উয়েফা ইউরো ২০২৪ নকআউট পর্ব

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

উয়েফা ইউরো ২০২৪ নকআউট পর্বের সকল ম্যাচ ২০২৪ সালের ২৯শে জুন হতে ১৪ই জুলাই তারিখ পর্যন্ত বার্লিনের অলিম্পিক স্টেডিয়াম, ডর্টমুন্ডের বিভিবি স্টাডিয়ন ডর্টমুন্ড, গেলসেনকির্খেনের আউফশালকে, কোলনের কোলন স্টেডিয়াম, ডুসেলডর্ফের ডুসেলডর্ফ এরিনা, ফ্রাঙ্কফুর্টের ফ্রাঙ্কফুর্ট এরিনা, মিউনিখের আলিয়ানৎস আরেনা, লাইপৎসিশের রেড বুল এরিনা, স্টুটগার্টের স্টুটগার্ট এরিনা এবং হামবুর্গের ফোক্সপার্কস্টাডিয়নে অনুষ্ঠিত হবে।[১] এই পর্বে প্রথমত ৮ গ্রুপের প্রথম ও দ্বিতীয় স্থান অধিকারী এবং চার শীর্ষ তৃতীয় স্থান অধিকারী ১৬ দলের পর্বে মুখোমুখি হবে। অতঃপর ১৬ দলের পর্বের বিজয়ী ৮টি দল কোয়ার্টার-ফাইনালে এবং কোয়ার্টার-ফাইনালের বিজয়ী ৪টি দল দুই সেমি-ফাইনালে মুখোমুখি হবে। সবশেষে সেমি-ফাইনালের বিজয়ী দল ফাইনালে মুখোমুখি হবে।[২]

নিম্নে তালিকাভুক্ত ম্যাচগুলোর সময় মধ্য ইউরোপীয় গ্রীষ্মকালীন সময় অনুযায়ী উল্লেখ করা হয়েছে (ইউটিসি+২)। যদি স্থানটি একটি ভিন্ন সময় অঞ্চলে অবস্থিত হয় তবে স্থানীয় সময়ও উল্লেখ করা হয়েছে।

বিন্যাস[সম্পাদনা]

নকআউট পর্বে, যদি একটি খেলার ফলাফল ৯০ মিনিট পরেও সমতায় থাকে, অতিরিক্ত সময়ের খেলা অনুষ্ঠিত হবে খেলা হয় (১৫ মিনিট করে দুই অর্ধে ৩০ মিনিট), যেখানে প্রতিটি দলের ষষ্ঠ খেলোয়াড় বদল করার অনুমতি দেওয়া হবে।[৩] যদি অতিরিক্ত সময়ের পরেও খেলার ফলাফল সমতায় থাকে, তবে খেলার ফলাফল পেনাল্টি শুট-আউটের মাধ্যমে নির্ধারণ করা হবে।[২]

উয়েফা ১৬ দলের পর্বের জন্য নিম্নলিখিত সময়সূচী নির্ধারণ করেছে:[২]

  • ম্যাচ ১: গ্রুপ বি-এ প্রথম স্থান অধিকারী বনাম গ্রুপ এ/ডি//এফ-এ তৃতীয় স্থান অধিকারী
  • ম্যাচ ২: গ্রুপ এ-এ প্রথম স্থান অধিকারী বনাম গ্রুপ সি-এ দ্বিতীয় স্থান অধিকারী
  • ম্যাচ ৩: গ্রুপ এফ-এ প্রথম স্থান অধিকারী বনাম গ্রুপ এ/বি/সি-এ তৃতীয় স্থান অধিকারী
  • ম্যাচ ৪: গ্রুপ ডি-এ দ্বিতীয় স্থান অধিকারী বনাম গ্রুপ ই-এ দ্বিতীয় স্থান অধিকারী
  • ম্যাচ ৫: গ্রুপ ই-এ প্রথম স্থান অধিকারী বনাম গ্রুপ এ/বি/সি/ডি-এ তৃতীয় স্থান অধিকারী
  • ম্যাচ ৬: গ্রুপ ডি-এ প্রথম স্থান অধিকারী বনাম গ্রুপ এফ-এ দ্বিতীয় স্থান অধিকারী
  • ম্যাচ ৭: গ্রুপ সি-এ প্রথম স্থান অধিকারী বনাম গ্রুপ ডি/ই/এফ-এ তৃতীয় স্থান অধিকারী
  • ম্যাচ ৮: গ্রুপ এ-এ দ্বিতীয় স্থান অধিকারী বনাম গ্রুপ বি-এ দ্বিতীয় স্থান অধিকারী

