লুইস ড্রেসার
অবয়ব
লুইস ড্রেসার | |
---|---|
Louise Dresser | |
জন্ম | লুইস জোসেফিন কার্লিন ৫ অক্টোবর ১৮৭৮ ইভান্সভিল, ইন্ডিয়ানা, মার্কিন যুক্তরাষ্ট্র |
মৃত্যু | ২৫ এপ্রিল ১৯৬৫ উডল্যান্ড হিলস, ক্যালিফোর্নিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র | (বয়স ৮৬)
সমাধি | ফরেস্ট লন মেমোরিয়াল পার্ক সেমেটারি, গ্লেনডেল, ক্যালিফোর্নিয়া |
জাতীয়তা | মার্কিন |
পেশা | অভিনেত্রী |
কর্মজীবন | ১৯২২-১৯৩৭ |
দাম্পত্য সঙ্গী | জ্যাক নরওয়ার্থ (বি. ১৮৯৯; বিচ্ছেদ. ১৯০৭) জ্যাক গার্ডনার (বি. ১৯০৮; মৃ. ১৯৫০) |
লুইস ড্রেসার (ইংরেজি: Louise Dresser; জন্ম: লুইস জোসেফিন কার্লিন,[১] ৫ অক্টোবর ১৮৭৮ - ২৪ এপ্রিল ১৯৬৫) ছিলেন একজন মার্কিন অভিনেত্রী।[২] তিনি নির্বাক চলচ্চিত্র আ শিপ কামস ইন (১৯২৮)-এ অভিনয় করে একাডেমি পুরস্কারের প্রথম আয়োজনে শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে মনোনয়ন লাভ করেন।
প্রারম্ভিক জীবন
[সম্পাদনা]ড্রেসার ১৮৭৮ সালের ৫ই অক্টোবর ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের ইভান্সভিল শহরে জন্মগ্রহণ করেন। তার জন্মনাম লুইস জোসেফিন কার্লিন। তার পিতা উইলিয়াম কার্লিন ও মাতা ইডা। তার পিতা রেলের প্রকৌশলী ছিলেন, যিনি ড্রেসারের যখন ১৬ বছর বয়স তখন মারা যান। পিতার মৃত্যুর পর তিনি ভডেভিল মঞ্চে অভিনয় শুরু করেন।[৩] ১৮৯৮ সালে তিনি সুরকার ও অভিনেতা জ্যাক নরওয়ার্থকে বিয়ে করেন। তারা একত্রে ভডেভিলে কাজ করতেন। ভডেভিল হতে ড্রেসার প্রতি সপ্তাহে ১,৭৫০ মার্কিন ডলার পারিশ্রমিক পেতেন।[৪]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "The Green Book Magazine"। স্টোরি-প্রেস অ্যাসোসিয়েশন (ইংরেজি ভাষায়)। স্টোরি-প্রেস অ্যাসোসিয়েশন। ৯: ৫২৩। ১৯১৩। সংগ্রহের তারিখ ১২ অক্টোবর ২০১৮।
- ↑ "The Green Book Magazine" (ইংরেজি ভাষায়)। মিশিগান: স্টোরি-প্রেস অ্যাসোসিয়েশন। ১৯১৬। সংগ্রহের তারিখ ১২ অক্টোবর ২০১৮।
- ↑ স্টাডেলি, টমাস। "Portrait of the actress Louise Dresser by Thomas Staedeli"। সাইরানোস (জার্মান ভাষায়)। সংগ্রহের তারিখ ১২ অক্টোবর ২০১৮।
- ↑ কিবলার, এম. অ্যালিসন। "Louise Dresser"। জিউইশ উইমেন আর্কাইভ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১২ অক্টোবর ২০১৮।
বহিঃসংযোগ
[সম্পাদনা]উইকিমিডিয়া কমন্সে লুইস ড্রেসার সংক্রান্ত মিডিয়া রয়েছে।
- ইন্টারনেট ব্রডওয়ে ডেটাবেজে লুইস ড্রেসার (ইংরেজি)
- ইন্টারনেট মুভি ডেটাবেজে লুইস ড্রেসার (ইংরেজি)
- ফাইন্ড এ গ্রেইভে লুইস ড্রেসার (ইংরেজি)