এলিয়া কাজান

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
এলিয়া কাজান
জন্ম
এলিয়াস কাজানসিয়লু

(১৯০৯-০৯-০৭)৭ সেপ্টেম্বর ১৯০৯
মৃত্যু২৮ সেপ্টেম্বর ২০০৩(2003-09-28) (বয়স ৯৪)
কর্মজীবন১৯৩৪-১৯৭৬
দাম্পত্য সঙ্গীমলি ডে থ্যাচার (১৯৩২-১৯৬৩)
বারবারা লোডেন (১৯৬৭-১৯৮০)
ফ্রান্সেস রাজেস (১৯৮২-২০০৩)
পুরস্কারশ্রেষ্ঠ পরিচালনার জন্য একাডেমি পুরস্কার (১৯৪৭, ১৯৫৪)
একাডেমি সম্মানসূচক পুরস্কার (১৯৯৯)
সেরা চলচ্চিত্র পরিচালকের জন্য গোল্ডেন গ্লোব পুরস্কার (১৯৪৮, ১৯৫৫, ১৯৫৭, ১৯৬৪)
মঞ্চনাটক পরিচালনার জন্য টনি পুরস্কার (১৯৪৭, ১৯৪৯, ১৯৫৯)

এলিয়া কাজান (গ্রিক ভাষা: Ηλίας Καζαντζόγλου; ৭ সেপ্টেম্বর ১৯০৯ – ২৮ সেপ্টেম্বর ২০০৩) একজন গ্রিক-মার্কিন মঞ্চ পরিচালক, চলচ্চিত্র ও মঞ্চ প্রযোজক, চিত্রনাট্যকার এবং ঔপন্যাসিক ছিলেন। তিনি ১৯৪৭ সালে নিউ ইয়র্কে প্রভাবশালী অ্যাক্টরস স্টুডিও নির্মাণে সক্রিয় ভূমিকা পালন করেন।

তিনি তার চলচ্চিত্রের অভিনয়শিল্পীদের থেকে সেরা নাটকীয় অভিনয় বের করার জন্য সর্বাধিক পরিচিত।[১] তার পরিচালনায় ২১ জন অভিনেতা অস্কারের মনোনয়ন লাভ করেন এবং নয় জন পুরস্কার লাভ করেন। তিনি নিজেও দুইবার শ্রেষ্ঠ পরিচালনার জন্য একাডেমি পুরস্কার লাভ করেন। এছাড়াও মঞ্চনাটক পরিচালনার জন্য তিনবার টনি পুরস্কার, ও চলচ্চিত্র পরিচালনার জন্য চারবার গোল্ডেন গ্লোব পুরস্কার লাভ করেন, এবং একাডেমি সম্মানসূচক পুরস্কার লাভ করেন।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Stevens, George Jr. Conversations with the Great Moviemakers of Hollywood's Golden Age, Alfred A. Knopf (2006) pp. 389–408.

বহিঃসংযোগ[সম্পাদনা]

টেমপ্লেট:এলিজা কাজান