রামোজি রাও
রামোজী রাও | |
---|---|
জন্ম | চেরুকুরি রামোজী রাও ১৬ নভেম্বর ১৯৩৬ |
মৃত্যু | ৮ জুন ২০২৪ | (বয়স ৮৭)
জাতীয়তা | ভারতীয় |
পেশা |
|
দাম্পত্য সঙ্গী | রমা দেবী (বি. ১৯৬১) |
পুরস্কার |
|
চেরুকুরি রামোজী রাও (১৬ নভেম্বর ১৯৩৬ - ৮ জুন ২০২৪) ছিলেন একজন ভারতীয় ব্যবসায়ী, মিডিয়া উদ্যোক্তা এবং চলচ্চিত্র প্রযোজক।[২] তিনি রামোজী গোষ্ঠীর প্রধান। এটি বিশ্বের বৃহত্তম চলচ্চিত্র তৈরির ক্ষেত্র রামোজি ফিল্ম সিটির উদ্যোক্তা। এছাড়াও তিনি ঈনাড়ু সংবাদ পত্র, টেলিভিশনের ইটিভি নেটওয়ার্ক, চলচ্চিত্র নির্মাতা ঊষা কিরণ মুভিজ-এর প্রধান।[৩][৪][৫][৬] তার অন্যান্য ব্যবসায়িক উদ্যোগগুলি মধ্যে রয়েছে মার্গদর্শী চিট ফান্ড, ডলফিন গ্রুপ অব হোটেলস, কলাঞ্জলি শপিং মল, প্রিয়া পিকেলস, এবং ময়ূরী ফিল্ম ডিস্ট্রিবিউটর।[৭]
তার ঝুলিতে রয়েছে চারটি ফিল্মফেয়ার পুরস্কার দক্ষিণ, পাঁচটি নন্দী পুরস্কার এবং তেলুগু চলচ্চিত্রে তার অবদানের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার.[৮] ২০১৬ সালে সাংবাদিকতা, সাহিত্য ও শিক্ষায় তিনি ভারতের দ্বিতীয় সর্বোচ্চ অসামরিক সম্মাননা পদ্মবিভূষণ সম্মানে ভূষিত হন।[৯][১০]
ব্যক্তিগত জীবন
[সম্পাদনা]রামোজী রাও ১৯৩৬ সালের ১৬ই নভেম্বর তারিখে বর্তমান ভারতের অন্ধ্রপ্রদেশের অন্তর্গত কৃষ্ণা জেলার পেদাপারুপুড়িতে এক কৃষক পরিবারে জন্মগ্রহণ করেন।[১১] রামোজী গ্রুপের আওতাধীন কোম্পানিগুলি হল মার্গদর্শী চিট ফান্ড, ঈনাড়ু সংবাদ পত্র, ইটিভি নেটওয়ার্ক, রমাদেবী পাবলিক স্কুল, প্রিয়া ফুডস, কলাঞ্জলি, উষা কিরণ মুভিজ এবং হায়দ্রাবাদের নিকট অবস্থিত রামোজি ফিল্ম সিটি। এছাড়াও তিনি অন্ধ্রপ্রদেশের ডলফিন গ্রুপ অফ হোটেলের সভাপতি।
রামোজী রাওয়ের কনিষ্ঠ পুত্র চেরুকুরি সুমন ২০১২ সালের ৭ই সেপ্টেম্বর তারিখে লিউকেমিয়ায় মারা যায়।[১২]
চলচ্চিত্রের তালিকা
[সম্পাদনা]সাল | চলচ্চিত্রের নাম | ভাষা | অভিনয়ে | পরিচালক | টীকা |
---|---|---|---|---|---|
১৯৮৪ | শ্রীবারিকি প্রেমলেখ | তেলুগু | নরেশ, পূর্ণিমা | জন্ধ্যাল | |
১৯৮৪ | কাঞ্চন গঙ্গা | তেলুগু | চন্দ্র মোহন, সরিতা, স্বপ্না, শরৎ বাবু | ভি মধুসূদন রাও | |
১৯৮৪ | সুন্দরী সুব্বারাও [১৩] | তেলুগু | চন্দ্র মোহন, বিজয়শান্তি | রেলঙ্গী নরসিংহ রাও | |
১৯৮৫ | ময়ূরী | তেলুগু | সুধা চন্দ্রন, শুভকর | সিঙ্গীতম শ্রীনিবাস রাও | নাচে ময়ূরী নামে হিন্দিতে নতুন সিনেমা তৈরি; মালয়ালম ও তামিলে ময়ূরী নামে ভাষান্তর হয় |
