২৮ নভেম্বর
অবয়ব
(নভেম্বর ২৮ থেকে পুনর্নির্দেশিত)
<< | নভেম্বর | >> | ||||
রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি |
১ | ২ | |||||
৩ | ৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ |
১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ |
১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ |
২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ |
২০২৪ |
২৮ নভেম্বর গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ৩৩২তম (অধিবর্ষে ৩৩৩তম) দিন। বছর শেষ হতে আরো ৩৩ দিন বাকি রয়েছে।
ঘটনাবলী
[সম্পাদনা]- ১০৯৮ - সিরিয়ায় খ্রিস্টানদের হাতে ৭০ হাজার মুসলমান নিহত হয়।
- ১৪৪৩ - সেকেন্দার বেগ তার বাহিনী নিয়ে মধ্য আলবেনিয়ার খ্রুজ অঞ্চল জয় করেন ও প্রথমবারের মতো আলবেনিয়ার পতাকা উত্তোলন করেন।
- ১৫২০ - প্রথম ইউরোপীয়ান নাবিক হিসেবে ফার্ডিনান্ড ম্যাগেলান আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে প্রশান্ত মহাসাগরে প্রবেশ করেন।
- ১৬৬০ - ইংল্যান্ডে রয়েল সোসাইটি প্রতিষ্ঠিত হয়।
- ১৬৭৬ - ভারতের পূর্বাঞ্চলে অবস্থিত তখনকার দিনের গুরুত্বপূর্ণ এলাকা পুদুচেরি বন্দর ফরাশিরা দখল করে নেয়।
- ১৮১৪ - কলকাতার চাঁদপাল ঘাটে ভারতের প্রথম প্রাটস্ট্যান্ট বিশপ টমাস ফ্যানশ মিডলটন পদার্পণ করেন।
- ১৮১৪ - লন্ডনের টাইমস পত্রিকা প্রথম স্বয়ংক্রিয় মেশিনে ছাপা হয়।
- ১৮২১ - স্পেনের নিকট থেকে পানামা স্বাধীনতা ঘোষণা করে।
- ১৯১২ - তুরস্কের নিকট থেকে আলবানিয়া স্বাধীনতা লাভ করে।
- ১৯৬০ - মৌরিতানিয়া আনুষ্ঠানিকভাবে ফ্রান্সের নিকট থেকে স্বাধীনতা ঘোষণা করে।
- ১৯৭১ - ইরানের তিনটি দ্বীপ আবু মুসা,তাম্বে বোযোর্গ,তাম্বে কুচাক থেকে ব্রিটিশ দখলদার সেনারা চলে যাবার পর ইরান ঐ তিনটি দ্বীপের ওপর নিজেদের শাসন প্রতিষ্ঠা করে।
- ২০২৩ - ভারতের উত্তরাখণ্ড রাজ্যের সিল্কিয়ারা সুড়ঙ্গে আটক ৪১ জন শ্রমিককে ১৭ দিন পর উদ্ধার করা হয়।
জন্ম
[সম্পাদনা]- ১১১৮ - প্রথম ম্যানুয়েল কম্নেনস, বাইজেন্টাইন সম্রাট।
- ১৬২৮ - জন বুনয়ান, ইংরেজ প্রচারক ও লেখক।
- ১৭৫৭ - উইলিয়াম ব্লেক, ইংরেজ কবি ও চিত্রকর।
- ১৭৯৩ - কার্ল জোনাস লাভ আল্মকভিস্ট, সুইডিশ কবি, সুরকার ও সমালোচক।
- ১৮২০ - ফ্রেডরিখ এঙ্গেলস, জার্মান সমাজ বিজ্ঞানী, লেখক, রাজনৈতিকতাত্ত্বিক, দার্শনিক এবং মার্কসবাদের সহ-প্রতিষ্ঠাতা। (মৃ.১৮৭৫)
- ১৮৮০ - আলেকজান্ডার ব্লক, রাশিয়ান কবি ও নাট্যকার।
- ১৮৮১ - স্টিফান য্বেইগ, অস্ট্রিয়ান লেখক, নাট্যকার ও সাংবাদিক।
- ১৮৮৭ - আর্নেস্ট রহম, জার্মান সৈনিক ও সহ-প্রতিষ্ঠিত স্টুর্মাবটেইলুং এর।
- ১৯০৭ - আলবার্তো মোরাভিয়া, ইতালীয় সাংবাদিক ও লেখক।
- ১৯৩১ - গোলাম রহমান, বাংলাদেশের প্রখ্যাত শিশু সাহিত্যিক ও সাংবাদিক।
- ১৯৪৩
- রফিকুন নবী, বাংলাদেশী চিত্রকর ও কার্টুনিস্ট।
