সাফ চ্যাম্পিয়নশিপ
আয়োজক | দক্ষিণ এশীয় ফুটবল ফেডারেশন |
---|---|
প্রতিষ্ঠিত | ১৯৯৩ সার্ক গোল্ড কাপ হিসেবে |
অঞ্চল | দক্ষিণ এশিয়া |
দলের সংখ্যা | |
বর্তমান চ্যাম্পিয়ন | ![]() |
সবচেয়ে সফল দল | ![]() |
ওয়েবসাইট | saffederation.org |
আসর | |
---|---|
সাফ চ্যাম্পিয়নশিপ (ইংরেজি: SAFF Championship; সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন চ্যাম্পিয়নশিপ অথবা দক্ষিণ এশীয় ফুটবল ফেডারেশন চ্যাম্পিয়নশিপ নামে পরিচিত) হচ্ছে একটি প্রাথমিক ফুটবল প্রতিযোগিতা, যেখানে দক্ষিণ এশীয় ফুটবল ফেডারেশনের (সাফ) সদস্যপ্রাপ্ত পুরুষদের জাতীয় ফুটবল দলগুলো প্রতিযোগিতা করে। এই প্রতিযোগিতায় বিজয়ী দল দক্ষিণ এশীয় চ্যাম্পিয়নের খেতাব অর্জন করে। এই প্রতিযোগিতাটি প্রথম আসর ১৯৯৩ সালে অনুষ্ঠিত হয়েছে। এটি মূলত সার্ক গোল্ড কাপ নামে পরিচিত ছিল, অতঃপর ১৯৯৫ সালে দক্ষিণ এশীয় গোল্ড কাপ, ১৯৯৭ সালে সাফ গোল্ড কাপ এবং ২০০৮ সালে বর্তমান নামে পরিবর্তন করা হয়েছে।
এপর্যন্ত ১৩টি সাফ চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতায় সর্বমোট ৫টি জাতীয় দল শিরোপা জয়লাভ করেছে: ভারত ৮টি করে শিরোপা জয়লাভ করেছে, মালদ্বীপ ২টি এবং বাংলাদেশ, আফগানিস্তান এবং শ্রীলঙ্কা একটি করে শিরোপা জয়লাভ করেছে। আজ পর্যন্ত, ভারত এই প্রতিযোগিতার ইতিহাসে একমাত্র দল হিসেবে টানা দুইবার শিরোপা জয়লাভ করেছে; ভারত প্রথমবার ১৯৯৭ সালে শিরোপা জয়লাভ করার পর পুনরায় ১৯৯৯ সালে শিরোপা জয়লাভ করেছিল, অতঃপর ভারত ২০০৯ সালে শিরোপা জয়লাভ করার পর পুনরায় ২০১১ সালে শিরোপা জয়লাভ করার মাধ্যমে দ্বিতীয়বারের মতো টানা দুইবার শিরোপা জয়লাভ করেছিল।
সর্বশেষ আসরটি ২০২১ সালে মালদ্বীপে আয়োজন করা হয়েছে; মালের মালদ্বীপ জাতীয় ফুটবল স্টেডিয়ামে আয়োজিত ফাইনালে ভারত নেপালকে ৩–০ গোলের ব্যবধানে পরাজিত করে ২০১৫ সালের পর প্রথম, এই প্রতিযোগিতার ইতিহাসে অষ্টমবারের মতো শিরোপা জয়লাভ করেছে।
ইতিহাস[সম্পাদনা]
বর্তমানে যে সকল দেশ এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে, তারা হলো: বাংলাদেশ, ভুটান, ভারত, মালদ্বীপ, নেপাল, পাকিস্তান এবং শ্রীলঙ্কা। এই প্রতিযোগিতাটি প্রতি দুই বছর অন্তর অনুষ্ঠিত হয়।[১] আফগানিস্তান ২০০৫ সালে সাফে যোগদান করেছিল, তবে ২০১৫ সালে তারা দক্ষিণ এশীয় ফুটবল ফেডারেশন ত্যাগ করে মধ্য এশীয় ফুটবল অ্যাসোসিয়েশনের (সিএএফএ) প্রতিষ্ঠাতা সদস্য হয়েছে।