১৯৮৫ | প্রতিঘটন | তেলুগু | বিজয়শান্তি, চন্দ্র মোহন | টি কৃষ্ণ | মালয়ালমে পকরতিনু পকরম ও হিন্দিতে প্রতিঘাত নামে পুনর্করণ হয় |
১৯৮৫ | প্রেমিঞ্চু পেল্লাড়ু[১৪] | তেলুগু | রাজেন্দ্র প্রসাদ, ভানুপ্রিয়া | বংশী | |
১৯৮৬ | পকরতিনু পকরম | মালয়ালম | টি কৃষ্ণ | তেলুগু প্রতিঘটন-এর পুনর্করণ | |
১৯৮৬ | মাল্লেমোগ্গালু[১৫] | তেলুগু | সাগরিকা, রাজেশ | ভি মধুসূদন রাও | |
১৯৮৬ | কার দিদ্দিনা কাপুরম[১৬] | তেলুগু | রাজেন্দ্র প্রসাদ, পবিত্র | ডিভি নরস রাজু | |
১৯৮৬ | নাচে ময়ূরী | হিন্দি | সুধা চন্দ্রন, শেখর সুমন | টি রামা রাও | তেলুগু ময়ূরী-এর পুনর্করণ |
১৯৮৭ | চন্দামামা রাবে[১৭] | তেলুগু | চন্দ্র মোহন, কল্পনা | টি এস বি কে মৌলি | |
১৯৮৭ | প্রতিঘাত | হিন্দি | সুজাতা মেহতা | এন চন্দ্র | তেলুগু প্রতিঘটন-এর পুনর্করণ |
১৯৮৭ | প্রেমায়ণম[১৮] | তেলুগু | নরেশ, জয়শ্রী | সি ভি শ্রীধর | |
১৯৮৮ | ও ভার্যা কথা | তেলুগু | জয়সুধা, চন্দ্র মোহন, শরৎ বাবু | মৌলি | |
১৯৮৯ | মৌন পোরাটম | তেলুগু | যমুনা, বিনোদ কুমার | মোহন গান্ধী | |
১৯৮৯ | পয়লা পচিসু | তেলুগু | রাজেন্দ্র প্রসাদ, রম্যা কৃষ্ণন, ব্রহ্মানন্দম | মৌলি | |
১৯৯০ | জাজমেন্ট[১৯] | তেলুগু | শিব কৃষ্ণ, বিনোদ কুমার, যমুনা, অরুণা | এ মোহন গান্ধী | |
১৯৯০ | মামাশ্রী[২০] | তেলুগু | সুরেশ, রম্যা কৃষ্ণন, লিজি, আনন্দ | শরৎ | |
১৯৯০ | মনসু মমতা | তেলুগু | নরেশ, সিতারা | মৌলি | |
১৯৯১ | আম্মা[২১] | তেলুগু | সুহাসিনী, শরৎ বাবু, বেবি সুনয়না | সুরেশ কৃষ্ণ | |
১৯৯১ | অশ্বিনী | তেলুগু | ভানু চন্দর, অশ্বিনী নাচাপ্পা | মৌলি | |
১৯৯১ | পিপলস এনকাউন্টার | তেলুগু | শ্রীকান্ত, বিনোদ কুমার, ভানুপ্রিয়া | মোহন গান্ধী | |
১৯৯১ | জগন্নাথম এন্ড সন্স[২২] | তেলুগু | সুরেশ, সিন্ধুজা | অনীল কুমার | |
১৯৯২ | বসুন্ধরা | তেলুগু | সিতারা[২৩] | সুরেশ কৃষ্ণ | |
১৯৯৮ | পাড়ুতা তীয়াগ[২৪] | তেলুগু | বিনীত, হীরা রাজাগোপাল | ক্রান্তি কুমার | |
১৯৯৮ | ড্যাডি ড্যাডি[২৫] | তেলুগু | আক্কিনেনি নাগেশ্বর রাও, জয়াসুধা, হরিশ, রাশি | কোড়ি রামকৃষ্ণ | |
১৯৯৯ | মেকানিক মামাইয়াহ'[২৬] | তেলুগু | রাজশেখর, রম্ভা | এস. ভি. রাজেন্দ্র সিং বাবু | |
২০০০ | সুভবেলা[২৭] | তেলুগু | রবি কান্থ, অনসূয়া | রমনা | |
