বিষয়বস্তুতে চলুন

গড়াই রেল সেতু

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
গড়াই রেল সেতু
বামে সৈয়দ মাছ-উদ রুমি সেতু ও ডানে গড়াই রেল সেতু
বহন করেট্রেন
অতিক্রম করেগড়াই নদী
স্থানকয়া, কুমারখালী উপজেলা, কুষ্টিয়া জেলা, খুলনা বিভাগ,  বাংলাদেশ
অন্য নামকয়া রেল ব্রিজ
মালিকবাংলাদেশ রেলওয়ে
রক্ষণাবেক্ষকরেলওয়ে পাকশী বিভাগ
বৈশিষ্ট্য
উপাদান
মোট দৈর্ঘ্য৫১৫ মিটার
রেল বৈশিষ্ট্য
রেলপথের সংখ্যা
ট্র্যাক গেজব্রডগেজ
ইতিহাস
প্রকৌশল নকশা করেঅল্ডউইন স্মলার
নির্মাণকারীইস্টার্ন বেঙ্গল রেলওয়ে[]
নির্মাণ শুরু১৮৩৭; ১৮৬ বছর আগে (1837)
নির্মাণ শেষটেমপ্লেট:শেষ তারিখ এবং বয়স
চালু১৮৭১; ১৫৩ বছর আগে (1871)[]

গড়াই রেল সেতু কুষ্টিয়া জেলার গড়াই নদীর উপরে অবস্থিত একটি রেলসেতু। এটিই বাংলাদেশের প্রথম সবচেয়ে বড় রেল‌‌‌সেতু। সেতুটি ব্রিটিশদের তৈরি।[][] এই রেল সেতুর উত্তর পাশে সৈয়দ মাসউদ রুমি সেতু অবস্থিত।

নকশীকাঁথা কমিউটার গড়াই রেল সেতু অতিক্রম করছে

গঠন শৈলী

[সম্পাদনা]

সেতুটি স্টিল পাইল ফাউন্ডেশনের উপর নির্মিত। সেতুটিতে ০৮টি পিলার ও ০৭টি বড় স্প্যান রয়েছে। প্রতিটি স্প্যান গুলি প্রায় ১৮৫ ফুট। পশ্চিম প্রান্তে সংযুক্ত একটি ভায়াডাক্ট মিলিয়ে সেতুটির সর্বমোট দৈর্ঘ্য ৫১৫ মিটার। সেতুটির উপর একটি ব্রডগেজ রেললাইন রয়েছে। সেতুটির সুপারস্ট্রাকচার হিসেবে স্টিল ট্রাস দিয়ে ৭টি স্প্যান নির্মিত হয়েছে। যেগুলো ০৮টি পিলারের উপর বসানো হয়েছে।

উল্লেখ্য যে, ১৮৬৫ সালে সেতুটি ২ লাইনের তৈরি করার পরিকল্পনা ছিলো। পরবর্তীতে পরিকল্পনাটি স্থগিত হয়।

গুরুত্ব

[সম্পাদনা]

ব্রিটিশ আমল

[সম্পাদনা]

ব্রিটিশ আমলে গড়াই রেলসেতুর ব্যাপক গুরুত্ব ছিলো। কলকাতা থেকে ঢাকা যাতায়াতের জন্য এই রেলসেতু ব্যবহার হতো। এই রেললাইন প্রথমে গোয়ালন্দ ঘাট রেলওয়ে স্টেশনফরিদপুর রেলওয়ে স্টেশন পর্যন্ত চালু হয়।

বর্তমান সময়ে

[সম্পাদনা]

পদ্মাসেতুতে ট্রেন চলাচল শুরু হওয়ার পর থেকেই গড়াই রেলসেতুরও গুরুত্ব বেড়েছে। এই রেলসেতুর উপর দিয়ে বর্তমানে ০৪ টি আন্তঃনগর, ০১ টি কমিউটার ও ০২ টি শাটল ট্রেন আপ-ডাউন করে।

বর্তমানে চলাচলকারী ট্রেন সমূহ

[সম্পাদনা]

আন্তঃনগর

[সম্পাদনা]
  1. মধুমতি এক্সপ্রেস (৭৫৫/৭৫৬)
  2. বেনাপোল এক্সপ্রেস (৭৯৫/৭৯৬)
  3. সুন্দরবন এক্সপ্রেস (৭২৫/৭২৬)
  4. টুঙ্গিপাড়া এক্সপ্রেস (৭৮৩/৭৮৪)
মধুমতি এক্সপ্রেস ট্রেন গড়াই রেলসেতু অতিক্রমের সময়

কমিউটার

[সম্পাদনা]
  1. নকশীকাঁথা এক্সপ্রেস (২৫/২৬)

লোকাল

[সম্পাদনা]
  1. পোড়াদহ শাটল (৫০৫/৫০৬/৫০৭/৫০৮/৫১৩)

আরও দেখুন

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "কুষ্টিয়ায় গড়াই নদীর রেল-সেতুর স্লিপারে আগুন"বিডি-নিউস ২৪। ২০২১-০৪-০৮। সংগ্রহের তারিখ ২০২৪-০৩-১১ 
  2. "বাবার হাতের স্মৃতি দেখতে গড়াই রেল ব্রিজে দুই ভাই"ইনকিলাব। ২০২৩-০৫-০৯। সংগ্রহের তারিখ ২০২৪-০৩-১১ 
  3. "গড়াই রেলসেতু- বাংলাদেশের প্রথম বড় রেলসেতু"জামালপুর-২৪। সংগ্রহের তারিখ ২০২৪-০৩-১১ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  4. "কুষ্টিয়ায় গড়াই নদীর রেল-সেতুর স্লিপারে আগুন"বিডি-নিউস ২৪। ২০২১-০৪-০৮। সংগ্রহের তারিখ ২০২৪-০৩-১১