আফ্রিকা কাপ অব নেশন্স

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
আফ্রিকা কাপ অব নেশন্স
আফ্রিকা কাপ অফ নেশনস অফিশিয়াল লোগো.png
প্রতিষ্ঠিত১৯৫৭; ৬৬ বছর আগে (1957)
অঞ্চলআফ্রিকা (কাফ)
দলের সংখ্যা২৪ (মূল পর্ব)
৫৪ (বাছাইপর্ব)
বর্তমান চ্যাম্পিয়ন সেনেগাল (১ম শিরোপা)
সবচেয়ে সফল দল মিশর (৭টি শিরোপা)
ওয়েবসাইটCAF
২০২১ আফ্রিকা কাপ অব নেশন্স

আফ্রিকা কাপ অব নেশন্স (ফরাসি: Coupe d'Afrique des Nations) (ইংরেজি: Africa Cup of Nations) আফ্রিকা মহাদেশে আফ্রিকা ফুটবল কনফেডারেশন পরিচালিত প্রথম সারির আন্তর্জাতিক ফুটবল প্রতিযোগিতা। এটি AFCON বা সমগ্র আফ্রিকা জাতীয় কাপ নামেও পরিচিত।[১] স্পনসরজনিত কারণে টোটালএনার্জিস আফ্রিকা কাপ অব নেশন্স নামেও পরিচিত। সেনেগাল এই প্রতিযোগিতার বর্তমান চ্যাম্পিয়ন।

ট্রফি ও মেডেল[সম্পাদনা]

ট্রফি[সম্পাদনা]

আফ্রিকা কাপ অব নেশন্সের ইতিহাসে আজ পর্যন্ত তিনটি ট্রফি বিজয়ী দলকে প্রদান করা হয়েছে। আসল রৌপ্য নির্মিত ট্রফি, যা আব্দেলআজিজ আবদাল্লাহ সালাম ট্রফি নামে পরিচিত (প্রথম ক্যাফ প্রেসিডেন্ট আব্দেলআজিজ আবদাল্লাহ সালামের নামাঙ্কিত), ঘানা সেই ট্রফি ১৯৭৮ সালে প্রতিযোগিতা জিতে তিনবার চ্যাম্পিয়ন হবার সুবাদে আজীবন নিজেদের কাছে রাখার অনুমতি পায়।[২]

দ্বিতীয় ট্রফি প্রদান করা হয়েছিল ১৯৮০ থেকে ২০০০ সাল পর্যন্ত, এটির নাম ছিল আফ্রিকা সংহতি ট্রফি বা আফ্রিকা সংহতি কাপ (Trophy of African Unity)।[৩] এটি ছিল একটি বেলনাকৃতি ট্রফি যার গায়ে অলিম্পিক রিং অঙ্কিত ছিল ও সমগ্র আফ্রিকা মহাদেশের প্রতিকৃতি অঙ্কিত ছিল। ভূমিতল ছিল বর্গাকার ও হাতল ছিল ত্রিকোণাকার। ২০০০ সালে ক্যামেরুন প্রতিযোগিতা জিতে তিনবার চ্যাম্পিয়ন হবার সুবাদে আজীবন নিজেদের কাছে রাখার অনুমতি পায়।

২০০১ সালে, তৃতীয় ট্রফির প্রকাশ ঘটে। এটি ইতালিতে নির্মিত হয়েছিল। ক্যামেরুন ২০০২ সালে সর্বপ্রথম এই ট্রফি অর্জন করে। ২০১০ সালে মিশর এই ট্রফি প্রতিযোগিতা জিতে তিনবার চ্যাম্পিয়ন হবার সুবাদে আজীবন নিজেদের কাছে রাখার অনুমতি পায়, তবে তাদের এই ট্রফিরই আদলে তৈরি একটি নকল সোনালি ট্রফি দেওয়া হয়।

মেডেল[সম্পাদনা]

ক্যাফ চ্যাম্পিয়ন দলকে ৩০টি স্বর্ণ পদক, রানার্স-আপ দলকে ৩০টি রৌপ্য পদক, তৃতীয় স্থানাধিকারী দলকে ৩০টি ব্রোঞ্জ পদক ও চতুর্থ স্থানাধিকারী দলকে ৩০টি ডিপ্লোমা দিয়ে থাকে।

ফলাফল[সম্পাদনা]