২০০০ | চিত্রম | তেলুগু | উদয় কিরণ, রীমা সেন | তেজা | 'চিত্র' হিসাবে কন্নড় ভাষায় পুনঃনির্মাণ ' |
২০০০ | মুডু মুক্কালাতা | তেলুগু | জগপতি বাবু, সৌন্দর্য, রম্ভা, রাসী | কে. রাঘবেন্দ্র রাও | |
২০০০ | নুভভে কাভালি | তেলুগু | তরুণ কুমার, রিচা পাল্লোদ | কে. বিজয়া ভাস্কর | নিরাম-এর রিমেক; হিন্দিতে তুঝে মেরি কসম এবং কন্নড় নিনাগাগি হিসাবে পুনঃনির্মাণ |
২০০০ | ফেলুদা (সিরিজ) ড. মুন্সির ডায়েরি' | বাংলা | সব্যসাচী চক্রবর্তী, শাশ্বত চ্যাটার্জি, বিভু ভট্টাচার্য | সন্দীপ রায় | ফেলুদা টেলিফিল্ম |
২০০১ | দেবীনচণ্ডী | তেলুগু | শ্রীকান্ত, রাসি, মালবিকা | মুথ্যালা সুব্বাইয়া | |
২০০১ | নিন্নু চুদালানি | তেলুগু | জুনিয়র এনটিআর, রাভিনা রাজপুত | ভি. আর. প্রতাপ | |
২০০১ | আকাসা ভিধিলো | তেলুগু | কস্তুরী | সিঙ্গীতম শ্রীনিবাস রাও | |
২০০১ | চিত্রা | কন্নড় | নগেন্দ্র প্রসাদ, রেখা বেদব্যাস | দীনেশ বাবু | 'এর রিমেক চিত্রম |
২০০১ | আনন্দম | তেলুগু | আকাশ, রেখা বেদব্যাস, ভেঙ্কট, তনু রায় | শ্রীনু ভাইটলা | তামিল ভাষায় পুনঃনির্মাণ হিসাবে '' ইনিধু ইনিধু কধল ইনিধু |
২০০১ | আনন্দ | কন্নড় | নবীন ময়ুর | তেলুগু ছবি 'আনন্দম'-এর রিমেক | |
২০০১ | ইশতাম | তেলুগু | চরণ, শ্রিয়া শরণ | বিক্রম কুমার এবং রাজ কুমার | |
২০০২ | মনসুবন্তে চালু[২৮] | তেলুগু | সাই কিরণ, জেনিফার কোতওয়াল, শিবাজি | জোন্নালগড্ডা শ্রীনিভাসা রাও | |
২০০২ | প্রিয়া নেস্থমা[২৯] | তেলুগু | ভেনু থোটেম্পুদি, শানু | আর. গণপতি | |
২০০২ | নীতো | তেলুগু | প্রকাশ কোভেলামুদি, মাহেক চাহাল | জন মহেন্দ্রান | |
২০০২ | নিনাগাগি | কন্নড় | বিজয় রাঘবেন্দ্র, রাধিকা | এস. মহেন্দর | নুভবে কাভালি এর রিমেক |
২০০৩ | তুঝে মেরি কসম | হিন্দি | রিতেশ দেশমুখ, জেনেলিয়া দেশমুখ | কে. বিজয়া ভাস্কর | নুভে কাভালি এর রিমেক |
২০০৩ | ওকা রাজু ওকা রানি | তেলুগু | রবি তেজা, নমিতা | যোগী | |
২০০৩ | টলি চোপুলোন[৩০] | তেলুগু | নন্দমুরি কল্যাণ রাম, আকাঙ্কা | Y. কাশী বিশ্বনাথ | |
২০০৩ | ইনিধু ইনিধু কধল ইনিধু | তামিল | জয় আকাশ, নেহা | শক্তি চিদাম্বরম | আনন্দম এর রিমেক |
২০০৩ | বোম্বাইয়ের বোম্বেতে | বাংলা | সব্যসাচী চক্রবর্তী, পরমব্রত চ্যাটার্জি, বিভু ভট্টাচার্য | সন্দীপ রায় | ফেলুদা চলচ্চিত্র |
২০০৪ | আনন্দমানন্দময়ে | তেলুগু | জয় আকাশ, রেণুকা মেনন | শ্রীনু ভাইটলা | |
