গ্রিভিল স্টিভেন্স
ব্যক্তিগত তথ্য | ||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
জন্ম | লন্ডন | ৭ জানুয়ারি ১৯০১|||||||||||||||||||||||||||||||||||||||
মৃত্যু | ১৯ সেপ্টেম্বর ১৯৭০ লন্ডন | (বয়স ৬৯)|||||||||||||||||||||||||||||||||||||||
ব্যাটিংয়ের ধরন | ডানহাতি | |||||||||||||||||||||||||||||||||||||||
বোলিংয়ের ধরন | লেগ ব্রেক | |||||||||||||||||||||||||||||||||||||||
ভূমিকা | অল-রাউন্ডার, অধিনায়ক | |||||||||||||||||||||||||||||||||||||||
আন্তর্জাতিক তথ্য | ||||||||||||||||||||||||||||||||||||||||
জাতীয় দল |
| |||||||||||||||||||||||||||||||||||||||
টেস্ট অভিষেক (ক্যাপ ২১০) | ২৩ ডিসেম্বর ১৯২২ বনাম দক্ষিণ আফ্রিকা | |||||||||||||||||||||||||||||||||||||||
শেষ টেস্ট | ৬ ফেব্রুয়ারি ১৯৩০ বনাম ওয়েস্ট ইন্ডিজ | |||||||||||||||||||||||||||||||||||||||
খেলোয়াড়ী জীবনের পরিসংখ্যান | ||||||||||||||||||||||||||||||||||||||||
| ||||||||||||||||||||||||||||||||||||||||
উৎস: ইএসপিএনক্রিকইনফো.কম, ৩ জানুয়ারি ২০১৮ |
গ্রিভিল টমাস স্কট স্টিভেন্স (ইংরেজি: Greville Stevens; জন্ম: ৭ জানুয়ারি, ১৯০১ - মৃত্যু: ১৯ সেপ্টেম্বর, ১৯৭০) লন্ডনে জন্মগ্রহণকারী বিখ্যাত ইংরেজ শৌখিন আন্তর্জাতিক ক্রিকেট তারকা ছিলেন। ইংল্যান্ড ক্রিকেট দলের অন্যতম সদস্য ছিলেন তিনি।
প্রথম-শ্রেণীর ইংরেজ কাউন্টি ক্রিকেটে মিডলসেক্স ও অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিত্ব করেছেন তিনি। দলে তিনি অল-রাউন্ডারের দায়িত্ব পালন করতেন। ডানহাতে ব্যাটিংয়ের পাশাপাশি লেগ-ব্রেক বোলিংয়ে দক্ষতা প্রদর্শন করেছেন গ্রিভিল স্টিভেন্স।
প্রারম্ভিক জীবন
[সম্পাদনা]১৯১৯ সালে আন্তঃভবনের খেলায় অপরাজিত ৪৬৬ রান সংগ্রহসহ ১৪ উইকেট একদিনেই লাভ করেছিলেন।[১] প্রথম-শ্রেণীর ক্রিকেটে মিডলসেক্সের পক্ষে অভিষিক্ত হবার অল্প কিছুদিন পর লর্ডসে হ্যাম্পশায়ারের বিপক্ষে ১০ উইকেট লাভ করেন।[২] ফলশ্রুতিতে একই মাঠে জেন্টলম্যানের পক্ষে খেলার জন্য মনোনীত হন।
দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে রয়্যাল নেভাল ভলান্টিয়ার রিজার্ভের কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন।[৩]
খেলোয়াড়ী জীবন
[সম্পাদনা]১৯২২-২৩ মৌসুমে দলের সাথে দক্ষিণ আফ্রিকা গমন করেন। ২৩ ডিসেম্বর, ১৯২২ তারিখে টেস্ট অভিষেক ঘটে তার। সিরিজের প্রথম টেস্টে ইংল্যান্ড দল পরাজয়বরণ করে। উইজডেনের মতে, বোলিংয়ের দূর্বলতাই এ পরাজয়ের কারণ ছিল। ফলে, দ্বিতীয় টেস্টে জর্জ ম্যাকাউলি গ্রিভিল স্টিভেন্সের স্থলাভিষিক্ত হন ও ইংল্যান্ডের পক্ষে টেস্ট ক্রিকেটে অভিষেক ঘটে।[৪][৫][৬]
ইংরেজ ক্রিকেট দলকে এক টেস্টে নেতৃত্ব দেন। ১৯২৭-২৮ মৌসুমে স্বাগতিক দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নিয়মিত অধিনায়ক রনি স্ট্যানিফোর্থের পরিবর্তে দলকে পরিচালনা করেন। ঐ টেস্টে তার দল পরাজিত হয়েছিল।
১৯১৮ সালে ইউনিভার্সিটি কলেজ স্কুলে অধ্যয়নকালীন উইজডেন কর্তৃক বর্ষসেরা পাঁচ বালক ক্রিকেটারের একজনরূপে ঘোষিত হন। ১৯ সেপ্টেম্বর, ১৯৭০ তারিখে ৬৯ বছর বয়সে লন্ডনে গ্রিভিল স্টিভেন্সের দেহাবসান ঘটে।
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ Wisden 2014, p. 1388.
