ব্যা. ১৩ মাত্তেও দারমিয়ান ৭৪তম মিনিটে মাঠ ত্যাগ করেছেন ৭৪'
সে.মি. ১৬ ব্রায়ান ক্রিস্তান্তে ৭৪তম মিনিটে মাঠ ত্যাগ করেছেন ৭৪'
সে.মি. ২১ নিকোলো ফাজোলি ৮৬তম মিনিটে মাঠ ত্যাগ করেছেন ৮৬'
সে.মি. ১৮ নিকোলো বারেল্লা হলুদ কার্ড ৩৫' ৬৪তম মিনিটে মাঠ ত্যাগ করেছেন ৬৪'
রা.ফ. ১৪ ফেদেরিকো কিয়েজা
সে.ফ. জানলুকা স্কামাক্কা
লে.ফ. ২২ স্তেফান আল শারাউই হলুদ কার্ড ৪৫' ৪৬তম মিনিটে মাঠ ত্যাগ করেছেন ৪৬'
বদলি খেলোয়াড়:
২০ মাত্তিয়া জাক্কায়নি ৪৬তম মিনিটে মাঠে প্রবেশ করেছেন ৪৬'
১৯ মাতেও রেতেগি ৬৪তম মিনিটে মাঠে প্রবেশ করেছেন ৬৪'
২৪ আন্দ্রেয়া কাম্বিয়াসো ৭৪তম মিনিটে মাঠে প্রবেশ করেছেন ৭৪'
১০ লোরেনৎসো পেল্লেগ্রিনি ৭৪তম মিনিটে মাঠে প্রবেশ করেছেন ৭৪'
দাভিদে ফ্রাত্তেসি ৮৬তম মিনিটে মাঠে প্রবেশ করেছেন ৮৬'
প্রধান কোচ:
লুচানো স্পাল্লেত্তি

ম্যান অব দ্য ম্যাচ:
রুবেন ভারগাস (সুইজারল্যান্ড)[]

সহকারী রেফারি:[]
তমাশ লিস্তকিয়েভিচ (পোল্যান্ড)
আদাম কুপসিক (পোল্যান্ড)
চতুর্থ রেফারি:
ফাকুন্দো তেয়ো (আর্জেন্টিনা)
সংরক্ষিত সহকারী রেফারি:
গাব্রিয়েল চাদে (আর্জেন্টিনা)
ভিডিও সহকারী রেফারি:
তোমাশ কভিয়াতকোভস্কি (পোল্যান্ড)
সহকারী ভিডিও সহকারী রেফারি:
বার্তোশ ফ্রাঙ্কোভস্কি (পোল্যান্ড)
বাস্টিয়ান ডানকার্ট (জার্মানি)

জার্মানি বনাম ডেনমার্ক

[সম্পাদনা]

এটি ছিল একটি পুনঃম্যাচ উয়েফা ইউরো ১৯৯২ ফাইনাল, যা ডেনমার্ক ২–০ গোলে জিতেছিল।[][]

৩৫তম মিনিটে স্টেডিয়ামের আশপাশে প্রতিকূল আবহাওয়ার (বজ্রপাত ও অতিরিক্ত বৃষ্টি) কারণে খেলা স্থগিত করা হয়েছিল।[] ২১:৫৯ মিনিটে পুনরায় শুরু হওয়ার আগে প্রায় ২৫ মিনিটের জন্য খেলা স্থগিত করা হয়েছিল।[১০]

জার্মানি[১২]
ডেনমার্ক[১২]
গো মানুয়েল নয়ার
রা.ব্যা. ইয়োজুয়া কিমিশ
সে.ব্যা. আন্টোনিও রুডিগার
সে.ব্যা. ১৫ নিকো শ্লটারবেক
লে.ব্যা. ডাভিড রাউম ৮১তম মিনিটে মাঠ ত্যাগ করেছেন ৮১'
সে.মি. ২৩ রবার্ট আনড্রিখ ৬৪তম মিনিটে মাঠ ত্যাগ করেছেন ৬৪'
সে.মি. টনি ক্রুস
রা.উ. ১৯ লিরয় জানে ৮৮তম মিনিটে মাঠ ত্যাগ করেছেন ৮৮'
অ্যা.মি. ২১ ইলকায় গুন্দোয়ান (অধি:) ৬৪তম মিনিটে মাঠ ত্যাগ করেছেন ৬৪'
লে.উ. ১০ জামাল মুসিয়ালা ৮১তম মিনিটে মাঠ ত্যাগ করেছেন ৮১'
সে.ফ. কাই হাভের্ৎস
বদলি খেলোয়াড়:
২৫ এমরে জান ৬৪তম মিনিটে মাঠে প্রবেশ করেছেন ৬৪'
নিকলাস ফুলক্রুগ ৬৪তম মিনিটে মাঠে প্রবেশ করেছেন ৬৪'
২০ বেনিয়ামিন হেনরিশস ৮১তম মিনিটে মাঠে প্রবেশ করেছেন ৮১'
১৭ ফ্লোরিয়ান ভিরৎস ৮১তম মিনিটে মাঠে প্রবেশ করেছেন ৮১'
১৬ ভাল্ডেমার আন্টন ৮৮তম মিনিটে মাঠে প্রবেশ করেছেন ৮৮'
প্রধান কোচ:
ইয়ুলিয়ান নাগেলসমান হলুদ কার্ড ৫৯'
গো ক্যাসপার স্মাইকেল (অধি:)
সে.ব্যা. ইয়োয়াখিম আন্দেরসেন হলুদ কার্ড ৫৭'
সে.ব্যা. ইয়ানিক ভেস্তেরগর
সে.ব্যা. আন্দ্রেয়াস ক্রিস্টেনসেন ৮১তম মিনিটে মাঠ ত্যাগ করেছেন ৮১'
রা.মি. ১৮ আলেক্সান্ডার বাহ ৮১তম মিনিটে মাঠ ত্যাগ করেছেন ৮১'
সে.মি. থমাস ডেলেনি ৬৯তম মিনিটে মাঠ ত্যাগ করেছেন ৬৯'
সে.মি. ২৩ পিয়ের-এমিল হোইবিয়ার
লে.মি. ইয়োয়াকিম মেহলে হলুদ কার্ড ৬০'
অ্যা.মি. ১১ অ্যান্দ্রেয়াস স্কভ ওলসেন ৬৯তম মিনিটে মাঠ ত্যাগ করেছেন ৬৯'
অ্যা.মি. ১০ ক্রিস্টিয়ান এরিকসেন
সে.ফ. রাসমুস হয়লন ৮১তম মিনিটে মাঠ ত্যাগ করেছেন ৮১'
বদলি খেলোয়াড়:
১৫ ক্রিস্তিয়ান নরগর ৬৯তম মিনিটে মাঠে প্রবেশ করেছেন ৬৯'
২০ ইউসুফ ইউরারি পোলসেন ৬৯তম মিনিটে মাঠে প্রবেশ করেছেন ৬৯'
১৯ ইয়োনাস উইন্দ ৮১তম মিনিটে মাঠে প্রবেশ করেছেন ৮১'
২৬ ইয়াকব ব্রুন লারসেন ৮১তম মিনিটে মাঠে প্রবেশ করেছেন ৮১'
১৭ ভিক্তোর ক্রিস্তিয়ানসেন ৮১তম মিনিটে মাঠে প্রবেশ করেছেন ৮১'
প্রধান কোচ:
ক্যাস্পার হিউম্যান হলুদ কার্ড ৪১'

ম্যান অব দ্য ম্যাচ:
আন্তোনিও রুডিগার (জার্মানি)[]

সহকারী রেফারি:[১২]
স্টুয়ার্ট বাট (ইংল্যান্ড)
ড্যান কুক (ইংল্যান্ড)
চতুর্থ রেফারি:
ইরফান পেলতো (বসনিয়া ও হার্জেগোভিনা)
সংরক্ষিত সহকারী রেফারি:
সেনাদ ইব্রিশিম্বেগোভিচ (বসনিয়া ও হার্জেগোভিনা)
ভিডিও সহকারী রেফারি:
স্টুয়ার্ট অ্যাটওয়েল (ইংল্যান্ড)
সহকারী ভিডিও সহকারী রেফারি:
ডেভিড কুট (ইংল্যান্ড)
মাসসিমিলিয়ানো ইররাতি (ইতালি)