২০০৪ | থোদা তুম বদলো থোদা হাম | হিন্দি | আর্য বব্বর, শ্রিয়া শরণ | ইসমাইল শ্রফ | |
২০০৬ | বীধী[৩১] | তেলুগু | শারওয়ানন্দ, গোপিকা | ভি. দোরাইরাজ | |
২০০৭ | সিক্সার | কন্নড় | প্রজওয়াল দেবরাজ, দেবকী | শশাঙ্ক | |
২০০৮ | নাচাভুলে | তেলুগু | তানিশ, মাধবী লথা | রবি বাবু | |
২০০৯ | নিন্নু কালিসাকা | তেলুগু | সন্তোষ সম্রাট, চৈতন্য কৃষ্ণ, দীপা শাহ, পিয়া বাজপাই, জগপতি বাবু | শিব নাগেশ্বর রাও | |
২০০৯ | সাভারি | কন্নড় ভার্গিস | গাম্যম-এর রিমেক; সহ-প্রযোজনায় আরকা মিডিয়া ওয়ার্কস | ||
২০১০ | বেটিং বাঙ্গারাজু | তেলুগু | আল্লারি নরেশ, নিধি | ই.সত্তিবাবু | |
২০১১ | নুভভিলা | তেলুগু | আবিশ, অজয়, প্রসাদ বারভে, বিজয় সাই, ইয়ামি গৌতম, সারায়ু, রেম্যা নামবিসান | রবি বাবু | |
২০১৫ | বেরুভা | তেলুগু | সানদীপ কিষাণ, সুরভী | কানমনি | আনন্দী আর্ট ক্রিয়েশনস এর সহ-প্রযোজনা |
২০১৫ | দাগুডুমুথা ডান্ডাকোর | তেলুগু | রাজেন্দ্র প্রসাদ, সারা অর্জুন | আর কে মালিনেনি | সৈবম এর রিমেক; সহ-প্রযোজনা প্রথম ফ্রেম এন্টারটেইনমেন্ট |
রামোজী রাওয়ের সবচেয়ে প্রসিদ্ধ উদ্যোগটি হল রামোজি গ্রুপ, যা ১৯৯৬ সালে বিশ্বের বৃহত্তম ফিল্ম স্টুডিও কমপ্লেক্স হিসাবে গিনেস বিশ্ব রেকর্ড করেছে। রামোজী গ্রুপের প্রযোজিত প্রথম সিনেমাটি ছিল তেলুগু ভাষায় শ্রীবারিকি প্রেমলেখ। ওই বছরই গ্রুপটি তেলুগু ভাষায় আরও দুটি প্রযোজনা করে। মালয়ালম, হিন্দি, তামিল, কন্নড় ও তেলুগু ভাষায় একাধিক সিনেমা পুনর্করণ করা হয়, যার মধ্যে বেশ কয়েকটি ছিল সেই সময়কার সুপারহিট সিনেমা। এছাড়াও ২০০০ সালে সন্দীপ রায়ের পরিচালনায় ফেলুদা সিরিজের ডক্টর মুন্সির ডায়েরি এবং ২০০৩ সালে বোম্বাইয়ের বোম্বেটে দুটি সিনেমা প্রযোজিত হয়। বাংলা চলচ্চিত্র জগতে এই দুটি সিনেমা যথেষ্ট চর্চিত। হিন্দি সিনেমার মধ্যে রয়েছে নাচে ময়ূরী, প্রতিঘাত, তুঝে মেরি কসম ও থোড়া তুম বদলো থোরা হাম।
পুরস্কার ও সম্মাননা
[সম্পাদনা]- নাগরিক সম্মাননা
- পদ্মবিভূষণ (২০১৬) – ভারত সরকার
- শ্রেষ্ঠ তেলুগু ভাষার চলচ্চিত্র বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার (ভারত) (প্রযোজক) – নুব্বে কাওয়ালি (২০০০)
- ফিল্মফেয়ার পুরস্কার সেরা চলচ্চিত্র (তেলুগু) – প্রতিঘটন (১৯৮৫)
- ফিল্মফেয়ার বিশেষ পুরস্কার - দক্ষিণ ভারতীয় সিনেমার প্রতি অসামান্য অবদানের জন্য (১৯৯৮)
