জাম্বি শহর

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
জাম্বি শহর
City
অনন্য প্রতিলিপি
 • Jawiجمبي
জাম্বি শহরের অফিসিয়াল সীলমোহর
সীলমোহর
সুমাত্রায় জাম্বির অবস্থান
সুমাত্রায় জাম্বির অবস্থান
স্থানাঙ্ক: ১°৩৫′২৪″ দক্ষিণ ১০৩°৩৬′৩৬″ পূর্ব / ১.৫৯০০০° দক্ষিণ ১০৩.৬১০০০° পূর্ব / -1.59000; 103.61000
দেশইন্দোনেশিয়া
প্রদেশজাম্বি
সরকার
 • মেয়রএস.ওয়াই.ফাসহা
আয়তন
 • মোট২০৫.৩৮ বর্গকিমি (৭৯.৩০ বর্গমাইল)
উচ্চতা১৬ মিটার (৫২ ফুট)
জনসংখ্যা (2010)
 • মোট৫,৩১,৮৫৭
 • জনঘনত্ব২,৫৮৯.৬/বর্গকিমি (৬,৭০৭/বর্গমাইল)
এলাকা কোড+৬২ ৭৪১
ওয়েবসাইটwww.kotajambi.go.id
কান্ডি টিংগি

জাম্বি শহর(Indonesian: Kota Jambi) ইন্দোনেশিয়ার একটি শহর, সুমাত্রা দ্বীপের জাম্বি প্রদেশের রাজধানী .শহরটি বাটাং হারি নদীর ব্যস্ত বন্দর এবং তেল ও রবার উৎপাদন কেন্দ্র। এটি প্রাচীন স্রীবিজায়া রাজ্যের গুরুতপূর্ন শহর মুয়ারো জাম্বি থেকে ২৬ কি.মি. দূরে অবস্থিত। 

নিকটতম নগর ও গ্রাম মেন্ডালো,কিনাতি, পাদাং, তাঞ্জুনগাজহোর,পায়ালমিরাহ এবং মুয়ারাকুম্পি। জাম্বি সশহর সুলতান তাহা বিমানবন্দর দ্বারা পরিবেশিত।

ইতিহাস [সম্পাদনা]

জাম্বি শহর ১৯৪৬ সালের ১৭ ই মে সুমাত্রার গর্ভনরের স্বায়ত্তশাসনের এলাকার প্রশাসনিক রাজধানী হিসাবে সূচিত হয়। ১৯৫৬ সালে জাম্বি শহরের তার নগরীর মর্যাদা দেওয়া এবং শেষ পর্যন্ত ১৯৫৭ সালের ৬ জানুয়ারি জাম্বি প্রদেশের রাজধানীতে পরিণত হয়।

ভূগোল [সম্পাদনা]

জাম্বি শহরের মোট স্থলভাগের আয়তন ২০৫.৩৮ বর্গকি.মি. (৭৯ বর্গমাইল)। জাম্বি শহর সমূদ্রতলের উপরে ৬০মি. উচ্চতায় সঙ্গে পূর্ব সুমাত্রায় নিচু এলাকার দক্ষিণ-পশ্চিম অংশে অবস্থিত। বাটাং হারি নদী সুমাত্রা দীর্ঘতম নদী ১৭০০ কিমি (১০৫৬মাইল) অংশ জাম্বি শহরের মধ্য দিয়ে প্রবাহিত।[১]

জাম্বি শহরের ২৩° সি থেকে ২২ এর মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা (৭৩ থেকে ৭২ডিগ্রি ফারেনহাইট) এবং ৩২ ° সে থেকে ৩০ (৮৬ থেকে ৯০ ডিগ্রি ফারেনহাইট) সর্বোচ্চ তাপমাত্রা সঙ্গে গ্রীষ্মমণ্ডলীয় জলবায়ু আছে. আর্দ্রতা গড় স্তর ৮২ থেকে ২৮%। জাম্বি শহরের বার্ষিক বৃষ্টিপাত অক্টোবর থেকে মার্চ পর্যন্ত দীর্ঘস্থায়ী বর্ষাকালে সঙ্গে ২,২৯৬.১মিমি (৯০.৩")হয়। শুষ্ক মৌসুমে গড়ে ১৬ দিনের বৃষ্টি, এপ্রিল থেকে সেপ্টেম্বর পর্যন্ত স্থায়ী হয়।

জনসংখ্যা [সম্পাদনা]

জাম্বি প্রদেশের মোট জনসংখ্যা ১৭% নিয়ে জাম্বি শহর জাম্বি প্রদেশের সবচেয়ে জনবহুল শহর

যুক্ত শহর [সম্পাদনা]

জাম্বি শহর যুক্ত রয়েছে:

  • Indonesia কুপাং, ইন্দোনেশিয়া
  • Thailand নাকহোন রাতচাসিমা, থাইল্যান্ড 
  • East Timor ইরমিরা জেলা, পূর্ব টাইমোর
  • East Timor এইনারও,পূর্ব টাইমোর

বহিঃসংযোগ[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. indonesia.travel/en/destination/928/-the-city-of-jambi