সিন্ধি জাতিগোষ্ঠী
সিন্ধি হল একটি ইন্দো-আর্য[১] জাতিগোষ্ঠী, যারা সিন্ধি ভাষায় কথা বলে এবং পাকিস্তানের সিন্ধু ও বেলুচিস্তান প্রদেশে স্থানীয়ভাবে বসবাস করে। তবে পাকিস্তানের বাইরেও একটি উল্লেখযোগ্য সংখ্যক সিন্ধি বসবাস করে। ১৯৪৭ সালে ব্রিটিশ ভারতীয় সাম্রাজ্য বিভাজনের পর অনেক হিন্দু ও শিখ সিন্ধি সদ্য স্বাধীন ভারত ডোমিনিয়ন এবং বিশ্বের অন্যান্য অংশে চলে যায়। পাকিস্তানি সিন্ধিরা প্রধানত মুসলিম, হিন্দু ও শিখ সিন্ধিরা সংখ্যালঘু। তবে ভারতে সিন্ধিরা প্রধানত হিন্দু এবং শিখ, জৈন ও মুসলিম সিন্ধিরা সংখ্যালঘু।
সিন্ধি জনগণ ইতিহাস জুড়ে সিন্ধুতে আদিবাসীহিসেবে ছিল। তাছাড়া তাদের ঐতিহাসিক ধারা বেলুচিস্তানের দক্ষিণ-পূর্ব দিক, পাঞ্জাবের বাহাওয়ালপুর অঞ্চল এবং ভারতের গুজরাটের কচ্ছ অঞ্চল থেকে এসেছে।
উন্নত কর্মসংস্থানের সুযোগের কারণে সারা বিশ্বে, বিশেষ করে মধ্যপ্রাচ্যে সিন্ধি প্রবাসীদের সংখ্যা বাড়ছে।[২]
তথ্যসূত্র[সম্পাদনা]
- ↑ Butt, Rakhio (১৯৯৮)। Papers on Sindhi Language & Linguistics। আইএসবিএন 9789694050508। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০২২।
- ↑ Ahmed, Ashfaq (৭ ডিসেম্বর ২০২১)। "Indian and Pakistani Sindhi expats together celebrate Sindhi Cultural Day with fanfare in Dubai"। সংগ্রহের তারিখ জুলাই ২২, ২০২২।