বেন স্টোকস
ব্যক্তিগত তথ্য | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
পূর্ণ নাম | বেঞ্জামিন অ্যান্ড্রু স্টোকস | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
জন্ম | ক্রাইস্টচার্চ, ক্যানটারবেরী অঞ্চল, নিউজিল্যান্ড | ৪ জুন ১৯৯১|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
উচ্চতা | ৬ ফুট ২.৫ ইঞ্চি (১.৮৯ মিটার) | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ব্যাটিংয়ের ধরন | বা-হাতি | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
বোলিংয়ের ধরন | ডান-হাতি মিডিয়াম ফাস্ট | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ভূমিকা | অল-রাউন্ডার | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
আন্তর্জাতিক তথ্য | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
জাতীয় দল | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
টেস্ট অভিষেক (ক্যাপ ৬৫৮) | ৫ ডিসেম্বর ২০১৩ বনাম অস্ট্রেলিয়া | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
শেষ টেস্ট | ৩ জানুয়ারী ২০১৪ বনাম অস্ট্রেলিয়া | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ওডিআই অভিষেক (ক্যাপ ২২১) | ২৫ আগস্ট ২০১১ বনাম আয়ারল্যান্ড | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
শেষ ওডিআই | ৫ মার্চ ২০১৪ বনাম ওয়েস্ট ইন্ডিজ | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ঘরোয়া দলের তথ্য | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
বছর | দল | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
২০০৯–বর্তমান | ডারহাম (জার্সি নং 38) | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
খেলোয়াড়ী জীবনের পরিসংখ্যান | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
উৎস: ইএসপিএন ক্রিকইনফো, ২৫ আগস্ট ২০১৯ |
বেঞ্জামিন অ্যান্ড্রু স্টোকস (জন্ম: ৪ জুন ১৯৯১), নামে পরিচিত বেন স্টোকস, হলেন একজন ইংরেজ আন্তর্জাতিক ক্রিকেটার এবং ইংল্যান্ড টেস্ট দলের সাবেক সহ-অধিনায়ক। নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে জন্মগ্রহণকারী স্টোকস ১২ বছর বয়সে উত্তর ইংল্যান্ডে চলে আসেন[১] এবং সেখানে ক্রিকেট খেলা শিখেন ও স্থানীয় পর্যায়ে বিভিন্ন ক্লাবের হয়ে খেলতেন। তিনি একজন অল-রাউন্ডার হিসেবে ডান-হাতি ফাস্ট-মিডিয়াম পেস বল করে থাকেন এবং বা-হাতি ব্যাটসম্যান হিসেবে ব্যাট করে থাকেন।
প্রাথমিক জীবন
[সম্পাদনা]স্টোকস রাগবি লিগের খেলোয়াড় ও কোচ জেরার্ড স্টোকসের পুত্র সন্তান। মাত্র ১২ বছর বয়সের সময়ে ইংল্যান্ডে স্থানান্তরিত হন।[১] পরবর্তীতে তার পিতা ওয়ার্কিংটন শহরের রাগবি লিগ ক্লাবের প্রধান কোচ নিযুক্ত হন। স্টোকস ককেরমাউথ ক্রিকেট ক্লাব মাঠে তার জুনিয়র ক্রিকেট খেলা শুরু করেন।
ঘরোয়া ক্রিকেট
