৮ জুন
অবয়ব
(8 june থেকে পুনর্নির্দেশিত)
<< | জুন | >> | ||||
রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি |
১ | ||||||
২ | ৩ | ৪ | ৫ | ৬ | ৭ | ৮ |
৯ | ১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ |
১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ |
২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ |
৩০ | ||||||
২০২৪ |
৮ জুন গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ১৫৯তম (অধিবর্ষে ১৬০তম) দিন। বছর শেষ হতে আরো ২০৬ দিন বাকি রয়েছে।
ঘটনাবলী
[সম্পাদনা]- ১৬২৪ - পেরুতে ভূমিকম্প আঘাত হানে।
- ১৬৫৮ - পুত্র আওরঙ্গজেব পিতা মোগল সম্রাট শাহজাহানকে ৫ দিন অন্তরীণ রেখে আগ্রা দুর্গ দখল করেন!
- ১৭০০ - ইস্ট ইন্ডিয়া কোম্পানি সুতানুটির বদলে ক্যালকাটা লেখা শুরু করে।
- ১৮৩০ - জার্মান আবিস্কারক কামবোর্জ দিয়াশলাই আবিষ্কার করেন।
- ১৮৫৫ - পর্তূগালের রাজধানী লিসবনে এক ভয়াবহ ভূমিকম্প হলে সেখানে অগ্নিকাণ্ড ছড়িয়ে পড়ে এবং এর ফলে শহরটির অধিকাংশ স্থাপনা ধ্বংস হয়ে যায়।
- ১৯২৩ - বুলগেরিয়ায় ফ্যাসিস্ট বাহিনী ষড়যন্ত্রমূলকভাবে ক্ষমতায় আসে।
- ১৯৩০ - রুমানিয়ার রাজা দ্বিতীয় ক্যারালের সিংহাসন পুনর্দখল।
- ১৯৩৬ - ইন্ডিয়ান স্টেট ব্রডকাস্টিং সার্ভিসের নাম বদলে অল ইন্ডিয়া রেডিও রাখা হয়।
- ১৯৩৮ - জাপান চীনে বোমা বর্ষণ শুরু করে। চীনে জাপানের এই বোমা বর্ষণ দশ দিন ধরে অব্যাহত ছিল।
- ১৯৩৯ - ইংল্যান্ডের রাজা ষষ্ঠ জর্জ মার্কিন যুক্তরাষ্ট্র সফরে যান।
- ১৯৪৮ - ভারত-ব্রিটেন আন্তর্জাতিক বিমান চলাচল শুরু।
- ১৯৪৯ - শ্যাম দেশের নাম বদলে থাইল্যান্ড রাখা হয়।
- ১৯৫৩ - টর্নেডোতে মিশিগান ও ওহাইয়োতে ১১০ জনের মৃত্যু।
- ১৯৫৯ - মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্বে পারমাণবিক শক্তিচালিত প্রথম সাবমেরিন তৈরি করে।
- ১৯৬৩ - আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশন ধূমপানবিরোধী প্রচার শুরু করে।
- ১৯৬৮ - বারমুডার সংবিধান গৃহীত হয়।
- ১৯৬৮ - মার্কিন সিনেটর রবার্ট এফ কেনেডি আর্লিংটনে চিরনিদ্রায় শায়িত হন।
- ১৯৭০ - আর্জেন্টিনায় সামরিক বাহিনী ক্ষমতা দখল করে।
- ১৯৮৮ - নাইজেরিয়ায় একনায়ক সানি আবাচারের আকস্মিক মৃত্যুর মধ্য দিয়ে দেশটিতে গণতন্ত্রের পথ উন্মুক্ত।
