হালাল
পরিভ্রমণে ঝাঁপ দিন
অনুসন্ধানে ঝাঁপ দিন
হালাল (আরবি: حلال, 'অনুমোদনযোগ্য') মানে হল যে কোনো বস্তুর বা কর্ম যেটা ইসলামী আইন অনুযায়ী ব্যবহার বা নিয়োজিত করা যাবে। হালাল শব্দটি খাদ্য-পানীয়-র সাথে দৈনন্দিন জীবনের সব বিষয়টাও বোঝায় ও মনোনীত করে।[১] এটি ৫টি আহকাম-র মধ্যে ১টি — ফরজ (আবশ্যিক), মুস্তাহাব (প্রস্তাবিত), হালাল (অনুমোদনযোগ্য), মাকরুহ (অপছন্দ), হারাম (নিষিদ্ধ) — ইসলামে মানুষের কর্ম নৈতিকতা নির্ধারণ করে। ইসলাম ধর্মে মুবাহ-ও "অনুমোদনযোগ্য" বা "অনুমোদিত" অর্থ বোঝায়।
খাদ্য[সম্পাদনা]
খাদ্যগুলো যেটি হালাল হতে পারে না (কুরআন অনুযায়ী):
- শুয়োরের মাংস[২]
- রক্ত[৩]
- নেশাদ্রব্য ও মদ[৪]
- পশু ভুলভাবে মারলে বা পশু মারার সময় আল্লাহর নাম উচ্চারণ না হলে।[৫]
- মৃত পশু (ক্ষীয়মাণ)[২]
কোনো হালাল উপলব্ধ না হলে অনুমতি[সম্পাদনা]
যখন হারাম খাবার খাওয়া ছাড়া বেচে থাকা সম্ভব নয়, তখন জীবিত থাকার জন্যে হালাল নয় এমন খাদ্য গ্রহণ করার অনুমতি আছে।[২] [৬]