কোয়ার্টার-ফাইনাল ম্যাচের সময়সূচী হলো:[২]

  • কোয়ার্টার-ফাইনাল ১: ম্যাচ ১-এর বিজয়ী বনাম ম্যাচ ২-এর বিজয়ী
  • কোয়ার্টার-ফাইনাল ২: ম্যাচ ৩-এর বিজয়ী বনাম ম্যাচ ৪-এর বিজয়ী
  • কোয়ার্টার-ফাইনাল ৩: ম্যাচ ৫-এর বিজয়ী বনাম ম্যাচ ৬-এর বিজয়ী
  • কোয়ার্টার-ফাইনাল ৪: ম্যাচ ৭-এর বিজয়ী বনাম ম্যাচ ৮-এর বিজয়ী

সেমি-ফাইনাল ম্যাচের সময়সূচী হলো:[২]

  • সেমি-ফাইনাল ১: কোয়ার্টার-ফাইনাল ১-এর বিজয়ী বনাম কোয়ার্টার-ফাইনাল ২-এর বিজয়ী
  • সেমি-ফাইনাল ২: কোয়ার্টার-ফাইনাল ৩-এর বিজয়ী বনাম কোয়ার্টার-ফাইনাল ৪-এর বিজয়ী

ফাইনালের সময়সূচী হলো:[২]

  • সেমি-ফাইনাল ১-এর বিজয়ী বনাম সেমি-ফাইনাল ২-এর বিজয়ী

উয়েফা ইউরো ১৯৮৪-এর পর থেকে এই আসরের মতো তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ নেই।

১৬ দলের পর্বের ম্যাচের বিন্যাস[সম্পাদনা]

তৃতীয় স্থান অধিকারী দলগুলোর ম্যাচের সময়সূচী কোন চারটি তৃতীয় স্থান অধিকারী দল ১৬ দলের পর্বে উত্তীর্ণ হবে তার উপর নির্ভর করবে:[২]

গ্রুপ হতে উত্তীর্ণ
তৃতীয় স্থান অধিকারী
১বি
বনাম
১সি
বনাম
১ই
বনাম
১এফ
বনাম
বি সি ডি ৩এ ৩ডি ৩বি ৩সি
বি সি ৩এ ৩ই ৩বি ৩সি
বি সি এফ ৩এ ৩এফ ৩বি ৩সি
বি ডি ৩ডি ৩ই ৩এ ৩বি
বি ডি এফ ৩ডি ৩এফ ৩এ ৩বি
বি এফ ৩ই ৩এফ ৩বি ৩এ
সি ডি ৩ই ৩ডি ৩সি ৩এ
সি ডি এফ ৩এফ ৩ডি ৩সি ৩এ
সি এফ ৩ই ৩এফ ৩সি ৩এ
ডি এফ ৩ই ৩এফ ৩ডি ৩এ
বি সি ডি ৩ই ৩ডি ৩বি ৩সি
বি সি ডি এফ ৩এফ ৩ডি ৩সি ৩বি
বি সি এফ ৩এফ ৩ই ৩সি ৩বি
বি ডি এফ ৩এফ ৩ই ৩ডি ৩বি
সি ডি এফ ৩এফ ৩ই ৩ডি ৩সি

উত্তীর্ণ দল[সম্পাদনা]

৬টি গ্রুপের প্রতিটি গ্রুপ থেকে শীর্ষ দুই স্থান অধিকারী দল সেরা চারটি তৃতীয় স্থান অধিকারী দল ১৬ দলের পর্বের উত্তীর্ণ হবে।[২]

গ্রুপ প্রথম স্থান অধিকারী দ্বিতীয় স্থান অধিকারী তৃতীয় স্থান অধিকারী
(সেরা চার উত্তীর্ণ)
বি
সি
ডি
এফ

বন্ধনী[সম্পাদনা]

 
১৬ দলের পর্বকোয়ার্টার-ফাইনালসেমি-ফাইনালফাইনাল
 
              
 
