বিশ্ব মহাসাগর দিবস

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
বিশ্ব মহাসাগর দিবস
গোধূলী লগনে কক্স বাজার সমুদ্র সৈকত
পালনকারীজাতিসংঘের সকল সদস্য দেশ
তারিখজুন ৮
সংঘটনবার্ষিক

৮ জুন তারিখকে আন্তর্জাতিক মহাসাগর দিবস হিসেবে পালন করা হয়। ১৯৯২ সালে এই দিবস পালন শুরু হয়েছিলো। সে বছর ব্রাজিলের রিও ডি জেনেরোতে সংঘটিত ধরিত্রী সম্মেলনে এই সিদ্ধান্ত নেয়া হয়।[১] ২০০৮ সালের পর থেকে জাতিসংঘ এই দিবসকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয়।[২]বিশ্বের পরিবেশ সুরক্ষার কাজে মহাসাগরের অবদান খুবই গুরুত্বপূর্ণ ।প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখার ক্ষেত্রে মহাসাগরের তুলনা নেই। আন্তর্জাতিক মহাসাগর দিবসে যাতে আমরা মহাসাগরের গুরুত্ব আরো বেশি করে উপলব্ধি করতে পারি সেজন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার একটি বিশেষ দিন।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. World Oceans Day History ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ১৩ মে ২০১৭ তারিখে The Ocean Project
  2. Resolution adopted by the General Assembly, 63/111. Oceans and the law of the sea[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ], paragraph 171: "Resolves that, as from 2009, the United Nations will designate 8 June as World Oceans Day". 5 December 2008

বহিসংযোগ[সম্পাদনা]