- ১৯৯০ - ৪৪ বছরের মধ্যে চেকোশ্লোভাকিয়ায় প্রথম অবাধ নির্বাচন অনুষ্ঠিত। ডাকলাভ হাভেল প্রেসিডেন্ট নির্বাচিত।
- ১৯৯১ - পাকিস্তানের ঘোটকিতে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় কমপক্ষে ১০০ লোক নিহত হয়।
- ১৯৯২ - ইহুদিবাদী ইসরাইলের গোয়েন্দা সংস্থা মোসাদ প্যারিসে অবস্থানরত একজন ফিলিস্তিনী নেতাকে হত্যা করে।
- ১৯৯৫ - সাইপ্রাসে ৯৯% ভোটার পৃথক তুর্কী সাইপ্রিয়ট রাষ্ট্রের পক্ষে রায় দেয়।
- ২০০২ - বাংলাদেশ পূর্ব তিমুরকে স্বীকৃতি দেয়।
জন্ম
[সম্পাদনা]- ১৩১৮ - রাজা দ্বিতীয় এডওয়ার্ডের কন্যা ইলিওনা প্ল্যান্টাগ্যানেট।
- ১৮৯৭ - বাঙালি লেখক ও ঔপন্যাসিক মণীন্দ্রলাল বসু।(মৃ.১৯৮৬)
- ১৯০৪ - বীরেশচন্দ্র গুহ ভারতের প্রখ্যাত বাঙালি প্রাণরসায়ণ বিজ্ঞানী।(মৃ.২০/০৩/১৯৬২)
- ১৯১৬ - ফ্রান্সিস ক্রিক, ইংরেজ পদার্থবিদ, আণবিক জীববিজ্ঞানী এবং স্নায়ুবিজ্ঞানী।(মৃ.২০০৪)
- ১৯৫৫ - টিম বার্নার্স-লি, ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের জনক।
- ১৯৭৫ - শিল্পা শেঠী, ভারতীয় অভিনেত্রী৷
মৃত্যু
[সম্পাদনা]- ৬৩২ - মুহাম্মাদ,ইসলাম ধর্মের প্রবর্তক।
- ১৮০৯ - টমাস পেইন, বৃটেনের বিখ্যাত লেখক ও দার্শনিক।
- ১৮৪৫ - এন্ড্রু জ্যাক্সন,মার্কিন যুক্তরাষ্ট্রের সপ্তম রাষ্ট্রপতি।
- ১৯৬৯ - হলিউডের খ্যাতনামা অভিনেতা রবার্ট টেলরের মৃত্যু।
- ১৯৭০ - আব্রাহাম মাসলো, একজন আমেরিকান মনোবিজ্ঞানী।
- ১৯৯১ - বিমলকৃষ্ণ মতিলাল, বাঙালি দার্শনিক অধ্যাপক ।(জ.০১/০৬/১৯৩৫)
- ১৯৯৮ - সানি আবাচা, নাইজেরিয়ার সাবেক রাষ্ট্রপতি।
- ২০০৯ - হাবিব তানভীর, ভারতের অন্যতম জনপ্রিয় উর্দু ও হিন্দি ভাষার নাট্যকার, থিয়েটার পরিচালক, কবি এবং অভিনেতা। (জ.১৯২৩)
- ২০১২ - সুভাষ চৌধুরী বিশিষ্ট রবীন্দ্র সংগীত শিক্ষক গবেষক ও সমালোচক।(জন্ম ১১/০৭/১৯৩৩)
- ২০২৪ - রামোজি রাও,ভারতীয় চলচ্চিত্র প্রযোজক ও রামোজি ফিল্ম সিটির প্রতিষ্ঠাতা। (জ.১৯৩৬)
ছুটি ও অন্যান্য
[সম্পাদনা]- বিশ্ব মহাসাগর দিবস ৷
- আজ আন্তর্জাতিক আল-কুদস দিবস।
বহিঃসংযোগ
[সম্পাদনা]- বিবিসি: এই দিনে (ইংরেজি)
- দি নিউইয়র্ক টাইমস: এই দিনে (ইংরেজি)
এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |