আফগানিস্তান ফুটবল ফেডারেশন
এএফসি | |
---|---|
প্রতিষ্ঠিত | ১৯৩৩[১][২] |
সদর দপ্তর | কাবুল, আফগানিস্তান |
ফিফা অধিভুক্তি | ১৯৪৮[১] |
এএফসি অধিভুক্তি | ১৯৫৪ |
সভাপতি | মুহাম্মদ কারগার |
ওয়েবসাইট | aff |
আফগানিস্তান ফুটবল ফেডারেশন (ফার্সি: فدراسيون فتبال افغانستان, ইংরেজি: Afghanistan Football Federation; এছাড়াও সংক্ষেপে এএফএফ নামে পরিচিত) হচ্ছে আফগানিস্তানের ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। এই সংস্থাটি ১৯৩৩ সালে প্রতিষ্ঠিত হয়েছে। এটি প্রতিষ্ঠার ১৫ বছর পর ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার সদস্যপদ লাভ করে, এর পাশাপাশি প্রতিষ্ঠার ২১ বছর পর ১৯৫৪ সালে সংস্থাটি তাদের আঞ্চলিক সংস্থা এএফসির সদস্যপদ লাভ করে।[৩] এই সংস্থার সদর দপ্তর আফগানিস্তানের রাজধানী কাবুলে অবস্থিত।
এই সংস্থাটি আফগানিস্তানের পুরুষ, নারী এবং অনূর্ধ্ব-২৩ দলের পাশাপাশি ঘরোয়া ফুটবলে আফগান প্রিমিয়ার লীগ এবং কাবুল প্রিমিয়ার লীগের মতো প্রতিযোগিতার সকল কার্যক্রম পরিচালনা করে। বর্তমানে আফগানিস্তান ফুটবল ফেডারেশনের সভাপতির দায়িত্ব পালন করছেন মুহাম্মদ কারগার এবং সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন ফাজিল শাহাব।
কর্মকর্তা
[সম্পাদনা]- ২৪ সেপ্টেম্বর ২০২০ পর্যন্ত হালনাগাদকৃত।[১]
অবস্থান | নাম |
---|---|
সভাপতি | মুহাম্মদ কারগার |
সহ-সভাপতি | মুহাম্মদ কারগার |
সাধারণ সম্পাদক | ফাজিল শাহাব |
কোষাধ্যক্ষ | ফাজিল শাহাব |
গণমাধ্যম এবং যোগাযোগ পরিচালক | ফিরুজ মাশুফ |
প্রযুক্তিগত পরিচালক | মুয়াহ্মমদ রৌফি |
ফুটসাল সমন্বয়কারী | দ্বীন মুহাম্মদ সাফি |
জাতীয় দলের কোচ (পুরুষ) | অনুশ দস্তগির |
জাতীয় দলের কোচ (নারী) | আলি জাওয়াদ আতাই |
রেফারি সমন্বয়কারী |
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ ক খ গ "অ্যাসোসিয়েশনের তথ্য"। fifa.com (ইংরেজি ভাষায়)। ফিফা। ২৫ সেপ্টেম্বর ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৪ সেপ্টেম্বর ২০২০।
- ↑ Qadiry, Tahir। "BBC News - Roshan Afghan Premier League a hit with fans"। Bbc.co.uk। সংগ্রহের তারিখ ২০১২-০৯-২৪।
- ↑ Qadiry, Tahir। "BBC News - Roshan Afghan Premier League a hit with fans"। Bbc.co.uk। সংগ্রহের তারিখ ২০১২-০৯-২৪।
বহিঃসংযোগ
[সম্পাদনা]- দাপ্তরিক ওয়েবসাইট (ফার্সি) (ইংরেজি)
- ফিফা-এ আফগানিস্তান ফুটবল ফেডারেশন ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২৫ অক্টোবর ২০১৭ তারিখে (ইংরেজি)
- এএফসি-এ আফগানিস্তান ফুটবল ফেডারেশন (ইংরেজি)