ইংল্যান্ড বনাম স্লোভাকিয়া

[সম্পাদনা]
ইংল্যান্ড[১৪]
স্লোভাকিয়া[১৪]
গো জর্ডান পিকফোর্ড
রা.ব্যা. কাইল ওয়াকার
সে.ব্যা. জন স্টোনস
সে.ব্যা. মার্ক গেয়ি হলুদ কার্ড ৩'
লে.ব্যা. ১২ কিরান ট্রিপিয়ার ৬৬তম মিনিটে মাঠ ত্যাগ করেছেন ৬৬'
সে.মি. ২৬ কোবি মাইনু হলুদ কার্ড ৭' ৮৪তম মিনিটে মাঠ ত্যাগ করেছেন ৮৪'
সে.মি. ডেকলান রাইস
রা.উ. বুকায়ো সাকা
অ্যা.মি. ১০ জুড বেলিংহাম হলুদ কার্ড ১৭' ১০৬তম মিনিটে মাঠ ত্যাগ করেছেন ১০৬'
লে.উ. ১১ ফিল ফোডেন ৯০+৪তম মিনিটে মাঠ ত্যাগ করেছেন ৯০+৪'
সে.ফ. হ্যারি কেন (অধি:) ১০৬তম মিনিটে মাঠ ত্যাগ করেছেন ১০৬'
বদলি খেলোয়াড়:
২৪ কোল পামার ৬৬তম মিনিটে মাঠে প্রবেশ করেছেন ৬৬'
২১ এবরশি এজ ৮৪তম মিনিটে মাঠে প্রবেশ করেছেন ৮৪'
১৭ আইভান টনি ৯০+৪তম মিনিটে মাঠে প্রবেশ করেছেন ৯০+৪'
১৬ কনর গ্যালাগার ১০৬তম মিনিটে মাঠে প্রবেশ করেছেন ১০৬'
১৪ এজরি কোন্সা ১০৬তম মিনিটে মাঠে প্রবেশ করেছেন ১০৬'
প্রধান কোচ:
গ্যারেথ সাউথগেট
গো মার্তিন দুব্রাউকা
রা.ব্যা. পেতের পেকারিক হলুদ কার্ড ৭৭' ১০৯তম মিনিটে মাঠ ত্যাগ করেছেন ১০৯'
সে.ব্যা. দেনিস ভাভ্রো হলুদ কার্ড ১০৯'
সে.ব্যা. ১৪ মিলান স্কিনিয়ার (অধি:) হলুদ কার্ড ৪৫+১'
লে.ব্যা. ১৬ দাভিদ হাঙ্কো
সে.মি. ১৯ ইয়ুরায় কুৎস্কা হলুদ কার্ড ১৩' ৮১তম মিনিটে মাঠ ত্যাগ করেছেন ৮১'
সে.মি. ২২ স্তানিস্লাভ লোবোতকা
সে.মি. ওন্দ্রেই দুদা ৮১তম মিনিটে মাঠ ত্যাগ করেছেন ৮১'
রা.ফ. ২৬ ইভান স্খ্রাঞ্জ ৯০+৪তম মিনিটে মাঠ ত্যাগ করেছেন ৯০+৪'
সে.ফ. ১৮ দাভিদ স্ত্রেলেৎস ৬১তম মিনিটে মাঠ ত্যাগ করেছেন ৬১'
লে.ফ. ১৭ লুকাশ হারাসলিন ৬১তম মিনিটে মাঠ ত্যাগ করেছেন ৬১'
বদলি খেলোয়াড়:
তোমাশ সুসুলভ হলুদ কার্ড ১২০+২' ৬১তম মিনিটে মাঠে প্রবেশ করেছেন ৬১'
রোবের্ত বোজেনিক ৬১তম মিনিটে মাঠে প্রবেশ করেছেন ৬১'
১১ লাসলো বেনেস ৮১তম মিনিটে মাঠে প্রবেশ করেছেন ৮১'
২১ মাতুশ বেরো ৮১তম মিনিটে মাঠে প্রবেশ করেছেন ৮১'
নর্বের্ত গিয়ম্বের হলুদ কার্ড ১১৪' ৯০+৪তম মিনিটে মাঠে প্রবেশ করেছেন ৯০+৪'
১০ লুবোমির তুপদা ১০৯তম মিনিটে মাঠে প্রবেশ করেছেন ১০৯'
প্রধান কোচ:
ইতালি ফ্রাঞ্চেস্কো কালৎসোনা

ম্যান অব অব দ্য ম্যাচ:
জুড বেলিংহাম (ইংল্যান্ড)[]

সহকারী রেফারি:[১৪]
মুস্তফা এমরে এয়িসয় (তুরস্ক)
কেরেম এরসয় (তুরস্ক)
চতুর্থ রেফারি:
রাদে ওব্রেনোভিচ (স্লোভেনিয়া)
সংরক্ষিত সহকারী রেফারি:
ইয়ুরে প্রাপ্রোতনিক (স্লোভেনিয়া)
ভিডিও সহকারী রেফারি:
মার্কো ফ্রিৎস (জার্মানি)
সহকারী ভিডিও সহকারী রেফারি:
ক্রিস্টিয়ান ডিনগার্ট (জার্মানি)
তোমাশ কভিয়াতকোভস্কি (পোল্যান্ড)

স্পেন বনাম জর্জিয়া

[সম্পাদনা]
স্পেন[১৬]
জর্জিয়া[১৬]
গো ২৩ উনাই সিমোন
রা.ব্যা. দানি কারভাহাল ৮১তম মিনিটে মাঠ ত্যাগ করেছেন ৮১'
সে.ব্যা. রবিন ল্য নরমঁদ
সে.ব্যা. ১৪ এমেরিক লাপোর্ত
লে.ব্যা. ২৪ মার্ক কুকুরেয়া ৬৬তম মিনিটে মাঠ ত্যাগ করেছেন ৬৬'
সে.মি. ২০ পেদ্রি ৫২তম মিনিটে মাঠ ত্যাগ করেছেন ৫২'
সে.মি. ১৬ রোদ্রি
সে.মি. ফাবিয়ান রুইস ৮১তম মিনিটে মাঠ ত্যাগ করেছেন ৮১'
রা.ফ. ১৯ লামিনে ইয়ামাল
সে.ফ. আলভারো মোরাতা (অধি:) হলুদ কার্ড ৪৪' ৬৬তম মিনিটে মাঠ ত্যাগ করেছেন ৬৬'
লে.ফ. ১৭ নিকো উইলিয়ামস
বদলি খেলোয়াড়:
১০ দানি ওলমো ৫২তম মিনিটে মাঠে প্রবেশ করেছেন ৫২'
১২ আলেক্স গ্রিমালদো ৬৬তম মিনিটে মাঠে প্রবেশ করেছেন ৬৬'
২১ মিকেল ওয়ারসাবাল ৬৬তম মিনিটে মাঠে প্রবেশ করেছেন ৬৬'
২২ হেসুস নাভাস ৮১তম মিনিটে মাঠে প্রবেশ করেছেন ৮১'
মিকেল মেরিনো ৮১তম মিনিটে মাঠে প্রবেশ করেছেন ৮১'
প্রধান কোচ:
লুইস দে লা ফুয়েন্তে
গো ২৫ গিওর্গি মামারদাশভিলি
সে.ব্যা. ১৫ গিওর্গি গভেলেসিয়ানি ৭৮তম মিনিটে মাঠ ত্যাগ করেছেন ৭৮'
সে.ব্যা. গুরাম কাশিয়া (অধি:)
সে.ব্যা. লাশা দভালি
রা.ব্যা. ওতার কাকাবাদজে
লে.ব্যা. ১৪ লুকা লোচোশভিলি ৬৩তম মিনিটে মাঠ ত্যাগ করেছেন ৬৩'
সে.মি. ১০ গিওর্গি চাকভেতাদজে ৬৩তম মিনিটে মাঠ ত্যাগ করেছেন ৬৩'
সে.মি. ১৭ ওতার কিতেইশভিলি ৪১তম মিনিটে মাঠ ত্যাগ করেছেন ৪১'
সে.মি. সলোমন কভির্কভেলিয়া
সে.ফ. ২২ গেওর্গেস মিকাউতাদজে ৭৮তম মিনিটে মাঠ ত্যাগ করেছেন ৭৮'
সে.ফ. খভিচা কভারাতসখেলিয়া
বদলি খেলোয়াড়:
১৮ সান্দ্রো আলতুনাশভিলি ৪১তম মিনিটে মাঠে প্রবেশ করেছেন ৪১'
২১ গিওর্গি সিতাইশভিলি ৬৩তম মিনিটে মাঠে প্রবেশ করেছেন ৬৩'
জুরিকো দাভিতাশভিলি হলুদ কার্ড ৭১' ৬৩তম মিনিটে মাঠে প্রবেশ করেছেন ৬৩'
বুদু জিভজিভাদজে ৭৮তম মিনিটে মাঠে প্রবেশ করেছেন ৭৮'
১৬ নিকা কভেকভেস্কিরি ৭৮তম মিনিটে মাঠে প্রবেশ করেছেন ৭৮'
প্রধান কোচ:
ফ্রান্স উইলি সানিয়োল

ম্যান অব দ্য ম্যাচ:
রোদ্রি (স্পেন)[]

সহকারী রেফারি:[১৬]
সিরিল মুনিয়ের (ফ্রান্স)
মেহদি রহমুনি (ফ্রান্স)
চতুর্থ রেফারি:
সারদার গোজুবুয়ুক (নেদারল্যান্ডস)
সংরক্ষিত সহকারী রেফারি:
ইয়োহান বাল্ডার (নেদারল্যান্ডস)
ভিডিও সহকারী রেফারি:
জেরোম ব্রিজার (ফ্রান্স)
সহকারী ভিডিও সহকারী রেফারি:
উইলি দ্যলাজো (ফ্রান্স)ফ্রান্স)
পাওলো ভালেরি (ইতালি)