[সম্পাদনা]স্টোকস ওভালে ২০০৯ সালে ডারহামের হয়ে ওয়ানডে ক্রিকেটে অভিষেক হয় এবং পেশাদার ক্রিকেটে তার তৃতীয় বলে অতিশয় অভিজ্ঞ ব্যাটসম্যান মার্ক রামপ্রকাশ এর উইকেট লাভ করেন। তিনি ২০০৯ সালে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের বিরুদ্ধে দুটি যুব টেস্ট ম্যাচ খেলেন। উক্ত ম্যাচে তিনি একটি অর্ধ শতক রান করেন এবং কয়েক উইকেটও লাভ করেন। তারপর তিনি ২০১০ সালের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ খেলতে গিয়েছিলেন। যেখানে তিনি ভারতের অনূর্ধ্ব-১৯ দলের বিরুদ্ধে একটি শতরান করেন।
আন্তর্জাতিক কর্মজীবন
[সম্পাদনা]২০১১ সালের আগস্টে আয়ারল্যান্ডের বিপক্ষে একদিনের আন্তর্জাতিক ম্যাচে ইংল্যান্ড জাতীয় দলের হয়ে স্টোকসের আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ঘটে।[২] এই ম্যাচে তিনি তিন রান করে পল স্টার্লিঙের বলে তারই হাতে ক্যাচ তুলে আউট হন এবং বোলিং করেননি, তবে তিনি একটি ক্যাচ লুফে নেন।
২০১৬ টি২০ বিশ্বকাপ
[সম্পাদনা]২০১৬ সালের ১৬ মার্চ টি২০ বিশ্বকাপের প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিনি খরচে বোলিং করেন, তার বোলিং সমীকরণ ছিল ০-৪২। দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও উইকেট শূন্য থাকার পর তিনি এই আসরে তার প্রথম উইকেট নেন আফগানিস্তানের বিপক্ষে। ৩০ মার্চ সেমি-ফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে তিনি তার আসরের সেরা বোলিং করেন এবং ২৬ রান দিয়ে ৩ উইকেট তুলে নেন। ৩ এপ্রিল ২০১৬ তারিখে ফাইনালে স্টোকস ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ ওভারে বোলিং করেন, কিন্তু ওয়েস্ট ইন্ডিজের লোয়ার-অর্ডার অল-রাউন্ডার কার্লোস ব্রাদওয়েট তার পরপর চার বলে চারটি ছয় মারেন এবং তার বোলিং সমীকরণ দাঁড়ায় ০-৪১। শেষ ওভারে ওয়েস্ট ইন্ডিজের ১৯ রান প্রয়োজন ছিল, এবং তার বলে ব্রাদওয়েটের বিধ্বংসী ব্যাটিঙে ইংল্যান্ড পরাজিত হয় এবং রানার-আপ হিসেবে আসরটি শেষ করে।[৩]
২০১৯ ক্রিকেট বিশ্বকাপ
[সম্পাদনা]২০১৯ সালের এপ্রিলে ২০১৯ ক্রিকেট বিশ্বকাপের জন্য ঘোষিত ইংল্যান্ড দলে স্টোকস জায়গা পান।[৪][৫] আসরের প্রথম ম্যাচে তিনি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৭৯ বলে ৮৯ রান করেন, দুটি উইকেট তুলে নেন, ডোয়েন প্রিটোরিয়াসকে রান আউট করেন এবং দুটি ক্যাচ নিয়ে ম্যাচ সেরা ঘোষিত হন।[৬] অ্যান্ডিল ফেহলাকওয়াইওকে আউট করা ক্যাচটিকে "সর্বকালের সেরা ক্যাচ" হিসেবে আখ্যায়িত করা হয়।[৭][৮] ১৪ জুলাই ফাইনাল ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে তিনি ৯৮ বলে ৮৪ রান করে ম্যাচটি টাই করতে অবদান রাখেন এবং সুপার ওভারে ৩ বলে আট রান করেন। তার অনবদ্য ইনিংসে ইংল্যান্ড প্রথমবারের মত বিশ্বকাপের শিরোপা জিতে এবং তিনি ফাইনালে ম্যাচ সেরা নির্বাচিত হন।[৯][১০]
২০১৯ অ্যাশেজ
