মহানগর দায়রা জজ
![]() বাংলাদেশ সরকারের সীল |
মহানগর দায়রা জজ | |
---|---|
সম্বোধনরীতি | বিজ্ঞ, মাননীয় |
সংক্ষেপে | এমএসজে |
এর সদস্য | বাংলাদেশের বিচার বিভাগ |
যার কাছে জবাবদিহি করে | বাংলাদেশ সুপ্রীম কোর্ট, আইন মন্ত্রণালয় |
আসন | মেট্রোপলিটন সদর দপ্তর |
নিয়োগকর্তা | বাংলাদেশের রাষ্ট্রপতি |
মেয়াদকাল | ৩ বছর |
গঠনের দলিল | বাংলাদেশের সংবিধান |
গঠন | ২০০৯ |
ডেপুটি | অতিরিক্ত মহানগর দায়রা জজ |
মহানগর দায়রা জজ মেট্রোপলিটন এলাকায় ফৌজদারি আদালতের প্রধান বিচার বিভাগীয়[১] কর্মকর্তা। ওয়ারেন্ট অব প্রিসিডেন্স অনুসারে মহানগর দায়রা জজের পদমর্যাদা সচিব এর সমান।[২] বর্তমানে বিজ্ঞ ঢাকা মহানগর দায়রা জজ হিসাবে কাজ করছেন জনাব মোঃ আছাদুজ্জামান।
মহানগর দায়রা জজের রয়েছে আপীল এখতিয়ার। তিনি মেট্রোপলিটন এলাকায় চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সহ প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেটদের ও জেলা প্রশাসক তথা জেলা ম্যাজিস্ট্রেট ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটদের আপীল কর্তৃপক্ষ। তার সভাপতিত্বে ত্রৈমাসিক বিচার বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত হয় যেখানে চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, পুলিশ কমিশনার ও জেলা প্রশাসক সহ মহানগরের সকল গুরুত্বপূর্ণ কর্মকর্তাগণ উপস্থিত থাকেন। বাংলাদেশের পদমর্যাদা ক্রমে মহানগর দায়রা জজের অবস্থান ১৬ নম্বরে।[৩]
এখতিয়ার ও ক্ষমতা[সম্পাদনা]
মহানগর দায়রা জজ মৃত্যুদণ্ড ও যাবজ্জীবন কারাদণ্ড সহ আইনে উল্লেখিত সকল প্রকারের দন্ড প্রদান করতে পারেন।[৪][৫][৬]
নিয়োগ[সম্পাদনা]
মহানগর দায়রা জজ বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিসের প্রথম গ্রেডের কর্মকর্তাদের মধ্য থেকে নিয়োগ দেওয়া হয়। বাংলাদেশের সংবিধানের[৭] ১১৫ ও ১৩৩ অনুচ্ছেদ অনুযায়ী বাংলাদেশের রাষ্ট্রপতি জেলা ও দায়রা জজ নিয়োগ দিয়ে থাকেন। আইন মন্ত্রণালয় বাংলাদেশ সুপ্রীম কোর্ট এর সাথে পরামর্শক্রমে জেলা ও দায়রা জজদের মহানগর দায়রা জজ হিসেবে পদায়ন ও বদলি করে থাকে।[৮]
পদমর্যাদা[সম্পাদনা]
২০১৬ সালের ১০ নভেম্বর বাংলাদেশ সুপ্রীম কোর্ট এর আপীল বিভাগ ওয়ারেন্ট অব প্রিসিডেন্স বা বাংলাদেশের পদমর্যাদা ক্রম মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ করে যাতে মহানগর দায়রা জজকে ১৬ নম্বর ক্রমিকে রাখা হয়।[৯][১০]
আরও দেখুন[সম্পাদনা]
- চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট
- অতিরিক্ত চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট
- মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট
- ম্যাজিস্ট্রেট
তথ্যসূত্র[সম্পাদনা]
- ↑ "বিচার বিভাগ জনগণের আস্থা অর্জনে সক্ষম হয়েছে"।
- ↑ "জেলা জজের পদমর্যাদা সচিব ও চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের পদমর্যাদা সচিব মর্যাদাসম্পন্ন কর্মকর্তাদের সমান"।
- ↑ "বিচার বিভাগ"।
- ↑ "ফৌজদারি কার্যবিধি"।
- ↑ "বিচার বিভাগীয় বাতায়ন"।
- ↑ "দন্ডবিধি, ১৮৬০"।
- ↑ "বাংলাদেশের সংবিধানে বিচার বিভাগ"।
- ↑ "গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান"।
- ↑ "দশ পদের পদমর্যাদা পরিবর্তন"।
- ↑ "মহানগর দায়রা জজের পদমর্যাদা ১৬ তে উন্নীত"।