- শ্রেষ্ঠ তেলুগু ভাষার চলচ্চিত্র বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার (ভারত) – নুব্বে কাওয়ালি (২০০০)
- ফিল্মফেয়ার লাইফটাইম অ্যাচিভমেন্ট পুরস্কার- দক্ষিণ (২০০৪)
- সেরা পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র - রৌপ্য - কাঞ্চন গঙ্গা (১৯৮৪)
- সেরা পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র - স্বর্ণ - ময়ূরী (১৯৮৫)
- সেরা পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র - রৌপ্য - মৌন পোরাটম (১৯৮৯)
- সেরা পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র - কাংস্য - অশ্বিনী (১৯৯১)
- সেরা পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র - স্বর্ণ - তেজা (১৯৯২)
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Rajinikanth gets Padma Vibhushan; Padma Shri for Priyanka, Ajay Devgn"। The Indian Express। ২৫ জানুয়ারি ২০১৬। সংগ্রহের তারিখ ২২ মার্চ ২০১৮।
- ↑ Donthi, Praveen (ডিসেম্বর ২০১৪)। "How Ramoji Rao of Eenadu wrested control of power and politics in Andhra Pradesh"। The Caravan (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৯-১২-৩০।
- ↑ Archived at Ghostarchive and the Wayback Machine: Ramoji Film City on BBC। ৯ মে ২০১৩ – YouTube-এর মাধ্যমে।
- ↑ Archived at Ghostarchive and the Wayback Machine: Ramoji Film City on Discovery Travel & Living। ৯ মে ২০১৩ – YouTube-এর মাধ্যমে।
- ↑ "Largest film studio"। Guinness World Records। সংগ্রহের তারিখ ১২ জানুয়ারি ২০১৫।
- ↑ "ETV Ramoji group forays into garment making"। The Hindu। Archived from the original on ৫ মার্চ ২০১১। সংগ্রহের তারিখ ১৮ জানুয়ারি ২০১১।
- ↑ "About Ramoji Group"। Eenaduinfo.com। সংগ্রহের তারিখ ২০২২-১০-১৯।
- ↑ "Chairman Rao"। The Caravan। সংগ্রহের তারিখ ২৮ ডিসেম্বর ২০১৫।
- ↑ "Padma Awards 2016"।
- ↑ "Padma Awards 2016: Full List"। NDTV.com। ২৫ জানুয়ারি ২০১৬।
- ↑ "ఈనాడు "రామోజీరావు" జన్మదిన సుభాకాంక్షలు"। Namasthe Andhra (তেলুগু ভাষায়)। ১৬ নভেম্বর ২০২০।
- ↑ ইউটিউবে Ramoji Rao's Son Suman Died'd – Sakshi TV
- ↑ "Sundari Subbarao (1984)"। song.cineradham.com। ৪ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১০ ফেব্রুয়ারি ২০১৫।