বছর আয়োজক ফাইনাল তৃতীয় স্থান দলসংখ্যা
চ্যাম্পিয়ন ফলাফল রানার্স-আপ
১৯৫৭  সুদান মিশর-এর পতাকা
মিশর
৪–০ ইথিওপিয়া-এর পতাকা
ইথিওপিয়া
সুদান-এর পতাকা
সুদান
৩/৪
১৯৫৯  সংযুক্ত আরব প্রজাতন্ত্র সংযুক্ত আরব প্রজাতন্ত্র-এর পতাকা
সংযুক্ত আরব প্রজাতন্ত্র
সুদান-এর পতাকা
সুদান
ইথিওপিয়া-এর পতাকা
ইথিওপিয়া
বছর আয়োজক ফাইনাল তৃতীয় স্থান নির্ধারক দলসংখ্যা
চ্যাম্পিয়ন ফলাফল রানার্স-আপ তৃতীয় ফলাফল চতুর্থ
১৯৬২  ইথিওপিয়া ইথিওপিয়া-এর পতাকা
ইথিওপিয়া
৪–২
(অ.স.প.)
সংযুক্ত আরব প্রজাতন্ত্র-এর পতাকা
সংযুক্ত আরব প্রজাতন্ত্র
তিউনিসিয়া-এর পতাকা
তিউনিসিয়া
৩–০ উগান্ডা-এর পতাকা
উগান্ডা
১৯৬৩  ঘানা ঘানা-এর পতাকা
ঘানা
৩–০ সুদান-এর পতাকা
সুদান
সংযুক্ত আরব প্রজাতন্ত্র-এর পতাকা
সংযুক্ত আরব প্রজাতন্ত্র
৩–০ ইথিওপিয়া-এর পতাকা
ইথিওপিয়া
১৯৬৫  তিউনিসিয়া ঘানা-এর পতাকা
ঘানা
৩–২
(অ.স.প.)
তিউনিসিয়া-এর পতাকা
তিউনিসিয়া
কোত দিভোয়ার-এর পতাকা
কোত দিভোয়ার
১–০ সেনেগাল-এর পতাকা
সেনেগাল
১৯৬৮  ইথিওপিয়া গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র-এর পতাকা
কঙ্গো-কিনশাসা
১–০ ঘানা-এর পতাকা
ঘানা
কোত দিভোয়ার-এর পতাকা
কোত দিভোয়ার
১–০ ইথিওপিয়া-এর পতাকা
ইথিওপিয়া
১৯৭০  সুদান সুদান-এর পতাকা
সুদান
৩–২ ঘানা-এর পতাকা
ঘানা
সংযুক্ত আরব প্রজাতন্ত্র-এর পতাকা
সংযুক্ত আরব প্রজাতন্ত্র
৩–১ কোত দিভোয়ার-এর পতাকা
কোত দিভোয়ার
১৯৭২  ক্যামেরুন কঙ্গো প্রজাতন্ত্র-এর পতাকা
কঙ্গো
৩–২ মালি-এর পতাকা
মালি
ক্যামেরুন-এর পতাকা
ক্যামেরুন
৫–২ জাইর-এর পতাকা
জাইর
১৯৭৪  মিশর জাইর-এর পতাকা
জাইর
২–২
(অ.স.প.)
২–০
পুনরায় খেলা
জাম্বিয়া-এর পতাকা
জাম্বিয়া
মিশর-এর পতাকা
মিশর
৪–০ কঙ্গো প্রজাতন্ত্র-এর পতাকা
কঙ্গো
১৯৭৬  ইথিওপিয়া মরক্কো-এর পতাকা
মরক্কো
গিনি-এর পতাকা
গিনি
নাইজেরিয়া-এর পতাকা
নাইজেরিয়া
মিশর-এর পতাকা
মিশর
১৯৭৮  ঘানা ঘানা-এর পতাকা
ঘানা
২–০ উগান্ডা-এর পতাকা
উগান্ডা
নাইজেরিয়া-এর পতাকা
নাইজেরিয়া
২–০ তিউনিসিয়া-এর পতাকা
তিউনিসিয়া
১৯৮০  নাইজেরিয়া নাইজেরিয়া-এর পতাকা
নাইজেরিয়া
৩–০ আলজেরিয়া-এর পতাকা
আলজেরিয়া
মরক্কো-এর পতাকা
মরক্কো
২–০ মিশর-এর পতাকা
মিশর
১৯৮২  লিবিয়া ঘানা-এর পতাকা
ঘানা
১–১
(৭–৬)
(পে.)
লিবিয়া-এর পতাকা
লিবিয়া
জাম্বিয়া-এর পতাকা
জাম্বিয়া
২–০ আলজেরিয়া-এর পতাকা
আলজেরিয়া
১৯৮৪  কোত দিভোয়ার ক্যামেরুন-এর পতাকা
ক্যামেরুন
৩–১ নাইজেরিয়া-এর পতাকা
নাইজেরিয়া
আলজেরিয়া-এর পতাকা
আলজেরিয়া
৩–১ মিশর-এর পতাকা
মিশর
১৯৮৬  মিশর মিশর-এর পতাকা
মিশর
০–০
(৫–৪)
(পে.)
ক্যামেরুন-এর পতাকা
ক্যামেরুন
কোত দিভোয়ার-এর পতাকা
কোত দিভোয়ার
৩–২ মরক্কো-এর পতাকা
মরক্কো
১৯৮৮  মরক্কো ক্যামেরুন-এর পতাকা
ক্যামেরুন
১–০ নাইজেরিয়া-এর পতাকা
নাইজেরিয়া
আলজেরিয়া-এর পতাকা
আলজেরিয়া
১–১
(৪–৩)
(পে.)
মরক্কো-এর পতাকা
মরক্কো
১৯৯০  আলজেরিয়া আলজেরিয়া-এর পতাকা
আলজেরিয়া
১–০ নাইজেরিয়া-এর পতাকা
নাইজেরিয়া
জাম্বিয়া-এর পতাকা
জাম্বিয়া
