গংগাচড়া শেখ হাসিনা সেতু

স্থানাঙ্ক: ২৫°৫২′০৮″ উত্তর ৮৯°১৫′১৯″ পূর্ব / ২৫.৮৬৮৮৪৭৬° উত্তর ৮৯.২৫৫২১° পূর্ব / 25.8688476; 89.25521
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
গংগাচড়া শেখ হাসিনা সেতু
View of Gangachara Sheikh Hasina Bridge.jpg
স্থানাঙ্ক২৫°৫২′০৮″ উত্তর ৮৯°১৫′১৯″ পূর্ব / ২৫.৮৬৮৮৪৭৬° উত্তর ৮৯.২৫৫২১° পূর্ব / 25.8688476; 89.25521
স্থানগংগাচড়া, রংপুর
বৈশিষ্ট্য
মোট দৈর্ঘ্য৬৫০ মিটার
স্প্যানের সংখ্যা১৫
অবস্থান
Map

গঙ্গাচড়া শেখ হাসিনা সেতু রংপুর জেলার গংগাচড়া উপজেলায় লালমনিরহাট-রংপুর মহাসড়কে তিস্তা নদীর উপর অবস্থিত একটি সেতু। এটি মহিপুর সেতু নামেও পরিচিত। ২০০৬ সালে শুরু হয়ে ২০১২ সালের জুন পর্যন্ত সেতুটির নির্মাণ কাজ চলে। ২০১২ সালের ২০ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেতুটি উদ্বোধন করেন। সেতুটির দৈর্ঘ্য ৭৫০ মিটার এবং প্রস্থ ১২.১ মিটার। সেতুর স্প্যান সংখ্যা ১৫টি এবং পিলার সংখ্যা ১৬টি। সেতুটি নির্মাণে মোট ব্যয় হয় ১২২.০৯ কোটি টাকা। নদী প্রস্থ ৭৬০ মিটার। অ্যাপ্রোচ রোড ২.২৯ কি.মি.।[১][২]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "তিস্তা সড়ক সেতু - কাউনিয়া উপজেলা"kaunia.rangpur.gov.bd। সংগ্রহের তারিখ ২০২০-০৭-২৮ 
  2. "ভিডিও কনফারেন্সে 'শেখ হাসিনা তিস্তা সেতু'র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী"banglatribune.com। ২০২০-০৭-২৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-০৭-২৮