- র্যান্ডি নিউম্যান, মার্কিন গায়ক-গীতিকার, সঙ্গীত সমন্বয়ক ও সুরকার।
- ১৯৫০ - রাসেল অ্যালান হাল্স, নোবেল পুরস্কার বিজয়ী মার্কিন পদার্থবিজ্ঞানী ও জ্যোতির্বিজ্ঞানী।
- ১৯৫৫- জিয়াদ আল-জাজা, ফিলিস্তিনি রাজনীতিবিদ।
- ১৯৬২ - জন স্টুয়ার্ট, আমেরিকান কৌতুকাভিনেতা, অভিনেতা ও টেলিভিশন উপস্থাপক।
- ১৯৬৭ - আন্না নিকলে স্মিথ, আমেরিকান মডেল ও অভিনেত্রী।
- ১৯৬৯ - নিক নাইট, সাবেক ইংরেজ ক্রিকেটার ও ধারাভাষ্যকার।
- ১৯৭৫ - তাকাশি শিমডা, জাপানি ফুটবলার।
- ১৯৭৭ - ফেবিও গ্রসও, ইতালিয়ান ফুটবলার ও ম্যানেজার।
- ১৯৮৩ - নেলসন ভাল্ডে্য, প্যারাগুয়ের ফুটবলার।
- ১৯৮৭ - কারেন গিলান, স্কটিশ অভিনেত্রী।
- ১৯৯৯ - শ্রেষ্ঠা রায়, সোনারপুরের সুন্দরী।
মৃত্যু
[সম্পাদনা]- ১০৫৮ - পোল্যান্ডের ডিউক কেজিমিয়ের্জ।
- ১৬৮০ - গিয়ান লরেনযো বিরনিনি, ইতালিয়ান ভাস্কর ও পেইন্টার।
- ১৬৯৪ - মাৎসু বাসো, জাপানি কবি।
- ১৮৫৯ - ওয়াশিংটন আরভিং, মার্কিন ছোটগল্পকার, প্রাবন্ধিক, জীবনীকার, ইতিহাসবেত্তা ও কূটনীতিক। (জ. ১৭৮৩)
- ১৮৭০ - জন ফ্রেদেরিখ বাজিল, ফরাসি চিত্রশিল্পী ও সৈনিক।
- ১৯৩২ - সুরেন্দ্রনাথ ঘোষ (দানীবাবু), অভিনেতা। (জ.১১/১২/১৮৬৮)
- ১৯৪৫ - ডুইট এফ. ডেভিস, আমেরিকান টেনিস খেলোয়াড় ও রাজনীতিবিদ।
- ১৯৫৪ - এনরিকো ফের্মি, ইতালীয় পদার্থবিদ। (জ. ১৯০১)
- ১৯৬০ - রিচার্ড রাইট, আমেরিকান বংশোদ্ভূত ফরাসি লেখক ও কবি।
- ১৯৬২ - কৃষ্ণচন্দ্র দে, সঙ্গীতশিল্পী ও সুরকার।(জ.২৪/০৮/১৮৯৩)
- ১৯৬৮ - এনিড ব্ল্যটন, ইংরেজ লেখক ও কবি।
- ১৯৭১ - ওয়াসফি তাল, জর্দানের বাদশা।
- ১৯৮০ - বীরেন্দ্রনাথ সরকার,ভারতীয় চলচ্চিত্র প্রযোজক এবং কলকাতার নিউ থিয়েটার্সের প্রতিষ্ঠাতা।(জ.০৫/০৭/১৯০১)
- ১৯৮৯ - ফকির শাহাবুদ্দীন, বাংলাদেশের প্রথম এটর্নি জেনারেল।
- ১৯৯৯ - জাতীয় অধ্যাপক আবদুর রাজ্জাক, বাংলাদেশী শিক্ষাবিদ এবং বুদ্ধিজীবী। (জ. ১৯১৪)
- ২০০৬ - মোহাম্মদ হানিফ, বাংলাদেশী রাজনীতিবিদ ও অবিভক্ত ঢাকার প্রথম মেয়র। (জ. ১৯৪৪)
- ২০১০ - লেসলি নিলসেন, কানাডিয়ান বংশোদ্ভূত আমেরিকান অভিনেতা ও প্রযোজক।
- ২০১৪ - চেস্পিরিটো, মেক্সিক্যান অভিনেতা, পরিচালক, প্রযোজক ও চিত্রনাট্যকার।
- ২০২৪ - অমিয় কুমার বাগচী, বিশিষ্ট ভারতীয় বাঙালি রাজনৈতিক অর্থনীতিবিদ। (জ.১৯৩৬)
ছুটি ও অন্যান্য
[সম্পাদনা]- স্বাধীনতা দিবস - পানামা ১৮২১ সালে স্পেনের নিকট থেকে স্বাধীনতা লাভ করে।
- স্বাধীনতা দিবস - আলবেনিয়া ১৯১২ সালে তুরস্কের নিকট থেকে স্বাধীনতা লাভ করে।
- স্বাধীনতা দিবস - মৌরিতানিয়া ১৯৬০ সালে ফ্রান্সের নিকট থেকে স্বাধীনতা লাভ করে।
- প্রজাতন্ত্র দিবস - বুরুন্ডি।
- প্রজাতন্ত্র দিবস - চাদ।
বহিঃসংযোগ
[সম্পাদনা]উইকিমিডিয়া কমন্সে ২৮ নভেম্বর সংক্রান্ত মিডিয়া রয়েছে।
এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |