২৩ অক্টোবর
অবয়ব
(অক্টোবর ২৩ থেকে পুনর্নির্দেশিত)
<< | অক্টোবর | >> | ||||
রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি |
১ | ২ | ৩ | ৪ | ৫ | ||
৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ |
১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ |
২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ |
২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ | ||
২০২৪ |
২৩ অক্টোবর গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ২৯৬তম (অধিবর্ষে ২৯৭তম) দিন। বছর শেষ হতে আরো ৬৯ দিন বাকি রয়েছে।
ঘটনাবলী
[সম্পাদনা]- ১০৯১ - টর্নেডোতে লন্ডনে দুজনের মৃত্যু হয়।
- ১১৫৭ - ডেনমার্কে গৃহযুদ্ধের অবসান হয়।
- ১৫২০ - অভিষিক্ত হন জার্মানির রাজা প্রথম কার্লোস।
- ১৬৮১ - ফরাসি সেনাবাহিনী স্টাটসবুর্গ দখল করে।
- ১৭৬৪ - বক্সারের যুদ্ধে মীর কাশিম ব্রিটিশদের কাছে পরাজয় বরণ করেন।
- ১৭৯০ - হাইতিতে দাস বিদ্রোহ হয়।
- ১৮১৪ - ইংল্যান্ডে প্রথম প্লাস্টিক সার্জারি করা হয়।
- ১৮৫৩ - রুশ-তুরস্ক মহাযুদ্ধ শুরু হয়।
- ১৯১৫ - নিউ ইয়র্কে ভোটাধিকারে দাবিতে ২৫ হাজার নারীর মিছিল।
- ১৯১৮ - চার্লি চ্যাপলিন মিলড্রেড হ্যারিসকে বিয়ে করেন।
- ১৯২৩ - দেশবন্ধু চিত্তরঞ্জন দাশ ‘ফরওয়ার্ড’ পত্রিকা প্রকাশ করেন।
- ১৯৩২ - রেডিওতে ফ্রেড অ্যালেন শো শুরু হয়।
- ১৯৪১ - ওয়াল্ট ডিজনির ডাম্বো মুক্তি পায়।
- ১৯৪২ - দ্বিতীয় বিশ্বযুদ্ধের মিশরের উত্তরাঞ্চলীয় আল আলামিন এলাকায় ব্রিটিশ ও জার্মান নাৎসী বাহিনীর মধ্যে বিখ্যাত আল আলামিন যুদ্ধ সংঘটিত হয়েছিল।
- ১৯৪৩ - আজাদ হিন্দ সরকার ব্রিটেনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে।
- ১৯৫৩ - হাঙ্গেরির জাতীয়তাবাদী প্রধানমন্ত্রী ইম্রে নাগি সেদেশের কমিউনিস্ট পার্টিকে ভেঙ্গে দেন এবং দেশে সোভিয়েত ইউনিয়নের প্রভাবমুক্ত স্বাধীন সরকার গঠন করেন।
- ১৯৫৫ - পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগের দ্বি-বার্ষিক সম্মেলনে ‘মুসলিম’ শব্দ বাদ দিয়ে আওয়ামী লীগ গঠন করা হয়।
- ১৯৫৬ - সাবেক সোভিয়েত ইউনিয়নের আধিপত্যের বিরুদ্ধে হাঙ্গেরির জনগণ বিদ্রোহ শুরু করে।
- ১৯৫৯ - কাশ্মীর সীমান্তে ভারত-চীন সংঘর্ষ শুরু হয়।
- ১৯৭১ - সোভিয়েত কর্তৃপক্ষ মার্কিন সরকারকে জানান যে, শেখ মুজিবের মুক্তি দেওয়া এবং পূর্ব পাকিস্তানে দ্রুত রাজনৈতিক নিষ্পত্তি সাধন ছাড়া সৈন্য প্রত্যাহারের মাধ্যমে যুদ্ধের আশঙ্কা রোধ করা সম্ভব নয়।
- ১৯৮৩ - বৈরুতে মোতায়েন মার্কিন ও ফরাসী সেনাদের ঘাটিতে লেবাননের মুসলমান জঙ্গি হামলায় ২৪১ জন মার্কিন ও ৫৮ জন ফরাসী সেনা নিহত হয়।