৩০ জুন – কোলন
 
 
গ্রুপ বি-এ প্রথম স্থান অধিকারী
 
৫ জুলাই – স্টুটগার্ট
 
গ্রুপ এ/ডি/ই/এফ-এ তৃতীয় স্থান অধিকারী
 
ম্যাচ ৩৯-এর বিজয়ী
 
২৯ জুন – ডর্টমুন্ড
 
ম্যাচ ৩৭-এর বিজয়ী
 
গ্রুপ এ-এ প্রথম স্থান অধিকারী
 
৯ জুলাই – মিউনিখ
 
গ্রুপ সি-এ দ্বিতীয় স্থান অধিকারী
 
ম্যাচ ৪৬-এর বিজয়ী
 
১ জুলাই – ফ্রাঙ্কফুর্ট
 
ম্যাচ ৪৫-এর বিজয়ী
 
গ্রুপ এফ-এ প্রথম স্থান অধিকারী
 
৫ জুলাই – হামবুর্গ
 
গ্রুপ এ/বি/সি-এ তৃতীয় স্থান অধিকারী
 
ম্যাচ ৪১-এর বিজয়ী
 
১ জুলাই – ডুসেলডর্ফ
 
ম্যাচ ৪২-এর বিজয়ী
 
গ্রুপ ডি-এ দ্বিতীয় স্থান অধিকারী
 
১৪ জুলাই – বার্লিন
 
গ্রুপ ই-এ দ্বিতীয় স্থান অধিকারী
 
ম্যাচ ৪৯-এর বিজয়ী
 
২ জুলাই – মিউনিখ
 
ম্যাচ ৫০-এর বিজয়ী
 
গ্রুপ ই-এ প্রথম স্থান অধিকারী
 
৬ জুলাই – বার্লিন
 
গ্রুপ এ/বি/সি/ডি-এ তৃতীয় স্থান অধিকারী
 
ম্যাচ ৪৩-এর বিজয়ী
 
২ জুলাই – লাইপৎসিশ
 
ম্যাচ ৪৪-এর বিজয়ী
 
গ্রুপ ডি-এ প্রথম স্থান অধিকারী
 
১০ জুলাই – ডর্টমুন্ড
 
গ্রুপ এফ-এ দ্বিতীয় স্থান অধিকারী
 
ম্যাচ ৪৮-এর বিজয়ী
 
৩০ জুন – গেলসেনকির্খেন
 
ম্যাচ ৪৭-এর বিজয়ী
 
গ্রুপ সি-এ প্রথম স্থান অধিকারী
 
৬ জুলাই – ডুসেলডর্ফ
 
গ্রুপ ডি/ই/এফ-এ তৃতীয় স্থান অধিকারী
 
ম্যাচ ৪০-এর বিজয়ী
 
২৯ জুন – বার্লিন
 
ম্যাচ ৩৮-এর বিজয়ী
 
গ্রুপ এ-এ দ্বিতীয় স্থান অধিকারী
 
 
গ্রুপ বি-এ দ্বিতীয় স্থান অধিকারী
 

১৬ দলের পর্ব[সম্পাদনা]

গ্রুপ এ-এ দ্বিতীয় স্থান অধিকারী বনাম গ্রুপ বি-এ দ্বিতীয় স্থান অধিকারী[সম্পাদনা]

গ্রুপ এ-এ দ্বিতীয় স্থান অধিকারীম্যাচ ৩৮গ্রুপ বি-এ দ্বিতীয় স্থান অধিকারী
প্রতিবেদন

গ্রুপ এ-এ প্রথম স্থান অধিকারী বনাম গ্রুপ সি-এ দ্বিতীয় স্থান অধিকারী[সম্পাদনা]

গ্রুপ এ-এ প্রথম স্থান অধিকারীম্যাচ ৩৭গ্রুপ সি-এ দ্বিতীয় স্থান অধিকারী
প্রতিবেদন

গ্রুপ সি-এ প্রথম স্থান অধিকারী বনাম গ্রুপ ডি/ই/এফ-এ তৃতীয় স্থান অধিকারী[সম্পাদনা]

গ্রুপ সি-এ প্রথম স্থান অধিকারীম্যাচ ৪০গ্রুপ ডি/ই/এফ-এ তৃতীয় স্থান অধিকারী
প্রতিবেদন

গ্রুপ বি-এ প্রথম স্থান অধিকারী বনাম গ্রুপ এ/ডি/ই/এফ-এ তৃতীয় স্থান অধিকারী[সম্পাদনা]

গ্রুপ বি-এ প্রথম স্থান অধিকারীম্যাচ ৩৯গ্রুপ এ/ডি/ই/এফ-এ তৃতীয় স্থান অধিকারী
প্রতিবেদন