১৯৯৩ সালে পাকিস্তানের লাহোরে দক্ষিণ এশীয় ফুটবল ফেডারেশন (সাফ) চ্যাম্পিয়নশিপ তার যাত্রা শুরু করেছে, যা তার অগ্রদূত দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা (সার্ক) গোল্ড কাপে বিবর্তিত হয়েছে। প্রতিষ্ঠার পর থেকে, এই দ্বিবার্ষিক প্রতিযোগিতা খেলার আঞ্চলিক উন্নয়নের মাধ্যমে দক্ষিণ এশিয়ার প্রধান ফুটবল প্রতিযোগিতায় পরিণত হয়েছে। ফিফা থেকে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের বরখাস্তের কারণে ২০০১ সালের অক্টোবর/নভেম্বর মাস থেকে ২০০২ সালের জানুয়ারি/ফেব্রুয়ারি পর্যন্ত প্রথম সাফ চ্যাম্পিয়নশিপ ২০০১ স্থগিত করা হয়েছিল; অবশেষে ২০০৩ সালে প্রতিযোগিতার উক্ত আসরটি অনুষ্ঠিত হয়েছে।
কোভিড-১৯ এর বৈশ্বিক মহামারীর কারণে এই প্রতিযোগিতার ২০২১ সালের আসরটি দুইবার স্থগিত করা হয়েছিল, যা পরবর্তীকালে ২০২১ সালের অক্টোবর মাসে আয়োজনের জন্য নির্ধারণ করা হয়েছে।[২]
সারাংশ[সম্পাদনা]
অতিরিক্ত সময়ে ফলাফল নির্ধারণ | |
পেনাল্টি শুট-আউটের মাধ্যমে ফলাফল নির্ধারণ |
- টীকা
- ↑ ২০০৩ সালের পর থেকে তৃতীয় স্থান নির্ধারণী খেলা অনুষ্ঠিত হয় না।
পরিসংখ্যান[সম্পাদনা]
দল অনুযায়ী[সম্পাদনা]
দল | চ্যাম্পিয়ন | রানার-আপ |
---|---|---|
![]() |
৮ (১৯৯৩, ১৯৯৭, ১৯৯৯, ২০০৫, ২০০৯, ২০১১, ২০১৫, ২০২১) | ৪ (১৯৯৫, ২০০৮, ২০১৩, ২০১৮) |
![]() |
২ (২০০৮, ২০১৮) | ৩ (১৯৯৭, ২০০৩, ২০০৯) |
![]() |
১ (২০০৩) | ২ (১৯৯৯, ২০০৫) |
![]() |
১ (২০১৩) | ২ (২০১১, ২০১৫) |
![]() |
১ (১৯৯৫) | ১ (১৯৯৩) |
![]() |
— | ১ (২০২১) |
সর্বকালের পয়েন্ট তালিকা[সম্পাদনা]
অব | দল | অংশগ্রহণ | ম্যাচ | জয় | ড্র | হার | স্বগো | বিগো | গোপা | পয়েন্ট |
---|---|---|---|---|---|---|---|---|---|---|
১ | ![]() |
১৩ | ৫৭ | ৩৭ | ১২ | ৮ | ৯৯ | ৩৬ | +৬৩ | ১২৩ |
২ | ![]() |
১১ | ৪৭ | ২৪ | ১১ | ১২ | ৯৫ | ৪৮ | +৪৭ | ৮৩ |
৩ | ![]() |
১২ | ৪২ | ১৬ | ১২ | ১৪ | ৪৬ | ৪২ | +৪ | ৬০ |
৪ | ![]() |
১৩ | ৪১ | ১৩ | ৭ | ২১ | ৪৮ | ৬৫ | −১৭ | ৪৬ |
৫ | ![]() |
১১ | ৩৬ | ১২ | ৮ | ১৬ | ৩২ | ৪২ | −১০ | ৪৪ |
৬ | ![]() |