- ১৯৮৯ - হাঙ্গেরি গণতান্ত্রিক প্রজাতন্ত্রে পরিণত হয়।
- ১৯৯১ - কম্বোডিয়ায় গৃহযুদ্ধ অবসানে ১৩ বছর পর শান্তিচুক্তি স্বাক্ষরিত হয়।
- ১৯৯১ - ২১ বছর পর দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপ ক্রিকেটে অংশগ্রহণের অধিকার পায়।
- ১৯৯৩ - সকাল ১০টায় চীনের ইয়াং ফু সেতু সাফল্যের সঙ্গে নির্মিত এবং চালু হয়।
জন্ম
[সম্পাদনা]- ১৫০৩ - জার্মান সম্রাজ্ঞী ইসাবেলা।
- ১৮৩৮ - গোবিন্দচন্দ্র রায়, ভারতীয় বাঙালি কবি। (মৃ.১৯১৭)
- ১৮৮৬ - সুখলতা রাও, প্রখ্যাত বাঙালি শিশু সাহিত্যিক ও সমাজসেবী। (মৃ.০৯/০৭/১৯৬৯)
- ১৯২৯- শামসুর রাহমান, বাঙালি কবি ও লেখক। (মৃ.১৭/০৮/২০০৬)
- ১৯৪০ - ফুটবল জাদুকর পেলে।
- ১৯৪১- চাষী নজরুল ইসলাম, বাংলাদেশি চলচ্চিত্র পরিচালক।
- ১৯৪৩ - মোহাম্মদ রফিক, বাংলাদেশি কবি।
- ১৯৪৬ - সৈয়দ আবুল মকসুদ, কবি, লেখক, গবেষক, কলামিস্ট।
- ১৯৫৭ - সুনীল মিত্তল, ভারতীয় শিল্পপতি এবং সমাজসেবী
- ১৯৫৮ - হানিফ সংকেত, বাংলাদেশি টেলিভিশন উপস্থাপক, লেখক ও নির্মাতা।
- ১৯৭০ - চীনের বিখ্যাত সংবাদদাতা ফান ছাং চিয়াং।
- ১৯৭৩ - মালাইকা অরোরা, ভারতীয় মডেল এবং অভিনেত্রী
- ১৯৭৩ - পেরিজাদ জোরাবিয়ান, ভারতীয় অভিনেত্রী
- ১৯৭৯ - প্রভাস, ভারতীয় অভিনেতা, মূলত তেলুগু সিনেমায় কাজ করেছেন
- ১৯৯৫ - অনুস্মৃতি সরকার, ভারতীয় অভিনেত্রী
মৃত্যু
[সম্পাদনা]- ১৬২৩ - তুলসীদাস, বিশিষ্ট হিন্দি কবি ও রামায়ণ রচয়িতা।
- ১৮৬৭ - ফ্রান্ৎস বপ, জার্মান ভাষাবিজ্ঞানী।
- ১৮৭২ - ফ্রান্সের বিখ্যাত লেখক ও কবি থিওফিল গৌতিয়া।
- ১৯১০ - থাইল্যান্ডের রাজা চুলালংকর্ন।
- ১৯১২ - রামতারণ সান্যাল,বিখ্যাত সংগীতাচার্য ও মঞ্চাভিনেতা।(জ.১৮৫৮)
- ১৯২১ - জন ব্যুও ডানলপ, টায়ারের উদ্ভাবক ।(জ.১৮৪০)
- ১৯৭৩ - নেলী সেনগুপ্তা, রাজনৈতিক কর্মী ও সমাজসেবী,স্বাধীনতা নিরলস সংগ্রামী।(জ.১২/০১/১৮৮৬)
- ১৯৮৩ - খন্দকার আবদুল হামিদ, বাংলাদেশের সাংবাদিক ও রাজনীতিবিদ।
- ২০০৫ - আবদুর রাজ্জাক, বাংলাদেশী চিত্রশিল্পী ও ভাস্কর।
- ২০১২ - সুনীল গঙ্গোপাধ্যায়, বাঙালি সাহিত্যিক।(জ.৭/০৯/১৯৩৪)
- ২০১৪ - গোলাম আযম, বাংলাদেশের একজন অবসরপ্রাপ্ত ইসলামী রাজনীতিবীদ এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দন্ডপ্রাপ্ত একজন যুদ্ধাপরাধী।
- ২০২৩ - বিষেন সিং বেদী, ভারতের সাবেক ও প্রথিতযশা আন্তর্জাতিক ক্রিকেটার।(জ.২৫/০৯/১৯৪৬)
ছুটি ও অন্যান্য
[সম্পাদনা]বহিঃসংযোগ
[সম্পাদনা]উইকিমিডিয়া কমন্সে ২৩ অক্টোবর সংক্রান্ত মিডিয়া রয়েছে।
এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |