তাজিকিস্তান ফুটবল ফেডারেশন
এএফসি | |
---|---|
প্রতিষ্ঠিত | ১৯৩৬[১] |
সদর দপ্তর | দুশান্বে, তাজিকিস্তান |
ফিফা অধিভুক্তি | ১৯৯৪[১] |
এএফসি অধিভুক্তি |
|
সভাপতি | রুস্তম এমোমালি |
সহ-সভাপতি | |
ওয়েবসাইট | fft |
তাজিকিস্তান ফুটবল ফেডারেশন (তাজিক: Федеросиюни футболи Тоҷикистон, ইংরেজি: Tajikistan Football Federation; এছাড়াও সংক্ষেপে টিএফএফ নামে পরিচিত) হচ্ছে তাজিকিস্তানের ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। এই সংস্থাটি ১৯৩৬ সালে প্রতিষ্ঠিত হয়েছে। এটি প্রতিষ্ঠার ৫৮ বছর পর ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার সদস্যপদ লাভ করে, এর পাশাপাশি একই বছরে সংস্থাটি তাদের আঞ্চলিক সংস্থা এএফসির সদস্যপদ লাভ করে। এই সংস্থার সদর দপ্তর তাজিকিস্তানের রাজধানী দুশান্বেতে অবস্থিত।
এই সংস্থাটি তাজিকিস্তানের পুরুষ, নারী এবং অনূর্ধ্ব-২৩ দলের পাশাপাশি ঘরোয়া ফুটবলে তাজিকিস্তান শীর্ষ লীগ, তাজিকিস্তান প্রথম লীগ এবং তাজিকিস্তান কাপের মতো প্রতিযোগিতার সকল কার্যক্রম পরিচালনা করে। বর্তমানে তাজিকিস্তান ফুটবল ফেডারেশনের সভাপতির দায়িত্ব পালন করছেন রুস্তম এমোমালি এবং সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন দাভলাতমান্দ ইসলোমভ।
কর্মকর্তা
[সম্পাদনা]- ২৪ সেপ্টেম্বর ২০২০ পর্যন্ত হালনাগাদকৃত।[১]
অবস্থান | নাম |
---|---|
সভাপতি | রুস্তম এমোমালি |
সহ-সভাপতি | দিলশোদ জুরায়েভ |
খুরশেদ মিরজো | |
আলিশার উরুনভ | |
সাধারণ সম্পাদক | দাভলাতমান্দ ইসলোমভ |
কোষাধ্যক্ষ | শেরালি খলোভ |
গণমাধ্যম এবং যোগাযোগ পরিচালক | ফারিদুন সালিভ |
প্রযুক্তিগত পরিচালক | সালখিদিন গাফুরভ |
ফুটসাল সমন্বয়কারী | দামির কামেলেতদিনভ |
জাতীয় দলের কোচ (পুরুষ) | উসমন তোশেভ |
জাতীয় দলের কোচ (নারী) | ইলদার রাখমানভ |
রেফারি সমন্বয়কারী | আব্দুলরাখিম বাবায়েভ |
আরও দেখুন
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ ক খ গ "অ্যাসোসিয়েশনের তথ্য"। fifa.com (ইংরেজি ভাষায়)। ফিফা। ২৯ অক্টোবর ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৪ সেপ্টেম্বর ২০২০।
- ↑ "AFC membership reaches 44"। New Straits Times (Google News Archive)। ৩০ এপ্রিল ১৯৯৩।
বহিঃসংযোগ
[সম্পাদনা]- দাপ্তরিক ওয়েবসাইট (তাজিক)
- ফিফা-এ তাজিকিস্তান ফুটবল ফেডারেশন ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ১ নভেম্বর ২০১৮ তারিখে (ইংরেজি)
- এএফসি-এ তাজিকিস্তান ফুটবল ফেডারেশন (ইংরেজি)