আফ্রিকা কাপ অব নেশন্স
![]() | |
প্রতিষ্ঠিত | ১৯৫৭ |
---|---|
অঞ্চল | আফ্রিকা (কাফ) |
দলের সংখ্যা | ২৪ (মূল পর্ব) ৫৪ (বাছাইপর্ব) |
বর্তমান চ্যাম্পিয়ন | ![]() |
সবচেয়ে সফল দল | ![]() |
ওয়েবসাইট | CAF |
![]() |
![]() ২০১৩ আফ্রিকা কাপ অব নেশন্সের শিরোপা হাতে নাইজেরিয়া | |
আসরসমূহ | |
---|---|
আফ্রিকা কাপ অব নেশন্স (ফরাসি: Coupe d'Afrique des Nations) (ইংরেজি: Africa Cup of Nations) আফ্রিকা মহাদেশে আফ্রিকা ফুটবল কনফেডারেশন পরিচালিত প্রথম সারির আন্তর্জাতিক ফুটবল প্রতিযোগিতা। এটি AFCON বা সমগ্র আফ্রিকা জাতীয় কাপ নামেও পরিচিত।[১] স্পনসরজনিত কারণে টোটালএনার্জিস আফ্রিকা কাপ অব নেশন্স নামেও পরিচিত। সেনেগাল এই প্রতিযোগিতার বর্তমান চ্যাম্পিয়ন।
ট্রফি ও মেডেল[সম্পাদনা]
ট্রফি[সম্পাদনা]
আফ্রিকা কাপ অব নেশন্সের ইতিহাসে আজ পর্যন্ত তিনটি ট্রফি বিজয়ী দলকে প্রদান করা হয়েছে। আসল রৌপ্য নির্মিত ট্রফি, যা আব্দেলআজিজ আবদাল্লাহ সালাম ট্রফি নামে পরিচিত (প্রথম ক্যাফ প্রেসিডেন্ট আব্দেলআজিজ আবদাল্লাহ সালামের নামাঙ্কিত), ঘানা সেই ট্রফি ১৯৭৮ সালে প্রতিযোগিতা জিতে তিনবার চ্যাম্পিয়ন হবার সুবাদে আজীবন নিজেদের কাছে রাখার অনুমতি পায়।[২]
দ্বিতীয় ট্রফি প্রদান করা হয়েছিল ১৯৮০ থেকে ২০০০ সাল পর্যন্ত, এটির নাম ছিল আফ্রিকা সংহতি ট্রফি বা আফ্রিকা সংহতি কাপ (Trophy of African Unity)।[৩] এটি ছিল একটি বেলনাকৃতি ট্রফি যার গায়ে অলিম্পিক রিং অঙ্কিত ছিল ও সমগ্র আফ্রিকা মহাদেশের প্রতিকৃতি অঙ্কিত ছিল। ভূমিতল ছিল বর্গাকার ও হাতল ছিল ত্রিকোণাকার। ২০০০ সালে ক্যামেরুন প্রতিযোগিতা জিতে তিনবার চ্যাম্পিয়ন হবার সুবাদে আজীবন নিজেদের কাছে রাখার অনুমতি পায়।
২০০১ সালে, তৃতীয় ট্রফির প্রকাশ ঘটে। এটি ইতালিতে নির্মিত হয়েছিল। ক্যামেরুন ২০০২ সালে সর্বপ্রথম এই ট্রফি অর্জন করে। ২০১০ সালে মিশর এই ট্রফি প্রতিযোগিতা জিতে তিনবার চ্যাম্পিয়ন হবার সুবাদে আজীবন নিজেদের কাছে রাখার অনুমতি পায়, তবে তাদের এই ট্রফিরই আদলে তৈরি একটি নকল সোনালি ট্রফি দেওয়া হয়।
মেডেল[সম্পাদনা]
ক্যাফ চ্যাম্পিয়ন দলকে ৩০টি স্বর্ণ পদক, রানার্স-আপ দলকে ৩০টি রৌপ্য পদক, তৃতীয় স্থানাধিকারী দলকে ৩০টি ব্রোঞ্জ পদক ও চতুর্থ স্থানাধিকারী দলকে ৩০টি ডিপ্লোমা দিয়ে থাকে।
ফলাফল[সম্পাদনা]
- ^
দক্ষিণ আফ্রিকা আপার্টহাইট নীতির জন্য অংশগ্রহণে ব্যর্থ হয়।
- ^ তিনটি দেশ অংশ নিয়েছিল।
- ^ কোন ফাইনাল ম্যাচ খেলা হয়নি, একটি রাউন্ড-রবিন রাউন্ড হবার পর পয়েন্টের ভিত্তিতে স্থান নির্ণীত হয়। শেষে পয়েন্ট তালিকা দাঁড়ায়: সংযুক্ত আরব প্রজাতন্ত্র ৪, সুদান ২, ইথিওপিয়া ০।
- ^ কোনো ফাইনাল ম্যাচ খেলা হয়নি; শেষ চারটি দলের মধ্যে একটি রাউন্ড-রবিন রাউন্ড হবার পর পয়েন্টের ভিত্তিতে স্থান নির্ণীত হয়। শেষে পয়েন্ট তালিকা দাঁড়ায়: মরক্কো ৫, গিনি ৪, নাইজেরিয়া ৩, মিশর ০।
- ^ তিউনিসিয়া দল ৪২ মিনিট নাগাদ ১–১ চলাকালীন পরিচালনার বিরোধিতা করে ম্যাচ প্রত্যাহার করে। নাইজেরিয়া ২–০ ওয়াকওভারে জয়লাভ করে।
- ^ অতিরিক্ত সময়ের খেলা খেলা হয়নি।
তথ্যসূত্র[সম্পাদনা]
- ↑ "AFCON 2021: Teams and players to watch, start and final date"। MARCA (ইংরেজি ভাষায়)। ২০২২-০১-০৯। সংগ্রহের তারিখ ২০২২-০১-০৯।
- ↑ "Nations Cup trophy revealed" (ইংরেজি ভাষায়)। বিবিসি স্পোর্ট। ২৫ সেপ্টেম্বর ২০০১। সংগ্রহের তারিখ ১৬ মার্চ ২০০৭।
- ↑ "The Great Adventure of African Football"। FIFA.com (ইংরেজি ভাষায়)। ফিফা। ১ ডিসেম্বর ১৯৯৭।
|আর্কাইভের-ইউআরএল=
এর|আর্কাইভের-তারিখ=
প্রয়োজন (সাহায্য) তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৬ মার্চ ২০০৭।