এডওয়ার্ড বেলামি

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
এডওয়ার্ড বেলামি
Edward Bellamy
Edward Bellamy, circa 1889
Edward Bellamy, circa 1889
জন্ম(১৮৫০-০৩-২৬)২৬ মার্চ ১৮৫০
Chicopee, Massachusetts, মার্কিন যুক্তরাষ্ট্র
মৃত্যুমে ২২, ১৮৯৮(1898-05-22) (বয়স ৪৮)
Chicopee, Massachusetts, মার্কিন যুক্তরাষ্ট্র
পেশালেখক
জাতীয়তামার্কিন
দাম্পত্যসঙ্গীএমা অগুস্তা স্যান্ডারস্ন
(m. 1882–1898; his death)
সন্তানপল (b. 1884)
মেরিঅন (b. 1886)

স্বাক্ষর

এডওয়ার্ড বেলামি (ইংরেজি: Edward Bellamy) (২৬ মার্চ, ১৮৫০ – ২২ মে, ১৮৯৮) ছিলেন একজন মার্কিন লেখক এবং সমাজতন্ত্রী তিনি তার কল্পলৌকিক উপন্যাস লুকিং ব্যাকওয়ার্ড[১] এবং রিপ ভান উইংকল-এর জন্য বিখ্যাত ছিলেন। বেলামির একটি সুন্দর ভবিষ্যতের কল্পনা অনুপ্রাণিত করেছিল কমপক্ষে ১৬৫টি "জাতীয়তাবাদী ক্লাব" গঠন করতে যেগুলো বেলামির রাজনৈতিক ধারণা প্রচার করতো এবং সেগুলোকে প্রায়োগিক বাস্তবে রূপান্তরের জন্য কাজ করত।[২] "জাতীয়তাবাদী" পত্রিকার একটির শেষ সংখ্যায় উল্লেখ করা হয়েছিল যে প্রায় ৫০০টির বেশি ক্লাব গঠিত হয়েছে।[৩]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. কবীর চৌধুরী, সাহিত্যকোষ, মাওলা ব্রাদার্স, ঢাকা, অষ্টম মুদ্রণ, ফেব্রুয়ারি, ২০১২, পৃষ্ঠা-১২৮।
  2. F. Rosemont 'Bellamy's Radicalism Reclaimed' in D. Patai (ed.), "Looking Backward, 1988-1888", Amherst MA: The University of Massachusetts Press, 1988, pg. 201.
  3. "The Nationalist" 3.2 (Sep. 1890), pg.114.