বিষয়বস্তুতে চলুন

খয়েরপুর-আব্দুল্লাপুর ইউনিয়ন

স্থানাঙ্ক: ২৪°১৯′৫৫.৬″ উত্তর ৯১°৮′৩৮.৪″ পূর্ব / ২৪.৩৩২১১১° উত্তর ৯১.১৪৪০০০° পূর্ব / 24.332111; 91.144000
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(খয়েরপুর আব্দুল্লাহপুর থেকে পুনর্নির্দেশিত)
খয়েরপুর-আব্দুল্লাহপুর
ইউনিয়ন
৭নং খয়েরপুর-আব্দুল্লাহপুর ইউনিয়ন পরিষদ
খয়েরপুর-আব্দুল্লাহপুর ঢাকা বিভাগ-এ অবস্থিত
খয়েরপুর-আব্দুল্লাহপুর
খয়েরপুর-আব্দুল্লাহপুর
খয়েরপুর-আব্দুল্লাহপুর বাংলাদেশ-এ অবস্থিত
খয়েরপুর-আব্দুল্লাহপুর
খয়েরপুর-আব্দুল্লাহপুর
বাংলাদেশে খয়েরপুর-আব্দুল্লাপুর ইউনিয়নের অবস্থান
স্থানাঙ্ক: ২৪°১৯′৫৫.৬″ উত্তর ৯১°৮′৩৮.৪″ পূর্ব / ২৪.৩৩২১১১° উত্তর ৯১.১৪৪০০০° পূর্ব / 24.332111; 91.144000 উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
দেশবাংলাদেশ
বিভাগঢাকা বিভাগ
জেলাকিশোরগঞ্জ জেলা
উপজেলাঅষ্টগ্রাম উপজেলা উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
ওয়েবসাইটদাপ্তরিক ওয়েবসাইট উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
মানচিত্র
মানচিত্র

৭নং খয়েরপুর-আব্দুল্লাহপুর ইউনিয়ন কিশোরগঞ্জ জেলাঅষ্টগ্রাম উপজেলায় অবস্থিত। এটি একটি হাওড় এলাকা, এখানে প্রায় ৫০ হাজার লোকের বাস। এখানে ৭ মাস শুকনা ও ৫ মাস বর্ষার পানি থাকে। এই এলাকার অধিকাংশ লোক কৃষক। কৃষি নির্ভরশীল আমাদের এই ইউনিয়ন। বর্ষাকালে এখানকার একমাত্র যোগাযোগ বাহন নৌকা ও লঞ্চ। এই ইউনিয়ন উপজেলা সদর থেকে প্রায় ২০ কি.মি. দূরে অবস্থিত।[]

ইতিহাস

[সম্পাদনা]

১৮১৭ সালে সাবেক ত্রিপুরা জেলা বর্তমান বি-বাড়িয়া জেলা নবীনগর থানার বীরগাঁওয়ের মরহুম এলেম খাঁ'র তিন ছেলে কাবিল খাঁ, জালাল মাহমুব খাঁ ও কলিম খাঁ সর্বপ্রথম খয়েরপুর আসেন। তৎকালীন জমিদার আব্দুর রশিদ চৌধুরীর আশ্রয়ে আনোয়ারপুর গ্রামে বসবাস শুরু করেন। ২ বছর পর আনোয়ারপুর গ্রাম নদী গর্ভে বিলীন হলে নতুন বসবাসের জন্য আনোয়ারপুরের আনুমানিক ৪ কি.মি. দক্ষিণে গভীর জঙ্গলে জমিদার সাহেব পাঠান, জঙ্গল সাফ করার পর জমিদার সাহেব এখানে বসবাসের জন্য স্থায়ীভাবে তালুক প্রদান করে এবং জমিদার আব্দুর রশিদ চৌধুরীর পিতা আব্দুল্লা এর নামানুসারে এই জায়গার নামকরণ করা হয় "আব্দুল্লাপুর"। পরবর্তী সময়ে ব্রিটিশ সরকার সাধারণ জনগনকে সেবা প্রদানের লক্ষ্যে ইউনিয়ন গঠন করার জন্য জমিদারদের শরণাপন্ন হয়। তৎকালীন জমিদার এবং আব্দুল্লাপুরের তালুকদার আলী আহাম্মদ খাঁ'র মত বিরোধের জের হিসাবে ইউনিয়নের নাম যৌথ করা হয় এবং প্রজ্ঞাপন জারি করে জমিদার এবং তালুকদারের সম্মতিক্রমে ইউনিয়নের নামকরণ করা হয়।