ফ্রান্স বনাম বেলজিয়াম

[সম্পাদনা]
ফ্রান্স ১–০ বেলজিয়াম
ভের্টোনেন গোল ৮৫' (আ.গো.) প্রতিবেদন
ফ্রান্স[১৮]
বেলজিয়াম[১৮]
গো ১৬ মাইক মেনিয়ঁ
রা.ব্যা. জুল কুন্দে
সে.ব্যা. দায়োত উপামেকানো
সে.ব্যা. ১৭ উইলিয়াম সালিবা
লে.ব্যা. ২২ তেও এরনঁদেজ
সে.মি. ১৩ এনগোলো কঁতে
সে.মি. ওরেলিয়াঁ চুয়ামেনি হলুদ কার্ড ১৪'
সে.মি. ১৪ আদ্রিয়েঁ রাবিও হলুদ কার্ড ২৪'
অ্যা.মি. অঁতোয়ান গ্রিয়েজমান হলুদ কার্ড ২৩'
সে.ফ. ১৫ মার্কুস তুরাম ৬২তম মিনিটে মাঠ ত্যাগ করেছেন ৬২'
সে.ফ. ১০ কিলিয়ান এমবাপে (অধি:)
বদলি খেলোয়াড়:
১২ রঁদাল কলো মুয়ানি ৬২তম মিনিটে মাঠে প্রবেশ করেছেন ৬২'
প্রধান কোচ:
দিদিয়ে দেশঁ
গো কুন কাস্টেলস
রা.ব্যা. ২১ টিমোথি কাস্তায়নে ৮৮তম মিনিটে মাঠ ত্যাগ করেছেন ৮৮'
সে.ব্যা. ভাউট ফায়েস
সে.ব্যা. ইয়ান ভের্টোনেন হলুদ কার্ড ৭৬'
লে.ব্যা. আর্টুর টেয়াটে
সে.মি. কেভিন ডে ব্রুইন (অধি:)
সে.মি. ২৪ আমাদু ওনানা
সে.মি. ১১ ইয়ানিক কারাস্কো ৮৮তম মিনিটে মাঠ ত্যাগ করেছেন ৮৮'
রা.ফ. ২০ লুইস ওপেন্দা ৬৩তম মিনিটে মাঠ ত্যাগ করেছেন ৬৩'
সে.ফ. ১০ রোমেলু লুকাকু
লে.ফ. ২২ জেরেমি দোকু
বদলি খেলোয়াড়:
১৮ ওরেল মঁগালা হলুদ কার্ড ৯০+৩' ৬৩তম মিনিটে মাঠে প্রবেশ করেছেন ৬৩'
১৪ দোদি লুকেবাকিও ৮৮তম মিনিটে মাঠে প্রবেশ করেছেন ৮৮'
১৭ শার্লে ডে কেটেলারে ৮৮তম মিনিটে মাঠে প্রবেশ করেছেন ৮৮'
প্রধান কোচ:
ইতালি দোমেনিকো তেদেস্কো হলুদ কার্ড ৭৬'

ম্যান অব দ্য ম্যাচ:
জুল কুন্দে (ফ্রান্স)[]

সহকারী রেফারি:[১৮]
মাহবদ বেইগি (সুইডেন)
আন্দ্রেয়াস সোদার্কভিস্ত (সুইডেন)
চতুর্থ রেফারি:
দোনাতাস রুমশাস (লিথুয়ানিয়া)
সংরক্ষিত সহকারী রেফারি:
আলেকসান্দ্র রাদিউশ (লিথুয়ানিয়া)
ভিডিও সহকারী রেফারি:
পল ভান বোকেল (নেদারল্যান্ডস)
সহকারী ভিডিও সহকারী রেফারি:
বার্তোশ ফ্রাঙ্কোভস্কি (পোল্যান্ড)
রব ডিপেরিঙ্ক (নেদারল্যান্ডস)

পর্তুগাল বনাম স্লোভেনিয়া

[সম্পাদনা]
পর্তুগাল[২০]
স্লোভেনিয়া[২০]
গো ২২ দিয়োগো কোস্তা
রা.ব্যা. ২০ জোয়াও কানসেলো হলুদ কার্ড ১০৭' ১১৭তম মিনিটে মাঠ ত্যাগ করেছেন ১১৭'
সে.ব্যা. রুবেন দিয়াস
সে.ব্যা. পেপে ১১৭তম মিনিটে মাঠ ত্যাগ করেছেন ১১৭'
লে.ব্যা. ১৯ নুনো মেন্দেস
সে.মি. ব্রুনো ফের্নান্দেস
সে.মি. জোয়াও পালিনিয়া
সে.মি. ২৩ ভিতিনিয়া ৬৫তম মিনিটে মাঠ ত্যাগ করেছেন ৬৫'
রা.ফ. ১০ বের্নার্দো সিলভা
সে.ফ. ক্রিস্তিয়ানো রোনালদো (অধি:)
লে.ফ. ১৭ রাফায়েল লেয়াও ৭৬তম মিনিটে মাঠ ত্যাগ করেছেন ৭৬'
বদলি খেলোয়াড়:
২১ দিয়োগো জোতা ৬৫তম মিনিটে মাঠে প্রবেশ করেছেন ৬৫'
২৬ ফ্রান্সিস্কো কোনসেইসাও ৭৬তম মিনিটে মাঠে প্রবেশ করেছেন ৭৬'
নেলসন সেমেদো ১১৭তম মিনিটে মাঠে প্রবেশ করেছেন ১১৭'
১৮ রুবেন নেভেস ১১৭তম মিনিটে মাঠে প্রবেশ করেছেন ১১৭'
প্রধান কোচ:
স্পেন রোবের্তো মার্তিনেস হলুদ কার্ড ১১১'
গো ইয়ান অবলাক (অধি:)
রা.ব্যা. জান কারনিচনিক হলুদ কার্ড ৩৭'
সে.ব্যা. ২১ ভানিয়া দ্রকুশিচ হলুদ কার্ড ৩২'
সে.ব্যা. ইয়াকা বিজোল হলুদ কার্ড ১০৬'
লে.ব্যা. ইয়ুরে বালকোভেৎস হলুদ কার্ড ১০৭'
রা.মি. ২০ পেতার স্তোয়ানোভিচ ৮৭তম মিনিটে মাঠ ত্যাগ করেছেন ৮৭'
সে.মি. ২২ আদাম গনেজদা চেরিন
সে.মি. ১০ তিমি মাক্স এলশনিক ১০৬তম মিনিটে মাঠ ত্যাগ করেছেন ১০৬'
লে.মি. ১৭ ইয়ান ম্লাকার ৭৪তম মিনিটে মাঠ ত্যাগ করেছেন ৭৪'
সে.ফ. আন্দ্রাজ স্পোরার ৭৪তম মিনিটে মাঠ ত্যাগ করেছেন ৭৪'
সে.ফ. ১১ বেঞ্জামিন শেশকো
বদলি খেলোয়াড়:
জন গোরেনৎস স্তানকোভিৎস ৭৪তম মিনিটে মাঠে প্রবেশ করেছেন ৭৪'
১৯ জান সেলার হলুদ কার্ড ১০১' ৭৪তম মিনিটে মাঠে প্রবেশ করেছেন ৭৪'
বেঞ্জামিন ভেরবিচ ৮৭তম মিনিটে মাঠে প্রবেশ করেছেন ৮৭'
২৬ ইয়োসিপ ইলিচিচ ১০৬তম মিনিটে মাঠে প্রবেশ করেছেন ১০৬'
প্রধান কোচ:
মাতিয়াশ কেক লাল কার্ড ১০৫+১'

ম্যান অব দ্য ম্যাচ:
দিয়োগো কোস্তা (পর্তুগাল)[]

সহকারী রেফারি:[২০]
চিরো কারবোনে (ইতালি)
আলেসসান্দ্রো জাল্লাতিনি (ইতালি)
চতুর্থ রেফারি:
এস্পেন এস্কস (নরওয়ে)
সংরক্ষিত সহকারী রেফারি:
ইয়ান এরিক এঙ্গান (নরওয়ে)
ভিডিও সহকারী রেফারি:
মাসসিমিলিয়ানো ইররাতি (ইতালি)
সহকারী ভিডিও সহকারী রেফারি:
পাওলো ভালেরি (ইতালি)
মার্কো ফ্রিৎস (জার্মানি)