[সম্পাদনা]২০১৯ সালের অ্যাশেজ সিরিজে হেডিংলিতে অনুষ্ঠিত তৃতীয় টেস্টের প্রথম ইনিংসে মাত্র ৬৭ রানে অল আউট হয়ে যাওয়ার পর প্রায় নিশ্চিত পরাজয়ের মুখোমুখি হয়।[১১][১২] স্টোকস দ্বিতীয় ইনিংসে ১১ চার আর ৮ ছয় মেরে অপরাজিত ১৩৫ রানের ইনিংস খেলে ইংল্যান্ড দলকে ৩৫৯ রানের টার্গেট জিততে সহায়তা করেন।[১৩] তার এই ইনিংসকে "সর্বকালের সেরা ইনিংস" ও "কোন ইংরেজের খেলা সেরা" ইনিংস বলে অভিহিত করা হয়।[১৪]
বিতর্ক
[সম্পাদনা]২০১৭ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ চলাকালে ব্রিস্টলে মাতাল অবস্থায় মারামারিতে জড়ান স্টোকস। পরে পুলিশ সিসিটিভিতে দেখতে পায় তিনি এক ব্যক্তিকে এক মিনিটে কমপক্ষে ১৫টি ঘুষি মেরেছেন, এটা তার খেলোয়াড়ী জীবনকে বিষিয়ে তোলে এবং ব্যাপক সমালোচনার সম্মুখীন হন। [১৫] যদিও তিনি এই বিষয়টি অস্বীকার করে বলেন, ”এক সমকামী দম্পতিকে বাঁচাতে তিনি এমনটা করেছেন। [১৬]
রেকর্ড ও অর্জনসমূহ
[সম্পাদনা]টেস্ট ক্রিকেট শতকসমূহ
[সম্পাদনা]সংখ্যা | ম্যাচ | রান | বল | প্রতিপক্ষ | অবস্থান | মাঠ | তারিখ | ফলাফল |
---|---|---|---|---|---|---|---|---|
১ | ২ | ১২০ | ১৯৫ | অস্ট্রেলিয়া | ৬ | ডব্লিউএসিএ গ্রাউন্ড, পার্থ | ১৩ ডিসেম্বর ২০১৩ | হার[১৭] |
টেস্ট ক্রিকেট ৫ উইকেট লাভ
[সম্পাদনা]সংখ্যা | ম্যাচ | পরিসংখ্যান | প্রতিপক্ষ | মাঠ | তারিখ | ফলাফল |
---|---|---|---|---|---|---|
১ | ৪ | ৬/৯৯ | অস্ট্রেলিয়া | সিডনি ক্রিকেট গ্রাউন্ড, সিডনি | ৩ জানুয়ারি ২০১৪ | হার[১৮] |
একদিনের আন্তর্জাতিক ৫ উইকেট লাভ
[সম্পাদনা]সংখ্যা | ম্যাচ | পরিসংখ্যান | প্রতিপক্ষ | মাঠ | তারিখ | ফলাফল |
---|---|---|---|---|---|---|
১ | ১০ | ৫/৬১ | অস্ট্রেলিয়া | রোজ বো, সাউদাম্পটন | ১৬ সেপ্টেম্বর ২০১৩ | হার[১৯] |
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ ক খ হল্ট, নিক (১৫ মে ২০০৯)। "Durham's Ben Stokes wins generation game at the Oval"। দ্য ডেইলি টেলিগ্রাফ। সংগ্রহের তারিখ ৫ জুলাই ২০১৪।
- ↑ "যে কারণে বেন স্টোকসের এত দাম"। বাংলাদেশ প্রতিদিন। ২৯ জানুয়ারি ২০১৮। সংগ্রহের তারিখ ১৪ জুলাই ২০১৯।
- ↑ "চার বলে চার ছক্কা, কাপ উইন্ডিজের"। দৈনিক প্রথম আলো। ৩ এপ্রিল ২০১৬। সংগ্রহের তারিখ ১৪ জুলাই ২০১৯।
- ↑ "বিশ্বকাপে ইংল্যান্ডের ১৫ সদস্যের দল ঘোষণা"। দৈনিক যুগান্তর। ১৭ এপ্রিল ২০১৯। সংগ্রহের তারিখ ১৪ জুলাই ২০১৯।
- ↑ "ইংল্যান্ডের বিশ্বকাপ দল ঘোষণা"। দৈনিক জনকন্ঠ। ১৮ এপ্রিল ২০১৯। ১৪ জুলাই ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৪ জুলাই ২০১৯।
- ↑ "ম্যান অব দ্য ম্যাচ : বেন স্টোকস"। দৈনিক প্রথম আলো। ৩১ মে ২০১৯। সংগ্রহের তারিখ ১৪ জুলাই ২০১৯।
- ↑ "'সর্বকালের অন্যতম সেরা ক্যাচ' ধরলেন স্টোকস?"। দৈনিক প্রথম আলো। ৩১ মে ২০১৯। সংগ্রহের তারিখ ১৪ জুলাই ২০১৯।
- ↑ "ইতিহাসের অন্যতম সেরা ক্যাচ! (ভিডিও)"। দৈনিক যুগান্তর। ৩১ মে ২০১৯। সংগ্রহের তারিখ ১৪ জুলাই ২০১৯।
