জন ব্যুও ডানলপ
অবয়ব
জন ব্যুও ডানলপ | |
---|---|
জন্ম | |
মৃত্যু | ২৩ অক্টোবর ১৯২১ | (বয়স ৮১)
সমাধি | Deans Grange Cemetery |
জাতীয়তা | স্কটীয় |
নাগরিকত্ব | যুক্তরাজ্য |
পরিচিতির কারণ | বায়ুবীয় টায়ার উদ্ভাবক |
জন ব্যুও ডানলপ (ফেব্রুয়ারি ৫ ১৮৪০ - অক্টোবর ২৩ ১৯২১) একজন স্কটল্যান্ডীয় উদ্ভাবক। তিনি ডানলপ নিওমেটিক টায়ার কোম্পানি নামে একটি রাবার কম্পানির প্রতিষ্ঠাতা যা তার নাম বহন করছে। তিনি বায়বীয় টায়ারের উদ্ভাবক।
ডানলপ ১৮৪০ সালের ৫ ফেব্রুয়ারি স্কটল্যান্ডের ড্রেগহর্নে জন্মগ্রহণ করেন। তিনি এডিনবরা বিশ্ববিদ্যালয় থেকে পশুচিকিৎসাবিদ্যায় পড়াশোনা করেন। তিনি আয়্যারল্যান্ডের ডাউন প্যাট্রিকে ভাইকে সঙ্গে নিয়ে ডাউনি ভেটেরিনারি ক্লিনিকও প্রতিষ্ঠা করেন। ১৮৮৭ সালে তিনি বায়বীয় টায়ারের স্বত্ব লাভ করেন। উত্তর আয়্যারল্যান্ডের মুদ্রায় তার নাম মুদ্রিত রয়েছে। ১৯২১ সালের ২৩ অক্টোবর আয়্যারল্যান্ডে মৃত্যুবরণ করেন।