রোমানিয়া বনাম নেদারল্যান্ডস

[সম্পাদনা]
রোমানিয়া ০–৩ নেদারল্যান্ডস
প্রতিবেদন
রোমানিয়া[২২]
নেদারল্যান্ডস[২২]
গো ফ্লোরিন নিৎসা
রা.ব্যা. আন্দ্রেই রাৎসিউ
সে.ব্যা. রাদু দ্রাগুশিন
সে.ব্যা. ১৫ আন্দ্রেই বুরকা
লে.ব্যা. ২২ ভাসিলে মোগোশ ৩৮তম মিনিটে মাঠ ত্যাগ করেছেন ৩৮'
ডি.মি. মারিউস মারিন হলুদ কার্ড ৬৭' ৭২তম মিনিটে মাঠ ত্যাগ করেছেন ৭২'
সে.মি. ২১ নিকোলায় স্তানচিউ (অধি:) হলুদ কার্ড ৮১' ৮৮তম মিনিটে মাঠ ত্যাগ করেছেন ৮৮'
সে.মি. ১৮ রাজভান মারিন
রা.উ. ২০ দেনিস মান
লে.উ. ১০ ইয়ানিস হাজি ৭২তম মিনিটে মাঠ ত্যাগ করেছেন ৭২'
সে.ফ. ১৯ দেনিস দ্রাগুশ ৭২তম মিনিটে মাঠ ত্যাগ করেছেন ৭২'
বদলি খেলোয়াড়:
২৪ বোগদান রাকোভিৎসান ৩৮তম মিনিটে মাঠে প্রবেশ করেছেন ৩৮'
১৩ ভালেন্তিন মিহাইলা ৭২তম মিনিটে মাঠে প্রবেশ করেছেন ৭২'
দেনিস আলিবেক ৭২তম মিনিটে মাঠে প্রবেশ করেছেন ৭২'
আলেক্সান্দ্রু চিকালদাউ ৭২তম মিনিটে মাঠে প্রবেশ করেছেন ৭২'
১৪ দারিউস ওলারু ৮৮তম মিনিটে মাঠে প্রবেশ করেছেন ৮৮'
প্রধান কোচ:
এদওয়ার্দ ইয়োর্দানেস্কু
গো বার্ট ভেরব্রুখেন
রা.ব্যা. ২২ ডেনজেল ডুমফ্রিস হলুদ কার্ড ৭৮'
সে.ব্যা. স্টেফান ডে ভ্রেই
সে.ব্যা. ফিরজিল ফন ডাইক (অধি:)
লে.ব্যা. নাথান আকে ৬৯তম মিনিটে মাঠ ত্যাগ করেছেন ৬৯'
সে.মি. ২৪ ইয়ার্ডি স্খাউটেন ৬৯তম মিনিটে মাঠ ত্যাগ করেছেন ৬৯'
সে.মি. সাভি সিমন্স
সে.মি. ১৪ তেইজানি রেইন্ডার্স
রা.ফ. ২৫ স্টেভেন বের্খভেইন ৪৬তম মিনিটে মাঠ ত্যাগ করেছেন ৪৬'
সে.ফ. ১০ মেমফিস ডেপাই ৯০+২তম মিনিটে মাঠ ত্যাগ করেছেন ৯০+২'
লে.ফ. ১১ কোডি গাকপো ৮৪তম মিনিটে মাঠ ত্যাগ করেছেন ৮৪'
বদলি খেলোয়াড়:
১৮ ডোনিয়েল মালেন হলুদ কার্ড ৯০+৪' ৪৬তম মিনিটে মাঠে প্রবেশ করেছেন ৪৬'
১৬ জোই ভেরমান ৬৯তম মিনিটে মাঠে প্রবেশ করেছেন ৬৯'
১৫ মিকি ভান ডে ভেন ৬৯তম মিনিটে মাঠে প্রবেশ করেছেন ৬৯'
ভাউট ভেঘোর্স্ট ৮৪তম মিনিটে মাঠে প্রবেশ করেছেন ৮৪'
১৭ দালি ব্লিন্ড ৯০+২তম মিনিটে মাঠে প্রবেশ করেছেন ৯০+২'
প্রধান কোচ:
রোনাল্ট কুমান

ম্যান অব দ্য ম্যাচ:
কোডি গাকপো (নেদারল্যান্ডস)[]

সহকারী রেফারি:[২২]
স্টেফান লুপ (জার্মানি)
মার্কো আখমুলার (জার্মানি)
চতুর্থ রেফারি:
ডানিয়েল সিবার্ট (জার্মানি)
সংরক্ষিত সহকারী রেফারি:
ইয়ান জাইডেল (জার্মানি)
ভিডিও সহকারী রেফারি:
বাস্টিয়ান ডানকার্ট (জার্মানি)
সহকারী ভিডিও সহকারী রেফারি:
ক্রিস্টিয়ান ডিনগার্ট (জার্মানি)
জেরোম ব্রিজার (ফ্রান্স)

অস্ট্রিয়া বনাম তুরস্ক

[সম্পাদনা]
অস্ট্রিয়া[২৪]
তুরস্ক[২৪]
গো ১৩ পাট্রিক পেনৎস
রা.ব্যা. স্তেফান পশ
সে.ব্যা. কেভিন ডান্সো
সে.ব্যা. ১৫ ফিলিপ লাইনহার্ট হলুদ কার্ড ৫২' ৬৪তম মিনিটে মাঠ ত্যাগ করেছেন ৬৪'
লে.ব্যা. ১৬ ফিলিপ মুয়েনে ৪৬তম মিনিটে মাঠ ত্যাগ করেছেন ৪৬'
সে.মি. নিকোলাস সাইভাল্ড
সে.মি. মার্সেল সাবিৎসার
রা.উ. ২০ কনরাড লাইমার ৬৪তম মিনিটে মাঠ ত্যাগ করেছেন ৬৪'
অ্যা.মি. ১৯ ক্রিস্টোফ বাউমগার্টনার
লে.উ. ১৮ রোমানো শ্মিড হলুদ কার্ড ৩৮' ৪৬তম মিনিটে মাঠ ত্যাগ করেছেন ৪৬'
সে.ফ. মার্কো আরনাউতোভিচ (অধি:)
বদলি খেলোয়াড়:
আলেক্সান্ডার প্রাস ৪৬তম মিনিটে মাঠে প্রবেশ করেছেন ৪৬'
১১ মাইকেল গ্রেগোরিচ ৪৬তম মিনিটে মাঠে প্রবেশ করেছেন ৪৬'
মাক্সিমিলিয়ান ভোবার ৬৪তম মিনিটে মাঠে প্রবেশ করেছেন ৬৪'
১০ ফ্লোরিয়ান গ্রিলিচ ৬৪তম মিনিটে মাঠে প্রবেশ করেছেন ৬৪'
প্রধান কোচ:
জার্মানি রালফ রাংনিক
গো মের্ত গুনোক
রা.ব্যা. ১৮ মের্ত মুলদুর
সে.ব্যা. ১৪ আব্দুলকেরিম বারদাকজি
সে.ব্যা. মেরিহ দেমিরাল
লে.ব্যা. ২০ ফের্দি কাদিওলু
সে.মি. ১৬ ইসমাইল ইয়ুকসেক হলুদ কার্ড ৪২' ৫৮তম মিনিটে মাঠ ত্যাগ করেছেন ৫৮'
সে.মি. ২২ কান আয়হান (অধি:)
রা.উ. ২১ বারিশ আলপের ইলমাজ
অ্যা.মি. ওরকুন কোকচু হলুদ কার্ড ১১' ৮৩তম মিনিটে মাঠ ত্যাগ করেছেন ৮৩'
লে.উ. ১৯ কেনান ইলদিজ ৭৮তম মিনিটে মাঠ ত্যাগ করেছেন ৭৮'
সে.ফ. আরদা গুলের ৭৮তম মিনিটে মাঠ ত্যাগ করেছেন ৭৮'
বদলি খেলোয়াড়:
১৫ সালিহ ওজজান ৫৮তম মিনিটে মাঠে প্রবেশ করেছেন ৫৮'
ওকায় ইয়োকুশলু ৭৮তম মিনিটে মাঠে প্রবেশ করেছেন ৭৮'
কেরেম আক্তুরকোয়লু ৭৮তম মিনিটে মাঠে প্রবেশ করেছেন ৭৮'
১৭ ইরফান কাহভেজি ৮৩তম মিনিটে মাঠে প্রবেশ করেছেন ৮৩'
প্রধান কোচ:
ইতালি ভিঞ্চেনৎসো মোন্তেল্লা

ম্যান অব দ্য ম্যাচ:
মেরিহ দেমিরাল (তুরস্ক)[]

সহকারী রেফারি:[২৪]
পাউলো সোয়ারেস (পর্তুগাল)
পেদ্রো রিবেইরো (পর্তুগাল)
চতুর্থ রেফারি:
মিকোলা বালাকিন (ইউক্রেন)
সংরক্ষিত সহকারী রেফারি:
ওলেকসান্দ্র বেরকুট (ইউক্রেন)
চতুর্থ রেফারি:
তিয়াগো মার্তিন্স (পর্তুগাল)
সহকারী ভিডিও সহকারী রেফারি:
হুয়ান মার্তিনেস মুনুয়েরা (স্পেন)
মাসসিমিলিয়ানো ইররাতি (ইতালি)

কোয়ার্টার-ফাইনাল

[সম্পাদনা]

স্পেন বনাম জার্মানি

[সম্পাদনা]

এর আগে দুই দল উয়েফা ইউরো ২০০৮ ফাইনালে মুখোমুখি হয়েছিল, যেখানে স্পেন ১–০ গোলে জিতেছিল।[২৫]

জার্মান মিডফিল্ডার টনি ক্রুস ইউরোর পর জাতীয় ও পেশাদার ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন।[২৬]