গ্রুপ ডি-এ দ্বিতীয় স্থান অধিকারী বনাম গ্রুপ ই-এ দ্বিতীয় স্থান অধিকারী[সম্পাদনা]

গ্রুপ ডি-এ দ্বিতীয় স্থান অধিকারীম্যাচ ৪২গ্রুপ ই-এ দ্বিতীয় স্থান অধিকারী
প্রতিবেদন

গ্রুপ এফ-এ প্রথম স্থান অধিকারী বনাম গ্রুপ এ/বি/সি-এ তৃতীয় স্থান অধিকারী[সম্পাদনা]

গ্রুপ এফ-এ প্রথম স্থান অধিকারীম্যাচ ৪১গ্রুপ এ/বি/সি-এ তৃতীয় স্থান অধিকারী
প্রতিবেদন

গ্রুপ ই-এ প্রথম স্থান অধিকারী বনাম গ্রুপ এ/বি/সি/ডি-এ তৃতীয় স্থান অধিকারী[সম্পাদনা]

গ্রুপ ই-এ প্রথম স্থান অধিকারীম্যাচ ৪৩গ্রুপ এ/বি/সি/ডি-এ তৃতীয় স্থান অধিকারী
প্রতিবেদন

গ্রুপ ডি-এ প্রথম স্থান অধিকারী বনাম গ্রুপ এফ-এ দ্বিতীয় স্থান অধিকারী[সম্পাদনা]

গ্রুপ ডি-এ প্রথম স্থান অধিকারীম্যাচ ৪৪গ্রুপ এফ-এ দ্বিতীয় স্থান অধিকারী
প্রতিবেদন

কোয়ার্টার-ফাইনাল[সম্পাদনা]

ম্যাচ ৩৯-এর বিজয়ী বনাম ম্যাচ ৩৭-এর বিজয়ী[সম্পাদনা]

ম্যাচ ৩৯-এর বিজয়ীম্যাচ ৪৫ম্যাচ ৩৭-এর বিজয়ী
প্রতিবেদন

ম্যাচ ৪১-এর বিজয়ী বনাম ম্যাচ ৪২-এর বিজয়ী[সম্পাদনা]

ম্যাচ ৪১-এর বিজয়ীম্যাচ ৪৬ম্যাচ ৪২-এর বিজয়ী
প্রতিবেদন

ম্যাচ ৪০-এর বিজয়ী বনাম ম্যাচ ৩৮-এর বিজয়ী[সম্পাদনা]

ম্যাচ ৪০-এর বিজয়ীম্যাচ ৪৮ম্যাচ ৩৮-এর বিজয়ী
প্রতিবেদন

ম্যাচ ৪৩-এর বিজয়ী বনাম ম্যাচ ৪৪-এর বিজয়ী[সম্পাদনা]

ম্যাচ ৪৩-এর বিজয়ীম্যাচ ৪৭ম্যাচ ৪৪-এর বিজয়ী
প্রতিবেদন

সেমি-ফাইনাল[সম্পাদনা]

ম্যাচ ৪৬-এর বিজয়ী বনাম ম্যাচ ৪৫-এর বিজয়ী[সম্পাদনা]

ম্যাচ ৪৬-এর বিজয়ীম্যাচ ৪৯ম্যাচ ৪৫-এর বিজয়ী
প্রতিবেদন

ম্যাচ ৪৮-এর বিজয়ী বনাম ম্যাচ ৪৭-এর বিজয়ী[সম্পাদনা]

ম্যাচ ৪৮-এর বিজয়ীম্যাচ ৫০ম্যাচ ৪৭-এর বিজয়ী
প্রতিবেদন

ফাইনাল[সম্পাদনা]

ম্যাচ ৪৯-এর বিজয়ীম্যাচ ৫১ম্যাচ ৫০-এর বিজয়ী
প্রতিবেদন

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "UEFA Euro 2024 match schedule" (পিডিএফ)UEFA.com। Union of European Football Associations। ২ ডিসেম্বর ২০২৩। সংগ্রহের তারিখ ২ ডিসেম্বর ২০২৩ 
  2. "Regulations of the UEFA European Football Championship, 2022–24" (পিডিএফ)। Union of European Football Associations। ১০ মে ২০২২। ১৬ মে ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৬ মে ২০২২ 
  3. "Temporary amendment to Law 3" (পিডিএফ)International Football Association Board। Zürich। ৮ মে ২০২০। ৩০ নভেম্বর ২০২০ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩১ মার্চ ২০২১ 

বহিঃসংযোগ[সম্পাদনা]