মধুমতি সেতু
মধুমতি সেতু | |
---|---|
স্থানাঙ্ক | ২৩°১১′৩৮″ উত্তর ৮৯°৪১′২৮″ পূর্ব / ২৩.১৯৩৮১° উত্তর ৮৯.৬৯১১৭° পূর্ব |
বহন করে | যানবাহন |
অতিক্রম করে | মধুমতি নদী |
স্থান | পূর্ব পাড়ে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলা, পশ্চিম পাড়ে নড়াইলের লোহাগড়া উপজেলা |
রক্ষণাবেক্ষক | বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ |
বৈশিষ্ট্য | |
উপাদান | কংক্রিট স্টিল |
মোট দৈর্ঘ্য | ৬৯০ মিটার (২,২৬০ ফুট) |
প্রস্থ | ২৭.১০ মিটার (৮৮.৯ ফুট)[১] |
ইতিহাস | |
নির্মাণ শুরু | ৩০ অক্টোবর ২০১৮ |
নির্মাণ শেষ | ২০২২ |
চালু | ১০ অক্টোবর ২০২২[২] |
অবস্থান | |
মধুমতি সেতু বাংলাদেশের দক্ষিণাঞ্চলের গোপালগঞ্জ জেলা ও নড়াইল জেলায় প্রবাহিত মধুমতি নদীতে নির্মিত বাংলাদেশের প্রথম ৬ লেন বিশিষ্ট সেতু।[৩][৪] সেতুটি গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার সাথে নড়াইলের লোহাগড়া উপজেলাকে সংযুক্ত করেছে। ৯৫৯ কোটি ৮৫ লাখ টাকার বাজেটে ৫ সেপ্টেম্বর ২০১৮ সালে সেতুটির কাজ শুরু হয় ও ২০২২ সালে কাজ সম্পন্ন হয়। সেতুটি এশীয় মহাসড়কের অংশ।
দৈর্ঘ্য
[সম্পাদনা]১৪টি পিলারের উপর নির্মিত সেতুটির দৈর্ঘ্য ৬৯০ মিটার ও প্রস্থ ২৭.১ মিটার। সেতুর মাঝখানে ১৫০ মিটার স্টিলের স্প্যান বসানো আছে।[৫] পদ্মা সেতুর চেয়েও ২ লেন বেশি থাকা এই সেতুর মাঝখানের ৪টি লেন দিয়ে সার্বক্ষণিক ভারী যানবাহন এবং সেতুর দুই পাশের দু’টি লেন দিয়ে রিকশা-ভ্যান-ইজিবাইক ও মোটরসাইকেলসহ নানান প্রকার যানবাহন চলাচল করে।[৬] সেতুর উভয় পাশে ৪.২৭৩ কিলোমিটার সংযোগ সড়ক রয়েছে।
ইতিহাস
[সম্পাদনা]২০১৫ সালের ২৪ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেতুটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। আর ২০১৮ সালের ৩০ অক্টোবর নির্মাণ কাজের উদ্বোধন করেন, উদ্বোধনের সময় এর নাম ছিল কালনা সেতু। সড়ক ও জনপথ অধিদপ্তরের ক্রস বর্ডার রোড নেটওয়ার্ক উন্নয়ন প্রকল্পের আওতায় জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির অর্থায়নে কালনা সেতু নির্মিত হয়। সেতুটি ২০২২ সালের ১০ অক্টোবর উদ্বোধন করা হয় ও এর নাম রাখা হয় মধুমতি সেতু।[৭]
আরো দেখুন
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ সামদানী, মারুফ। "মধুমতীতে ৬ লেনের সেতু: কাজ শেষ পর্যায়ে, জুনে চালুর আশা"। প্রথম আলো। সংগ্রহের তারিখ ৯ অক্টোবর ২০২২।
- ↑ "দেশের প্রথম ৬ লেনের কালনা সেতুর উদ্বোধন সোমবার"। নয়া দিগন্ত। সংগ্রহের তারিখ ৯ অক্টোবর ২০২২।
- ↑ "দেশের প্রথম ৬ লেন সেতু হচ্ছে গোপালগঞ্জে"। সমকাল। সংগ্রহের তারিখ ২০২২-০৩-১৫।
- ↑ "নড়াইলবাসীর স্বপ্নের কালনা সেতুর নির্মাণ কাজ এগিয়ে চলছে"। www.rbtvnews.com। সংগ্রহের তারিখ ২০২২-০৩-১৫।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "কালনা সেতুর দ্বার খুলছে কাল"। দৈনিক ইত্তেফাক। সংগ্রহের তারিখ ৯ অক্টোবর ২০২২।
- ↑ "ছয় লেনের সেতু হচ্ছে কালনায়"। m.mzamin.com। সংগ্রহের তারিখ ২০২২-০৩-১৫।
- ↑ "কালনা মধুমতী সেতু উদ্বোধন ১০ অক্টোবর"। দৈনিক ইত্তেফাক। সংগ্রহের তারিখ ২০২২-১০-০৯।