স্পেন ২–১ (অ.স.প.) জার্মানি
ওলমো গোল ৫১'
মেরিনো গোল ১১৯'
প্রতিবেদন ভিরৎস গোল ৮৯'
স্পেন[২৮]
জার্মানি[২৮]
গো ২৩ উনাই সিমোন হলুদ কার্ড ৮২'
রা.ব্যা. দানি কারভাহাল হলুদ কার্ড ১০০' হলুদ-লাল কার্ড ১২০+৬'
সে.ব্যা. রবিন ল্য নরমঁদ হলুদ কার্ড ২৯' ৪৬তম মিনিটে মাঠ ত্যাগ করেছেন ৪৬'
সে.ব্যা. ১৪ এমেরিক লাপোর্ত
লে.ব্যা. ২৪ মার্ক কুকুরেয়া
সে.মি. ১৬ রোদ্রি হলুদ কার্ড ১১০'
সে.মি. ফাবিয়ান রুইস হলুদ কার্ড ১২০' ১০২তম মিনিটে মাঠ ত্যাগ করেছেন ১০২'
রা.উ. ১৯ লামিনে ইয়ামাল ৬৩তম মিনিটে মাঠ ত্যাগ করেছেন ৬৩'
অ্যা.মি. ২০ পেদ্রি ৮ম মিনিটে মাঠ ত্যাগ করেছেন ৮'
লে.উ. ১৭ নিকো উইলিয়ামস ৮০তম মিনিটে মাঠ ত্যাগ করেছেন ৮০'
সে.ফ. আলভারো মোরাতা (অধি:) হলুদ কার্ড ১২০' ৮০তম মিনিটে মাঠ ত্যাগ করেছেন ৮০'
বদলি খেলোয়াড়:
১০ দানি ওলমো ৮ম মিনিটে মাঠে প্রবেশ করেছেন ৮'
নাচো ৪৬তম মিনিটে মাঠে প্রবেশ করেছেন ৪৬'
১১ ফেরান তোরেস হলুদ কার্ড ৭৪' ৬৩তম মিনিটে মাঠে প্রবেশ করেছেন ৬৩'
মিকেল মেরিনো ৮০তম মিনিটে মাঠে প্রবেশ করেছেন ৮০'
২১ মিকেল ওয়ারসাবাল ৮০তম মিনিটে মাঠে প্রবেশ করেছেন ৮০'
হোসেলু ১০২তম মিনিটে মাঠে প্রবেশ করেছেন ১০২'
প্রধান কোচ:
লুইস দে লা ফুয়েন্তে
গো মানুয়েল নয়ার
রা.ব্যা. ইয়োজুয়া কিমিশ
সে.ব্যা. আন্টোনিও রুডিগার হলুদ কার্ড ১৩'
সে.ব্যা. ইয়োনাথান টা ৮০তম মিনিটে মাঠ ত্যাগ করেছেন ৮০'
লে.ব্যা. ডাভিড রাউম হলুদ কার্ড ২৮' ৫৭তম মিনিটে মাঠ ত্যাগ করেছেন ৫৭'
সে.মি. ২৫ এমরে জান ৪৬তম মিনিটে মাঠ ত্যাগ করেছেন ৪৬'
সে.মি. টনি ক্রুস হলুদ কার্ড ৬৭'
রা.উ. ১০ জামাল মুসিয়ালা
অ্যা.মি. ২১ ইলকায় গুন্দোয়ান (অধি:) ৫৭তম মিনিটে মাঠ ত্যাগ করেছেন ৫৭'
লে.উ. ১৯ লিরয় জানে ৪৬তম মিনিটে মাঠ ত্যাগ করেছেন ৪৬'
সে.ফ. কাই হাভের্ৎস ৯১তম মিনিটে মাঠ ত্যাগ করেছেন ৯১'
বদলি খেলোয়াড়:
২৩ রবার্ট আনড্রিখ হলুদ কার্ড ৫৬' ৪৬তম মিনিটে মাঠে প্রবেশ করেছেন ৪৬'
১৭ ফ্লোরিয়ান ভিরৎস হলুদ কার্ড ৯৪' ৪৬তম মিনিটে মাঠে প্রবেশ করেছেন ৪৬'
১৮ মাক্সিমিলিয়ান মাটেলস্টাট হলুদ কার্ড ৭৩' ৫৭তম মিনিটে মাঠে প্রবেশ করেছেন ৫৭'
নিকলাস ফুলক্রুগ ৫৭তম মিনিটে মাঠে প্রবেশ করেছেন ৫৭'
১৩ থমাস মুলার ৮০তম মিনিটে মাঠে প্রবেশ করেছেন ৮০'
১৬ ভাল্ডেমার আন্টন ৯১তম মিনিটে মাঠে প্রবেশ করেছেন ৯১'
অন্যান্য শাস্তিমূলক ব্যবস্থা:
১৫ নিকো শ্লটারবেক হলুদ কার্ড ৮৯'
২৬ দেনিজ উন্দাভ হলুদ কার্ড ১১৩'
প্রধান কোচ:
ইয়ুলিয়ান নাগেলসমান

ম্যান অব দ্য ম্যাচ:
দানি ওলমো (স্পেন)[]

সহকারী রেফারি:[২৮]
গ্যারি বেসউইক (ইংল্যান্ড)
অ্যাডাম নান (ইংল্যান্ড)
চতুর্থ রেফারি:
ইভান ক্রুজলিয়াক (স্লোভাকিয়া)
সংরক্ষিত সহকারী রেফারি:
ইয়ান পাজোর (স্লোভাকিয়া)
ভিডিও সহকারী রেফারি:
স্টুয়ার্ট অ্যাটওয়েল (ইংল্যান্ড)
সহকারী ভিডিও সহকারী রেফারি:
বার্তোশ ফ্রাঙ্কোভস্কি (পোল্যান্ড)
মাসসিমিলিয়ানো ইররাতি (ইতালি)

পর্তুগাল বনাম ফ্রান্স

[সম্পাদনা]

উভয় দল এর আগে উয়েফা ইউরো ২০১৬ ফাইনালে মুখোমুখি হয়েছিল, যেখানে পর্তুগাল স্বাগতিকদের বিরুদ্ধে ১–০ গোল ব্যবধানে জয়লাভ করেছিল।[২৯]

পর্তুগাল[৩১]
ফ্রান্স[৩১]
গো ২২ দিয়োগো কোস্তা
রা.ব্যা. ২০ জোয়াও কানসেলো ৭৪তম মিনিটে মাঠ ত্যাগ করেছেন ৭৪'
সে.ব্যা. পেপে
সে.ব্যা. রুবেন দিয়াস
লে.ব্যা. ১৯ নুনো মেন্দেস
সে.মি. ২৩ ভিতিনিয়া ১১৯তম মিনিটে মাঠ ত্যাগ করেছেন ১১৯'
সে.মি. জোয়াও পালিনিয়া হলুদ কার্ড ৭৯' ৯০+২তম মিনিটে মাঠ ত্যাগ করেছেন ৯০+২'
সে.মি. ব্রুনো ফের্নান্দেস ৭৪তম মিনিটে মাঠ ত্যাগ করেছেন ৭৪'
রা.ফ. ১০ বের্নার্দো সিলভা
সে.ফ. ক্রিস্তিয়ানো রোনালদো (অধি:)
লে.ফ. ১৭ রাফায়েল লেয়াও ১০৬তম মিনিটে মাঠ ত্যাগ করেছেন ১০৬'
বদলি খেলোয়াড়:
নেলসন সেমেদো ৭৪তম মিনিটে মাঠে প্রবেশ করেছেন ৭৪'
২৬ ফ্রান্সিস্কো কোনসেইসাও ৭৪তম মিনিটে মাঠে প্রবেশ করেছেন ৭৪'
১৮ রুবেন নেভেস ৯০+২তম মিনিটে মাঠে প্রবেশ করেছেন ৯০+২'
১১ জোয়াও ফেলিক্স ১০৬তম মিনিটে মাঠে প্রবেশ করেছেন ১০৬'
১৬ মাতেউস নুনেস ১১৯তম মিনিটে মাঠে প্রবেশ করেছেন ১১৯'
প্রধান কোচ:
স্পেন রোবের্তো মার্তিনেস
গো ১৬ মাইক মেনিয়ঁ
রা.ব্যা. জুল কুন্দে
সে.ব্যা. দায়োত উপামেকানো
সে.ব্যা. ১৭ উইলিয়াম সালিবা হলুদ কার্ড ৮৪'
লে.ব্যা. ২২ তেও এরনঁদেজ
সে.মি. ১৩ এনগোলো কঁতে
সে.মি. ওরেলিয়াঁ চুয়ামেনি
সে.মি. এদুয়ার্দো কামাভিঙ্গা ৯১তম মিনিটে মাঠ ত্যাগ করেছেন ৯১'
অ্যা.মি. অঁতোয়ান গ্রিয়েজমান ৬৭তম মিনিটে মাঠ ত্যাগ করেছেন ৬৭'
সে.ফ. ১২ রঁদাল কলো মুয়ানি ৮৬তম মিনিটে মাঠ ত্যাগ করেছেন ৮৬'
সে.ফ. ১০ কিলিয়ান এমবাপে (অধি:) ১০৬তম মিনিটে মাঠ ত্যাগ করেছেন ১০৬'
বদলি খেলোয়াড়:
১১ উসমান দেম্বেলে ৬৭তম মিনিটে মাঠে প্রবেশ করেছেন ৬৭'
১৫ মার্কুস তুরাম ৮৬তম মিনিটে মাঠে প্রবেশ করেছেন ৮৬'
১৯ ইউসুফ ফোফানা ৯১তম মিনিটে মাঠে প্রবেশ করেছেন ৯১'
২৫ ব্রাদলে বারকোলা ১০৬তম মিনিটে মাঠে প্রবেশ করেছেন ১০৬'
প্রধান কোচ:
দিদিয়ে দেশঁ

ম্যান অব দ্য ম্যাচ:
উসমান দেম্বেলে (ফ্রান্স)[]

সহকারী রেফারি:[৩১]
স্টুয়ার্ট বাট (ইংল্যান্ড)
ড্যান কুক (ইংল্যান্ড)
চতুর্থ রেফারি:
শিমন মার্চিনিয়াক (পোল্যান্ড)
সংরক্ষিত সহকারী রেফারি:
তমাশ লিস্তকিয়েভিচ (পোল্যান্ড)
ভিডিও সহকারী রেফারি:
পল ভান বোকেল (নেদারল্যান্ডস)
সহকারী ভিডিও সহকারী রেফারি:
ডেভিড কুট (ইংল্যান্ড)
তোমাশ কভিয়াতকোভস্কি (পোল্যান্ড)

