উইকিপিডিয়া:উইকিপিডিয়া এশীয় মাস ২০১৫
অবয়ব
(উইকিপিডিয়া:উইকিপিডিয়া এশীয় মাস/২০১৫ থেকে পুনর্নির্দেশিত)
নীড় | ২০২৪ | ২০২৩ | ২০২২ | ২০২১ | ২০২০ | ২০১৯ | ২০১৮ | ২০১৭ | ২০১৬ | ২০১৫ |
নিয়মাবলী
- নিবন্ধটি নতুন হতে হবে। পুরাতন অসম্পূর্ণ নিবন্ধের মানোন্নয়ন করা চলবে না।
- টেমপ্লেট, তথ্যছক, ন্যাভবক্স, টেবিল, তথ্যসূত্র, লিঙ্ক ইত্যাদি বাদ দিয়ে নিবন্ধের মূল লেখা অন্ততঃ ৩,৫০০ বাইট ও ৩০০ শব্দের হতে হবে।
- নিবন্ধটিকে উল্লেখযোগ্য হতে হবে।
- নিবন্ধে নিরপেক্ষ ও উল্লেখযোগ্য তথ্যসূত্র থাকতে হবে; বিতর্কিত বক্তব্য সমর্থনের জন্য প্রয়োজনীয় তথ্যসূত্র থাকতে হবে।
- যান্ত্রিক অনুবাদ গ্রাহ্য হবে না এবং রচনাশৈলী ও ভাষা সুন্দর হতে হবে।
- নিবন্ধটিতে কপিরাইটযুক্ত তথ্য যোগ করা হলে, তা গৃহীত হবে না শুধু তাই নয়, বরং প্রয়োজনে অপসারণের জন্য বিবেচিত হবে।
- নিবন্ধে কোন ট্যাগ থাকা চলবে না, অর্থাৎ নিখুঁত হতে হবে।
- নিবন্ধটি "তালিকা নিবন্ধ" না হওয়াই বাঞ্ছনীয়, কিন্তু অন্য ভাষার উইকিপিডিয়ার কোন নির্বাচিত তালিকা নিবন্ধের সম্পূর্ণ অনুবাদ হলে, নিবন্ধটিকে গণ্য করা হবে।
- অনিবন্ধীকৃত ব্যবহারকারী দ্বারা সৃষ্ট নিবন্ধ গৃহীত হবে না।
- নিবন্ধটিকে তথ্যবহুল হতে হবে।
- নিবন্ধটি ১লা নভেম্বর, ২০১৫ রাত্রি ১২:০১ থেকে ৩০শে নভেম্বর, ২০১৫ এর মধ্যে তৈরী ও রিপোর্ট করতে হবে।
- ভারত ও বাংলাদেশ ব্যতীত এশিয়ার যে কোন দেশ বা অঞ্চলের যে কোন বিষয় সম্বন্ধে নিবন্ধ তৈরি করতে পারবেন।
সংগঠক
জমাকৃত নিবন্ধ
এই প্রতিযোগিতায় যারা অংশগ্রহণ করেছেন, তাঁরা নিজেদের ব্যবহারকারী পাতায় {{ব্যবহারকারী এশীয় মাস}} টেমপ্লেটটি যোগ করতে পারেন।
অংশগ্রহণকারী ও তাঁদের অবদানের তালিকা
এশীয় সম্প্রদায়
উইকিপিডিয়া
- অসমীয়া উইকিপিডিয়া
- আভার উইকিপিডিয়া
- আজেরবাইজানী উইকিপিডিয়া
- বশকির উইকিপিডিয়া
- বুলগেরীয় উইকিপিডিয়া
- বাংলা উইকিপিডিয়া
- মধ্য বিকোল উইকিপিডিয়া
- ক্যান্টনী উইকিপিডিয়া
- চীনা উইকিপিডিয়া
- ইংরেজি উইকিপিডিয়া
- এস্প্যারেন্তো উইকিপিডিয়া
- ফার্সী উইকিপিডিয়া
- ফরাসি উইকিপিডিয়া
- গুজরাটি উইকিপিডিয়া
- হিব্রু উইকিপিডিয়া
- ইন্দোনেশীয় উইকিপিডিয়া
- জাপানি উইকিপিডিয়া
- কন্নড় উইকিপিডিয়া
- কোরীয় উইকিপিডিয়া
- লাদিনো উইকিপিডিয়া
- লাটভিয় উইকিপিডিয়া
- মৈথিলী উইকিপিডিয়া
- মালায়ালম উইকিপিডিয়া
- পাঞ্জাবি উইকিপিডিয়া
- রিঙ্কোনাডা বিকোল উইকিপিডিয়া
- রুশ উইকিপিডিয়া
- সংস্কৃত উইকিপিডিয়া
- সাখা উইকিপিডিয়া
- সিন্ধি উইকিপিডিয়া
- সিংহলী উইকিপিডিয়া
- স্প্যানিশ উইকিপিডিয়া
- তাগালোগ উইকিপিডিয়া
- তামিল উইকিপিডিয়া
- থাই উইকিপিডিয়া
- ইউক্রেনীয় উইকিপিডিয়া
- উর্দু উইকিপিডিয়া
- উজবেক উইকিপিডিয়া
- ভিয়েতনামী উইকিপিডিয়া