লেসলি ম্যানভিল

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
লেসলি ম্যানভিল
Leslie Manville
জন্ম
লেসলি অ্যান ম্যানভিল

(1956-03-12) ১২ মার্চ ১৯৫৬ (বয়স ৬৮)
পেশাঅভিনেতা
কর্মজীবন১৯৭২-বর্তমান
দাম্পত্য সঙ্গীগ্যারি ওল্ডম্যান
(বি. ১৯৮৭; বিচ্ছেদ. ১৯৯০)

জো ডিক্সন
(বি. ২০০০; বিচ্ছেদ. ২০০৪)
সন্তান

লেসলি অ্যান ম্যানভিল, ওবিই[১] (ইংরেজি: Lesley Ann Manville; জন্ম: ১২ মার্চ ১৯৫৬)[২] হলেন একজন ইংরেজ অভিনেত্রী। তিনি পরিচালক মাইক লেইয়ের সাথে তার একাধিক কাজের জন্য সর্বাধিক পরিচিত। তিনি লেইয়ের পরিচালনায় অল অর নাথিং (২০০২) ও অ্যানাদার ইয়ার (২০১০) চলচ্চিত্রে অভিনয় করে বর্ষসেরা ব্রিটিশ অভিনেত্রী বিভাগে লন্ডন ফিল্ম ক্রিটিকস সার্কেল পুরস্কার এবং দ্বিতীয় কাজটির জন্য শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে ন্যাশনাল বোর্ড অব রিভিউ পুরস্কার অর্জন করেন। তিনি ২০১৭ সালে ফ্যান্টম থ্রেড চলচ্চিত্রে অভিনয় করে শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী বিভাগে অস্কারবাফটা পুরস্কারের মনোনয়ন লাভ করেন।[৩]

ম্যানভিল অভিনীত উল্লেখযোগ্য মঞ্চনাটকসমূহ হল অ্যাজ ইউ লাইক ইট (১৯৮৫), লে লিয়াজোঁ দঁজারোস (১৯৮৬), হিজ ডার্ক ম্যাটেরিয়ালস্‌ (২০০৫), দি অ্যালকেমিস্ট (২০০৬), অল অ্যাবাউট মাই মাদার (২০০৭) এবং সিক্স ডিগ্রিস অব সেপারেশন (২০১০)। তিনি লেইয়ের নির্দেশনায় গ্রিফ নাটকে অভিনয়ের জন্য ২০১১ সালে অলিভিয়ে পুরস্কারের মনোনয়ন লাভ করেন এবং ২০১৩ সালে ঘোস্টস্‌ নাটকের পুনরুজ্জীবিতকরণে অভিনয় করে শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে অলিভিয়ে পুরস্কার অর্জন করেন। টেলিভিশনে তিনি রিভার ও সিটকম মাম (২০১৬-২০১৯)-এ অভিনয় করে দুটি বাফটা টিভি পুরস্কারের মনোনয়ন লাভ করেন।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. প্যাটেল, স্যালিনা (১২ জুন ২০১৫)। "Actress Lelsey Manville appointed OBE in Queen's Birthday Honours list"গেট ওয়েস্ট লন্ডন। সংগ্রহের তারিখ ১২ মার্চ ২০১৯ 
  2. "Lesley Manville"বায়োগ্রাফি (ইংরেজি ভাষায়)। এঅ্যান্ডই টেলিভিশন নেটওয়ার্কস। ২৩ মার্চ ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১২ মার্চ ২০১৯ 
  3. "৯০তম অস্কারের পূর্ণ মনোনয়ন তালিকা"দৈনিক ভোরের কাগজ। ২৭ জানুয়ারি ২০১৮। সংগ্রহের তারিখ ১২ মার্চ ২০১৯ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]

বহিঃসংযোগ[সম্পাদনা]