ইংল্যান্ড বনাম সুইজারল্যান্ড

[সম্পাদনা]
ইংল্যান্ড[৩৩]
সুইজারল্যান্ড[৩৩]
গো জর্ডান পিকফোর্ড
সে.ব্যা. কাইল ওয়াকার
সে.ব্যা. জন স্টোনস
সে.ব্যা. ১৪ এজরি কোন্সা ৭৮তম মিনিটে মাঠ ত্যাগ করেছেন ৭৮'
রা.ব্যা. ১২ কিরান ট্রিপিয়ার ৭৮তম মিনিটে মাঠ ত্যাগ করেছেন ৭৮'
লে.ব্যা. বুকায়ো সাকা
সে.মি. ২৬ কোবি মাইনু ৭৮তম মিনিটে মাঠ ত্যাগ করেছেন ৭৮'
সে.মি. ডেকলান রাইস
অ্যা.মি. ১০ জুড বেলিংহাম
অ্যা.মি. ১১ ফিল ফোডেন ১১৫তম মিনিটে মাঠ ত্যাগ করেছেন ১১৫'
সে.ফ. হ্যারি কেন (অধি:) হলুদ কার্ড ৬৭' ১০৯তম মিনিটে মাঠ ত্যাগ করেছেন ১০৯'
বদলি খেলোয়াড়:
লুক শ ৭৮তম মিনিটে মাঠে প্রবেশ করেছেন ৭৮'
২৪ কোল পামার ৭৮তম মিনিটে মাঠে প্রবেশ করেছেন ৭৮'
২১ এবরশি এজ ৭৮তম মিনিটে মাঠে প্রবেশ করেছেন ৭৮'
১৭ আইভান টনি ১০৯তম মিনিটে মাঠে প্রবেশ করেছেন ১০৯'
ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ড ১১৫তম মিনিটে মাঠে প্রবেশ করেছেন ১১৫'
প্রধান কোচ:
গ্যারেথ সাউথগেট
গো ইয়ান সোমার
সে.ব্যা. ২২ ফাবিয়ান শেয়ার হলুদ কার্ড ৩২'
সে.ব্যা. মানুয়েল আকানজি
সে.ব্যা. ১৩ রিকার্দো রোদ্রিগ্রেস
রা.মি. ২৬ ফাবিয়ান রিডার ৬৩তম মিনিটে মাঠ ত্যাগ করেছেন ৬৩'
সে.মি. রেমো ফ্রয়লার ১১৮তম মিনিটে মাঠ ত্যাগ করেছেন ১১৮'
সে.মি. ১০ গ্রানিত জাকা (অধি:)
লে.মি. ২০ মিখেল এবিশার ১১৮তম মিনিটে মাঠ ত্যাগ করেছেন ১১৮'
রা.ফ. ১৯ দান এনদোয়ে ৯৮তম মিনিটে মাঠ ত্যাগ করেছেন ৯৮'
সে.ফ. ব্রেল এমবোলো ১০৯তম মিনিটে মাঠ ত্যাগ করেছেন ১০৯'
লে.ফ. ১৭ রুবেন ভারগাস ৬৩তম মিনিটে মাঠ ত্যাগ করেছেন ৬৩'
বদলি খেলোয়াড়:
সিলভান ভিডমার হলুদ কার্ড ৮৫' ৬৩তম মিনিটে মাঠে প্রবেশ করেছেন ৬৩'
১৪ স্টিভেন জুবার ৬৩তম মিনিটে মাঠে প্রবেশ করেছেন ৬৩'
দেনিস জাকারিয়া ৯৮তম মিনিটে মাঠে প্রবেশ করেছেন ৯৮'
২৩ জেরদান শাচিরি ১০৯তম মিনিটে মাঠে প্রবেশ করেছেন ১০৯'
১৬ ভিনসেন্ট সিয়েরো ১১৮তম মিনিটে মাঠে প্রবেশ করেছেন ১১৮'
২৫ জেকি আমদুনি ১১৮তম মিনিটে মাঠে প্রবেশ করেছেন ১১৮'
প্রধান কোচ:
মুরাত ইয়াকিন

ম্যান অব দ্য ম্যাচ:
বুকায়ো সাকা (ইংল্যান্ড)[]

সহকারী রেফারি:[৩৩]
চিরো কারবোনে (ইতালি)
আলেসসান্দ্রো জাল্লাতিনি (ইতালি)
চতুর্থ রেফারি:
ডানিয়েল সিবার্ট (জার্মানি)
সংরক্ষিত সহকারী রেফারি:
রাফায়েল ফল্টিন (জার্মানি)
ভিডিও সহকারী রেফারি:
মাসসিমিলিয়ানো ইররাতি (ইতালি)
সহকারী ভিডিও সহকারী রেফারি:
পাওলো ভালেরি (ইতালি)
বাস্টিয়ান ডানকার্ট (জার্মানি)

নেদারল্যান্ডস বনাম তুরস্ক

[সম্পাদনা]
নেদারল্যান্ডস[৩৫]
তুরস্ক[৩৫]
গো বার্ট ভেরব্রুখেন
রা.ব্যা. ২২ ডেনজেল ডুমফ্রিস
সে.ব্যা. স্টেফান ডে ভ্রেই
সে.ব্যা. ফিরজিল ফন ডাইক (অধি:) হলুদ কার্ড ৬৪'
লে.ব্যা. নাথান আকে হলুদ কার্ড ৫৪' ৭৩তম মিনিটে মাঠ ত্যাগ করেছেন ৭৩'
সে.মি. ২৪ ইয়ার্ডি স্খাউটেন
সে.মি. সাভি সিমন্স হলুদ কার্ড ৩০' ৮৭তম মিনিটে মাঠ ত্যাগ করেছেন ৮৭'
সে.মি. ১৪ তেইজানি রেইন্ডার্স ৭৩তম মিনিটে মাঠ ত্যাগ করেছেন ৭৩'
রা.ফ. ২৫ স্টেভেন বের্খভেইন ৪৬তম মিনিটে মাঠ ত্যাগ করেছেন ৪৬'
সে.ফ. ১০ মেমফিস ডেপাই ৮৭তম মিনিটে মাঠ ত্যাগ করেছেন ৮৭'
লে.ফ. ১১ কোডি গাকপো
বদলি খেলোয়াড়:
ভাউট ভেঘোর্স্ট হলুদ কার্ড ৯০+৬' ৪৬তম মিনিটে মাঠে প্রবেশ করেছেন ৪৬'
১৬ জোই ভেরমান ৭৩তম মিনিটে মাঠে প্রবেশ করেছেন ৭৩'
১৫ মিকি ভান ডে ভেন ৭৩তম মিনিটে মাঠে প্রবেশ করেছেন ৭৩'
১২ জেরেমি ফ্রিম্পং ৮৭তম মিনিটে মাঠে প্রবেশ করেছেন ৮৭'
২১ ইয়োজুয়া জির্কজি ৮৭তম মিনিটে মাঠে প্রবেশ করেছেন ৮৭'
প্রধান কোচ:
রোনাল্ট কুমান
গো মের্ত গুনোক
সে.ব্যা. ২২ কান আয়হান ৮৯তম মিনিটে মাঠ ত্যাগ করেছেন ৮৯'
সে.ব্যা. সামেত আকায়দিন ৮২তম মিনিটে মাঠ ত্যাগ করেছেন ৮২'
সে.ব্যা. ১৪ আব্দুলকেরিম বারদাকজি
রা.ব্যা. ১৮ মের্ত মুলদুর ৮২তম মিনিটে মাঠ ত্যাগ করেছেন ৮২'
লে.ব্যা. ২০ ফের্দি কাদিওলু
রা.মি. ২১ বারিশ আলপের ইলমাজ
সে.মি. ১৫ সালিহ ওজজান ৭৭তম মিনিটে মাঠ ত্যাগ করেছেন ৭৭'
সে.মি. ১০ হাকান চালহানোয়লু (অধি:)
লে.মি. ১৯ কেনান ইলদিজ ৭৭তম মিনিটে মাঠ ত্যাগ করেছেন ৭৭'
সে.ফ. আরদা গুলের
বদলি খেলোয়াড়:
ওকায় ইয়োকুশলু ৭৭তম মিনিটে মাঠে প্রবেশ করেছেন ৭৭'
কেরেম আক্তুরকোয়লু ৭৭তম মিনিটে মাঠে প্রবেশ করেছেন ৭৭'
জেকি চেলিক ৮২তম মিনিটে মাঠে প্রবেশ করেছেন ৮২'
জেঙ্ক তোসুন হলুদ কার্ড ৯০+৩' ৮২তম মিনিটে মাঠে প্রবেশ করেছেন ৮২'
২৪ সেমিহ কিলিচসোয় ৮৯তম মিনিটে মাঠে প্রবেশ করেছেন ৮৯'
অন্যান্য শাস্তিমূলক ব্যবস্থা:
২৬ বেরতুয় ইলদিরিম লাল কার্ড ৯০+৬'
প্রধান কোচ:
ইতালি ভিঞ্চেনৎসো মোন্তেল্লা হলুদ কার্ড ৯০+৫'

ম্যান অব দ্য ম্যাচ:
স্টেফান ডে ভ্রেই (নেদারল্যান্ডস)[]

সহকারী রেফারি:[৩৫]
নিকোলাস দানোস (ফ্রান্স)
বঁজামাঁ পাজ (ফ্রান্স)
চতুর্থ রেফারি:
ফেলিক্স সোয়ায়ার (জার্মানি)
সংরক্ষিত সহকারী রেফারি:
মার্কো আখমুলার (জার্মানি)
ভিডিও সহকারী রেফারি:
জেরোম ব্রিজার (ফ্রান্স)
সহকারী ভিডিও সহকারী রেফারি:
উইলি দ্যলাজো (ফ্রান্স)
মার্কো ফ্রিৎস (জার্মানি)

