বারকোটা রেলওয়ে স্টেশন
বারকোটা রেলওয়ে স্টেশন | |
---|---|
বাংলাদেশের রেলওয়ে স্টেশন | |
অবস্থান | চুনারুঘাট উপজেলা, হবিগঞ্জ জেলা, সিলেট বিভাগ![]() |
মালিকানাধীন | বাংলাদেশ রেলওয়ে |
পরিচালিত | বাংলাদেশ রেলওয়ে |
লাইন | |
ট্রেন পরিচালক | পূর্বাঞ্চল রেলওয়ে |
ইতিহাস | |
চালু | ১৯২৯ |
বন্ধ হয় | ২০০৩ |
বারকোটা রেলওয়ে স্টেশন বাংলাদেশের সিলেট বিভাগের হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলায় অবস্থিত একটি রেলওয়ে স্টেশন। ২০০৩ সাল থেকে স্টেশনটি বন্ধ রয়েছে শায়েস্তাগঞ্জ থেকে বাল্লা স্টেশন পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ থাকার কারণে।[১]
ইতিহাস[সম্পাদনা]
আসাম বেঙ্গল রেলওয়ে কর্তৃক ১৯২৯ সালে শায়েস্তাগঞ্জ থেকে বাল্লা পর্যন্ত রেলপথ তৈরি করা হয়।[২] এসময় এই লাইনের স্টেশন হিসেবে বারকোটা রেলওয়ে স্টেশন তৈরি করা হয়।
পরিষেবা[সম্পাদনা]
২০০৩ সালে শায়েস্তাগঞ্জ-বাল্লা রেলপথ বন্ধ হওয়ার আগে বারকোটা রেলওয়ে স্টেশন দিয়ে নিয়মিত বাল্লা লোকাল ট্রেন চলাচল করতো।[৩][৪]
তথ্যসূত্র[সম্পাদনা]
- ↑ সবুজ, জাহিদ। "অস্তিত্ব সংকটে হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ-বাল্লা রেলপথ"। Sylhet Voice। সংগ্রহের তারিখ ২০২১-০৩-০৮।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "রেলওয়ে - বাংলাপিডিয়া"। bn.banglapedia.org। সংগ্রহের তারিখ ২০২১-০৩-০৮।
- ↑ "ফাংশন নেই শায়েস্তাগঞ্জ জংশনে"। banglanews24.com। সংগ্রহের তারিখ ২০২১-০৩-০৮।
- ↑ "কোটি কোটি টাকার মালামাল লুটপাট : ১৬ বছর ধরে বন্ধ হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ বাল্লা রেলপথ"। দৈনিক জালালাবাদ (ইংরেজি ভাষায়)। ২০২০-০১-৩১। সংগ্রহের তারিখ ২০২১-০৩-০৮।