এশিয়ান ফুটবল কনফেডারেশন
![]() এএফসি লোগো | |
এএফসি সদস্য | |
নীতিবাক্য | "ভবিষ্যত হচ্ছে এশিয়া" "The Future is Asia" |
---|---|
গঠিত | ১৯৫৪ |
ধরন | ক্রীড়া সংস্থা |
সদরদপ্তর | কুয়ালালামপুর, মালয়েশিয়া |
সদস্যপদ | ৪৭ সদস্য (৪টি আঞ্চলিক ফেডারেশন) |
প্রেসিডেন্ট | ![]() |
ওয়েবসাইট | http://www.the-afc.com |
এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) (ইংরেজি: Asian Football Confederation (AFC)) হল এশিয়া ও অস্ট্রেলিয়ায় অ্যাসোসিয়েশন ফুটবলের সর্বোচ্চ পরিচালনা পরিষদ। বর্তমানে এর সদস্য সংখ্যা ৪৭। অধিকাংশ সদস্যই এশিয়া ও অস্ট্রেলিয়া মহাদেশের। কিন্তু এশিয়া ও ইউরোপ উভয় অঞ্চলে অবস্থিত আন্তমহাদেশীয় রাষ্ট্র যেমন- আজারবাইজান, জর্জিয়া, কাজাখস্তান, রাশিয়া ও তুরস্ক এএফসির সদস্য না হয়ে তারা উয়েফার সদস্য হয়েছে। অন্য তিনটি রাষ্ট্র (আর্মেনিয়া, সাইপ্রাস ও ইসরায়েল) যেগুলো ভৌগোলিকভাবে এশিয়ার পশ্চিম সীমান্ত বরাবর অবস্থিত তারাও উয়েফার সদস্য। আবার অন্যদিকে ওশেনিয়া অঞ্চলের অস্ট্রেলিয়া এএফসির সদস্য হয়েছে ২০০৬ সালে, পাশাপাশি প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জ, মার্কিন যুক্তরাস্ট্রের একটি অঞ্চল গুয়ামও এর সদস্য হয়েছে,
ইতিহাস[সম্পাদনা]
ফিফার ছয়টি মহাদেশীয় কনফেডারেশনের মধ্যে এটি অন্যতম। দ্বিতীয় এশিয়ান গেমস চলাকালীন সময়ে ফিলিপাইনের ম্যানিলায় ১৯৫৪ সালে এএফসি প্রতিষ্ঠিত হয়। আফগানিস্তান, বার্মা, তাইপে, হংকং, ভারত, ইন্দোনেশিয়া, জাপান, কোরিয়া, পাকিস্তান, ফিলিপাইন, সিঙ্গাপুর এবং ভিয়েতনাম - এ ১২টি দেশ প্রতিষ্ঠাকালীন সদস্যের মর্যাদা পায়।[১] সংস্থার সদর দফতর বুকিত জলিল, কুয়ালালামপুর, মালয়েশিয়ায় অবস্থিত। বর্তমান সভাপতি হিসেবে রয়েছেন বাহরাইনের সালমান বিন ইব্রাহিম আল-খলিফা।
সদস্যদের তালিকা[সম্পাদনা]
এএফসি'র ৪৭ সদস্য সংস্থাকে পাঁচটি অঞ্চলে বিভক্ত করা হয়েছে।
- ১২ - পশ্চিম এশিয়া
- ৬ - মধ্য এশিয়া
- ৭ - দক্ষিণ এশিয়া
- ১০ - পূর্ব এশিয়া
- ১২ - দক্ষিণ-পূর্ব এশিয়া
১: এএফসি'র সহযোগী সদস্য
প্রাক্তন সদস্য[সম্পাদনা]
প্রতিযোগিতা[সম্পাদনা]
বর্তমান শিরোপাজয়ী[সম্পাদনা]
প্রতিযোগিতা | চ্যাম্পিয়ন | শিরোপা | পরবর্তী ভার্সন |
---|---|---|---|
এএফসি এশিয়ান কাপ | ![]() |
১ম | ২০২৩ |
AFC Solidarity Cup | ১ম | 2016 | |
AFC U-23 Championship | ![]() |
১ম | 2018 |
AFC U-19 Championship | ![]() |
১ম | 2016 |
এএফসি অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপ | ![]() |
১ম | ২০১৮ |
AFC Futsal Championship | ![]() |
11th | 2018 |
AFC U-20 Futsal Championship | 2017 | ||
AFC Women's Futsal Championship | ![]() |
১ম | 2017 |
AFC Beach Soccer Championship | ![]() |
১ম | 2017 |
এএফসি চ্যাম্পিয়নস লীগ | ![]() |
২য় | 2016 |
AFC Cup | ![]() |
১ম | 2016 |
AFC Futsal Club Championship | ![]() |
3rd | 2017 |
AFC Women's Asian Cup | ![]() |
১ম | 2018 |
AFC U-19 Women's Championship | ![]() |
4th | 2017 |
AFC U-16 Women's Championship | ![]() |
2nd | 2017 |
আরও দেখুন[সম্পাদনা]
তথ্যসূত্র[সম্পাদনা]
বহিঃসংযোগ[সম্পাদনা]
- এএফসির অফিসিয়ালওয়েবসাইট (ইংরেজি) (আরবি)