সেমি-ফাইনাল

[সম্পাদনা]

স্পেন বনাম ফ্রান্স

[সম্পাদনা]

দলগুলি এর আগে উয়েফা ইউরো ১৯৮৪ ফাইনালে মুখোমুখি হয়েছিল, যেখানে স্বাগতিক ফ্রান্স ২–০ গোলের ব্যবধানে জয়লাভ করেছিল, ঘরের মাটিতে ইউরো জয়ের সাম্প্রতিকতম দল। তারা ২০২১ উয়েফা নেশন্স লিগের ফাইনালে একে অপরের মুখোমুখি হয়েছিল, যা ফ্রান্স ২–১ গোলের ব্যবধানে জয়লাভ করেছিল।[৩৬] ইয়ামাল ২০০৪ সালে ১৮ বছর বয়সী জোহান ভনল্যান্থেনের গড়া রেকর্ড ভেঙে দিয়েছেন।[৩৭]

স্পেনের লামিনে ইয়ামাল তার গোলে উয়েফা ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের চূড়ান্ত প্রতিযোগিতায় সবচেয়ে কম বয়সী খেলোয়াড় হিসেবে গোল করার রেকর্ড গড়েছেন।[৩৮]

স্পেন ২–১ ফ্রান্স
ইয়ামাল গোল ২১'
ওলমো গোল ২৫'
প্রতিবেদন কলো মুয়ানি গোল ৯'
স্পেন[৪০]
ফ্রান্স[৪০]
গো ২৩ উনাই সিমোন
রা.ব্যা. ২২ হেসুস নাভাস হলুদ কার্ড ১৪' ৫৮তম মিনিটে মাঠ ত্যাগ করেছেন ৫৮'
সে.ব্যা. নাচো
সে.ব্যা. ১৪ এমেরিক লাপোর্ত
লে.ব্যা. ২৪ মার্ক কুকুরেয়া
সে.মি. ১৬ রোদ্রি
সে.মি. ফাবিয়ান রুইস
রা.উ. ১৯ লামিনে ইয়ামাল হলুদ কার্ড ৯০+১' ৯০+৪তম মিনিটে মাঠ ত্যাগ করেছেন ৯০+৪'
অ্যা.মি. ১০ দানি ওলমো ৭৬তম মিনিটে মাঠ ত্যাগ করেছেন ৭৬'
লে.উ. ১৭ নিকো উইলিয়ামস ৯০+৩তম মিনিটে মাঠ ত্যাগ করেছেন ৯০+৩'
সে.ফ. আলভারো মোরাতা (অধি:) ৭৬তম মিনিটে মাঠ ত্যাগ করেছেন ৭৬'
বদলি খেলোয়াড়:
দানিয়েল ভিভিয়ান ৫৮তম মিনিটে মাঠে প্রবেশ করেছেন ৫৮'
২১ মিকেল ওয়ারসাবাল ৭৬তম মিনিটে মাঠে প্রবেশ করেছেন ৭৬'
মিকেল মেরিনো ৭৬তম মিনিটে মাঠে প্রবেশ করেছেন ৭৬'
১৮ মার্তিন সুবিমেন্দি ৯০+৩তম মিনিটে মাঠে প্রবেশ করেছেন ৯০+৩'
১১ ফেরান তোরেস ৯০+৪তম মিনিটে মাঠে প্রবেশ করেছেন ৯০+৪'
প্রধান কোচ:
লুইস দে লা ফুয়েন্তে
গো ১৬ মাইক মেনিয়ঁ
রা.ব্যা. জুল কুন্দে
সে.ব্যা. দায়োত উপামেকানো
সে.ব্যা. ১৭ উইলিয়াম সালিবা
লে.ব্যা. ২২ তেও এরনঁদেজ
সে.মি. ১৩ এনগোলো কঁতে ৬২তম মিনিটে মাঠ ত্যাগ করেছেন ৬২'
সে.মি. ওরেলিয়াঁ চুয়ামেনি হলুদ কার্ড ৬০'
সে.মি. ১৪ আদ্রিয়েঁ রাবিও ৬২তম মিনিটে মাঠ ত্যাগ করেছেন ৬২'
রা.ফ. ১১ উসমান দেম্বেলে ৭৯তম মিনিটে মাঠ ত্যাগ করেছেন ৭৯'
সে.ফ. ১২ রঁদাল কলো মুয়ানি ৬২তম মিনিটে মাঠ ত্যাগ করেছেন ৬২'
লে.ফ. ১০ কিলিয়ান এমবাপে (অধি:)
বদলি খেলোয়াড়:
এদুয়ার্দো কামাভিঙ্গা হলুদ কার্ড ৮৯' ৬২তম মিনিটে মাঠে প্রবেশ করেছেন ৬২'
অঁতোয়ান গ্রিয়েজমান ৬২তম মিনিটে মাঠে প্রবেশ করেছেন ৬২'
২৫ ব্রাদলে বারকোলা ৬২তম মিনিটে মাঠে প্রবেশ করেছেন ৬২'
অলিভিয়ে জিরু ৭৯তম মিনিটে মাঠে প্রবেশ করেছেন ৭৯'
প্রধান কোচ:
দিদিয়ে দেশঁ

ম্যান অব দ্য ম্যাচ:
লামিনে ইয়ামাল (স্পেন)[]

সহকারী রেফারি:[৪০]
তোমাজ ক্লাঞ্চনিক (স্লোভেনিয়া)
আন্দ্রাজ কোভাচিচ (স্লোভেনিয়া)
চতুর্থ রেফারি:
ইভান ক্রুজলিয়াক (স্লোভাকিয়া)
সংরক্ষিত সহকারী রেফারি:
ব্রানিস্লাভ হানকো (স্লোভাকিয়া)
ভিডিও সহকারী রেফারি:
নেইৎস কায়তাজোভিচ (স্লোভেনিয়া)
সহকারী ভিডিও সহকারী রেফারি:
পাওলো ভালেরি (ইতালি)
মাসসিমিলিয়ানো ইররাতি (ইতালি)

নেদারল্যান্ডস বনাম ইংল্যান্ড

[সম্পাদনা]

১৯৯৬ সালের পর বিশ্বকাপ বা ইউরোপীয় চ্যাম্পিয়নশিপে উভয় পক্ষের মধ্যে এটিই প্রথম মুখোমুখি হয়েছিল, যা ইংল্যান্ড ৪–১ গোলের ব্যবধানে জিতেছিল।[৪১]

নেদারল্যান্ডস[৪৩]
ইংল্যান্ড[৪৩]
গো বার্ট ভেরব্রুখেন
রা.ব্যা. ২২ ডেনজেল ডুমফ্রিস হলুদ কার্ড ১৭' ৯০+৩তম মিনিটে মাঠ ত্যাগ করেছেন ৯০+৩'
সে.ব্যা. স্টেফান ডে ভ্রেই
সে.ব্যা. ফিরজিল ফন ডাইক (অধি:) হলুদ কার্ড ৮৭'
লে.ব্যা. নাথান আকে
সে.মি. ২৪ ইয়ার্ডি স্খাউটেন
সে.মি. সাভি সিমন্স হলুদ কার্ড ৯০+১' ৯০+৩তম মিনিটে মাঠ ত্যাগ করেছেন ৯০+৩'
সে.মি. ১৪ তেইজানি রেইন্ডার্স
রা.ফ. ১৮ ডোনিয়েল মালেন ৪৬তম মিনিটে মাঠ ত্যাগ করেছেন ৪৬'
সে.ফ. ১০ মেমফিস ডেপাই ৩৫তম মিনিটে মাঠ ত্যাগ করেছেন ৩৫'
লে.ফ. ১১ কোডি গাকপো
বদলি খেলোয়াড়:
১৬ জোই ভেরমান ৩৫তম মিনিটে মাঠে প্রবেশ করেছেন ৩৫'
ভাউট ভেঘোর্স্ট ৪৬তম মিনিটে মাঠে প্রবেশ করেছেন ৪৬'
১৯ ব্রায়ানা ব্রোবি ৯০+৩তম মিনিটে মাঠে প্রবেশ করেছেন ৯০+৩'
২১ ইয়োজুয়া জির্কজি ৯০+৩তম মিনিটে মাঠে প্রবেশ করেছেন ৯০+৩'
প্রধান কোচ:
রোনাল্ট কুমান
গো জর্ডান পিকফোর্ড
সে.ব্যা. কাইল ওয়াকার
সে.ব্যা. জন স্টোনস
সে.ব্যা. মার্ক গেয়ি
রা.মি. বুকায়ো সাকা হলুদ কার্ড ৮৬' ৯০+৩তম মিনিটে মাঠ ত্যাগ করেছেন ৯০+৩'
সে.মি. ২৬ কোবি মাইনু ৯০+৩তম মিনিটে মাঠ ত্যাগ করেছেন ৯০+৩'
সে.মি. ডেকলান রাইস
লে.মি. ১২ কিরান ট্রিপিয়ার হলুদ কার্ড ৯০+৪' ৪৬তম মিনিটে মাঠ ত্যাগ করেছেন ৪৬'
অ্যা.মি. ১১ ফিল ফোডেন ৮১তম মিনিটে মাঠ ত্যাগ করেছেন ৮১'
অ্যা.মি. ১০ জুড বেলিংহাম হলুদ কার্ড ৭২'
সে.ফ. হ্যারি কেন (অধি:) ৮১তম মিনিটে মাঠ ত্যাগ করেছেন ৮১'
বদলি খেলোয়াড়:
লুক শ ৪৬তম মিনিটে মাঠে প্রবেশ করেছেন ৪৬'
২৪ কোল পামার ৮১তম মিনিটে মাঠে প্রবেশ করেছেন ৮১'
১৯ অলি ওয়াটকিন্স ৮১তম মিনিটে মাঠে প্রবেশ করেছেন ৮১'
১৪ এজরি কোন্সা ৯০+৩তম মিনিটে মাঠে প্রবেশ করেছেন ৯০+৩'
১৬ কনর গ্যালাগার ৯০+৩তম মিনিটে মাঠে প্রবেশ করেছেন ৯০+৩'
প্রধান কোচ:
গ্যারেথ সাউথগেট