- ↑ "Preminchu Pelladu Audio Songs Download"। atozmp3-songs.in। ১০ ফেব্রুয়ারি ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১০ ফেব্রুয়ারি ২০১৫।
- ↑ "Mallemoggalu (1986)"। telugujunction.com। ২১ ডিসেম্বর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১২ ফেব্রুয়ারি ২০১৫।
- ↑ "Car Diddina Kapuram (1986)"। telugujunction.com। ২১ ডিসেম্বর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১০ ফেব্রুয়ারি ২০১৫।
- ↑ "Chandamama Rave (1987)"। cineradham.com। সংগ্রহের তারিখ ১০ ফেব্রুয়ারি ২০১৫।
- ↑ "Premayanam(1987)"। cineradham.com। সংগ্রহের তারিখ ১০ ফেব্রুয়ারি ২০১৫।
- ↑ "Judgement (1990)"। cineradham.com। সংগ্রহের তারিখ ১২ ফেব্রুয়ারি ২০১৫।
- ↑ "Mamasri (1990)"। cineradham.com। ৩ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১২ ফেব্রুয়ারি ২০১৫।
- ↑ "Amma (1991)"। oldtelugusongs.org। সংগ্রহের তারিখ ১২ ফেব্রুয়ারি ২০১৫।
- ↑ "Jagannatham & Sons"। dev.reachnri.com। ১২ ফেব্রুয়ারি ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১২ ফেব্রুয়ারি ২০১৫।
- ↑ "Two worlds, one goal"। The Hindu। ৯ জানুয়ারি ২০০৯। সংগ্রহের তারিখ ১২ ফেব্রুয়ারি ২০১৫।
- ↑ "Padutha Theeyaga(1998)"। cineradham.com। সংগ্রহের তারিখ ৯ ফেব্রুয়ারি ২০১৫।
- ↑ "Daddy Daddy (1998)"। cineradham.com। সংগ্রহের তারিখ ৯ ফেব্রুয়ারি ২০১৫।
- ↑ "Mechanic Mamaiah (১৯৯৯)"। telugujunction.com। ২১ ডিসেম্বর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ ফেব্রুয়ারি ২০১৫।
- ↑ "Subhavela (2000)"। telugujunction.com। ২১ ডিসেম্বর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ ফেব্রুয়ারি ২০১৫।
- ↑ "Movie প্রিভিউ — মনসুন্তে চালু"। idlebrain.com। সংগ্রহের তারিখ ৮ ফেব্রুয়ারি ২০১৫।
- ↑ "Priya Nesthama (2002)"। telugujunction.com। ২১ ডিসেম্বর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ ফেব্রুয়ারি ২০১৫।
- ↑ "Movie পর্যালোচনা — টলি চোপুলোন"। idlebrain.com। সংগ্রহের তারিখ ১৬ জুলাই ২০১৫।
- ↑ "Veedhi Press Meet"। ragalahari .com। সংগ্রহের তারিখ ৮ ফেব্রুয়ারি ২০১৫।
- ↑ "నంది అవార్డు విజేతల పరంపర (1964–2008)" [A series of Nandi Award Winners (1964–2008)] (পিডিএফ)। Information & Public Relations of Andhra Pradesh। সংগ্রহের তারিখ ২১ আগস্ট ২০২০।(in Telugu)