নিউজিল্যান্ড জাতীয় ফুটবল দল
![]() | |||
ডাকনাম | অল ওয়াইটস (সাদা) | ||
---|---|---|---|
অ্যাসোসিয়েশন | নিউজিল্যান্ড ফুটবল | ||
কনফেডারেশন | ওএফসি (ওশেনিয়া) | ||
প্রধান কোচ | ড্যানি হ্যা | ||
অধিনায়ক | উইনস্টন রিড | ||
সর্বাধিক ম্যাচ | ইভান ভিসেলিচ (৮৮) | ||
শীর্ষ গোলদাতা | ভন কোভেনি (২৮) | ||
মাঠ | বিভিন্ন | ||
ফিফা কোড | NZL | ||
ওয়েবসাইট | www | ||
| |||
ফিফা র্যাঙ্কিং | |||
বর্তমান | ১১৮ ![]() | ||
সর্বোচ্চ | ৪৭ (আগস্ট ২০০২) | ||
সর্বনিম্ন | ১৬১ (এপ্রিল–মে ২০১৬) | ||
এলো র্যাঙ্কিং | |||
বর্তমান | ৮৪ ![]() | ||
সর্বোচ্চ | ৩৯ (জুন ১৯৮৩) | ||
সর্বনিম্ন | ১০০ (জুন ১৯৯৭) | ||
প্রথম আন্তর্জাতিক খেলা | |||
![]() ![]() (ডুনেডিন, নিউজিল্যান্ড; ১৭ জুন ১৯২২) | |||
বৃহত্তম জয় | |||
![]() ![]() (অকল্যান্ড, নিউজিল্যান্ড; ১৬ আগস্ট ১৯৮১) | |||
বৃহত্তম পরাজয় | |||
![]() ![]() (ওয়েলিংটন, নিউজিল্যান্ড; ১১ জুলাই ১৯৩৬)[৩] | |||
বিশ্বকাপ | |||
অংশগ্রহণ | ২ (১৯৮২-এ প্রথম) | ||
সেরা সাফল্য | গ্রুপ পর্ব (১৯৮২, ২০১০) | ||
ওএফসি নেশন্স কাপ | |||
অংশগ্রহণ | ১০ (১৯৭৩-এ প্রথম) | ||
সেরা সাফল্য | চ্যাম্পিয়ন (১৯৭৩, ১৯৯৮, ২০০২, ২০০৮, ২০১৬) | ||
কনফেডারেশন্স কাপ | |||
অংশগ্রহণ | ৪ (১৯৯৯-এ প্রথম) | ||
সেরা সাফল্য | গ্রুপ পর্ব (১৯৯৯, ২০০৩, ২০০৯, ২০১৭) |
নিউজিল্যান্ড জাতীয় ফুটবল দল (মাওরি: He papa whutupaoro a-motu o Aotearoa, ইংরেজি: New Zealand national football team) হচ্ছে আন্তর্জাতিক ফুটবলে নিউজিল্যান্ডের প্রতিনিধিত্বকারী পুরুষদের জাতীয় দল, যার সকল কার্যক্রম নিউজিল্যান্ডের ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা নিউজিল্যান্ড ফুটবল দ্বারা নিয়ন্ত্রিত হয়। এই দলটি ১৯৪৮ সাল হতে ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার এবং ১৯৬৬ সাল হতে তাদের আঞ্চলিক সংস্থা ওশেনিয়া ফুটবল কনফেডারেশনের সদস্য হিসেবে রয়েছে। ১৯২২ সালের ১৭ই জুন তারিখে, নিউজিল্যান্ড প্রথমবারের মতো আন্তর্জাতিক খেলায় অংশগ্রহণ করেছে; নিউজিল্যান্ডের ডুনেডিনে অনুষ্ঠিত উক্ত ম্যাচে নিউজিল্যান্ড অস্ট্রেলিয়াকে ৩–১ গোলের ব্যবধানে পরাজিত করেছে।
অল ওয়াইটস নামে পরিচিত এই দলটি বেশ কয়েকটি স্টেডিয়ামে তাদের হোম ম্যাচগুলো আয়োজন করে থাকে। এই দলের প্রধান কার্যালয় নিউজিল্যান্ডের রাজধানী অকল্যান্ডে অবস্থিত। বর্তমানে এই দলের ম্যানেজারের দায়িত্ব পালন করছেন ড্যানি হ্যা এবং অধিনায়কের দায়িত্ব পালন করছেন স্পোর্টিং ক্যানসাস সিটির রক্ষণভাগের খেলোয়াড় উইনস্টন রিড।
নিউজিল্যান্ড এপর্যন্ত ২ বার ফিফা বিশ্বকাপে অংশগ্রহণ করেছে, যার মধ্যে প্রত্যেক আসরে তারা গ্রুপ পর্বে অংশগ্রহণ করেছে। অন্যদিকে, ওএফসি নেশন্স কাপে নিউজিল্যান্ড অন্যতম সফল দল, যেখানে তারা ৫টি (১৯৭৩, ১৯৯৮, ২০০২, ২০০৮ এবং ২০১৬) শিরোপা জয়লাভ করেছে। এছাড়াও, নিউজিল্যান্ড ৪ বার ফিফা কনফেডারেশন্স কাপে অংশগ্রহণ করেছে।
ইভান ভিসেলিচ, সিমন এলিয়ট, ভন কোভেনি, ক্রিস্টোফার গ্রান্ট উড এবং শেন স্মেল্টজের মতো খেলোয়াড়গণ নিউজিল্যান্ডের জার্সি গায়ে মাঠ কাঁপিয়েছেন।
র্যাঙ্কিং[সম্পাদনা]
