ওখা, গুজরাত
ওখা ওখা বন্দর | |
---|---|
নগর | |
গুজরাতে অবস্থান | |
স্থানাঙ্ক: ২২°২৮′০″ উত্তর ৬৯°৪′০″ পূর্ব / ২২.৪৬৬৬৭° উত্তর ৬৯.০৬৬৬৭° পূর্ব | |
রাষ্ট্র | ভারত |
রাজ্য | গুজরাত |
জেলা | দেবভূমি দ্বারকা জেলা |
আয়তন | |
• মোট | ৫ বর্গকিমি (২ বর্গমাইল) |
জনসংখ্যা (2011) | |
• মোট | ৬২,০৫২ |
• জনঘনত্ব | ১২,০০০/বর্গকিমি (৩২,০০০/বর্গমাইল) |
Languages | |
• Official | Gujarati, Hindi |
সময় অঞ্চল | IST (ইউটিসি+5:30) |
যানবাহন নিবন্ধন | GJ-37 (Devbhoomi Dwarka RTO) |
ওখা হল ভারতের গুজরাত রাজ্যের দেবভূমি দ্বারকা জেলার একটি উপকূলীয় শহর। এখানে একটি সমুদ্র বন্দর রয়েছে। ওখা বন্দর থেকে প্রায় ৩০ কিমি দক্ষিণে দ্বারকা ও ২.৯ কিমি প্রস্ত একটি ছোট খাঁড়ি বিপরীতে বেত দ্বারকা দ্বীপ অবস্থিত। বেত দ্বারকা কৃষ্ণের মন্দিরের কারণে একটি প্রধান হিন্দু তীর্থস্থান।
ইতিহাস
[সম্পাদনা]এই শহরের উল্লেখ প্রাচীন ভারতীয় মহাকাব্য সাহিত্যে পাওয়া যায়। এটি কৃষ্ণ ও ঊষার (গুজরাতি ভাষায় ওখা বলা হয়) নাতি অনিরুদ্ধের সঙ্গে বানাসুরের কন্যার বিয়ের গল্পের সহিত জড়িত। অষ্টাদশ শতাব্দীর গুজরাতি আখ্যানা, প্রেমানন্দ ভট্টের ওখহারান শিরোনামে একই কাহিনী বর্ণনা করা হয়েছে।
দ্বারকা ও বেত দ্বারকা সহ ওখা বরোদা রাজ্যের গায়কোয়াড়দের অধীনে ছিল। ১৮৫৭ সালের ভারতীয় বিদ্রোহের সময়, বাঘেররা ১৮৫৮ সালে অঞ্চলটি দখল করে। পরে ব্রিটিশ, গায়কোয়াড় এবং অন্যান্য রাজ্যের সৈন্যদের যৌথ আক্রমণের মাধ্যমে বিদ্রোহীদের উৎখাত করা হয়েছিল এবং অঞ্চলটি ১৮৫৯ সালে পুনরুদ্ধার করা হয়েছিল।[১][২]
অর্থনীতি
[সম্পাদনা]ওখা গুজরাতের একটি ব্যস্ত ও ঐতিহাসিক বন্দর, যা কৌশলগতভাবে অবস্থিত। এটি ঐতিহাসিকভাবে ভারতের পশ্চিম উপকূলে প্রথম বন্দর ছিল, যেটি আরব থেকে উপকূল বরাবর ভ্রমণকারী একটি জাহাজের মুখোমুখি হয়েছিল। ওখায় ভারতীয় নৌবাহিনী, ভারতীয় উপকূলরক্ষী বাহিনী, ভারতীয় কাস্টমস ও গুজরাত সামুদ্রিক পুলিশের ক্রজক্রম কার্যক্রম পরিচালনাকারী কমান্ড কেন্দ্র রয়েছে।[৩] ওখা বন্দর গুজরাতের তাপবিদ্যুৎ কেন্দ্র এবং টাটা কেমিক্যালসের সোডা অ্যাশ প্ল্যান্টের জন্য ইন্দোনেশিয়া থেকে মূলত লিগনাইট আমদানি করে। ওখায় একটি অটোমোবাইল-অ্যাসেম্বলি কারখানা আছে।[৩] মাছ ধরা ও লবণ প্রক্রিয়াজাতকরণ শিল্পও রয়েছে।[৩]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ Ramanlal Kakalbhai Dharaiya (১৯৭০)। Gujarat in 1857। Gujarat University। পৃষ্ঠা 120।
- ↑ "Gujarat During The Great Revolt: The Rebellion In Okhmandal"। People's Democracy। ৭ অক্টোবর ২০০৭। ১৬ জানুয়ারি ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ অক্টোবর ২০২২।
- ↑ ক খ গ Okha, India, Encyclopædia Britannica. Retrieved September 2009.
বহিঃসংযোগ
[সম্পাদনা]- Okha Nagarpalika ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২১ জুন ২০২০ তারিখে by * Shivagya Infosoft
- জামনগর, ওখা বন্দর ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ১২ জুলাই ২০১২ তারিখে