২২ মে

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(মে ২২ থেকে পুনর্নির্দেশিত)
১০ ১১
১২ ১৩ ১৪ ১৫ ১৬ ১৭ ১৮
১৯ ২০ ২১ ২২ ২৩ ২৪ ২৫
২৬ ২৭ ২৮ ২৯ ৩০ ৩১  

২২ মে গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ১৪২তম (অধিবর্ষে ১৪৩তম) দিন। বছর শেষ হতে আরো ২২৩ দিন বাকি রয়েছে।

ঘটনাবলী[সম্পাদনা]

  • ১৫৪৫ - আফগান সম্রাট শের শাহ নিহত হন।
  • ১৭১২ – ষষ্ঠ ক্যারেল হাঙ্গেরির রাজা হিসেবে অভিষিক্ত
  • ১৭৪৬রাশিয়াঅষ্ট্রিয়া সহযোগিতা চুক্তি স্বাক্ষর।
  • ১৭৬২সুইডেনপ্রুশিয়া শান্তিচুক্তি স্বাক্ষর।
  • ১৮০৩ – কানেকটিকাটে প্রথম পাবলিক লাইব্রেরি উদ্বোধন।
  • ১৮৯৭ – টেমস নদীর তলদেশে ব্লাক ওয়াল টানেল আনুষ্ঠানিকভাবে খুলে দেওয়া হয়।
  • ১৯২৭ – চীনের নানশানে প্রচণ্ড ভূমিকম্পে দুই লক্ষ লোকের প্রাণহানি।
  • ১৯৩৯ – জার্মানির বার্লিনে ইতালীজার্মানির মধ্যে শান্তি চুক্তি স্বাক্ষরিত।
  • ১৯৭২ – সিলোনের নাম শ্রীলঙ্কা রাখা হয় এবং দেশটি প্রজাতন্ত্র ঘোষিত হয়।
  • ১৯৯০ – উত্তর ও দক্ষিণ ইয়েমেনের পররাষ্ট্রমন্ত্রীরা এক যৌথ ঘোষণা পত্রে দুই ইয়েমেনকে একত্রীকরণের কথা ঘোষণা করেন।
  • ১৯৯৪ - সম্মিলিত জার্মানীর প্রথম প্রেসিডেন্ট নির্বাচিত হন রোমান হারজগ।
  • ২০০৪ - ভারতের কংগ্রেস জোটের মনোনীত দেশটির ১৭তম প্রধানমন্ত্রী হিসাবে ডঃ মনমোহন সিং শপথ গ্রহণ করেছিলেন।

জন্ম[সম্পাদনা]

মৃত্যু[সম্পাদনা]

ছুটি ও অন্যান্য[সম্পাদনা]

বিশ্ব জীব বৈচিত্র্য দিবস

বহিঃসংযোগ[সম্পাদনা]