- ↑ "ইংল্যান্ডকে প্রথম বিশ্বকাপ এনে দিয়ে ম্যাচ সেরা স্টোকস"। বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ইংরেজি ভাষায়)। ১৪ জুলাই ২০১৯। সংগ্রহের তারিখ ১৪ জুলাই ২০১৯।
- ↑ "বিশ্বকাপ ফাইনালে প্লেয়ার অব দ্য ম্যাচ বেন স্টোকস"। দৈনিক যুগান্তর। ১৪ জুলাই ২০১৯। সংগ্রহের তারিখ ১৪ জুলাই ২০১৯।
- ↑ "খুনে বোলিংয়ে ৬৭ রানে অল-আউট ইংল্যান্ড!"। দৈনিক কালের কণ্ঠ। ২৩ আগস্ট ২০১৯। সংগ্রহের তারিখ ২৭ আগস্ট ২০১৯।
- ↑ "৬৭ রানে অল আউট ইংল্যান্ড"। দৈনিক ইনকিলাব (ইংরেজি ভাষায়)। ২৪ আগস্ট ২০১৯। সংগ্রহের তারিখ ২৭ আগস্ট ২০১৯।
- ↑ হোসেন, বাজিত (২৫ আগস্ট ২০১৯)। "স্টোকসের দুর্দান্ত সেঞ্চুরিতে অবিশ্বাস্য জয় ইংল্যান্ডের"। বাংলাদেশ প্রতিদিন (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৭ আগস্ট ২০১৯।
- ↑ "স্টোকসের 'বিধ্বংসী' ইনিংসে 'টুপি খোলা অভিবাদন'"। ২৬ আগস্ট ২০১৯। সংগ্রহের তারিখ ২৭ আগস্ট ২০১৯।
- ↑ "আজীবন নিষিদ্ধ হচ্ছেন বেন স্টোকস?"। প্রিয়.কম। ২০১৭-১০-০১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৭-১০-০২।
- ↑ "সমকামী দম্পতিকে বাঁচাতে মারামারি করেছেন বেন স্টোকস!"। প্রিয়.কম। ২০১৭-০৯-২৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৭-১০-০২।
- ↑ "3rd Test: Australia v Endland at the WACA, Dec 13–17, 2013"। ESPNcricinfo। সংগ্রহের তারিখ ১৭ ডিসেম্বর ২০১৩।
- ↑ "5th Test: Australia v Endland at the SCG, Jan 3–5, 2014"। ESPNcricinfo। সংগ্রহের তারিখ ৫ জানুয়ারি ২০১৪।
- ↑ "5th ODI: England v Australia at Southampton, September 16, 2013"। ESPNcricinfo। সংগ্রহের তারিখ ৫ জানুয়ারি ২০১৪।
বহিঃসংযোগ
[সম্পাদনা]- ইএসপিএনক্রিকইনফোতে বেন স্টোকস (ইংরেজি)
- ক্রিকেটআর্কাইভে বেন স্টোকস (সদস্যতা প্রয়োজনীয়) (ইংরেজি)
- ক্রিকেট অনলাইনে বেন স্টোকস (ইংরেজি)
- ডারহামসিসিসিতে বেন স্টোকস ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ৪ এপ্রিল ২০১৪ তারিখে (ইংরেজি)
- ইংরেজ ক্রিকেটার
- ইংল্যান্ডের টেস্ট ক্রিকেটার
- ইংল্যান্ডের একদিনের আন্তর্জাতিক ক্রিকেটার
- ইংল্যান্ডের টুয়েন্টি২০ আন্তর্জাতিক ক্রিকেটার
- ডারহামের ক্রিকেটার
- ক্রাইস্টচার্চ থেকে আগত ক্রিকেটার
- ১৯৯১-এ জন্ম
- জীবিত ব্যক্তি
- উইজডেন বর্ষসেরা ক্রিকেটার
- ২০১৯ ক্রিকেট বিশ্বকাপের ক্রিকেটার
- উইজডেন বিশ্বের শীর্ষস্থানীয় ক্রিকেটার
- রাইজিং পুণে সুপারজায়ান্টের ক্রিকেটার
- রাজস্থান রয়্যালসের ক্রিকেটার
- এনবিসি ডেনিস কম্পটন পুরস্কার বিজয়ী
- ইংরেজ বংশোদ্ভূত নিউজিল্যান্ডীয় ব্যক্তি
- আইসিসি বর্ষসেরা ক্রিকেটার
- মেলবোর্ন রেনেগেডসের ক্রিকেটার
- ক্যান্টারবারির ক্রিকেটার
- নিউজিল্যান্ডীয় ক্রিকেটার
- বিবিসি বর্ষসেরা ক্রীড়া ব্যক্তিত্ব বিজয়ী
- অফিসার্স অব দি অর্ডার অব দ্য ব্রিটিশ এম্পায়ার
- ইংল্যান্ডের টেস্ট ক্রিকেট অধিনায়ক
- ২০২৩ ক্রিকেট বিশ্বকাপের ক্রিকেটার