জর্জ বার্নস

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
জর্জ বার্নস
ইংরেজি: George Burns
১৯৬১ সালে বার্নস
জন্ম
নাথান বির্নবাউম

(১৮৯৬-০১-২০)২০ জানুয়ারি ১৮৯৬
মৃত্যু৯ মার্চ ১৯৯৬(1996-03-09) (বয়স ১০০)
বেভারলি হিলস, ক্যালিফোর্নিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র
সমাধিফরেস্ট লন মেমোরিয়াল পার্ক, গ্লেনডেল
পেশা
  • অভিনেতা
  • কৌতুকাভিনেতা
  • লেখক
  • সঙ্গীতশিল্পী
  • টিভি উপস্থাপক
কর্মজীবন১৯০২-১৯৯৬
দাম্পত্য সঙ্গীগ্রেসি অ্যালেন (বি. ১৯২৬; মৃ. ১৯৬৪)
সন্তান২, রনি-সহ

জর্জ বার্নস (ইংরেজি: George Burns; জন্ম: নাথান বির্নবাউম; ২০ জানুয়ারি ১৮৯৬ - ৯ মার্চ ১৯৯৬) একজন মার্কিন অভিনেতা, কৌতুকাভিনেতা, লেখক ও সঙ্গীতশিল্পী। তিনি ভডভিল, বেতার, চলচ্চিত্র ও টেলিভিশনে কাজ করা অল্প কয়েকজন বিনোদনকর্মীর একজন। তার ধনুকাকৃতির চোখের ভ্রূ ও সিগার-খাওয়া উচ্চারণ এক শতাব্দীর তিন চতুর্থাংশ সময়ের জন্য পরিচিত ট্রেডমার্ক হয়ে ওঠেছিল। তিনি ও তার স্ত্রী গ্রেসি অ্যালেন বেতার, টেলিভিশন ও চলচ্চিত্রে কৌতুকাভিনয় যুগল বার্নস অ্যান্ড অ্যালেন হিসেবে খ্যাতি অর্জন করেন।[১]

৭৯ বছর বয়সে তিনি দ্য সানশাইন বয়েজ (১৯৭৫)-এ অভিনয় করে তিনি শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা বিভাগে একাডেমি পুরস্কারসঙ্গীতধর্মী বা হাস্যরসাত্মক চলচ্চিত্রে শ্রেষ্ঠ অভিনেতা বিভাগে গোল্ডেন গ্লোব পুরস্কার অর্জন করেন। বার্নস ১৯৯৬ সালে শতবর্ষী হন এবং তার মৃত্যুর এক সপ্তাহ পূর্ব পর্যন্তও কাজে নিয়োজিত ছিলেন। তিনি বেভারলি হিলস, ক্যালিফোর্নিয়ায় তার নিজ বাড়িতে তার শততম জন্মদিনের দুই মাস পর হৃৎযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেন।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "George Burns and Gracie Allen: Vaudeville's Greatest Comic Duo by David Soren | The American Vaudeville Museum"অ্যারিজোনা বিশ্ববিদ্যালয় (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৩ জানুয়ারি ২০২৪ 

বহিঃসংযোগ[সম্পাদনা]