উজবেকিস্তান জাতীয় ফুটবল দল
![]() | |||
ডাকনাম | সাদা নেকড়ে তুরানিয়ান্স এশীয় ইতালি হুমা পাখি | ||
---|---|---|---|
অ্যাসোসিয়েশন | উজবেকিস্তান ফুটবল অ্যাসোসিয়েশন | ||
কনফেডারেশন | এএফসি (এশিয়া) | ||
প্রধান কোচ | ভাদিম আব্রামভ | ||
অধিনায়ক | অদিল আহমেদভ | ||
সর্বাধিক ম্যাচ | সের্ভের দিয়েপারভ (১২৮) | ||
শীর্ষ গোলদাতা | মাকসিম শাতসকিখ (৩৪) | ||
মাঠ | বিভিন্ন | ||
ফিফা কোড | UZB | ||
ওয়েবসাইট | ufa | ||
| |||
ফিফা র্যাঙ্কিং | |||
বর্তমান | ৮৫ ![]() | ||
সর্বোচ্চ | ৪৫ (নভেম্বর ২০০৬–জানুয়ারি ২০০৭) | ||
সর্বনিম্ন | ১১৯ (নভেম্বর ১৯৯৬) | ||
এলো র্যাঙ্কিং | |||
বর্তমান | ৬৭ ![]() | ||
সর্বোচ্চ | ৪৩ (নভেম্বর ২০১৬) | ||
সর্বনিম্ন | ৯৫ (ফেব্রুয়ারি ২০০১) | ||
প্রথম আন্তর্জাতিক খেলা | |||
![]() ![]() (দুশান্বে, তাজিকিস্তান; ১৭ জুন ১৯৯২) | |||
বৃহত্তম জয় | |||
![]() ![]() (চিয়াং মাই, থাইল্যান্ড; ৫ ডিসেম্বর ১৯৯৮) | |||
বৃহত্তম পরাজয় | |||
![]() ![]() (সিদুন, লেবানন; ১৭ অক্টোবর ২০০০) | |||
এএফসি এশিয়ান কাপ | |||
অংশগ্রহণ | ৭ (১৯৯৬-এ প্রথম) | ||
সেরা সাফল্য | চতুর্থ স্থান (২০১১) |
উজবেকিস্তান জাতীয় ফুটবল দল (উজবেক: Oʻzbekiston milliy futbol terma jamoasi, ইংরেজি: Uzbekistan national football team) হচ্ছে আন্তর্জাতিক ফুটবলে উজবেকিস্তানের প্রতিনিধিত্বকারী পুরুষদের জাতীয় দল, যার সকল কার্যক্রম উজবেকিস্তানের ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা উজবেকিস্তান ফুটবল অ্যাসোসিয়েশন দ্বারা নিয়ন্ত্রিত হয়। এই দলটি ১৯৯৪ সাল হতে ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার এবং একই সাল হতে তাদের আঞ্চলিক সংস্থা এশিয়ান ফুটবল কনফেডারেশনের সদস্য হিসেবে রয়েছে। ১৯৯২ সালের ১৭ই জুন তারিখে, উজবেকিস্তান প্রথমবারের মতো আন্তর্জাতিক খেলায় অংশগ্রহণ করেছে; তাজিকিস্তানের দুশান্বেতে অনুষ্ঠিত উজবেকিস্তান এবং তাজিকিস্তানের মধ্যকারের উক্ত ম্যাচটি কাছে ২–২ গোলে ড্র হয়েছে।
সাদা নেকড়ে নামে পরিচিত এই দলটি বেশ কয়েকটি স্টেডিয়ামে তাদের হোম ম্যাচগুলো আয়োজন করে থাকে। এই দলের প্রধান কার্যালয় উজবেকিস্তানের রাজধানী তাশখন্দে অবস্থিত। বর্তমানে এই দলের ম্যানেজারের দায়িত্ব পালন করছেন ভাদিম আব্রামভ এবং অধিনায়কের দায়িত্ব পালন করছেন তিয়ানজিন টিইডিএ-এর মধ্যমাঠের খেলোয়াড় অদিল আহমেদভ।
উজবেকিস্তান এপর্যন্ত একবারও ফিফা বিশ্বকাপে অংশগ্রহণ করে পারেনি। অন্যদিকে, এএফসি এশিয়ান কাপে উজবেকিস্তান এপর্যন্ত ৭ বার অংশগ্রহণ করেছে, যার মধ্যে সেরা সাফল্য হচ্ছে ২০১১ এএফসি এশিয়ান কাপে চতুর্থ স্থান অর্জন করা, যেখানে তারা দক্ষিণ কোরিয়ার কাছে ৩–২ গোলের ব্যবধানে পরাজিত হয়েছে।
সের্ভের দিয়েপারভ, তিমুর কাপাজে, ইগ্নয়াতি নেস্তেরভ, এলদোর শোমুরোদভ এবং মাকসিম শাতসকিখের মতো খেলোয়াড়গণ উজবেকিস্তানের জার্সি গায়ে মাঠ কাঁপিয়েছেন।
র্যাঙ্কিং[সম্পাদনা]