- ↑ Middlesex v Hampshire 1919
- ↑ Lt GTS Stevens, RNVR, 1942
- ↑ "South Africa v England 1922–23"। Wisden Cricketers' Almanack। London: John Wisden & Co। ১৯২৪। সংগ্রহের তারিখ ১২ অক্টোবর ২০১০।
- ↑ "South Africa v England in 1922/23 (first Test)"। CricketArchive। সংগ্রহের তারিখ ১২ অক্টোবর ২০১০।
- ↑ "South Africa v England in 1922/23 (second Test)"। CricketArchive। সংগ্রহের তারিখ ১২ অক্টোবর ২০১০।
আরও দেখুন
[সম্পাদনা]- পার্সি ফেন্ডার
- উইজডেন বর্ষসেরা ক্রিকেটার
- ইংরেজ টেস্ট ক্রিকেটারদের তালিকা
- ইংল্যান্ড ক্রিকেট দলের অধিনায়কদের তালিকা
- টেস্ট ক্রিকেট অভিষেকে ৫ উইকেট লাভকারী দক্ষিণ আফ্রিকান ক্রিকেটারদের তালিকা
বহিঃসংযোগ
[সম্পাদনা]- ইএসপিএনক্রিকইনফোতে গ্রিভিল স্টিভেন্স (ইংরেজি)
- ক্রিকেটআর্কাইভে গ্রিভিল স্টিভেন্স (সদস্যতা প্রয়োজনীয়) (ইংরেজি)
- ১৯০১-এ জন্ম
- ১৯৭০-এ মৃত্যু
- ১৯১৯ থেকে ১৯৪৫ সময়কালীন ইংরেজ ক্রিকেটার
- অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ক্রিকেটার
- ইংরেজ ক্রিকেটার
- ইংল্যান্ডের টেস্ট ক্রিকেটার
- ইংল্যান্ডের টেস্ট ক্রিকেট অধিনায়ক
- উইজডেন বর্ষসেরা ক্রিকেটার
- এল. এইচ. টেনিসন একাদশের ক্রিকেটার
- এইচ. ডি. জি. লেভেসন গাওয়ার একাদশের ক্রিকেটার
- জেন্টলম্যানের ক্রিকেটার
- দ্বিতীয় বিশ্বযুদ্ধে রয়্যাল নেভাল ভলান্টিয়ার রিজার্ভের কর্মকর্তা
- নর্থ ভার্সাস সাউথের ক্রিকেটার
- মিডলসেক্সের ক্রিকেটার
- মেরিলেবোন ক্রিকেট ক্লাবের ক্রিকেটার
- হার্লিকুইন্সের ক্রিকেটার
- সি. আই. থর্নটন একাদশের ক্রিকেটার
- ব্রেসনোজ কলেজ, অক্সফোর্ডের প্রাক্তন শিক্ষার্থী