১–০ সেনেগাল-এর পতাকা
সেনেগাল
১৯৯২  সেনেগাল কোত দিভোয়ার-এর পতাকা
কোত দিভোয়ার
০–০
(১১–১০)
(পে.)
ঘানা-এর পতাকা
ঘানা
নাইজেরিয়া-এর পতাকা
নাইজেরিয়া
২–১ ক্যামেরুন-এর পতাকা
ক্যামেরুন
১২
১৯৯৪  তিউনিসিয়া নাইজেরিয়া-এর পতাকা
নাইজেরিয়া
২–১ জাম্বিয়া-এর পতাকা
জাম্বিয়া
কোত দিভোয়ার-এর পতাকা
কোত দিভোয়ার
৩–১ মালি-এর পতাকা
মালি
১২
১৯৯৬  দক্ষিণ আফ্রিকা দক্ষিণ আফ্রিকা-এর পতাকা
দক্ষিণ আফ্রিকা
২–০ তিউনিসিয়া-এর পতাকা
তিউনিসিয়া
জাম্বিয়া-এর পতাকা
জাম্বিয়া
১–০ ঘানা-এর পতাকা
ঘানা
১৫/১৬
১৯৯৮  বুর্কিনা ফাসো মিশর-এর পতাকা
মিশর
২–০ দক্ষিণ আফ্রিকা-এর পতাকা
দক্ষিণ আফ্রিকা
গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র-এর পতাকা
গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র
৪–৪
(৪–১)
(পে.)
বুর্কিনা ফাসো-এর পতাকা
বুর্কিনা ফাসো
১৬
২০০০  ঘানা
 নাইজেরিয়া
ক্যামেরুন-এর পতাকা
ক্যামেরুন
২–২
(৪–৩)
(পে.)
নাইজেরিয়া-এর পতাকা
নাইজেরিয়া
দক্ষিণ আফ্রিকা-এর পতাকা
দক্ষিণ আফ্রিকা
২–২
(৪–৩)
(পে.)
তিউনিসিয়া-এর পতাকা
তিউনিসিয়া
১৬
২০০২  মালি ক্যামেরুন-এর পতাকা
ক্যামেরুন
০–০
(৩–২)
(পে.)
সেনেগাল-এর পতাকা
সেনেগাল
নাইজেরিয়া-এর পতাকা
নাইজেরিয়া
১–০ মালি-এর পতাকা
মালি
১৭
২০০৪  তিউনিসিয়া তিউনিসিয়া-এর পতাকা
তিউনিসিয়া
২–১ মরক্কো-এর পতাকা
মরক্কো
নাইজেরিয়া-এর পতাকা
নাইজেরিয়া
২–১ মালি-এর পতাকা
মালি
১৬
২০০৬  মিশর মিশর-এর পতাকা
মিশর
০–০
(৪–২)
(পে.)
কোত দিভোয়ার-এর পতাকা
কোত দিভোয়ার
নাইজেরিয়া-এর পতাকা
নাইজেরিয়া
১–০ সেনেগাল-এর পতাকা
সেনেগাল
১৬
২০০৮  ঘানা মিশর-এর পতাকা
মিশর
১–০ ক্যামেরুন-এর পতাকা
ক্যামেরুন
ঘানা-এর পতাকা
ঘানা
৪–২ কোত দিভোয়ার-এর পতাকা
কোত দিভোয়ার
১৬
২০১০  অ্যাঙ্গোলা মিশর-এর পতাকা
মিশর
১–০ ঘানা-এর পতাকা
ঘানা
নাইজেরিয়া-এর পতাকা
নাইজেরিয়া
১–০ আলজেরিয়া-এর পতাকা
আলজেরিয়া
১৫/১৬
২০১২  গ্যাবন
 বিষুবীয় গিনি
জাম্বিয়া-এর পতাকা
জাম্বিয়া
০–০
(৮–৭)
(পে.)
কোত দিভোয়ার-এর পতাকা
কোত দিভোয়ার
মালি-এর পতাকা
মালি
২–০ ঘানা-এর পতাকা
ঘানা
১৬
২০১৩
বিস্তারিত
 দক্ষিণ আফ্রিকা নাইজেরিয়া-এর পতাকা
নাইজেরিয়া
১–০ বুর্কিনা ফাসো-এর পতাকা
বুর্কিনা ফাসো
মালি-এর পতাকা
মালি
৩–১ ঘানা-এর পতাকা
ঘানা
১৬
২০১৫  বিষুবীয় গিনি কোত দিভোয়ার-এর পতাকা
কোত দিভোয়ার
০–০ (অ.স.প.) (৯–৮ পে.) ঘানা-এর পতাকা
ঘানা
গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র-এর পতাকা
গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র
০–০ (অ.স.প.) (৪–২ পে.) বিষুবীয় গিনি} ১৬
২০১৭
বিস্তারিত
 গ্যাবন ক্যামেরুন-এর পতাকা
ক্যামেরুন
২–১ মিশর-এর পতাকা
মিশর
বুর্কিনা ফাসো-এর পতাকা
বুর্কিনা ফাসো
১–০ ঘানা-এর পতাকা
ঘানা
১৬
২০১৯
বিস্তারিত
 মিশর আলজেরিয়া-এর পতাকা
আলজেরিয়া
১–০ সেনেগাল-এর পতাকা
সেনেগাল
নাইজেরিয়া-এর পতাকা
নাইজেরিয়া
১–০ তিউনিসিয়া-এর পতাকা
তিউনিসিয়া
২৪
২০২১
বিস্তারিত
 ক্যামেরুন সেনেগাল-এর পতাকা
সেনেগাল
০–০
(অ.স.প.)

