মেহেরপুর সরকারি কলেজ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
মেহেরপুর সরকারি কলেজ
নীতিবাক্য
পড় তোমার প্রভুর নামে
ধরনসরকারি
স্থাপিত১৯৬৩; ৬১ বছর আগে (1963)
অধিভুক্তিজাতীয় বিশ্ববিদ্যালয়
অধ্যক্ষড. এ.কে‍.এম নজরুল কবির[১]
শিক্ষার্থী৬৩০০ জন (প্রায়)
অবস্থান,
৭১০০
,
২৩°৪৬′০৬″ উত্তর ৮৮°৩৮′৩৩″ পূর্ব / ২৩.৭৬৮২৮০২° উত্তর ৮৮.৬৪২৫৮৩০° পূর্ব / 23.7682802; 88.6425830
শিক্ষাঙ্গনশহুরে, ৩৩ একর (১,৩০,০০০ মি)
ভাষাবাংলা
ক্রীড়াক্রিকেট, ফুটবল, টেবিল টেনিস, ব্যাডমিন্টন
ওয়েবসাইটদাপ্তরিক ওয়েবসাইট
মানচিত্র

মেহেরপুর সরকারি কলেজ খুলনা বিভাগের মেহেরপুর জেলার একটি সরকারি কলেজ। কলেজটি মেহেরপুর শহরে অবস্থিত। কলেজটি ১৯৬১ সালে প্রতিষ্ঠিত হয়েছে।[২]

ইতিহাস[সম্পাদনা]

পাকিস্তান প্রতিষ্ঠার পর শিক্ষা, সংস্কৃতি ও অর্থনীতির ক্ষেত্রে অবহেলিত ও পশ্চাৎপদ হয়ে পড়ে মেহেরপুর জেলা। ১৯৬১ সালে এলাকার উন্নয়নকল্পে শিক্ষা ব্যবস্থার প্রতি নজর দেওয়া হয়। মেহেরপুর মহকুমায় কোন কলেজ না থাকায় একটি কলেজ প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা সকলের নিকট অনুভূত হয়। এ বিষয়ে অগ্রণী ভূমিকা পালন করেন তৎকালীন মহকুমা প্রশাসক জনাব নূরন্নবী চৌধুরী। তিনি তৎকালীন মেহেরপুর পৌরসভার চেয়ারম্যান জনাব শেখ আব্দুর রহিম সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গকে নিয়ে বৈঠক করেন। উক্ত বৈঠকে কলেজ প্রতিষ্ঠার বিষয়ে সর্বসম্মত সিদ্ধান্ত গৃহীত হয়।[৩]

এরপর মেহেরপুর কলেজ নামকরনের মধ্য দিয়ে কলেজ প্রতিষ্ঠার লক্ষ্যে ব্যাপক কার্যক্রম শুরু করা হয়। প্রথমে মেহেরপুর সরকারি উচ্চ বিদ্যালয় এর নব নির্মিত ভবনে কলেজের কার্যক্রম শুরু হয়।

১৯৬২ সালে প্রায় ২০ একর জমির উপর বর্তমান অবস্থানে কলেজ স্থানান্তর হয়। ১৯৬২ সালের ১ জুলাই শিক্ষা কার্যক্রম শুরু হয়।[৪]

বিভাগসমূহ[সম্পাদনা]

মেহেরপুর সরকারি কলেজে উচ্চ মাধ্যমিক, স্নাতক এবং স্নাতকোত্তর বিভাগ চালু রয়েছে।[৫]

ডিগ্রি নং বিষয়
উচ্চ মাধ্যমিক ০১ বিজ্ঞান
০২ মানবিক
০৩ ব্যবসায় শিক্ষা
পাস ০৪ বি.এ
০৫ বি.এস.এস
০৬ বি.এস.সি
০৭ বি.বি.এস
০৮ সি.সি
অনার্স ০৯ বাংলা
১০ ইংরেজি
১১ ইসলামের ইতিহাস ও সংস্কৃতি
১২ গণিত
১৩ রাষ্ট্র বিজ্ঞান
১৪ অর্থনীতি
১৫ হিসাববিজ্ঞান
১৬ ব্যবস্থাপনা
১৭ ভূগোল এবং পরিবেশ
১৮ সমাজ বিজ্ঞান
১৯ দর্শন

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "অধ্যক্ষের প্রোফাইল"মেহেরপুর সরকারি কলেজ। সংগ্রহের তারিখ ২০২৪-০৩-০৮ 
  2. "মেহেরপুর সরকারি কলেজ-মুক্ত প্রাণের প্রতিধ্বনি"ভোরের কাগজ। ২০২৪-০৩-০৭। সংগ্রহের তারিখ ২০২৪-০৩-০৮ 
  3. "কলেজ প্রতিষ্ঠার ইতিহাস"মেহেরপুর সরকারি কলেজ। সংগ্রহের তারিখ ২০২৪-০৩-০৮ 
  4. "কলেজ প্রতিষ্ঠার ইতিহাস"মেহেরপুর সরকারি কলেজ। সংগ্রহের তারিখ ২০২৪-০৩-০৮ 
  5. "মেহেরপুর সরকারি কলেজের বিষয়ের তালিকা"জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি তথ্য। সংগ্রহের তারিখ ২০২৪-০৩-০৮