ফিফা বিশ্ব র্যাঙ্কিংয়ে, ২০০২ সালের আগস্ট মাসে প্রকাশিত র্যাঙ্কিংয়ে নিউজিল্যান্ড তাদের ইতিহাসে সর্বোচ্চ অবস্থান (৪৭তম) অর্জন করে এবং ২০১৬ সালের এপ্রিল মাসে প্রকাশিত র্যাঙ্কিংয়ে তারা ১৬১তম স্থান অধিকার করে, যা তাদের ইতিহাসে সর্বনিম্ন। অন্যদিকে, বিশ্ব ফুটবল এলো রেটিংয়ে নিউজিল্যান্ডের সর্বোচ্চ অবস্থান হচ্ছে ৩৯তম (যা তারা ১৯৮৩ সালে অর্জন করেছিল) এবং সর্বনিম্ন অবস্থান হচ্ছে ১০০। নিম্নে বর্তমানে ফিফা বিশ্ব র্যাঙ্কিং এবং বিশ্ব ফুটবল এলো রেটিংয়ে অবস্থান উল্লেখ করা হলো:
- ফিফা বিশ্ব র্যাঙ্কিং
অবস্থান | পরিবর্তন | দল | পয়েন্ট |
---|---|---|---|
১১৬ | ![]() |
![]() |
১১৬৫ |
১১৭ | ![]() |
![]() |
১১৫৫ |
১১৮ | ![]() |
![]() |
১১৪৯ |
১১৯ | ![]() |
![]() |
১১৪৬ |
১২০ | ![]() |
![]() |
১১৪৪ |
- বিশ্ব ফুটবল এলো রেটিং
অবস্থান | পরিবর্তন | দল | পয়েন্ট |
---|---|---|---|
৮২ | ![]() |
![]() |
১৪৯১ |
৮৩ | ![]() |
![]() |
১৪৮৮ |
৮৪ | ![]() |
![]() |
১৪৮৬ |
৮৫ | ![]() |
![]() |
১৪৮৫ |
৮৫ | ![]() |
![]() |
১৪৮৫ |
প্রতিযোগিতামূলক তথ্য[সম্পাদনা]
ফিফা বিশ্বকাপ[সম্পাদনা]
ফিফা বিশ্বকাপ | বাছাইপর্ব | ||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
সাল | পর্ব | অবস্থান | ম্যাচ | জয় | ড্র | হার | স্বগো | বিগো | ম্যাচ | জয় | ড্র | হার | স্বগো | বিগো | |
![]() |
অংশগ্রহণ করেনি | অংশগ্রহণ করেনি | |||||||||||||
![]() | |||||||||||||||
![]() | |||||||||||||||
![]() | |||||||||||||||
![]() | |||||||||||||||
![]() | |||||||||||||||
![]() | |||||||||||||||
![]() | |||||||||||||||
![]() |
উত্তীর্ণ হয়নি | ২ | ০ | ০ | ২ | ০ | ৬ | ||||||||
![]() |
৬ | ০ | ৩ | ৩ | ৫ | ১২ | |||||||||
![]() |
৪ | ২ | ১ | ১ | ১৪ | ৪ | |||||||||
![]() |
গ্রুপ পর্ব | ২৩তম | ৩ | ০ | ০ | ৩ | ২ | ১২ | ১৫ | ৯ | ৫ | ১ | ৪৪ | ১০ | |
![]() |
উত্তীর্ণ হয়নি | ৬ | ৩ | ১ | ২ | ১৩ | ৭ | ||||||||
![]() |
৬ | ৩ | ১ | ২ | ১৩ | ৮ | |||||||||
![]() |
৬ | ৩ | ১ | ২ | ১৫ | ৫ | |||||||||
![]() |
৬ | ৩ | ০ | ৩ | ১৩ | ৬ | |||||||||
![]() ![]() |
৬ | ৪ | ০ | ২ | ২০ | ৭ | |||||||||
![]() |
৫ | ৩ | ০ | ২ | ১৭ | ৫ | |||||||||
![]() |
গ্রুপ পর্ব | ২২তম | ৩ | ০ | ৩ | ০ | ২ | ২ | ৮ | ৬ | ১ | ১ | ১৫ | ৫ | |
![]() |
উত্তীর্ণ হয়নি | ১১ | ৮ | ১ | ২ | ২৪ | ১৩ | ||||||||
![]() |
১৩ | ৮ | ৪ | ১ | ২৪ | ৬ | |||||||||
![]() |
অনির্ধারিত | অনির্ধারিত | |||||||||||||
মোট | গ্রুপ পর্ব | ২/২৩ | ৬ | ০ | ৩ | ৩ | ৪ | ১৪ | ৯৪ | ৫২ | ১৮ | ২৪ | ২১৭ | ৯৪ |
তথ্যসূত্র[সম্পাদনা]
- ↑ ক খ "ফিফা/কোকা-কোলা বিশ্ব র্যাঙ্কিং"। ফিফা। ১৮ ফেব্রুয়ারি ২০২১। সংগ্রহের তারিখ ১৮ ফেব্রুয়ারি ২০২১।
- ↑ ক খ গত এক বছরে এলো রেটিং পরিবর্তন "বিশ্ব ফুটবল এলো রেটিং"। eloratings.net। ২১ ফেব্রুয়ারি ২০২১। সংগ্রহের তারিখ ২১ ফেব্রুয়ারি ২০২১।
- ↑ "New Zealand matches, ratings and points exchanged"। www.eloratings.net।
বহিঃসংযোগ[সম্পাদনা]
- প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট
(ইংরেজি)
- ফিফা-এ নিউজিল্যান্ড জাতীয় ফুটবল দল (ইংরেজি)
- ওএফসি-এ নিউজিল্যান্ড জাতীয় ফুটবল দল (ইংরেজি)