স্বাতীলেখা সেনগুপ্ত
পরিভ্রমণে ঝাঁপ দিন
অনুসন্ধানে ঝাঁপ দিন
স্বাতীলেখা সেনগুপ্ত | |
---|---|
স্বাতীলেখা | |
জন্ম | ১৯৫০ |
জাতীয়তা | ভারতীয় |
পেশা | নাট্যব্যক্তিত্ব |
দাম্পত্য সঙ্গী | রুদ্রপ্রসাদ সেনগুপ্ত |
সন্তান | সোহিনী সেনগুপ্ত |
স্বাতীলেখা সেনগুপ্ত (জন্ম ১৯৫০) হলেন একজন ভারতীয় বাঙালি মঞ্চাভিনেত্রী।[১] ভারতীয় থিয়েটারে অভিনয়ে তার অবদানের জন্য তিনি সংগীত নাটক অকাডেমি পুরস্কার পেয়েছেন।
কাজ[সম্পাদনা]
১৯৭০-এর শুরুর দিকে ইলাহাবাদে এ. সি. বন্দ্যোপাধ্যায়ের নির্দেশনার অধীনে স্বাতীলেখা থিয়েটারে কাজ শুরু করেন। তিনি বি. ভি. কারাট, তাপস সেন ও খালেদ চৌধুরীর মতো লোকের উৎসাহও পেয়েছেন। ১৯৭৮ সালে তিনি কলকাতায় চলে আসেন এবং নান্দীকর নাট্যদলে যোগদান করেন। নান্দীকরে রুদ্রপ্রসাদ সেনগুপ্তের নির্দেশনায় তিনি কাজ করতে থাকেন।[২]
১৯৭৫ সালে সত্যজিৎ রায় নির্দেশিত ঘরে বাইরে ছবিতে ভিক্টর বন্দ্যোপাধ্যায় ও সৌমিত্র চট্টোপাধ্যায়ের সাথে তিনি মুখ্য নারী চরিত্রে অভিনয় করেন। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ঘরে বাইরে উপন্যাসের উপর ভিত্তি করে ছবিটি বানানো হয়েছিল।
পুরস্কার[সম্পাদনা]
- ভারতীয় থিয়েটারে অভিনয়ে অবদানের জন্য ২০১১ সংগীত নাটক অকাডেমি পুরস্কার[৩]
- পশ্চিমবঙ্গ থিয়েটার জার্নালিস্ট অ্যাসোসিয়েশন পুরস্কার
- পশ্চিমবঙ্গ নাট্য অকাডেমি পুরস্কার।
তথ্যসূত্র[সম্পাদনা]
- ↑ "My mom and me"। India Today। ২৭ ফেব্রুয়ারি ২০০৯। সংগ্রহের তারিখ ২৫ জুন ২০১২।
- ↑ "Swatilekha Sengupta Akademi Award: Acting"। http://sangeetnatak.org। ১ মার্চ ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১০ মার্চ ২০১২।
|প্রকাশক=
এ বহিঃসংযোগ দেয়া (সাহায্য) - ↑ "Nandikar people"। Nandikar। ১০ মার্চ ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১০ মার্চ ২০১২।