ফিফা বিশ্ব র্যাঙ্কিংয়ে, ২০০৬ সালের নভেম্বর মাসে প্রকাশিত র্যাঙ্কিংয়ে উজবেকিস্তান তাদের ইতিহাসে সর্বপ্রথম সর্বোচ্চ অবস্থান (৪৫তম) অর্জন করে এবং ১৯৯৬ সালের নভেম্বর মাসে প্রকাশিত র্যাঙ্কিংয়ে তারা ১১৯তম স্থান অধিকার করে, যা তাদের ইতিহাসে সর্বনিম্ন। অন্যদিকে, বিশ্ব ফুটবল এলো রেটিংয়ে উজবেকিস্তানের সর্বোচ্চ অবস্থান হচ্ছে ৪৩তম (যা তারা ২০১৬ সালে অর্জন করেছিল) এবং সর্বনিম্ন অবস্থান হচ্ছে ৯৫। নিম্নে বর্তমানে ফিফা বিশ্ব র্যাঙ্কিং এবং বিশ্ব ফুটবল এলো রেটিংয়ে অবস্থান উল্লেখ করা হলো:
- ফিফা বিশ্ব র্যাঙ্কিং
অবস্থান | পরিবর্তন | দল | পয়েন্ট |
---|---|---|---|
৮৩ | ![]() |
![]() |
১৩০১ |
৮৪ | ![]() |
![]() |
১২৮৫ |
৮৫ | ![]() |
![]() |
১২৮৩ |
৮৬ | ![]() |
![]() |
১২৮০ |
৮৭ | ![]() |
![]() |
১২৭৯ |
- বিশ্ব ফুটবল এলো রেটিং
অবস্থান | পরিবর্তন | দল | পয়েন্ট |
---|---|---|---|
৬৫ | ![]() |
![]() |
১৫৭৭ |
৬৬ | ![]() |
![]() |
১৫৬৯ |
৬৭ | ![]() |
![]() |
১৫৬২ |
৬৭ | ![]() |
![]() |
১৫৬২ |
৬৯ | ![]() |
![]() |
১৫৫৮ |
প্রতিযোগিতামূলক তথ্য[সম্পাদনা]
ফিফা বিশ্বকাপ[সম্পাদনা]
ফিফা বিশ্বকাপ | বাছাইপর্ব | ||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
সাল | পর্ব | অবস্থান | ম্যাচ | জয় | ড্র | হার | স্বগো | বিগো | ম্যাচ | জয় | ড্র | হার | স্বগো | বিগো | |
![]() |
সোভিয়েত ইউনিয়নের অংশ হিসেবে | সোভিয়েত ইউনিয়নের অংশ হিসেবে | |||||||||||||
![]() | |||||||||||||||
![]() | |||||||||||||||
![]() | |||||||||||||||
![]() | |||||||||||||||
![]() | |||||||||||||||
![]() | |||||||||||||||
![]() | |||||||||||||||
![]() | |||||||||||||||
![]() | |||||||||||||||
![]() | |||||||||||||||
![]() | |||||||||||||||
![]() | |||||||||||||||
![]() | |||||||||||||||
![]() |
অংশগ্রহণ করেনি | অংশগ্রহণ করেনি | |||||||||||||
![]() |
উত্তীর্ণ হয়নি | ১৪ | ৬ | ৪ | ৪ | ৩৩ | ২১ | ||||||||
![]() ![]() |
১৪ | ৭ | ৩ | ৪ | ৩৩ | ১৯ | |||||||||
![]() |
১৪ | ৬ | ৫ | ৩ | ২৪ | ১৫ | |||||||||
![]() |
১৬ | ৮ | ১ | ৭ | ৩৩ | ২৬ | |||||||||
![]() |
১৮ | ১১ | ৪ | ৩ | ২৮ | ৯ | |||||||||
![]() |
১৮ | ১১ | ১ | ৬ | ২৬ | ১৪ | |||||||||
![]() |
অনির্ধারিত | অনির্ধারিত | |||||||||||||
মোট | ০/৭ | ৯৪ | ৪৯ | ১৮ | ২৭ | ১৭৭ | ১২৪ |
তথ্যসূত্র[সম্পাদনা]
- ↑ ক খ "ফিফা/কোকা-কোলা বিশ্ব র্যাঙ্কিং"। ফিফা। ১৮ ফেব্রুয়ারি ২০২১। সংগ্রহের তারিখ ১৮ ফেব্রুয়ারি ২০২১।
- ↑ ক খ গত এক বছরে এলো রেটিং পরিবর্তন "বিশ্ব ফুটবল এলো রেটিং"। eloratings.net। ২১ ফেব্রুয়ারি ২০২১। সংগ্রহের তারিখ ২১ ফেব্রুয়ারি ২০২১।
বহিঃসংযোগ[সম্পাদনা]
- প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট
(ইংরেজি)
- ফিফা-এ উজবেকিস্তান জাতীয় ফুটবল দল (ইংরেজি)
- এএফসি-এ উজবেকিস্তান জাতীয় ফুটবল দল (ইংরেজি)