(৪–২ পে.)
মিশর-এর পতাকা
মিশর
ক্যামেরুন-এর পতাকা
ক্যামেরুন
৩–৩
(অ.স.প.)

(৫–৩ পে.)
বুর্কিনা ফাসো-এর পতাকা
বুর্কিনা ফাসো
২৪
২০২৩
বিস্তারিত
 কোত দিভোয়ার ২৪
২০২৫
বিস্তারিত
 গিনি ২৪
  1. ^  দক্ষিণ আফ্রিকা আপার্টহাইট নীতির জন্য অংশগ্রহণে ব্যর্থ হয়।
  2. ^ তিনটি দেশ অংশ নিয়েছিল।
  3. ^ কোন ফাইনাল ম্যাচ খেলা হয়নি, একটি রাউন্ড-রবিন রাউন্ড হবার পর পয়েন্টের ভিত্তিতে স্থান নির্ণীত হয়। শেষে পয়েন্ট তালিকা দাঁড়ায়: সংযুক্ত আরব প্রজাতন্ত্র ৪, সুদান ২, ইথিওপিয়া ০।
  4. ^ কোনো ফাইনাল ম্যাচ খেলা হয়নি; শেষ চারটি দলের মধ্যে একটি রাউন্ড-রবিন রাউন্ড হবার পর পয়েন্টের ভিত্তিতে স্থান নির্ণীত হয়। শেষে পয়েন্ট তালিকা দাঁড়ায়: মরক্কো ৫, গিনি ৪, নাইজেরিয়া ৩, মিশর ০।
  5. ^ তিউনিসিয়া দল ৪২ মিনিট নাগাদ ১–১ চলাকালীন পরিচালনার বিরোধিতা করে ম্যাচ প্রত্যাহার করে। নাইজেরিয়া ২–০ ওয়াকওভারে জয়লাভ করে।
  6. ^ অতিরিক্ত সময়ের খেলা খেলা হয়নি।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "AFCON 2021: Teams and players to watch, start and final date"MARCA (ইংরেজি ভাষায়)। ২০২২-০১-০৯। সংগ্রহের তারিখ ২০২২-০১-০৯ 
  2. "Nations Cup trophy revealed" (ইংরেজি ভাষায়)। বিবিসি স্পোর্ট। ২৫ সেপ্টেম্বর ২০০১। সংগ্রহের তারিখ ১৬ মার্চ ২০০৭ 
  3. "The Great Adventure of African Football"FIFA.com (ইংরেজি ভাষায়)। ফিফা। ১ ডিসেম্বর ১৯৯৭। |আর্কাইভের-ইউআরএল= এর |আর্কাইভের-তারিখ= প্রয়োজন (সাহায্য) তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৬ মার্চ ২০০৭ 

বহিঃসংযোগ[সম্পাদনা]