গ্রামসমূহ

[সম্পাদনা]

১। কদমচাল  (১নং ওয়ার্ড)

২। কাদিরপুর  (১নং ওয়ার্ড)

৩। আনোয়ারপুর  (১নং ওয়ার্ড)

৪। মনোহরপুর  (১নং ওয়ার্ড)

৫। জিন্নাতপুর  (১নং ওয়ার্ড)

৬। খয়েরপুর  (২নং ওয়ার্ড)

৭। বাজুকা  (৩নং ওয়ার্ড)

৮। গয়েশপুর  (৩নং ওয়ার্ড)

৯। খলাগাও  (৩নং ওয়ার্ড)

১০। কলিমপুর  (৪নং ওয়ার্ড)

১১। সমারচর  (৪নং ওয়ার্ড)

১২। আব্দুল্লাপুর (৫, ৬, ৭ ও ৮ নং ওয়ার্ড)

১৩। বালীগাও   (৯নং ওয়ার্ড)

জনসংখ্যা

[সম্পাদনা]
  • আব্দুল্লাহপুর- ১৮,০০০ প্রায়
  • কলিমপুর- ৪,৫০০ প্রায়
  • খয়েরপুর-  ৫,৩০০ প্রায়
  • কদমচাল- ৪,০০০ প্রায়
  • মনোহরপুর-  ৫০০ প্রায়
  • বাজুকা- ৩,৫০০ প্রায়
  • বালীগাঁও- ১,৫০০ প্রায়
  • গয়েশপুর- ১,৫০০ প্রায়
  • সমারচর-  ১,৫০০ প্রায়
  • কাদিরপুর- ৫০০ প্রায়
  • চাঁনপুর- ৫০০ প্রায়
  • জিন্নতপুর- ৫০০ প্রায়
  • খলাগাঁও- ৫০০ প্রায়

অবস্থান

[সম্পাদনা]

মানচিত্রে খয়েরপুর আব্দুল্লাহপুর ইউনিয়ন খয়েরপুর আব্দুল্লাপুর ইউনিয়নটি কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম উপজেলার উত্তর-পূর্ব দিকে অবস্থিত। এর পশ্চিমে মিঠামইনে উপজেলার কেওয়ারজোর ইউনিয়ন, উত্তরে মিঠামইনে উপজেলার বৈরাটি ইউনিয়ন, পূূর্ব দিকে রয়েছে হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার পইলারকান্দি ইউনিয়ন। আর এর দক্ষিণ দিকে রয়েছে অষ্টগ্রাম উপজেলার আদমপুর ইউনিয়ন

যোগাযোগ ব্যবস্থা

[সম্পাদনা]

এই ইউনিয়ন থেকে উপজেলায় যেতে হলে প্রায় ২ ঘণ্টা সময় লাগে। বর্ষাকালে উপজেলায় যেতে হলে নৌকায় অথবা লঞ্চে যেতে হয়। ইদানীং উপজেলার কিছু কিছু ইউনিয়নে সাবমার্চ রোড তৈরী হচ্ছে এতে করে শুকনা মৌসুমে মোটরসাইকেলেও যাওয়া যায়। বর্ষাকালে নৌকা/লঞ্চ ভাড়া ৫০-৭৫ টাকা।

উল্লেখযোগ্য ব্যক্তিত্ব

[সম্পাদনা]
  • ডাঃ আলীম চৌধুরী, গ্রাম- খয়েরপুর, ইউনিয়ন- খয়েরপুর আব্দুল্লাপুর, উপজেলা- অষ্টগ্রাম, জেলা- কিশোরগঞ্জ।
  • মরহুম আলহাজ্ব শরফউদ্দিন আহমেদ, পাকিস্তান পার্লামেন্ট সদস্য (এম.পি) (১৯৬১-১৯৬৫)

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "খয়েরপুর-আব্দুল্লাপুর ইউনিয়ন"বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন। ২০২০-০৪-২৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-০৩-১৯