৭ | ২৭ | ১২ | ৪ | ১১ | ৪৮ | ৪২ | +৬ | ৪০ |
৭ | ![]() |
১৩ | ৪৩ | ১৩ | ৭ | ২৩ | ৪৯ | ৬৩ | −১৪ | ৪৬ |
৮ | ![]() |
৮ | ২৪ | ১ | ১ | ২২ | ১৩ | ৯৩ | −৮০ | ৪ |
- বর্তমানে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে না।
আসর অনুযায়ী[সম্পাদনা]
- পাদটীকা
|
|
|
|
দল | ![]() ১৯৯৩ |
![]() ১৯৯৫ |
![]() ১৯৯৭ |
![]() ১৯৯৯ |
![]() ২০০৩ |
![]() ২০০৫ |
![]() ![]() ২০০৮ |
![]() ২০০৯ |
![]() ২০১১ |
![]() ২০১৩ |
![]() ২০১৫ |
![]() ২০১৮ |
![]() ২০২১ |
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
![]() |
× | সেমি | গ্রুপ | রা | চ্যা | রা | গ্রুপ | সেমি | গ্রুপ | গ্রুপ | গ্রুপ | গ্রুপ | গ্রুপ |
![]() |
সাফের সদস্য নয় | গ্রুপ | গ্রুপ | সেমি | গ্রুপ | গ্রুপ | গ্রুপ | গ্রুপ | গ্রুপ | × | |||
![]() |
চ্যা | রা | চ্যা | চ্যা | ৩য় | চ্যা | রা | চ্যা | চ্যা | রা | চ্যা | রা | চ্যা |
![]() |
× | × | রা | ৩য় | রা | সেমি | চ্যা | রা | সেমি | সেমি | সেমি | চ্যা | গ্রুপ |
![]() |
৩য় | সেমি | গ্রুপ | ৪র্থ | গ্রুপ | গ্রুপ | গ্রুপ | গ্রুপ | সেমি | সেমি | গ্রুপ | সেমি | রা |
![]() |
৪র্থ | গ্রুপ | ৩য় | গ্রুপ | ৪র্থ | সেমি | গ্রুপ | গ্রুপ | গ্রুপ | গ্রুপ | × | সেমি | অনুত্তীর্ণ |
![]() |
রা | চ্যা | ৪র্থ | গ্রুপ | গ্রুপ | গ্রুপ | সেমি | সেমি | গ্রুপ | গ্রুপ | সেমি | গ্রুপ | গ্রুপ |
সাবেক দল | |||||||||||||
![]() |
সাফের সদস্য নয় | গ্রুপ | গ্রুপ | গ্রুপ | গ্রুপ | রা | চ্যা | রা | সাফের সদস্য নয় |
- টীকা
- ↑ ১৯৯৫ এবং ২০০৩ সালের পর থেকে তৃতীয় স্থান নির্ধারণী খেলা অনুষ্ঠিত হয় না।
- ↑ ২০১৫ সালে দক্ষিণ এশীয় ফুটবল ফেডারেশন ছেড়ে মধ্য এশীয় ফুটবল অ্যাসোসিয়েশনে যোগদান করেছে।
তথ্যসূত্র[সম্পাদনা]
- ↑ "From SAARC Gold Cup to SAFF Championship"। Givemegoal.com.np। সংগ্রহের তারিখ ১০ জুলাই ২০১৪।
- ↑ "We Will Try Our Best To Host SAFF 2021 Matches In Pokhara"। Goal Nepal। ২৭ জুলাই ২০২১। সংগ্রহের তারিখ ২৭ জুলাই ২০২১।
বহিঃসংযোগ[সম্পাদনা]
![]() |
উইকিমিডিয়া কমন্সে সাফ চ্যাম্পিয়নশিপ সংক্রান্ত মিডিয়া রয়েছে। |
- প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট (ইংরেজি)
- আরএসএসএসএফ-এ সাফ চ্যাম্পিয়নশিপ (ইংরেজি)