ম্যান অব দ্য ম্যাচ:
অলি ওয়াটকিন্স (ইংল্যান্ড)[]

সহকারী রেফারি:[৪৩]
স্টেফান লুপ (জার্মানি)
মার্কো আখমুলার (জার্মানি)
চতুর্থ রেফারি:
ডানিয়েল সিবার্ট (জার্মানি)
সংরক্ষিত সহকারী রেফারি:
রাফায়েল ফল্টিন (জার্মানি)
ভিডিও সহকারী রেফারি:
বাস্টিয়ান ডানকার্ট (জার্মানি)
সহকারী ভিডিও সহকারী রেফারি:
ক্রিস্টিয়ান ডিনগার্ট (জার্মানি)
মার্কো ফ্রিৎস (জার্মানি)

ফাইনাল

[সম্পাদনা]
স্পেন[৪৬]
ইংল্যান্ড[৪৬]
গো ২৩ উনাই সিমোন
রা.ব্যা. দানি কারভাহাল
সে.ব্যা. রবিন ল্য নরমঁদ ৮৩তম মিনিটে মাঠ ত্যাগ করেছেন ৮৩'
সে.ব্যা. ১৪ এমেরিক লাপোর্ত
লে.ব্যা. ২৪ মার্ক কুকুরেয়া
সে.মি. ১৬ রোদ্রি ৪৬তম মিনিটে মাঠ ত্যাগ করেছেন ৪৬'
সে.মি. ফাবিয়ান রুইস
রা.উ. ১৯ লামিনে ইয়ামাল ৮৯তম মিনিটে মাঠ ত্যাগ করেছেন ৮৯'
অ্যা.মি. ১০ দানি ওলমো হলুদ কার্ড ৩১'
লে.উ. ১৭ নিকো উইলিয়ামস
সে.ফ. আলভারো মোরাতা (অধি:) ৬৮তম মিনিটে মাঠ ত্যাগ করেছেন ৬৮'
বদলি খেলোয়াড়:
১৮ মার্তিন সুবিমেন্দি ৪৬তম মিনিটে মাঠে প্রবেশ করেছেন ৪৬'
২১ মিকেল ওয়ারসাবাল ৬৮তম মিনিটে মাঠে প্রবেশ করেছেন ৬৮'
নাচো ৮৩তম মিনিটে মাঠে প্রবেশ করেছেন ৮৩'
মিকেল মেরিনো ৮৯তম মিনিটে মাঠে প্রবেশ করেছেন ৮৯'
প্রধান কোচ:
লুইস দে লা ফুয়েন্তে
গো জর্ডান পিকফোর্ড
সে.ব্যা. কাইল ওয়াকার
সে.ব্যা. জন স্টোনস হলুদ কার্ড ৫৩'
সে.ব্যা. মার্ক গেয়ি
রা.মি. বুকায়ো সাকা
সে.মি. ২৬ কোবি মাইনু ৭০তম মিনিটে মাঠ ত্যাগ করেছেন ৭০'
সে.মি. ডেকলান রাইস
লে.মি. লুক শ
অ্যা.মি. ১১ ফিল ফোডেন ৮৯তম মিনিটে মাঠ ত্যাগ করেছেন ৮৯'
অ্যা.মি. ১০ জুড বেলিংহাম
সে.ফ. হ্যারি কেন (অধি:) হলুদ কার্ড ২৫' ৬১তম মিনিটে মাঠ ত্যাগ করেছেন ৬১'
বদলি খেলোয়াড়:
১৯ অলি ওয়াটকিন্স হলুদ কার্ড ৯০+১' ৬১তম মিনিটে মাঠে প্রবেশ করেছেন ৬১'
২৪ কোল পামার ৭০তম মিনিটে মাঠে প্রবেশ করেছেন ৭০'
১৭ আইভান টনি ৮৯তম মিনিটে মাঠে প্রবেশ করেছেন ৮৯'
প্রধান কোচ:
গ্যারেথ সাউথগেট

ম্যান অব দ্য ম্যাচ:
নিকো উইলিয়ামস (স্পেন)[৪৭]

সহকারী রেফারি:[৪৮]
সিরিল মুনিয়ের (ফ্রান্স)
মেহদি রহমুনি (ফ্রান্স)
চতুর্থ রেফারি:
শিমন মার্চিনিয়াক (পোল্যান্ড)
সংরক্ষিত সহকারী রেফারি:
তমাশ লিস্তকিয়েভিচ (পোল্যান্ড)
ভিডিও সহকারী রেফারি:
জেরোম ব্রিজার (ফ্রান্স)
সহকারী ভিডিও সহকারী রেফারি:
উইলি দ্যলাজো (ফ্রান্স)
মাসসিমিলিয়ানো ইররাতি (ইতালি)


তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "UEFA Euro 2024 match schedule" (পিডিএফ)UEFA.com। Union of European Football Associations। ২ ডিসেম্বর ২০২৩। সংগ্রহের তারিখ ২ ডিসেম্বর ২০২৩ 
  2. "Regulations of the UEFA European Football Championship, 2022–24" (পিডিএফ)। Union of European Football Associations। ১০ মে ২০২২। ১৬ মে ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৬ মে ২০২২ 
  3. "Temporary amendment to Law 3" (পিডিএফ)আন্তর্জাতিক ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ড। Zürich। ৮ মে ২০২০। ৩০ নভেম্বর ২০২০ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩১ মার্চ ২০২১ 
  4. "Full Time Report – Switzerland v Italy" (পিডিএফ)UEFA.com। Union of European Football Associations। ২৯ জুন ২০২৪। সংগ্রহের তারিখ ২৯ জুন ২০২৪ 
  5. "Tactical Line-ups – Switzerland v Italy" (পিডিএফ)UEFA.com। Union of European Football Associations। ২৯ জুন ২০২৪। সংগ্রহের তারিখ ২৯ জুন ২০২৪ 
  6. "Every Euro 2024 Player of the Match"UEFA.com। Union of European Football Associations। ১৪ জুন ২০২৪। সংগ্রহের তারিখ ৩০ জুন ২০২৪ 
  7. Pathak, Manasi (২৮ জুন ২০২৪)। "Euro 2024: Who is playing in the round of 16? Will Ronaldo, Mbappé play?"Al Jazeera। সংগ্রহের তারিখ ২৯ জুন ২০২৪ 
  8. "Germany national football team: record v Denmark"11v11.com। সংগ্রহের তারিখ ২৯ জুন ২০২৪ 
  9. Tobin, Sam (২৯ জুন ২০২৪)। "Germany v Denmark resumes after thunderstorm, hail"Reuters। সংগ্রহের তারিখ ২৯ জুন ২০২৪ 
  10. Ames, Nick (২৯ জুন ২০২৪)। "Germany v Denmark suspended at Euro 2024 due to lightning storm"The Guardian। সংগ্রহের তারিখ ২৯ জুন ২০২৪ 
  11. "Full Time Report – Germany v Denmark" (পিডিএফ)UEFA.com। Union of European Football Associations। ২৯ জুন ২০২৪। সংগ্রহের তারিখ ২৯ জুন ২০২৪ 
  12. "Tactical Line-ups – Germany v Denmark" (পিডিএফ)UEFA.com। Union of European Football Associations। ২৯ জুন ২০২৪। সংগ্রহের তারিখ ২৯ জুন ২০২৪ 
  13. "Full Time Report – England v Slovakia" (পিডিএফ)UEFA.com। Union of European Football Associations। ৩০ জুন ২০২৪। সংগ্রহের তারিখ ৩০ জুন ২০২৪ 
  14. "Tactical Line-ups – England v Slovakia" (পিডিএফ)UEFA.com। Union of European Football Associations। ৩০ জুন ২০২৪। সংগ্রহের তারিখ ৩০ জুন ২০২৪ 
  15. "Full Time Report – Spain v Georgia" (পিডিএফ)UEFA.com। Union of European Football Associations। ৩০ জুন ২০২৪। সংগ্রহের তারিখ ৩০ জুন ২০২৪ 
  16. "Tactical Line-ups – Spain v Georgia" (পিডিএফ)UEFA.com। Union of European Football Associations। ৩০ জুন ২০২৪। সংগ্রহের তারিখ ৩০ জুন ২০২৪ 
  17. "Full Time Report – France v Belgium" (পিডিএফ)UEFA.com। Union of European Football Associations। ১ জুলাই ২০২৪। সংগ্রহের তারিখ ১ জুলাই ২০২৪ 
  18. "Tactical Line-ups – France v Belgium" (পিডিএফ)UEFA.com। Union of European Football Associations। ১ জুলাই ২০২৪। সংগ্রহের তারিখ ১ জুলাই ২০২৪